Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

Class IX Geography 1st chapter DAQ 

নবম শ্রেণী : ভূগোল প্রথম অধ্যায়। সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 


৫ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 

১. পৃথিবীর অভিগত গোলকের সপক্ষে বিভিন্ন প্রমাণ দাও। 
২. কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে কেন ? 
৩. GPS কী ? GPS - এর ব্যাবহারগুলি আলোচনা কর।    

২ / ৩ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 

১. Geoid কী ? 
২. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন ? 
৩. অন্তঃস্থ গ্রহগুলির পরিচয় দাও। 
৪. বহিঃস্থ গ্রহগুলির পরিচয় দাও। 
৫. কাকে , কেন বামন গ্রহ বলে ? 
৬. দিগন্তরেখা কাকে বলে ? 
৭. নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন ? 
৮. কুলীন গ্রহ ও বামন গ্রহের দুটি পার্থক্য লেখ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class IX Geography 1st chapter MCQ 

নবম শ্রেণি : ভূগোল : প্রথম অধ্যায়। MCQ


১. কে প্রথম ঘোষণা করেছিলেন পৃথিবী চ্যাপ্টা নয় , গোল ? 
উত্তর : পিথাগোরাস। 

২. কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন ? 
উত্তর : এরাটোস্থিনিস। 

৩. কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর মানচিত্র তৈরী করেন ? 
উত্তর : টলেমি। 
৪. কে বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ? 
উত্তর : আলফ্রেড রাসেল। 

৫. কত খ্রিস্টাব্দে বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করা হয় ? 
উত্তর : ১৮৭০

৬. উত্তর গোলার্ধে সমকোণে ( ৯০ ডিগ্রি ) কোন নক্ষত্র দেখা যায় ? 
উত্তর : ধ্রুবতারা। 

৭. দক্ষিণ গোলার্ধে সমকোণে ( ৯০ ডিগ্রি ) কোন নক্ষত্র দেখা যায় ? 
উত্তর : হ্যাডলির অকট্যান্ট। 

৮. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ? 
উত্তর : ১২৭৫৭ কিমি। 

৯. পৃথিবীর মেরু ব্যাস কত ? 
উত্তর : ১২৭১৪ কিমি। 

১০. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত ? 
উত্তর : ৪৩ কিমি। 

১১. পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির মধ্যে পার্থক্য কত ? 
উত্তর : ৫১ কিমি। 

১২. পৃথিবীর আকৃতি হল ______________ গোলক। 
উত্তর : অভিগত। 

১৩. যতই পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় , অভিকর্ষজ বল তত - বেড়ে / কমে - যায়। 
উত্তর : বেড়ে যায়। 

১৪. পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে দোলক ঘড়ির পরীক্ষাটি কে করেছিলেন ? 
উত্তর : জাঁ রিচার। 

১৫. দোলক ঘড়ির পরীক্ষাটি কবে করা হয় ? 
উত্তর : ১৬৭১ 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১৬. দোলক ঘড়ির পরীক্ষাটি কোথায় করা হয় ? 
উত্তর : দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপ ও প্যারিসে। 

১৭. পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি ? 
উত্তর : মাউন্ট এভারেস্ট। 

১৮. পৃথিবীর সর্বোচ্চ স্থানের উচ্চতা কত ? 
উত্তর : ৮৮৪৮ মিটার। 

১৯. পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি ? 
উত্তর : মারিয়ানা খাত। 

২০. পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানের পার্থক্য কত ? 
উত্তর : প্রায় ২০ কিমি। 

২১. পৃথিবীর আকৃতি পৃথিবীর মতই। এই ধারণাকে বলা হয় ____________________ 
উত্তর : জিয়ড 

২২. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি ? 
উত্তর : বুধ। 

২৩. সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে পৃথিবীর অবস্থান - তৃতীয় / পঞ্চম / ষষ্ঠ / দ্বিতীয়। 
উত্তর : তৃতীয় 

২৪. পৃথিবীর উপগ্রহের সংখ্যা ক'টি ? 
উত্তর : ১টি।  
 
২৫. পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম কী ? 
উত্তর : চাঁদ। 

২৬. বৃহস্পতির ক'টি উপগ্রহ ? 
উত্তর : ৬৭ টি। 

২৭. মঙ্গলের ক'টি উপগ্রহ ? 
উত্তর : ২টি। 

২৮. সৌর জগতে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক ? 
উত্তর : বৃহঃস্পতি। 

২৯. সৌর জগতে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই ? 
উত্তর : বুধ ও শুক্র। 

৩০. সৌর জগতে কোন গ্রহ বৃহত্তম ? 
উত্তর : বৃহঃস্পতি।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবী - অভিগত গোলাকার / চৌকো / সমতল / বক্রাকার। 
উত্তর : সমতল। 

৩২. কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন ? ফ্রান্স / জাপান / আমেরিকা / স্পেন। 
উত্তর : স্পেন। 

৩৩. পিথাগোরাস ছিলেন - গ্রিক / রোমান / জার্মান / ভারতীয় - দার্শনিক। 
উত্তর : গ্রিক। 

৩৪. কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ? 
উত্তর : শুক্র। 

৩৫. পৃথিবী সমতল হলে বেলফোর্ড খালের পরীক্ষাতে তিনটি লাঠিকে কীরকম দেখাত ? সমান দৈর্ঘ্যের / একটু লম্বা দৈর্ঘ্যের / লাঠিগুলি বেঁকে থাকবে / লাঠিগুলিকে দেখা যাবে না। 
উত্তর : সমান দৈর্ঘ্যের। 

৩৬. সৌরজগতের একমাত্র কোন গ্রহে ঋতু পরিবর্তন দেখা যায় ? 
উত্তর : পৃথিবী। 

৩৭. কত কিমি বেগে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ?  
উত্তর : ৩০কিমি /সেকেন্ড। 

৩৮. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম - সেরেস / ডিমোস / ফেবোস / ইরিস। 
উত্তর : সেরেস। 

৩৯. ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় , দিগন্ত রেখার বিস্তার তত - কমে / বাড়ে / একই থাকে। 
উত্তর : বাড়ে। 

৪০. কে প্রথম পৃথিবীর ব্যাস সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন ? 
উত্তর : এরাটোস্থিনিস। 

৪১. পৃথিবীর মেরুদ্বয় কিঞ্চিৎ ( চাপা / স্ফীত ) ও নিরক্ষীয় প্রদেশ কিঞ্চিৎ ( চাপা / স্ফীত ) । 
উত্তর : চাপা , স্ফীত। 

৪২. কোনো বস্তুর ওজন নিরক্ষরেখার সংলগ্ন অঞ্চলে ক্রমশ - কমে / বাড়ে। 
উত্তর : কমে। 

৪৩. ১ স্টেডিও = কত মিটার ? 
উত্তর : ১৮৫ মিটার। 

৪৪. GPS এর সাহায্যে কোনো স্থানের যেকোনো সময়ের - একমাত্রিক / দ্বিমাত্রিক / ত্রিমাত্রিক / চতুর্মাত্রিক - অবস্থান জানতে পারি।
উত্তর : ত্রিমাত্রিক। 

৪৫.  Geoid কথার অর্থ কী ? 
উত্তর : পৃথিবী সদৃশ। 

৪৬. পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় ? 
উত্তর : কেন্দ্রাতিগ বল। 

৪৭. নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে কোন মেরুতে দেখা যায় ? 
উত্তর : উত্তর মেরুতে। 

৪৮. দিগন্তরেখার আকৃতি - গোলাকার / লম্বা / বাঁকা / বক্রাকার। 
উত্তর : গোলাকার। 

৪৯. GPS এর পুরো কথাটি কী ? 
উত্তর : Global Positioning System 

৫০. GIS এর পুরো কথাটি কী ? 
উত্তর : Geographical Information System 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৫১. পৃথিবী - পূর্ব থেকে পশ্চিমে / পশ্চিম থেকে পূর্বে / উত্তর থেকে দক্ষিণে - সূর্যকে প্রদক্ষিণ করে। উত্তর : পশ্চিম থেকে পূর্বে। 

৫২. সর্বপ্রথম Geoid কথাটি কে ব্যবহার করেন ? 
উত্তর : জোহান বেনডিক্ট লিসটিং। 

৫৩. এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট = কত কিমি ? 
উত্তর : ১৪.৯৬ কোটি কিমি। 

৫৪. কোন গ্রহকে লাল গ্রহ বলে ? 
উত্তর : মঙ্গল। 

৫৫. কোন গ্রহকে নীল গ্রহ বলে ? 
উত্তর : পৃথিবী। 

৫৬. নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতিকোণ - ০ ডিগ্রি / ১৫ ডিগ্রি  / ৬০ ডিগ্রি  / ৯০ ডিগ্রি। 
উত্তর : ০ ডিগ্রি। 

৫৭. পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? 
উত্তর : ইউরি গ্যাগারিন। 

৫৮. পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ? 
উত্তর : ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 

৫৯. ভারতের প্রথম মহাকাশচারী ? 
উত্তর : রাকেশ শর্মা। 

৬০. মহাশুন্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন কে ? 
উত্তর : সুনিতা উইলিয়ামস।     

৬১. কোন গ্রহ মিথেন গ্যাসে পরিপূর্ণ ? মঙ্গল / ইউরেনাস / নেপচুন / শুক্র। 
উত্তর : ইউরেনাস। 

৬২. কোন গ্রহকে ' গুরু গ্রহ ' বলে ? 
উত্তর : বৃহঃস্পতি। 

৬৩. মঙ্গল গ্রহের রং কেন লাল ? 
উত্তর : মাটিতে লোহার ভাগ বেশি থাকায়। 

৬৪. ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ। 
উত্তর : INSAT , IRS 

৬৫. সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম কী ? 
উত্তর : পৃথিবী। 

৬৬. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ? 
উত্তর : স্যার আইজ্যাক নিউটন। 

৬৭. পৃথিবীর তুলনায় সূর্য কত বড় ? 
উত্তর : ১৩ লক্ষ গুন। 

৬৮. ২০০৬ সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয় ? 
উত্তর : প্লুটো। 

৬৯. পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব কত ? 
উত্তর : ১৫ কোটি ২০ লক্ষ কিমি। 

৭০. সৌরজগতের কেন্দ্রে রয়েছে - সূর্য / বৃহঃস্পতি / পৃথিবী / চাঁদ। 
উত্তর : সূর্য। 

৭১. GPS নিয়ন্ত্রণকারী কেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে। 

৭২. GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যুনতম ক'টি উপগ্রহ প্রয়োজন ? 
উত্তর : ৩ টি। 

৭৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ? 
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড। 

৭৪. সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ - বুধ / শুক্র / বৃহঃস্পতি / পৃথিবী। 
উত্তর : বৃহঃস্পতি। 

৭৫. পৃথিবীর কক্ষপথের পরিধি কত ? 
উত্তর : ৯৬ কোটি কিমি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৭৬. পৃথিবীর কক্ষপথ - বৃত্তাকার / উপবৃত্তাকার / বক্রাকার / সরলরেখা বিশিষ্ট। 
উত্তর : উপবৃত্তাকার। 

৭৭. সৌরজগতের কোন গ্রহের বলয় আছে ? 
উত্তর : শনি। 

৭৮. পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে ? 
উত্তর : ২৭  ১/৩ দিন।   

৭৯. কেইন দ্বীপ কোথায় অবস্থিত ? উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / ব্রাজিল / দক্ষিণ আফ্রিকা। উত্তর : দক্ষিণ আমেরিকা। 

৮০. বেলফোর্ড খাল কোথায় অবস্থিত ? ইংল্যান্ড / ফ্রান্স / জার্মানি / ইতালি। 
উত্তর : ইংল্যান্ড। 

৮১. পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল সর্বাধিক হয় - নিরক্ষীয় অঞ্চলে / ক্রান্তীয় অঞ্চলে / মেরু অঞ্চলে / হিমমন্ডলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 

৮২. পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হয় - নিরক্ষীয় অঞ্চলে / সমুদ্র সমতলে / মেরু অঞ্চলে / সমুদ্রের তলদেশে। 
উত্তর : মেরু অঞ্চলে। 

৮৩. কোন গতির ফলে পৃথিবীর মধ্যভাগ স্ফীত ? পরিক্রমণ গতি / আবর্তন গতি। 
উত্তর : আবর্তন গতি। 

৮৪. পৃথিবীর গড় উষ্ণতা - ১৫ / ২৫ / ৩২ / ৪২ - ডিগ্রি সেলসিয়াস। 
উত্তর : ১৫ ডিগ্রি। 

৮৫. পৃথিবী একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : অন্তঃস্থ। 
 
৮৬. মঙ্গল একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : অন্তঃস্থ। 

৮৭. বৃহঃস্পতি একটি - অন্তঃস্থ গ্রহ / বহিঃস্থ গ্রহ। 
উত্তর : বহিঃস্থ। 
 
৮৮. সৌরজগৎ কোন ছায়াপথের ( Galaxy ) অন্তর্গত ? 
উত্তর : আকাশগঙ্গা বা Milky Way 

৮৯. মঙ্গলের দুটি উপগ্রহ কী কী ? 
উত্তর : ফোবোস ও ডাইমোস। 

৯০. প্রথম কোন মহাকাশযান মঙ্গল গ্রহে পৌঁছয় ? 
উত্তর : রোভার।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class IX Geography 7th chapter MCQ 

নবম শ্রেণী : ভূগোল : সপ্তম অধ্যায় : ভারতের সম্পদ। MCQ


১. সম্পদ শাস্ত্রকার জিমারম্যান কোন দেশের নাগরিক ? জার্মানি / ফ্রান্স / ইতালি / স্পেন। 
উত্তর : জার্মানি। 

২. সম্পদ সম্পর্কে যুক্তিযুক্ত ও বৈজ্ঞানিক ধারণা কে প্রদান করেছেন ? জিমারম্যান / হবসন / ডারউইন / সকলেই। 
উত্তর : জিমারম্যান।

৩. পরিবেশের যে সকল উপাদান মানুষের অভাব পূরণ করেনা - তাদের বলে - গচ্ছিত সম্পদ / ক্ষয়িষ্ণু সম্পদ / পুনর্ভব সম্পদ / নিরপেক্ষ সম্পদ। 
উত্তর : নিরপেক্ষ সম্পদ। 

৪.  The World Resource and Industries - গ্রন্থটি কার লেখা ? জিমারম্যান / হবসন / ডারউইন / গিলবার্ট । 
উত্তর : জিমারম্যান।

৫. সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা - দুই / তিন / এক / চার - প্রকার। 
উত্তর : তিন প্রকার ( সম্পদ সৃষ্টিকারী , সম্পদ ভোগকারী , সম্পদ ধ্বংসকারী। )
  
৬. ১৯৯২ সালে কোন শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ? ভারতের দিল্লি / আমেরিকার নিউইয়র্ক / ফ্রান্সের প্যারিস / ব্রাজিলের রিও - ডি - জেনেরো। 
উত্তর : ব্রাজিলের রিও - ডি - জেনেরো। 

৭. সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা কে ?  জিমারম্যান / হবসন / ডারউইন / গিলবার্ট । 
উত্তর : জিমারম্যান।

৮. আন্টার্কটিকার বরফের নীচে জমে থাকা খনিজ পদার্থ হল - সহজলভ্য সম্পদ / দুষ্প্রাপ্য সম্পদ / নিরপেক্ষ সম্পদ / সর্বত্রপ্রাপ্য সম্পদ। 
উত্তর : নিরপেক্ষ সম্পদ। 

৯. সম্পদ সৃষ্টির উপাদানগুলি হল - মানুষ , শিল্প ও সংস্কৃতি / মানুষ , শিক্ষা ও সংস্কৃতি / মানুষ , প্রকৃতি ও সংস্কৃতি / মানুষ , শিল্প ও শিক্ষা। 
উত্তর : মানুষ , প্রকৃতি ও সংস্কৃতি। 

১০. সম্পদের প্রাথমিক ভান্ডার হল - মানুষ / প্রকৃতি / সংস্কৃতি / শিক্ষা। 
উত্তর : প্রকৃতি। 

১১. মানুষ একই সঙ্গে সম্পদ সৃষ্টি ও ধ্বংস করে। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

১২. সংস্কৃতি হল - মানবিক গুণ / প্রাকৃতিক গুণ / উভয়ই / কোনোটিই নয়। 
উত্তর : মানবিক গুণ। 

১৩. সকল প্রকার সম্পদের প্রকৃত জননী হল - মানুষ / জ্ঞান / কৃষি / শিল্প। 
উত্তর : জ্ঞান। 

১৪. নিরপেক্ষ বস্তুর কার্যকারিতা আছে / নেই। 
উত্তর : নেই। 

১৫. সম্পদের কার্যকারিতা আছে / নেই। 
উত্তর : আছে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১৬. কোন গ্রন্থে জিমারম্যান সম্পদের ব্যাখ্যা প্রদান করেন ? 
উত্তর : The World Resource and Industries 

১৭. প্রাকৃতিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায়। যেমন - সূর্যালোক , নদীর জল , বায়ুপ্রবাহ - ইত্যাদি। 

১৮. মানবিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ মানুষ তার মানুষের দক্ষতা ও ব্যক্তিত্ব তৈরী করে। যেমন - মানুষের শিক্ষা , নৈপুণ্য। 

১৯. সাংস্কৃতিক সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ মানুষ তার জ্ঞান , বিদ্যা বুদ্ধি - ইত্যাদি দ্বারা সৃষ্টি করে। যেমন - বিজ্ঞান চেতনা , কারিগরি বিদ্যার প্রসার। বস্তুতঃপক্ষে সকল সম্পদই মানুষের সংস্কৃতি দ্বারা নিরপেক্ষ বস্তু থেকে সম্পদে পরিণত হয়। 

২০. গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ অফুরন্ত নয় , প্রকৃতিতে তার যোগান সীমাবদ্ধ। ব্যবহারের ফলে একদিন তা নিঃশেষিত হবে। যেমন - কয়লা , খনিজ তেল ও অন্যান্য খনিজ সম্পদ। 

২১. পুনর্ভব সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদের পুনরাবর্তন সম্ভব। যেমন - বৃষ্টির জল। 

২২. অফুরন্ত সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদের যোগান অফুরন্ত ; অর্থাৎ ব্যবহারের ফলে কোনোভাবেই তা নিঃশেষিত হবে না। যেমন - বায়ুশক্তি , সৌরশক্তি , সমুদ্রের জল। 

২৩. সর্বত্রলভ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। যেমন - সূর্যকিরণ , বাতাস - ইত্যাদি। 

২৪. সহজলভ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ সহজেই আহরণ করা যায়। যেমন - নদীর জল , ভূগর্ভস্থ জল - ইত্যাদি। 

২৫. দুষ্প্রাপ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল সম্পদ পৃথিবীর মাত্র কয়েকটি স্থানেই পাওয়া যায়। যেমন - সোনা , রুপা - ইত্যাদি। 

২৬. একমাত্রলভ্য সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সম্পদ পৃথিবীর একটি মাত্র স্থানেই পাওয়া যায়। যেমন - গ্রীনল্যান্ডের ক্রায়োলাইট। 

২৭. নিরপেক্ষ সম্পদ কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে সকল বস্তুর কার্যকারিতা নেই বা মানুষের অভাবপূরণের কাজে আসেনা। যেমন - আন্টার্কটিকার বরফের নীচে থাকা খনিজ সম্পদ। 

২৮. বর্তমান যুগ - তাম্রযুগ / প্রস্তর যুগ / লৌহ যুগ / সবগুলি। 
উত্তর : লৌহ যুগ। 

২৯. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর লৌহ আকরিক কোনটি ? ম্যাগনেটাইট / হেমাটাইট / লিমোনাইট / সিডেরাইট। 
উত্তর : ম্যাগনেটাইট। 

৩০. কোন আকরিক দিয়ে স্পঞ্জ আয়রন তৈরী হয় ?  ম্যাগনেটাইট / হেমাটাইট / লিমোনাইট / সিডেরাইট। 
উত্তর : ম্যাগনেটাইট।      

৩১. লৌহ - আকরিক উত্তোলনে কোন রাজ্য ভারতে প্রথম ? বিহার / ছত্তিসগড়  / ওড়িশা / ঝাড়খন্ড। 
উত্তর : ওড়িশা।     

৩২. কোন খণিজকে ' ব্ল্যাক ডায়মন্ড ' বলে ? খণিজ তেল / কয়লা / আকরিক লৌহ / তাপবিদ্যুৎ। 
উত্তর : কয়লা। 

৩৩. পেট্রোলিয়াম শব্দটির উৎপত্তি Petra ও Oleum এই দুটি শব্দ থেকে। এই দুটি শব্দ হল - গ্রিক / স্প্যানিশ / ল্যাটিন / ইংরেজি। 
উত্তর : ল্যাটিন। 

৩৪. Petra শব্দের অর্থ - পাথর বা শিলা / খণিজ / খণিজ তেল / সবগুলি। 
উত্তর : পাথর বা শিলা। 

৩৫. Oleum শব্দের অর্থ - পাথর বা শিলা / তেল / খণিজ তেল / সবগুলি। 
উত্তর : তেল। 

৩৬. ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থাটির নাম কী ? 
উত্তর : কোল ইন্ডিয়া লিমিটেড। ( CIL ) 

৩৭. কোন শিলার মধ্যে খণিজ তেল সঞ্চিত থাকে ? পাললিক / আগ্নেয় / রূপান্তরিত / সবগুলি। 
উত্তর : পাললিক। 

৩৮. আধুনিক শিল্প দানব কাকে বলে ? লৌহ - ইস্পাত / পেট্রো রসায়ন / তাপবিদ্যুৎ / খণিজ তেল। 
উত্তর : পেট্রো - রসায়ন। 

৩৯. তরল সোনা কাকে বলে ? লৌহ - ইস্পাত / পেট্রো রসায়ন / তাপবিদ্যুৎ / খণিজ তেল। 
উত্তর : খণিজ তেল। 

৪০. ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি ? বোম্বে হাই / ডিগবয় / জামনগর / কয়ালি। 
উত্তর : বোম্বে হাই। 

৪১. বোম্বে হাই তে অবস্থিত ভাসমান প্ল্যাটফর্মের নাম কী ? সাগরকুসুম / সাগরসম্রাট / অয়েলকিং / কোনোটিই নয়। 
উত্তর : সাগরসম্রাট। 

৪২. ভারতের পেট্রোলিয়াম নিয়ন্ত্রণকারী সংস্থাটির নাম কী ? ভারত পেট্রোলিয়াম / ভারত অয়েল / ONGC / পেট্রোলিয়াম অথরিটি অব ইন্ডিয়া। 
উত্তর : ONGC 

৪৩. ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ?  বোম্বে হাই / ডিগবয় / জামনগর / কয়ালি।    
উত্তর : ডিগবয়। 

৪৪. ভারতের প্রাচীনতম তৈলখনিটি কোন রাজ্যে অবস্থিত ? মহারাষ্ট্র / গুজরাট / কর্ণাটক / আসাম। 
উত্তর : আসাম। 

৪৫. ONGC - এর পুরো নাম লেখ। 
উত্তর : Oil and Natural Gas Commission 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৪৬. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি ?  বোম্বে হাই / ডিগবয় / জামনগর / কয়ালি।   
উত্তর : জামনগর। 

৪৭. ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত ? মহারাষ্ট্র / গুজরাট / কর্ণাটক / আসাম। 
উত্তর : গুজরাট। 

৪৮. কোনটি প্রচলিত শক্তি নয় ? তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সৌরবিদ্যুৎ। 
উত্তর : সৌরবিদ্যুৎ। 

৪৯. প্রচলিত শক্তি উৎপাদন ব্যয় - কম / বেশি। 
উত্তর : বেশি। 

৫০. পৃথিবীতে কোন শক্তি ব্যবহারের পরিমাণ সর্বাধিক ?  তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সৌরবিদ্যুৎ। 
উত্তর : তাপবিদ্যুৎ। 

৫১. কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয় ? শিল্পক্ষেত্রে / কৃষিক্ষেত্রে / গৃহস্থালির ক্ষেত্রে / পরিবহনের ক্ষেত্রে। 
উত্তর : শিল্পক্ষেত্রে। 

৫২. ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাটি হল - ONGC / NTPS / NTPC / ISTC 
উত্তর : NTPC

৫৩. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখ। 
উত্তর : ফারাক্কা , দুর্গাপুর। 

৫৪. NTPC এর পুরো নাম লেখ। 
উত্তর : National Thermal Power Corporation Limited     

৫৫. তাপবিদ্যুৎকেন্দ্রগুলি অধিক সংখ্যায় গড়ে উঠেছে - উত্তর / দক্ষিণ / পূর্ব / পশ্চিম - ভারতে। 
উত্তর : পূর্ব ভারতে। 

৫৬. জলবিদ্যুতের ক্ষেত্রে - প্রাথমিক খরচ বেশি কিন্তু উৎপাদন ব্যয় কম / প্রাথমিক খরচ কম কিন্তু উৎপাদন ব্যয় বেশি / প্রাথমিক খরচ ও উৎপাদন ব্যয় উভয়ই কম / প্রাথমিক খরচ ও উৎপাদন ব্যয় উভয়ই বেশি। 
উত্তর : প্রাথমিক খরচ বেশি কিন্তু উৎপাদন ব্যয় কম। 

৫৭. কোন প্রকার বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ দূষণের সম্ভাবনা নেই ? তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সৌরবিদ্যুৎ। 
উত্তর : জলবিদ্যুৎ। 

৫৮. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ? নাগার্জুনসাগর / সিদ্রাপং / অযোধ্যা পাহাড় / মাইথন। 
উত্তর : সিদ্রাপং ( দার্জিলিং ) । 

৫৯. পশ্চিমবঙ্গের কোথায় পাম্প স্টোরেজ জল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ? 
উত্তর : পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। 

৬০. পশ্চিমবঙ্গের দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কর। 
উত্তর : অযোধ্যা পাহাড় , ম্যাসাঞ্জোর।    

৬১. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয় নিউক্লিয়াসের - ফিউসন / ফিশন / রিঅ্যাক্ট - ঘটিয়ে। 
উত্তর : ফিশন ( বিভাজন ) । 

৬২. পারমাণবিক শক্তি কেন্দ্রে প্রয়োজন হয় প্রচুর পরিমানে - লোহা / সিমেন্ট /জল / ভারী জল। 
উত্তর : ভারী জল। 

৬৩. 2H2O কীসের সংকেত ? লোহা / সিমেন্ট / জল / ভারী জল। 
উত্তর : ভারী জল। 

৬৪. D2O কীসের সংকেত ? লোহা / সিমেন্ট / জল / ভারী জল। 
উত্তর : ভারী জল।   

৬৫. পারমাণবিক শক্তিকেন্দ্রের প্রধান উপাদানগুলি কী কী ? 
উত্তর : ইউরেনিয়াম , থোরিয়াম , প্লুটোনিয়াম , বেরিলিয়াম। 

৬৬. চেরনোবিলে কীসের দুর্ঘটনা ঘটেছিল ? গ্যাস দুর্ঘটনা / পারমাণবিক দুর্ঘটনা / রাসায়নিক দুর্ঘটনা। 
উত্তর : পারমাণবিক দুর্ঘটনা। 

৬৭. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ? কালাপক্কম / নরোরা / কৈগা / তারাপুর। 
উত্তর : তারাপুর। 

৬৮. কালাপক্কম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ? আসাম / গুজরাট / মহারাষ্ট্র / তামিলনাড়ু। 
উত্তর : তামিলনাড়ু। 

৬৯. তারাপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ? আসাম / গুজরাট / মহারাষ্ট্র / তামিলনাড়ু। 
উত্তর : মহারাষ্ট্র। 

৭০. কোন বছর ভারতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ? ১৯৬৯ / ১৯৭৯ / ১৯৮৯ / ২০০১ সালে। 
উত্তর : ১৯৬৯ সালে। 

৭১. ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের সদর দপ্তর কোথায় অবস্থিত ? কলকাতা / হায়দ্রাবাদ / মুম্বাই / চেন্নাই। 
উত্তর : মুম্বাই। 

৭২. অপ্রচলিত শক্তির উৎসগুলো কী কী ? 
উত্তর : সৌরশক্তি , বায়ুশক্তি , ভূতাপশক্তি , সমুদ্রতরঙ্গ , জোয়ারভাটা , সমুদ্রজলের উষ্ণতার তারতম্য , বায়োমাস - ইত্যাদি। 

৭৩. ভারতে কোন কোন রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হয় ? 
উত্তর : গুজরাট , রাজস্থান , মহারাষ্ট্র , অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ু। 

৭৪. ভারতের কোন কোন রাজ্যে বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় ? 
উত্তর : তামিলনাড়ু , গুজরাট , মহারাষ্ট্র , কর্ণাটক , রাজস্থান। 

৭৫. ভারতের কোথায় প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ? 
উত্তর : কেরলের কাঁঝিকোড়। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৭৬. আগ্নেয়গিরি , উষ্ণ প্রস্রবণ - ইত্যাদি অঞ্চল কোন ধরণের বিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযুক্ত ? জলবিদ্যুৎ / তাপবিদ্যুৎ / ভূতাপশক্তি / জোয়ার ভাটার শক্তি। 
উত্তর : ভূতাপশক্তি। 

৭৭. পিগ আয়রন কাকে বলে ? 
উত্তর : ব্লাস্ট ফার্নেসে লোহা গলিয়ে তৈরী ছোট টুকরো। 

৭৮. সংকর ইস্পাত কাকে বলে ? 
উত্তর : পিগ আয়রনের সঙ্গে অন্যান্য দ্রব্য মিশিয়ে তৈরী কঠিন ইস্পাত। 

৭৯. স্টেনলেস স্টিল কাকে বলে ? 
উত্তর : ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে তৈরী ইস্পাত। এতে মরচে পড়েনা। 

৮০. সৌরপুকুর কাকে বলে ? 
উত্তর : বাণিজ্যিকভাবে সৌরশক্তির সাহায্যে জল গরম করার স্থান। 

৮১. অফসোর বায়ুশক্তি কী ? 
উত্তর : সমুদ্রগর্ভে উইন্ডমিল বসিয়ে উৎপাদিত বায়ুবিদ্যুৎ। 

৮২. বায়লাডিলা লৌহখনিটি কোন রাজ্যে অবস্থিত ? ওড়িশা / ছত্তিসগড় / গোয়া / ঝাড়খন্ড। 
উত্তর : ছত্তিসগড়।  

৮৩. ভারতের বৃহত্তম লৌহখনি কোনটি ? বায়লাডিলা / গরুমহিষানি / নোয়ামুন্ডি / বাবুবাদান। 
উত্তর : বায়লাডিলা।  

৮৪.  বায়লাডিলা লৌহখনির আকরিক কোন বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয় ? মুম্বাই / কলকাতা / চেন্নাই / বিশাখাপত্তনম। 
উত্তর : বিশাখাপত্তনম। 

৮৫. কোন রাজ্যে প্রচুর পরিমানে ম্যাগনেটাইট সঞ্চিত আছে ? ওড়িশা / ছত্তিসগড় / ঝাড়খন্ড / কর্ণাটক। 
উত্তর : কর্ণাটক। 

৮৬. আকরিক লোহা সঞ্চয়ে ভারতের স্থান - প্রথম / তৃতীয় / পঞ্চম / দশম। 
উত্তর : পঞ্চম। 

৮৭. ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি ? ঝরিয়া / তালচের / বোকারো / গিরিডি। 
উত্তর : ঝরিয়া ( ধানবাদ জেলা ) ।  

৮৮. ওড়িশার বৃহত্তম কয়লাখনি কোনটি ? তালচের / রামপুর / শাহপুর / কানহা উপত্যকা। 
উত্তর : তালচের। 

৮৯. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা উত্তোলিত হয় ? 
উত্তর : রানিগঞ্জ , আসানসোল , অন্ডাল। 

৯০. ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার কোনটি ? 
উত্তর : তামিলনাড়ুর আর্কট জেলার নেভেলি।     

৯১. সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি ? অ্যানথ্রাসাইট / লিমোনাইট / লিগনাইট / বিটুমিনাস। 
উত্তর : লিগনাইট। 
[ উপরোক্ত চারটি বিকল্পের মধ্যে নিম্নমানের কয়লা হল লিগনাইট। কিন্তু সামগ্রিক বিচারে সবচেয়ে নিম্নমানের কয়লা হল পিট কয়লা। ] 

৯২. কয়লার একটি উপজাত দ্রব্য হল - মিথেন / ন্যাপথা / আলকাতরা / প্লাস্টিক। 
উত্তর : আলকাতরা। 

৯৩. ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হল - আকরিক লোহা / খনিজ তেল / কয়লা / ম্যাঙ্গানিজ। 
উত্তর : আকরিক লোহা। 

৯৪. কোন ক্ষেত্রে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি ? লৌহ - ইস্পাত শিল্পে / তাপবিদ্যুৎ কেন্দ্রে / পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে / গৃহস্থালির কাজে। 
উত্তর : তাপবিদ্যুৎ কেন্দ্রে। 

৯৫. ভারতে কোন ভূতাত্ত্বিক যুগের কয়লা বেশি পাওয়া যায় ? জুরাসিক / গন্ডোয়ানা / টার্শিয়ারি / কার্বোনিফেরাস। 
উত্তর : গন্ডোয়ানা। 

৯৬. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কয়লা খনি অঞ্চল কোনটি ? রানীগঞ্জ / অন্ডাল / আসানসোল / দুর্গাপুর। 
উত্তর : রানীগঞ্জ। 

৯৭. কোল ইন্ডিয়া লিমিটেড ( CIL ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? চেন্নাই / কলকাতা / মুম্বাই / নেভেলি। 
উত্তর : কলকাতা। 

৯৮. দক্ষিণ ভারতের প্রধান লিগনাইট খনির নাম - নেভেলি / চেন্নাই / কোচি / সালেম। 
উত্তর : নেভেলি। 

৯৯. কয়লার একটি উপজাত দ্রব্য হল স্যাকারিন। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

১০০. কয়লা রূপান্তরের সবশেষে কী পাওয়া যায় ? স্যাকারিন / হিরে / গ্রাফাইট / আলকাতরা। 
উত্তর : গ্রাফাইট। 
[ গ্রাফাইট কয়লার উপজাত দ্রব্য হলেও জ্বালানির কাজে ব্যবহৃত হয়না। ]

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১০১. কয়লা হল - জীবাশ্মের / কার্বনের / ম্যাঙ্গানিজের / লোহার - একটি রূপভেদ। 
উত্তর : কার্বন। 

১০২. কয়লার প্রধান উপাদান কী ? 
উত্তর : কার্বন। 

১০৩. ONGC - র সদর দপ্তর কোথায় অবস্থিত ? মুম্বাই /  হায়দ্রাবাদ / মুসৌরি / দেরাদুন । 
উত্তর : দেরাদুন। 

১০৪. OIL এর পুরো নাম লেখ। 
উত্তর : Oil India Limited   

১০৫. পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল উত্তোলনের সম্ভাবনা দেখা দিয়েছে ? মালভূমি অঞ্চল / দার্জিলিং পার্বত্য অঞ্চল / সুন্দরবন অঞ্চল / সবগুলি। 
উত্তর : সুন্দরবন অঞ্চল। 

১০৬. খনিজ তেলে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমানে থাকে ? হাইড্রোকার্বন / কার্বন / ন্যাপথা / সিলিকন। 
উত্তর : হাইড্রোকার্বন। 

১০৭. তরল সোনা কাকে বলে ? জল / ভারী জল / খনিজ তেল / সবগুলি। 
উত্তর : খনিজ তেল। 

১০৮. শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ? যমুনা / কৃষ্ণা / গোদাবরী / কাবেরী।উত্তর : কাবেরী। 

১০৯. ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি হল - তারাপুর / নারোরা / কালপক্কম / ফারাক্কা। 
উত্তর : তারাপুর। 

১১০. পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ। 
উত্তর : জলঢাকা। 

১১১. সাদা কয়লা কাকে বলে ? খনিজ তেল / জলবিদ্যুৎ / সৌরশক্তি / বায়ুশক্তি। 
উত্তর : জলবিদ্যুৎ। 

১১২. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান কাঁচামাল কোনটি ? 
উত্তর : ইউরেনিয়াম। 

১১৩. পৃথিবীতে সকল শক্তির মূল উৎস হল - তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / সূর্য। 
উত্তর : সূর্য। 

১১৪. বিদ্যালয় কী ধরণের সম্পদ ? সামাজিক / অর্থনৈতিক / রাজনৈতিক / শিক্ষা মূলক - সম্পদ। 
উত্তর : সামাজিক সম্পদ। 

১১৫. একটি অধাতব খনিজ সম্পদের উদাহরণ দাও। 
উত্তর : চুনাপাথর। 

১১৬. থোরিয়াম কোথা থেকে সংগ্রহ করা হয় ? 
উত্তর : মোনাজাইট বালি থেকে। 

১১৭. আঙ্কলেশ্বর কী জন্য বিখ্যাত ? ভারতের দ্বিতীয় বৃহত্তম - কয়লা খনি / লৌহ আকরিক উৎপাদক অঞ্চল / ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চল / খনিজ তৈল উৎপাদক অঞ্চল। 
উত্তর : ভারতের দ্বিতীয় বৃহত্তম খনিজ তৈল উৎপাদক অঞ্চল। 

১১৮. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বায়ুশক্তি উৎপাদিত হচ্ছে ? 
উত্তর : ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপ। 

১১৯. পরিবেশ দূষণমুক্ত রাখতে কোন ধরণের জ্বালানির ব্যবহার কমানো দরকার ? জীবাশ্ম জ্বালানি / জল বিদ্যুৎ / সৌরশক্তি / জোয়ার ভাটার শক্তি। 
উত্তর : জীবাশ্ম জ্বালানি। 

১২০. একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ দাও। 
উত্তর : গ্রীনল্যান্ডের ক্রায়োলাইট। [ অদ্বিতীয় সম্পদ ও একমাত্রলভ্য সম্পদ একই কথা। ]  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।       
Share
Tweet
Pin
Share
No comments

Class IX Geography 4th chapter MCQ 

নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ 


Topic : A : ভূগাঠনিক প্রক্রিয়া। 

১. গিরিজনি আলোড়নের ফলে সৃষ্ট হয় - ভঙ্গিল পর্বত / স্তূপ পর্বত / ক্ষয়জাত পর্বত / সঞ্চয়জাত পর্বত। 
উত্তর : ভঙ্গিল পর্বত। 

২. একটি বহিঃস্থ / বহির্জাত প্রক্রিয়া হল - ভূমিকম্প / নদীর কাজ / অগ্নুৎপাত / পাতের সঞ্চালন। 
উত্তর : নদীর কাজ। 

৩. গিরিজনি আলোড়ন তৈরী হয় - উল্লম্বভাবে / সমান্তরালভাবে / অনুভূমিকভাবে। 
উত্তর : অনুভূমিকভাবে। [ অর্থাৎ পৃথিবীর স্পর্শক বরাবর ] 

৪. মহীভাবক কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে ? গ্রিক শব্দ epeiros থেকে / গ্রিক শব্দ oros থেকে / গ্রিক শব্দ endon থেকে। 
উত্তর : গ্রিক শব্দ epeiros থেকে। 

৫. মহীভাবক আলোড়ন তৈরী হয় - উল্লম্বভাবে / সমান্তরালভাবে / অনুভূমিকভাবে। 
উত্তর : উল্লম্বভাবে। [ অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ] 

৬. মহীভাবক / গিরিজনি - আলোরনে শিলায় ভাঁজ পড়ে ও ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। 
উত্তর : গিরিজনি। 

৭. কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় ? আরোহন / অবরোহন / শোষণ / উৎপাটন।
উত্তর : আরোহন। 

৮. কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ? আরোহন / অবরোহন / শোষণ / উৎপাটন।
উত্তর : অবরোহন। 

৯. উল্কাপাত একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
উত্তর : বহির্জাত প্রক্রিয়া। 

১০. আরোহন একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
উত্তর : বহির্জাত প্রক্রিয়া। 

১১. Orogeny শব্দটির উৎপত্তি - গ্রিক শব্দ epeiros থেকে / গ্রিক শব্দ oros থেকে / গ্রিক শব্দ endon থেকে। 
উত্তর : গ্রিক শব্দ oros থেকে। 

১২. মহাদেশ ও মহাসাগর হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় - ক্রমের ভূমিরূপ। 
উত্তর : প্রথম। 

১৩. পর্বত , মালভূমি , সমভূমি হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় - ক্রমের ভূমিরূপ। 
উত্তর : দ্বিতীয়। 

১৪. বিভিন্ন ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপ হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় - ক্রমের ভূমিরূপ।  
উত্তর : তৃতীয়। 

১৫. অবরোহন একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
উত্তর : বহির্জাত প্রক্রিয়া। 

১৬. গিরিজনি শব্দটির উৎপত্তি - গ্রিক শব্দ epeiros থেকে / গ্রিক শব্দ oros থেকে / গ্রিক শব্দ endon থেকে। 
উত্তর : গ্রিক শব্দ oros থেকে। 

১৭. বিশ্বব্যাপী সাগর মহাসাগরের জলধারণ ক্ষমতার হ্রাস - বৃদ্ধির কারণে জলতলের উত্থান ও পতনকে বলে - ইউস্ট্যাটিক / সমস্থিতিক - আলোড়ন। 
উত্তর : ইউস্ট্যাটিক। 

১৮. পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের মধ্যে উচ্চতার ভারসাম্য লাভের ফলে সংগঠিত ভূআলোড়নকে বলে -  ইউস্ট্যাটিক / সমস্থিতিক - আলোড়ন। 
উত্তর : সমস্থিতিক আলোড়ন। 

১৯. Geomorphology কথাটির অর্থ - ভূগোল / ভূমিরূপ / ভূমিরূপবিদ্যা / ভূবিদ্যা। 
উত্তর : ভূমিরূপবিদ্যা। 

২০. Morph কথার অর্থ - ভূগোল / প্রকৃতি / আকৃতি / ভূবিদ্যা। 
উত্তর : আকৃতি। 

২১. ভূমিরূপবিদ্যার জনক কাকে বলে ? উইলিয়াম মরিস ডেভিস / জন এডওয়ার্ড / আলফ্রেড / ওরচেস্টার। 
উত্তর : উইলিয়াম মরিস ডেভিস। 

২২. গ্রিক শব্দ ওরোস ( Oros ) এর অর্থ - পর্বত / ভূমিরূপ / মালভুমি / অন্তর্জাত প্রক্রিয়া। 
উত্তর : পর্বত। 

২৩. চ্যুতির সৃষ্টি হয় - মহীভাবক / গিরিজনি - আলোড়নের ফলে। 
উত্তর : মহীভাবক। 

২৪. স্তুপ পর্বত , গ্রস্ত উপত্যকা , শিল্ড মালভূমি , মহাদেশ ও মহাসাগর সৃষ্টি ও ধ্বংস হয় -  মহীভাবক / গিরিজনি - আলোড়নের ফলে। 
উত্তর : মহীভাবক। 

২৫. গ্রিক শব্দ টেকটন - এর অর্থ - নির্মাণ বা গঠন / ধ্বংস / ভূমিরূপ / পাত সঞ্চালন। 
উত্তর : নির্মাণ বা গঠন। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২৬. গ্রেড কথাটি কে প্রথম ব্যবহার করেন ? গিলবার্ট / গিলফোর্ড / চেম্বারলেন / স্যালিসবেরি। 
উত্তর : গিলবার্ট। 

২৭. ভূমিরূপকে প্রধানতঃ ক'টি শ্রেণীতে ভাগ করা যায় ? ২টি / ৩টি / ৪টি / ৫টি। 
উত্তর : ৩টি - পর্বত , মালভূমি ও সমভূমি। 

২৮. পাত সংস্থান তত্ত্বের প্রকৃত জনক কাকে বলা হয় ? গিলফোর্ড / গিলবার্ট / এক্স লি পিঁচো / তুজো। 
উত্তর : এক্স লি পিঁচো। 

২৯. মহীসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা কে দেন ? এক্স লি পিঁচো / গিলবার্ট / আলফ্রেড ওয়েগনার। 
উত্তর : আলফ্রেড ওয়েগনার। 

৩০. বহুকোটি বছর আগে সকল মহাদেশগুলি একটিমাত্র ভূখন্ডের অন্তর্ভুক্ত ছিল। তার নাম - প্যানজিয়া / প্যানথালসা / জিওস্ট্যাটিক। 
উত্তর : প্যানজিয়া। 

৩১. আলফ্রেড ওয়েগনার প্যানজিয়াকে ঘিরে থাকা সমুদ্রের নাম দেন - প্যানজিয়া / প্যানথালসা / ভুসাগর / মহাসাগর। 
উত্তর : প্যানথালসা। 

৩২. কোন আলোরনে প্রভাব ব্যাপক হয় ? মহীভাবক / গিরিজনি। 
উত্তর : গিরিজনি।      

নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ


Topic : B : পর্বত।     

১. নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত হল ভূমিকম্পপ্রবণ। 
উত্তর : নবীন। 

২. ভঙ্গিল শব্দটির উৎপত্তি হয়েছে - ভাঙা / ভঙ্গুর / ভাঁজ / ভাঙন - শব্দ থেকে। 
উত্তর : ভাঁজ। 

৩. উত্তর আমেরিকার ভঙ্গিল পর্বত হল - রকি / আন্দিজ / আল্পস / হিমালয়। 
উত্তর : রকি। 

৪. দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হল - রকি / আন্দিজ / আল্পস / হিমালয়। 
উত্তর : আন্দিজ। 

৫. আল্পস পর্বতমালা অবস্থিত - উত্তর আমেরিকায় / দক্ষিণ আমেরিকায় / ইউরোপে। 
উত্তর : ইউরোপে। 

৬. পৃথিবীর উচ্চতম পর্বতমালা হল -  রকি / আন্দিজ / আল্পস / হিমালয়। 
উত্তর : হিমালয়। 

৭. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল -  রকি / আন্দিজ / আল্পস / হিমালয়। 
উত্তর : আন্দিজ। 

৮. ভূঅভ্যন্তরস্থ পাতগুলি - গতিশীল / স্থির। 
উত্তর : গতিশীল। 

৯. পরস্পরের থেকে দূরে সরে যাওয়া পাতগুলি হল - অভিসারী / প্রতিসারী / নিরপেক্ষ - পাত সীমানা। 
উত্তর : প্রতিসারী বা অপসারী পাত সীমানা। 

১০. যে পাতসীমানাগুলি পরস্পরের দিকে এগিয়ে আসে তাদের বলে - অভিসারী / প্রতিসারী / নিরপেক্ষ - পাত সীমানা। 
উত্তর :  অভিসারী পাত সীমানা।  

১১. বহু কোটি বছর আগে বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থিত সেখানে ছিল - টেথিস / প্যানথালসা / প্যানজিয়া - নামক এক মহাসমুদ্র। 
উত্তর : টেথিস। 

১২. ভঙ্গিল পর্বত মূলতঃ কোন শিলা দ্বারা গঠিত ? গ্রানাইট / পাললিক / রূপান্তরিত / আগ্নেয়। 
উত্তর : পাললিক শিলা। 

১৩. ভঙ্গিল পর্বতে জীবাশ্ম লক্ষ্য করা - যায় / যায়না। 
উত্তর : যায়। 

১৪. প্রাচীন মালভূমিকে - গন্ডোয়ানাল্যান্ড / শিল্ড / পোলডারভুমি - বলা হয়। 
উত্তর : শিল্ড বলা হয়। 

১৫. ফ্রান্সে অবস্থিত স্তুপ পর্বতটি হল - ভোজ / ব্ল্যাক ফরেস্ট / উরাল / আল্পস। 
উত্তর : ভোজ। 

১৬. ব্ল্যাক ফরেস্ট নামক স্তুপ পর্বতমালাটি অবস্থিত - ফ্রান্স / জার্মানি / উত্তর আমেরিকা / আফ্রিকা - তে। 
উত্তর : জার্মানি - তে। 

১৭. হিমালয় - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা। 
উত্তর : নবীন। 

১৮. যে রেখা বরাবর দুটি পাতের মধ্যে প্রথম সংঘর্ষ ঘটে তাকে বলে - গিবন রেখা / সিবন রেখা / চ্যুতি। 
উত্তর : সিবন রেখা। 

১৯. রকি - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা। 
উত্তর : নবীন।      

২০. আন্দিজ - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা। 
উত্তর : নবীন। 

২১. ফুজিয়ামা নামক আগ্নেয় পর্বতটি কোথায় অবস্থিত ? জাপান / ইতালি / ফ্রান্স / স্পেন। 
উত্তর : জাপান। 

২২. ইতালিতে অবস্থিত আগ্নেয় পর্বতটি হল - ফুজিয়ামা / ভিসুভিয়াস / ব্যারেন / মৌনালোয়া। 
উত্তর : ভিসুভিয়াস। 

২৩. পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয় পর্বতটি হল - ফুজিয়ামা / ভিসুভিয়াস / ব্যারেন / মৌনালোয়া। 
উত্তর : মৌনালোয়া। 

২৪. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা হল -  রকি / আন্দিজ / আল্পস / হিমালয়। 
উত্তর : আন্দিজ। 

২৫. আগ্নেয় পর্বত সাধারণতঃ - শঙ্কু / পিরামিড / নল - আকৃতির হয়। 
উত্তর : শঙ্কু আকৃতির। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২৬. ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল - ব্যারেন / নারকোন্ডাম / মাউন্ট এভারেস্ট / গডউইন অস্টিন। 
উত্তর : ব্যারেন। 

২৭. ভারতের নারকোন্ডাম হল - সক্রিয় / সুপ্ত / মৃত - আগ্নেয়গিরি। 
উত্তর : মৃত আগ্নেয়গিরি। 

২৮. যেসব আগ্নেয়গিরি থেকে ঘনঘন অগ্নুৎপাত ঘটে তাদের বলে - অবিরাম / সবিরাম - আগ্নেয়গিরি। 
উত্তর : অবিরাম আগ্নেয়গিরি। 

২৯. যেসব আগ্নেয়গিরি থেকে দীর্ঘদিন পরপর বা বিরামসহ অগ্নুৎপাত ঘটে তাদের বলে - অবিরাম / সবিরাম - আগ্নেয়গিরি। 
উত্তর : সবিরাম আগ্নায়গিরি। 

৩০. ভিসুভিয়াস ও স্ট্রোম্বলি হল - সক্রিয় / সুপ্ত / মৃত আগ্নেয়গিরি। 
উত্তর : সক্রিয়। 

৩১. ফুজিয়ামা হল - সক্রিয় / সুপ্ত / মৃত আগ্নেয়গিরি। 
উত্তর : সুপ্ত । 

৩২. ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলে ?  ভিসুভিয়াস / স্ট্রোম্বলি / ফুজিয়ামা / ব্যারেন। 
উত্তর : স্ট্রোম্বলি। 

৩৩. মায়ানমারের পোপো হল -  সক্রিয় / সুপ্ত / মৃত আগ্নেয়গিরি। 
উত্তর : মৃত। 

৩৪. ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে - প্লিউম / নিক পয়েন্ট / লাভা - বলে। 
উত্তর : প্লিউম। 

৩৫. কোন বলয়ে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি অবস্থিত ? প্রশান্ত মহাসাগরীয় বলয় / মধ্য আটলান্টিক বলয় / ভূমধ্যসাগরীয় বলয়। 
উত্তর : প্রশান্ত মহাসাগরীয় বলয়। 

৩৬. সল্টরেঞ্জ নামক স্তুপ পর্বতটি কোথায় অবস্থিত ? উত্তর আমেরিকা / পাকিস্তান / ফ্রান্স / জার্মানি। 
উত্তর : পাকিস্তান। 

৩৭. ভারতের একটি স্তুপ পর্বতের উদাহরণ হল - হিমালয় / সাতপুরা / কারাকোরাম। 
উত্তর : সাতপুরা। 

৩৮. ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় - পর্বতে গ্রস্ত উপত্যকার অবস্থান লক্ষ্য করা যায়। 
উত্তর : স্তুপ পর্বতে। 

৩৯. The Great Rift Valley হল - হিমালয় উপত্যকা / পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা / গ্রাবেন। 
উত্তর : পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা। 

৪০. জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ হল - স্তুপ / ভঙ্গিল / আগ্নেয় - পর্বত। 
উত্তর : স্তুপ পর্বত। 

৪১. স্তুপ পর্বতের উপরিভাগ - চ্যাপ্টা / খাড়া / গোলাকার / মসৃন - হয়। 
উত্তর : চ্যাপ্টা। 

৪২. গ্রাবেন শব্দের অর্থ - স্তুপ পর্বত / আগ্নেয় পর্বত থেকে লাভা নির্গমন / খাতসদৃশ অবনমন। 
উত্তর : খাতসদৃশ অবনমন।        

৪৩. স্তুপ পর্বতের উৎপত্তি - হঠাৎ করে ঘটে / ভঙ্গিল পর্বতের মত ধীরে ধীরে ঘটে / আগ্নেয় পদার্থ জমাট বেঁধে ঘটে। 
উত্তর : হঠাৎ করে ঘটে। 

৪৪. সকল স্তুপ পর্বতই হোর্স্ট। ঠিক / ভুল। 
উত্তর : ভুল। 

৪৫. ভারতের নর্মদা ও তাপ্তি উপত্যকা কীসের উদাহরণ ? গ্রস্ত উপত্যকা / হোর্স্ট / গ্রাবেন / আগ্নেয় বলয়। 
উত্তর : গ্রস্ত উপত্যকা। 

৪৬. সকল হোর্স্ট স্তুপ পর্বত। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৪৭. ভারতের আরাবল্লী আদিতে ছিল - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত। 
উত্তর : ভঙ্গিল পর্বত। 

৪৮. আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ - দোদাবেতা / আনাইমুদি / ভাবুলমালা / গুরুশিখর। 
উত্তর : গুরুশিখর। 

৪৯. ক্ষয়জাত পর্বতগুলি বয়সে - নবীন / প্রাচীন। 
উত্তর : প্রাচীন। 

৫০. ক্ষয়জাত পর্বতের অপর নাম - অবশিষ্ট পর্বত / ভঙ্গুর পর্বত / ক্ষয়িষ্ণু পর্বত / রূপান্তরিত পর্বত। 
উত্তর : অবশিষ্ট পর্বত।       

৫১. ভারতের আরাবল্লী হল একটি - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত। 
উত্তর : ক্ষয়জাত পর্বত। 

৫২. ইউরাল , অ্যাপেলেসিয়ান - এগুলি হল - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত। 
উত্তর : ক্ষয়জাত পর্বত।   

৫৩. ভারতের মহাদেব ও মহাকাল পর্বতদুটি হল -  ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত - পর্বত। 
উত্তর : ক্ষয়জাত পর্বত। 

৫৪. ক্ষয়জাত পর্বতের উচ্চতা ভঙ্গিল পর্বতের তুলনায় - বেশি / কম / একই। 
উত্তর : কম। 

৫৫. পার্বত্য অঞ্চলে চাষ হয় মূলতঃ কোন পদ্ধতিতে ? ধাপ চাষ / ঝুম চাষ / মালচিং পদ্ধতি। 
উত্তর : ধাপ চাষ। 

৫৬. একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল - হিমালয় / সাতপুরা / আরাবল্লী / অযোধ্যা। 
উত্তর : আরাবল্লী। 

৫৭. অগভীর সংকীর্ণ সমুদ্রকে বলে - মহীখাত / মহীসোপান / টেথিস / চ্যানেল। 
উত্তর : মহীখাত। 

৫৮. শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয় - ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় - পর্বত। 
উত্তর : ভঙ্গিল পর্বত। 

৫৯. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল - মাউন্ট এভারেস্ট / গডউইন অস্টিন / কাঞ্চনজঙ্ঘা। 
উত্তর : গডউইন অস্টিন। 

৬০. আগ্নেয় পর্বতের অপর নাম - অবশিষ্ট পর্বত / লাভা পর্বত / সঞ্চয়জাত পর্বত / স্তুপ পর্বত। 
উত্তর : সঞ্চয়জাত পর্বত। 

৬১. গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি হল - রাইন / গোদাবরী / গঙ্গা / আমাজন। 
উত্তর : রাইন। 

৬২. বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি হল - গঙ্গা / মহানদী / গোদাবরী / নর্মদা। 
উত্তর : নর্মদা। 

৬৩. ঝাড়খন্ডের রাজমহল একটি - ভঙ্গিল / আগ্নেয় / ক্ষয়জাত / স্তুপ - পর্বত। 
উত্তর : ক্ষয়জাত পর্বত। 

৬৪. Valley of Ten Thousand Smokes বলা হয় - ম্যাকেঞ্জি পর্বত / কাটমাই পর্বত / মাউন্ট পোপো। 
উত্তর : কাটমাই পর্বত। 

৬৫. আগ্নেয় মেখলা দেখা যায় - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে / ভারত মহাসাগরীয় অঞ্চলে / আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে। 
উত্তর : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। 

৬৬. হিমালয় পর্বত তৈরী হয় - টার্শিয়ারি যুগে / কার্বোনিফেরাস যুগে। 
উত্তর : টার্শিয়ারি যুগে। 

৬৭. ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ? মাউন্ট এভারেস্ট / গডউইন অস্টিন / কাঞ্চনজঙ্ঘা। 
উত্তর : কাঞ্চনজঙ্ঘা। 

৬৮. কোন পর্বতগ্রন্থি থেকে হিমালয়ের উৎপত্তি ? পামির গ্রন্থি / আর্মেনীয় গ্রন্থি। 
উত্তর : পামির গ্রন্থি। 

৬৯. পর্বত হতে গেলে ন্যুনতম কত উচ্চতা হওয়া দরকার ? ১০০ / ১০০০ / ১০০০০ মিটার। 
উত্তর - ১০০০ মিটার। 

৭০. অনেকগুলি পর্বতের মিলনস্থলকে বলে - পর্বতশৃঙ্গ / পর্বতগ্রন্থি / উপত্যকা / পাদদেশ। 
উত্তর : পর্বতগ্রন্থি।      

নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ


Topic : C : মালভূমি। 

১. টেবিলল্যান্ড বলা হয় - পর্বত / মালভূমি / সমভুমি / পাহাড়ের পাদদেশ - কে। 
উত্তর : মালভূমি। 

২. মালভূমির উচ্চতা সাধারণতঃ - ১০০০ / ৩০০ / ৩০০০ / ৫০০ - মিটারের বেশি। 
উত্তর : ৩০০ মিটারের বেশি। 

৩. হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে আছে - তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি। 
উত্তর : তিব্বত মালভূমি। 

৪. উচ্চ হিমালয় ও কারাকোরামের মাঝে আছে - তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি। 
উত্তর : লাদাখ মালভূমি।     

৫. পর্বতবেষ্টিত মালভূমিগুলির চারদিক সাধারণত - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত দিয়ে ঘেরা।
উত্তর : নবীন। 

৬. নগ্নীভবন প্রক্রিয়া কার্যকর হয় - পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি গঠনের ক্ষেত্রে।
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি গঠনের ক্ষেত্রে। 

৭. ভারতের মালনাদ , বুন্দেলখন্ড , বাঘেলখন্ড , হাজারিবাগ - ইত্যাদি মালভূমি হল - পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি গঠনের ক্ষেত্রে। 
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি। 

৮. ডেকানট্র্যাপ হল -  পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি গঠনের ক্ষেত্রে। 
উত্তর : লাভা মালভূমি। 

৯. কোন ধরণের মালভূমিতে সিঁড়ি বা ধাপ দেখা যায় ? পর্বত বেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি। 
উত্তর : লাভা মালভূমি। 

১০. ডেকানট্র্যাপ - গ্রানাইট / ব্যাসল্ট / নিস - শিলা দ্বারা গঠিত। 
উত্তর : ব্যাসল্ট। 

১১. সুইডিশ শব্দ Trap এর অর্থ - বন্ধন / ফাঁদে ফেলা / মালভূমি / সিঁড়ি বা ধাপ। 
উত্তর : সিঁড়ি বা ধাপ। 

১২. পর্বতবেষ্টিত মালভূমিগুলি বয়সে - নবীন / প্রাচীন। 
উত্তর : নবীন। 

১৩. ব্যবচ্ছিন্ন মালভূমিগুলি বয়সে - নবীন / প্রাচীন। 
উত্তর : প্রাচীন। 

১৪. মূলতঃ পাললিক শিলা দ্বারা গঠিত - পর্বতবেষ্টিত / ব্যবচ্ছিন্ন / লাভা - মালভূমি। 
উত্তর : পর্বতবেষ্টিত মালভূমি। 

১৫. শিল্ড অঞ্চল বা শিল্ড মালভূমি বলা হয় - পর্বতবেষ্টিত / মহাদেশীয় / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমিকে। 
উত্তর : মহাদেশীয় মালভূমিকে। 

২০. সকল শিল্ড অঞ্চল হল মালভূমি। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. সকল মালভূমি হল শিল্ড অঞ্চল। ঠিক / ভুল। 
উত্তর : ভুল। 

২২. বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি ? কানাডিয়ান শিল্ড / সাইবেরিয়া শিল্ড / আরব শিল্ড। 
উত্তর : সাইবেরিয়া শিল্ড। 

২৩. কাকে ভারতের খনিজ ভান্ডার বলে ? ছোটনাগপুর মালভূমি / লাদাখ মালভূমি / ডেকানট্র্যাপ। 
উত্তর : ছোটনাগপুর মালভূমি। 

২৪. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হল - তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি। 
উত্তর : তিব্বত মালভূমি। 

২৫. ছোটনাগপুর মালভূমি হল - মহাদেশীয় / পর্বতবেষ্টিত / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমি। 
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি। 

২৬. মেঘালয় মালভূমি হল - মহাদেশীয় / পর্বতবেষ্টিত / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমি। 
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি। 

২৭. ভারতের বৃহত্তম মালভূমি কোনটি ? ছোটনাগপুর / মেঘালয় / দাক্ষিণাত্য / লাদাখ - মালভূমি। 
উত্তর : দাক্ষিণাত্য মালভূমি। 

২৮. তিব্বত ও লাদাখ মালভূমি হল - মহাদেশীয় / পর্বতবেষ্টিত / লাভা / ব্যবচ্ছিন্ন - মালভূমি। 
উত্তর : পর্বতবেষ্টিত মালভূমি।   

২৯. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় ? তিব্বত / পামীর / লাদাখ - মালভূমি।
উত্তর : পামির মালভূমি। 

৩০. জাগ্রোস ও এলবুর্জ পর্বতের মাঝে আছে - পামির / তিব্বত / ইরান / কলম্বিয়া - মালভূমি। 
উত্তর : ইরান মালভূমি।    

নবম শ্রেণী : ভূগোল : চতুর্থ অধ্যায় : ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ। MCQ 


Topic : D : সমভূমি। 

১. সমভূমিগুলির গড় উচ্চতা - ৩০০ মিটারের কম / ৩০০ মিটারের বেশি / ১০০০ মিটারের বেশি। 
উত্তর : ৩০০ মিটারের কম। 

২. ভারতের পূর্ব উপকূলের সমভূমি হল - উন্নত / অবনত / গঠনগত - সমভূমি। 
উত্তর : উন্নত সমভূমি। 

৩. তুরানের নিম্নভূমি হল -  উন্নত / অবনত / গঠনগত - সমভূমি। 
উত্তর : অবনত সমভূমি।         

৪. অযোধ্যা ও শুশুনিয়া পাহাড় হল - সমপ্রায়ভূমি / পেডিমেন্ট / মোনাডনক / কার্স্ট। 
উত্তর : মোনাডনক। 

৫. পেডিমেন্টে যে অনুচ্চ টিলা থাকে তাকে বলে - ইনসেলবার্জ / মোনাডনক / পেডিপ্লেন / কার্স্ট। 
উত্তর : ইনসেলবার্জ। 

৬. সমপ্রায়ভূমিতে যে অনুচ্চ টিলা থাকে তাকে বলে - ইনসেলবার্জ / মোনাডনক / পেডিপ্লেন / কার্স্ট। 
উত্তর : মোনাডনক।   

৭. কার্স্ট সমভূমি প্রধানতঃ দেখা যায় - বেলেপাথর / কাদাপাথর / চুনাপাথর - যুক্ত এলাকায়। 
উত্তর : চুনাপাথর। 

৮. হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স হল - পলিগঠিত / প্লাবন / হিমবাহ / হ্রদ - সমভূমি। 
উত্তর : পলিগঠিত বা পিডমন্ড সমভূমি। 

৯. আসামের ব্রহ্মপুত্র সমভূমি , নীলনদ সমভূমি হল - পলিগঠিত / প্লাবন / হিমবাহ / হ্রদ - সমভূমি। 
উত্তর : প্লাবন সমভূমি।                                                                                                                                                                            
১০. চিনের হোয়াং হো অববাহিকা হল - বাজাদা / লোয়েশ / হিমবাহ / হ্রদ - সমভূমি। 
উত্তর : লোয়েশ সমভূমি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. প্লায়া হ্রদকে কেন্দ্র করে গড়ে ওঠে - বাজাদা / লোয়েশ / হিমবাহ / হ্রদ - সমভূমি। 
উত্তর : বাজাদা সমভূমি।           

১২. গ্রেট বেসিন হল - বাজাদা / লোয়েশ / হিমবাহ / হ্রদ - সমভূমি। 
উত্তর : হ্রদ সমভূমি। 

১৩. পর্বতের পাদদেশের ভূমিভাগ হল - পিডমন্ড / পেডিপ্লেন / ইনসেলবার্জ / কার্স্ট। 
উত্তর : পিডমন্ড। 

১৪. লোয়েশ সমভূমি সৃষ্টি হয় - জল / বায়ু / হিমবাহ / সূর্যালোক - দ্বারা। 
উত্তর : বায়ুর দ্বারা। 

১৫. বাজাদা একপ্রকার - ক্ষয়জাত / সঞ্চয়জাত / ভূগাঠনিক - সমভূমি। 
উত্তর : সঞ্চয়জাত সমভূমি। 

১৬. লোয়েশ সমভূমি একপ্রকার - ক্ষয়জাত / সঞ্চয়জাত / ভূগাঠনিক - সমভূমি। 
উত্তর : সঞ্চয়জাত সমভূমি।  

১৭. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় - গঙ্গা / গোদাবরী / তিস্তা / নর্মদা - অববাহিকায়। 
উত্তর : গঙ্গা অববাহিকায়। 

১৮. লোয়েশ মাটি দিয়ে গঠিত সমভূমি দেখা যায় - ভারতে / চিনে / জাপানে / মিশরে। 
উত্তর : চিনে। 

১৯. স্বাভাবিক বাঁধ গঠিত হয় নদীর - ক্ষয়কার্য / সঞ্চয়কার্য / বহন কার্যের - ফলে। 
উত্তর : নদীর সঞ্চয়কার্যের ফলে। 

২০. পেডিমেন্ট গঠিত হয় - নদীর ক্ষয়কার্যের ফলে / বায়ুর ক্ষয়কার্যের ফলে / বায়ুর সঞ্চয়কার্যের ফলে। 
উত্তর : বায়ুর ক্ষয়কার্যের ফলে। 

২১. পৃথিবীর বৃহত্তম সমভূমি হল - গঙ্গা সমভূমি / সাইবেরিয়া সমভূমি / নীলনদ সমভূমি। 
উত্তর : সাইবেরিয়া সমভূমি। 

২২. অন্ধ্রপ্রদেশের বোরা গুহা হল - মোনাডনক / পেডিমেন্ট / পিডমন্ড / কার্স্ট - ভূমিরূপ। 
উত্তর : কার্স্ট ভূমিরূপ। 

২৩. সমভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব - বেশি / কম / মাঝারি - হয়। 
উত্তর : বেশি হয়। 

২৪. পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই - সমভূমি / মালভূমি / পার্বত্য অঞ্চল। 
উত্তর : সমভূমি। 

২৫. মরুপ্রায় অঞ্চলে পেডিমেন্ট তৈরি হয়। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

২৬. ভূগাঠনিক সমভূমি - ২ / ৩ / ৪ / ৫ - প্রকার। 
উত্তর : ৩ প্রকার।     

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates