নবম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায়। MCQ & SAQ Class IX Geography 3rd Chapter MCQ & SAQ

by - July 03, 2023

নবম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায়। MCQ & SAQ

Class IX Geography 3rd Chapter MCQ & SAQ 



নবম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায়। MCQ & SAQ

Class IX Geography 3rd Chapter MCQ & SAQ 

 নবম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায়ের সমস্ত ছোট প্রশ্ন আলোচনা করা হল। প্রায় প্রতিটি পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।  

১. অক্ষরেখাগুলি কল্পনা করা হয়েছে - পূর্ব থেকে পশ্চিমে / পশ্চিম থেকে পূর্বে / উত্তর থেকে দক্ষিণে / দক্ষিণ থেকে উত্তরে। 
উত্তর : পূর্ব থেকে পশ্চিমে। 

২. অক্ষরেখাগুলি - পূর্ণবৃত্ত / অর্ধবৃত্ত / উপবৃত্ত / চন্দ্রাকার। 
উত্তর : পূর্ণবৃত্ত। 

৩. অক্ষরেখার অপর নাম কী ? 
উত্তর : সমাক্ষরেখা। 

৪. সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি ? নিরক্ষরেখা / কর্কটক্রান্তিরেখা / মকরক্রান্তিরেখা / মেরুবিন্দু। 
উত্তর : নিরক্ষরেখা। 

৫. নিরক্ষরেখা -  পূর্ণবৃত্ত / অর্ধবৃত্ত / উপবৃত্ত / চন্দ্রাকার। 
উত্তর : পূর্ণবৃত্ত। 

৬. নিরক্ষরেখাকে কল্পনা করা হয়েছে - পূর্ব থেকে পশ্চিমে / পশ্চিম থেকে পূর্বে / উত্তর থেকে দক্ষিণে / দক্ষিণ থেকে উত্তরে। 
উত্তর : পূর্ব থেকে পশ্চিমে। 

৭. নিরক্ষরেখার মান কত ? 
উত্তর : ০ ডিগ্রি। 

৮. নিরক্ষরেখা বরাবর - দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান / দিন বড় রাত ছোট / রাত বড় দিন ছোট / টানা ৬মাস দিন ও ৬ মাস রাত্রি। 
উত্তর : দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান। 

৯. নিরক্ষরেখার অপর নাম কী ? 
উত্তর : বিষুবরেখা। 

১০. কর্কটক্রান্তিরেখার মান কত ? 
উত্তর : সাড়ে ২৩ ডিগ্রি উত্তর। 


১১. মকরক্রান্তিরেখার মান কত ? 
উত্তর : সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ। 

১২. পৃথিবীর উত্তর মেরুর মান কত ? 
উত্তর : ৯০ ডিগ্রি উত্তর। 

১৩. পৃথিবীর দক্ষিণ মেরুর মান কত ? 
উত্তর : ৯০ ডিগ্রি দক্ষিণ। 

১৪. অক্ষরেখাগুলির কোণের সমষ্টি কত ? 
উত্তর : ৩৬০ ডিগ্রি। 

১৫. অক্ষরেখাগুলির প্রতিটির পরিধি - সমান / সমান নয়। 
উত্তর : সমান নয়। 

১৬. অক্ষরেখাগুলি পরস্পর - সমান্তরাল / সমান্তরাল নয়। 
উত্তর : সমান্তরাল। 

১৭. মহাবৃত্ত কাকে বলে ? 
উত্তর : নিরক্ষরেখাকে। 

১৮. অক্ষরেখার সর্বনিম্ন ও সর্বোচ্চ মান কত ? 
উত্তর : সর্বনিম্ন মান ০ ডিগ্রি ( নিরক্ষরেখা ) ও সর্বোচ্চ মান ৯০ ডিগ্রি ( উত্তর ও দক্ষিণ মেরু ) ।

১৯. ১ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে দূরত্বের পার্থক্য হয় - ৪ কিমি / ১১৯ কিমি / ১১১ কিমি / ১ কিমি। 
উত্তর : ১১১ কিমি। 

২০. নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে - পূর্ব ও পশ্চিম / উত্তর ও দক্ষিণ - এই দুই ভাগে ভাগ করা হয়। 
উত্তর : উত্তর ও দক্ষিণ। 

২১. অক্ষরেখাগুলিকে কল্পনা করা হয় - ১ ডিগ্রি / ২ ডিগ্রি / ৪ ডিগ্রি / ৯০ ডিগ্রি - অন্তর অন্তর। 
উত্তর : ১ডিগ্রি অন্তর অন্তর। 

২২. মোট অক্ষরেখার সংখ্যা - ১৭৮ / ১৭৯ / ৯০ / ৩৬০ টি। 
উত্তর : ১৭৯ টি ( ১৭৮ + নিরক্ষরেখা = ১৭৯ টি ) 

২৩. নিরক্ষরেখা নিজেও একটি - অক্ষরেখা / অক্ষরেখা নয়। 
উত্তর : অক্ষরেখা। 

২৪. সূর্যের উত্তরায়নের সীমা হল - কর্কটক্রান্তিরেখা / মকরক্রান্তিরেখা। 
উত্তর : কর্কটক্রান্তিরেখা। 

২৫. সূর্যের দক্ষিণায়নের সীমা হল - কর্কটক্রান্তিরেখা / মকরক্রান্তিরেখা। 
উত্তর : মকরক্রান্তিরেখা। 

২৬. অক্ষরেখা ও অক্ষাংশ  - এক / এক নয় / সমার্থক / বিপরীতার্থক। 
উত্তর : এক নয়। 

২৭. অক্ষাংশ হল ____________________ পরিমাপ। 
উত্তর : কৌণিক। 

২৮. কোন যন্ত্রের সাহায্যে সূর্যের কৌণিক অবস্থান নির্ণয় করা হয় ? 
উত্তর : ট্রানজিট থিয়োডোলাইট ও সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। 

২৯. রাত্রিবেলা উত্তর গোলার্ধে _________________ ও দক্ষিণ গোলার্ধে _____________________ এর সাহায্যে অবস্থান নির্ণয় করা হয়। 
উত্তর : ধ্রুবতারা , হ্যাডলির অকট্যান্ট। 

৩০. ধ্রুবতারাকে নিরক্ষরেখায়  ___________ ডিগ্রি ও সুমেরুতে __________ ডিগ্রিতে দেখা যায়।  
উত্তর : ০ ডিগ্রি ,  ৯০ ডিগ্রি।    


৩১. নিরক্ষরেখায় সূর্যরশ্নি - লম্বভাবে / তির্যকভাবে / সমান্তরালভাবে / উল্লম্বভাবে - কিরণ দেয়। 
উত্তর : লম্বভাবে। 

৩২. অক্ষাংশের মান বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা - বাড়তে থাকে / কমতে থাকে / একই থাকে। 
উত্তর : কমতে থাকে। 

৩৩. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হল - উষ্ণমন্ডল / হিমমন্ডল / নাতিশীতোষ্ণ মন্ডল। 
উত্তর : উষ্ণমন্ডল। 

৩৪. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মাঝে আছে - সুমেরু রেখা / কুমেরু রেখা / আন্তর্জাতিক তারিখ রেখা / নিরক্ষরেখা। 
উত্তর : নিরক্ষরেখা। 

৩৫. উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত -   উষ্ণমন্ডল / হিমমন্ডল / নাতিশীতোষ্ণ মন্ডল।
উত্তর : হিমমন্ডল। 

৩৬. দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত -   উষ্ণমন্ডল / হিমমন্ডল / নাতিশীতোষ্ণ মন্ডল।
উত্তর : হিমমন্ডল।      

৩৭. হিমমন্ডলে সারাবছর উষ্ণতা কেমন থাকে ? 
উত্তর : সারাবছর হিমাঙ্কের ( ০ ডিগ্রি ) নীচে থাকে। 

৩৮. দ্রাঘিমারেখা অপর কোন নামে পরিচিত ? অক্ষরেখা / আন্তর্জাতিক তারিখ রেখা / মূল মধ্যরেখা। 
উত্তর : মূল মধ্যরেখা। 

৩৯. মোট দ্রাঘিমার সংখ্যা ক'টি ? ৯০ / ১৮০ / ৩৬০ / ৩৮০ - টি। 
উত্তর : ৩৬০ টি। 

৪০. কোন দ্রাঘিমার সাপেক্ষে অন্যান্য দ্রাঘিমারেখাগুলি টানা হয়েছে ? 
উত্তর : মূল মধ্যরেখা। 

৪১. কত ডিগ্রি অন্তর অন্তর দ্রাঘিমারেখাগুলিকে কল্পনা করা হয়েছে ? ১ ডিগ্রি / ৪ডিগ্রি / ৯০ডিগ্রি / ১৮০ডিগ্রি। 
উত্তর : ১ডিগ্রি। 

৪২. উভয় গোলার্ধের সাধারণ দ্রাঘিমারেখা কোনটি ? ৯০ডিগ্রি / ১৮০ডিগ্রি / ৩৬০ডিগ্রি / ০ডিগ্রি। 
উত্তর : ১৮০ডিগ্রি। 

৪৩. মূল মধ্যরেখার মান কত ? ৯০ডিগ্রি / ১৮০ডিগ্রি / ৩৬০ডিগ্রি / ০ডিগ্রি। 
উত্তর : ০ডিগ্রি। 

৪৪. কোন দ্রাঘিমারেখাটি আন্তর্জাতিক তারিখ রেখা নামে পরিচিত ?   ৯০ডিগ্রি / ১৮০ডিগ্রি / ৩৬০ডিগ্রি / ০ডিগ্রি। 
উত্তর : ১৮০ডিগ্রি। 

৪৫. পূর্ব ও পশ্চিম গোলার্ধের বিভাজন রেখা হল - ৯০ডিগ্রি / ১৮০ডিগ্রি / ৩৬০ডিগ্রি / ০ডিগ্রি - দ্রাঘিমা রেখা। 
উত্তর : ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা। 

৪৬. দ্রাঘিমারেখাগুলি কল্পনা করা হয়েছে - পূর্ব - পশ্চিমে / উত্তর দক্ষিণে। 
উত্তর : উত্তর দক্ষিণে। 

৪৭. দ্রাঘিমারেখাগুলি - পূর্ণবৃত্ত / অর্ধবৃত্ত / উপবৃত্ত। 
উত্তর : অর্ধবৃত্ত। 

৪৮. সকল দ্রাঘিমারেখার পরিধি - সমান / সমান নয়। 
উত্তর : সমান। 

৪৯. দ্রাঘিমারেখাগুলি পরস্পর - সমান্তরাল / সমান্তরাল নয়। 
উত্তর : সমান্তরাল নয়। 

৫০. দ্রাঘিমারেখার সর্বনিম্ন ও সর্বোচ্চ মান কত ? 
উত্তর : সর্বনিম্ন মান ০ডিগ্রি ও সর্বোচ্চ মান ১৮০ডিগ্রি। 

৫১. পরস্পর বিপরীত দুটি দ্রাঘিমারেখাকে যুক্ত করলে একটি - মহাবৃত্ত / অর্ধবৃত্ত / উপবৃত্ত - পাওয়া যাবে।উত্তর : মহাবৃত্ত। 

৫২. দ্রাঘিমারেখা পৃথিবীকে - পূর্ব ও পশ্চিম / উত্তর ও দক্ষিণ - এই দুই গোলার্ধে ভাগ করেছে। 
উত্তর : পূর্ব ও পশ্চিম। 

৫৩. দ্রাঘিমা ও দ্রাঘিমারেখা - কথাদুটি - এক / এক নয়। 
উত্তর : এক নয়। 

৫৪. দ্রাঘিমা হল ______________ পরিমাপ ও দ্রাঘিমারেখা হল ________________ রেখা। 
উত্তর : কৌণিক ; অর্ধবৃত্ত। 

৫৫. গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়ি হল - অডিওমিটার / অল্টোমিটার / ব্যারোমিটার / ক্রোনোমিটার। 
উত্তর : ক্রোনোমিটার। 

৫৬. কে ক্রোনোমিটার উদ্ভাবন করেন ? 
উত্তর : জন হ্যারিসন। 

৫৭. ১ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় - ৪মিনিট / ৪ঘন্টা / ৪ঘন্টা ৪মিনিট / ৪সেকেন্ড। 
উত্তর : ৪মিনিট। 

৫৮. গ্রিনিচের দ্রাঘিমার মান কত ? ০ডিগ্রি / ৪৫ডিগ্রি / ৯০ডিগ্রি / ১৮০ডিগ্রি। 
উত্তর : ০ডিগ্রি। 

৫৯. গ্রিনিচ থেকে পূর্বদিকে সময় - এগিয়ে থাকে / পিছিয়ে থাকে / একই থাকে। 
উত্তর : এগিয়ে থাকে। 

৬০. গ্রিনিচ থেকে পশ্চিমদিকে সময় - এগিয়ে থাকে / পিছিয়ে থাকে / একই থাকে। 
উত্তর : পিছিয়ে থাকে।     


৬১. দুপুর ১২ টা থেকে রাত ১২টা পর্যন্ত - AM / PM 
উত্তর : PM 

৬২. রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত - AM / PM 
উত্তর : AM

৬৩. AM এর পুরো কথাটি কী ? 
উত্তর : Ante Meridian 

৬৪. PM এর পুরো কথাটি কী ? 
উত্তর : Post Meridian 

৬৫. GMT এর পুরো কথাটি কী ? 
উত্তর : Greenwich Mean Time 

৬৬. IST এর পুরো কথাটি কী ? 
উত্তর : Indian Standard Time 

৬৭. ভারতের প্রমান দ্রাঘিমা কত ? 
উত্তর : ৮২ডিগ্রি ৩০মিনিট পূর্ব। 

৬৮. ভারতের সঙ্গে গ্রিনিচের প্রমান সময়ের পার্থক্য কত ? 
উত্তর : ৫ঘন্টা ৩০মিনিট। 

৬৯. গ্রিনিচের তুলনায় ভারতের প্রমান সময় - এগিয়ে / পিছিয়ে। 
উত্তর : এগিয়ে। 

৭০. আকাশে সূর্যের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয় - স্থানীয় সময় / প্রমান সময়। 
উত্তর : স্থানীয় সময়। 

৭১. অনেকগুলি দ্রাঘিমার মধ্যে একটিকে প্রমান হিসাবে ধরে সেই অনুযায়ী সময় নির্ধারণ করা হল - স্থানীয় সময় / প্রমান সময়। 
উত্তর : প্রমান সময়। 

৭২. মহাবৃত্ত হল - নিরক্ষরেখা / আন্তর্জাতিক তারিখ রেখা / মূলমধ্যরেখা। 
উত্তর : নিরক্ষরেখা। 

৭৩. কোনো স্থানের ঠিক উল্টোদিকের বা বিপরীত অবস্থানকে কী বলে ? 
উত্তর : প্রতিপাদ অবস্থান। 

৭৪. কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য - ১২/ ১৬/ ১৮ / ২৪ - ঘন্টা। 
উত্তর : ১২ঘন্টা। 

৭৫. কলকাতার দ্রাঘিমা কত ? 
উত্তর : ৮৮ডিগ্রি ৩৩মিনিট পূর্ব।     

৭৬. পশ্চিমবঙ্গের মাঝ বরাবর সমাক্ষরেখাটির নাম - কর্কটক্রান্তিরেখা / নিরক্ষরেখা / মকরক্রান্তিরেখা / কুমেরুবৃত্তরেখা। 
উত্তর : কর্কটক্রান্তিরেখা। 

৭৭. দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র কোনটি ? 
উত্তর : সিগমা অকট্যান্ট। 

৭৮. কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে ? 
কর্কটক্রান্তিরেখা / নিরক্ষরেখা / মকরক্রান্তিরেখা / কুমেরুবৃত্তরেখা। 
উত্তর : নিরক্ষরেখা। 

৭৯. পৃথিবীতে ১ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখার মোট সংখ্যা - ১৭৮টি / ১৭৯টি / ৩৬০টি / ১৮১টি। 
উত্তর : ১৭৯টি। 

৮০. ১ডিগ্রি অন্তর সমাক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হবে - ৭১ / ৪৩ / ৬৯ / ৭৯ - মাইল। 
উত্তর : ৬৯ মাইল। 

৮১. নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে -  অক্ষাংশ / অক্ষরেখা / দ্রাঘিমাংশ / দ্রাঘিমারেখা। 
উত্তর : অক্ষাংশ। 

৮২. নিরক্ষরেখায় ধ্রুবতারাকে কোথায় দেখা যায় ? মাথার উপর / দিগন্তরেখায় / মকরক্রান্তিরেখায় / কর্কটক্রান্তিরেখায়। 
উত্তর : দিগন্তরেখায়। 

৮৩. কোন অক্ষরেখায় দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসর সবচেয়ে কম ? 
কর্কটক্রান্তিরেখা / নিরক্ষরেখা / মকরক্রান্তিরেখা / কুমেরুবৃত্তরেখা। 
উত্তর : নিরক্ষরেখা। 

৮৪. কলকাতা ও ঢাকার প্রমাণ সময়ের পার্থক্য - ৩০ মিনিট / ৪৫ মিনিট / ৫ঘন্টা ৩০ মিনিট / ১মিনিট। 
উত্তর : ৩০মিনিট। 

৮৫. কোন দ্রাঘিমারেখার সাহায্যে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয় ? 
উত্তর : ৮২ডিগ্রি ৩০মিনিট পূর্ব। 

৮৬. আমেরিকার সময় অঞ্চলের সংখ্যা - ১৯টি / ১১টি / ৯টি / ১১১টি। 
উত্তর : ৯টি। 

৮৭. কোন যন্ত্রের সাহায্যে গ্রিনিচের সময় পরিমাপ করা হয় ? 
অ্যানিমোমিটার / হাইড্রোমিটার / ব্যারোমিটার / ক্রোনোমিটার। 
উত্তর : ক্রোনোমিটার। 

৮৮. রাশিয়ায় প্রমাণ দ্রাঘিমার সংখ্যা -  ১৯টি / ১১টি / ৯টি / ১১১টি। 
উত্তর : ১১টি। 

৮৯. প্রশান্ত মহাসাগর / ভারত মহাসাগর / আটলান্টিক মহাসাগর / সুমেরু মহাসাগর - এর উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা প্রসারিত হয়েছে। 
উত্তর : প্রশান্ত মহাসাগর। 

৯০. কাকে প্রাকৃতিক ঘড়ি বলা হয় ? 
উত্তর : সূর্য। 

৯১. কোন শহরের উপর দিয়ে মূলমধ্যরেখা প্রসারিত ? কলকাতা / দিল্লি / লন্ডন / গ্রিনিচ। 
উত্তর : গ্রিনিচ। 

৯২. ভারতে কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায় ? পশ্চিমবঙ্গ / আসাম / অরুণাচলপ্রদেশ / মণিপুর। 
উত্তর : অরুণাচলপ্রদেশ। 

৯৩. মূলমধ্যরেখার বিপরীতে কোন দ্রাঘিমারেখা রয়েছে ? ১৮০ / ১২০ / ৩৬০ / ৯০ ডিগ্রি দ্রাঘিমারেখা। 
উত্তর : ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা।    

নবম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায়। MCQ & SAQ

Class IX Geography 3rd Chapter MCQ & SAQ 


   

You May Also Like

0 comments