Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

সপ্তম শ্রেণী : ভূগোল : ষষ্ঠ অধ্যায় : শিলা ও মাটি। 

Class VII Geography 6th chapter : MCQ , SAQ , Descriptive type questions 


সপ্তম শ্রেণী : ভূগোল : ষষ্ঠ অধ্যায় : শিলা ও মাটি। 

Class VII Geography 6th chapter : MCQ , SAQ , Descriptive type questions 

সপ্তম শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায়ের সমস্ত MCQ , SAQ ও রচনাধর্মী প্রশ্ন প্রকাশিত হল। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে। 

১. খাবার নুন , খাবার সোডা , বিট নুন , ফিটকিরি - এগুলো আসলে - শিলা / মাটির উপাদান / খনিজ পদার্থ / সবগুলি সঠিক। 
উত্তর : খনিজ পদার্থ। 

২. শিলা হল - যৌগিক / মৌলিক - পদার্থ। 
উত্তর : যৌগিক। 

৩. উত্তপ্ত ও গলিত লাভা , ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরী হয় - পাললিক শিলা / রূপান্তরিত শিলা / আগ্নেয় শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৪. আগ্নেয় শিলা - কোমল / কঠিন। 
উত্তর : কঠিন। 

৫. সহজে ভাঙে না -  পাললিক শিলা / রূপান্তরিত শিলা / আগ্নেয় শিলা / আগ্নেয় ও রূপান্তরিত শিলা।  
উত্তর : আগ্নেয় ও রূপান্তরিত শিলা। 

৬. বেলেপাথর , চুনাপাথর , কাদাপাথর - এগুলি হল - পাললিক শিলা / রূপান্তরিত শিলা / আগ্নেয় শিলা। 
উত্তর : পাললিক শিলা।

৭. তাজমহল তৈরী হয়েছে - আগ্নেয় / পাললিক / রূপান্তরিত - শিলা দিয়ে। 
উত্তর : রূপান্তরিত শিলা দিয়ে। 

৮. তাজমহল তৈরী হয়েছে - মার্বেল / গ্রানাইট / নিস - পাথর দিয়ে। 
উত্তর : মার্বেল পাথর দিয়ে। 

৯. কোনটি মাটি সৃষ্টির নিয়ন্ত্রক নয় ? শিলা / জলবায়ু / ভূমিকম্প / জীবজগৎ। 
উত্তর : জীবজগৎ। 

১০. উষ্ণ ও বৃষ্টিবহুল অঞ্চলে মাটি তৈরী হয় - দ্রুত গতিতে / ধীর গতিতে। 
উত্তর : দ্রুত গতিতে।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. শীতল ও শুস্ক অঞ্চলে মাটি তৈরী হয় - দ্রুত গতিতে / ধীর গতিতে। 
উত্তর : ধীর গতিতে। 

১২. মাটির গভীরতা বেশি হয় - উষ্ণ ও বৃষ্টিবহুল অঞ্চলে / শীতল ও শুস্ক অঞ্চলে / উভয় অঞ্চলে / কোনোটিতেই নয়। 
উত্তর : উষ্ণ ও আর্দ্র অঞ্চলে। 

১৩. মাটি তৈরী হতে সময় লাগে - একদিন / কয়েকশো বছর / হাজার - হাজার , লক্ষ লক্ষ বছর। 
উত্তর : হাজার হাজার লক্ষ লক্ষ বছর। 

১৪. বেলেমাটির দানা - মোটা / সূক্ষ্ম। 
উত্তর : মোটা। 

১৫. এঁটেল মাটির দানা - মোটা / সূক্ষ্ম। 
উত্তর : সূক্ষ্ম। 

১৬. এঁটেল মাটির অপর নাম - পাথুরে মাটি / কাদামাটি / বালিমাটি / শিলামাটি। 
উত্তর : কাদামাটি। 

১৭. কোন মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি ? বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : বেলেমাটি। 

১৮. কোন মাটিতে কৃষিকাজ ভালো হয়না ? বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : বেলেমাটি। 

১৯. কোন মাটির দানার ফাঁক খুব কম ?  বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : এঁটেলমাটি। 

২০. কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ?  বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : এঁটেলমাটি। 

২১. বালি ও কাদা সমান সমান থাকে কোন মাটিতে ?   বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি।  
উত্তর : দোঁয়াশ মাটি।    

২২. জল , বাতাস ও অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে কোন মাটিতে ? বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি।  
উত্তর : দোঁয়াশ মাটি।    

২৩. গ্রানাইট , ব্যাসল্ট - এগুলি হল - আগ্নেয় শিলা / পাললিক শিলা / রূপান্তরিত শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

২৪. শূন্যস্থানে নির্দিষ্ট শিলার নাম লেখ। [ আগ্নেয় / পাললিক / রূপান্তরিত ]  
(ক ) পলির স্তর জমা হয়ে তৈরী হয় _____________________ শিলা। 
(খ ) লাভা সঞ্চিত হয়ে গঠিত হয় ____________________ শিলা। 
(গ ) ভূগর্ভের তাপে ও চাপে সৃষ্টি হয় ___________________ শিলা। 
(ঘ ) হালকা ও সহজে ভাঙে _____________________ শিলা। 
(ঙ ) খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী _______________________ শিলা। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Group : B সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক রচনাধর্মী প্রশ্ন। 

১. শিলা কাকে বলে ? [২] 
২. আগ্নেয় শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
৩. আগ্নেয় শিলার কয়েকটি বৈশিষ্ট লেখ। [২] 
৪. পাললিক শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
অথবা , পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় ? 
৫. পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট লেখ। [২] 
৬. রূপান্তরিত শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
অথবা , রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয় ? 
৭. রূপান্তরিত শিলার কয়েকটি বৈশিষ্ট লেখ। [২] 
৮. শিলা থাকে কীভাবে মাটি সৃষ্টি হয় - তার বর্ণনা দাও। [৫] 
৯. মাটি তৈরির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখ। [৫]  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।


Share
Tweet
Pin
Share
No comments

সপ্তম শ্রেণী : ভূগোল : ষষ্ঠ অধ্যায় : শিলা ও মাটি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VII Geography 6th Chapter Descriptive type questions.



সপ্তম শ্রেণী : ভূগোল : ষষ্ঠ অধ্যায় : শিলা ও মাটি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VII Geography 6th Chapter Descriptive type questions.

১. শিলা কাকে বলে ? উদাহরণসহ শিলার শ্রেণীবিভাগ কর। 
অথবা , আগ্নেয় শিলা , পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পরিচয় দাও। 

২. শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হয় ? 
অথবা , শিলা থেকে মাটি তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। 

৩. মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির সম্পর্কে লেখ।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

সপ্তম শ্রেণী : ভূগোল : দশম অধ্যায় : আফ্রিকা : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VII Geography 10th chapter : Descriptive type questions. 



সপ্তম শ্রেণী : ভূগোল : দশম অধ্যায় : আফ্রিকা : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VII Geography 10th chapter : Descriptive type questions. 

১. আফ্রিকা মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো ? [পৃষ্ঠা ১০২] 

২. নীলনদের গতিপথের বর্ণনা দাও। [পৃষ্ঠা ১০৬] 

৩. আফ্রিকার নদ - নদীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও - উৎস , মোহনা ও বিশেষ বৈশিষ্ট। [পৃষ্ঠা ১০২] 

৪. আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্রের কারণগুলি লেখ। [পৃষ্ঠা ১০৮ ; তবে এই প্রশ্নের উত্তর নোট বই থেকে লিখলে ভালো হয়। ] 

৫. আফ্রিকার যেকোনো তিনপ্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বর্ণনা দাও। [পৃষ্ঠা ১০৯] 

৬. মিশরকে কে নীলনদের দান বলা হয় ? [পৃষ্ঠা ১১২] 

৭. আফ্রিকায় উৎপাদিত ফসলগুলির পরিচয় দাও। [পৃষ্ঠা ১১৪] 

৮. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ। [পৃষ্ঠা ১১৫] 

৯. সাহারা মরুভূমির জলবায়ু সম্পর্কে আলোচনা কর। [পৃষ্ঠা ১১৮] 

১০. সাহারায় প্রাপ্ত খনিজ সম্পদগুলির পরিচয় দাও। [পৃষ্ঠা ১১৮]   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।    
Share
Tweet
Pin
Share
No comments

সপ্তম শ্রেণী : ভূগোল : পঞ্চম অধ্যায় : নদী MCQ & SAQ 

Class VII Geography 5th Chapter MCQ & SAQ 



সপ্তম শ্রেণী : ভূগোল : পঞ্চম অধ্যায় : নদী MCQ & SAQ 

Class VII Geography 5th Chapter MCQ & SAQ 

সপ্তম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় নদী থেকে সমস্ত ছোট প্রশ্ন MCQ ও SAQ প্রকাশ করা হল। প্রশ্নগুলি পাঠ্যপুস্তক থেকে পৃষ্ঠা ধরে ধরে সংযোজন করা হয়েছে। প্রশ্নগুলি বিদ্যালয়ের যেকোনো পরীক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

১. নদী সৃষ্টি হয় - সমভূমি অঞ্চলে / উপকূলবর্তী অঞ্চলে / পার্বত্য অঞ্চল ও উঁচু মালভূমি অঞ্চলে / নদীর মোহনায়। 
উত্তর : পার্বত্য অঞ্চলে ও উঁচু মালভূমি অঞ্চলে। 

২. নদী যেখানে সৃষ্টি হয় , তাকে বলে নদীর - উৎস / মোহনা / বদ্বীপ / হিমবাহ। 
উত্তর : উৎস। 

৩. নদী যখন অন্য কোনো নদী , সমুদ্র বা জলাশয়ে মেশে , তাকে বলে নদীর - মোহনা / উৎস / বদ্বীপ / হিমবাহ। 
উত্তর : মোহনা। 

৪. গঙ্গা নদীর মোহনা হল - আরব সাগর / ভারত মহাসাগর / বঙ্গোপসাগর / খাম্বাত উপসাগর। 
উত্তর : বঙ্গোপসাগর। 

৫. নদী বয়ে চলে - উৎস থেকে মোহনার দিকে / উৎস থেকে হিমবাহের দিকে / মোহনা থেকে উৎসের দিকে / কোনোটিই নয়। 
উত্তর : উৎস থেকে মোহনার দিকে। 

৬. গঙ্গার উৎস হল - তিব্বতের মানস সরোবর / বঙ্গোপসাগর / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / মাউন্ট এভারেস্ট। 
উত্তর : গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। 

৭. নদী হল প্রবহমান - স্বাভাবিক / কৃত্রিম - জলধারা। 
উত্তর : স্বাভাবিক। 

৮. নদী ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে - অভিকর্ষজ বলের টানে / ফেরেলের সূত্র অনুসারে / নিউটনের গতিসূত্র অনুসারে / পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে। 
উত্তর : অভিকর্ষজ বলের টানে। 

৯. আফ্রিকার দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : নীলনদ। 

১০. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : আমাজন।

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. এশিয়ার দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : ইয়াংসি। 

১২. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম - নীলনদ / আমাজন / ইয়াংসি / মিসিসিপি। 
উত্তর : নীলনদ।   

১৩. গঙ্গার প্রধান উপনদীগুলি কী কী ? 
উত্তর : যমুনা , গোমতী , ঘর্ঘরা , কোশী , গন্ডক - ইত্যাদি। 

১৪. গঙ্গার দুটি শাখানদীর নাম লেখ। 
উত্তর : ভাগীরথী , হুগলি। 

১৫. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি ? আমাজন / গঙ্গা / নীলনদ / ইয়াংসি - নদীর অববাহিকা। 
উত্তর : আমাজন নদীর অববাহিকা। 

১৬. একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তি স্থানকে বলে - জলবিভাজিকা / দোয়াব / পাঞ্জাব / ধায়া। 
উত্তর : দোয়াব। 

১৭. ভারতের অন্তর্বাহিনী নদীটির নাম কী ? গঙ্গা / যমুনা / লুনি / নর্মদা। 
উত্তর : লুনি। 

১৮. আমুদরিয়া কী ? একটি দোয়াব / রাশিয়ার অন্তর্বাহিনী নদী / একটি সরোবর / আরব উপদ্বীপের একটি নদী। 
উত্তর : রাশিয়ার অন্তর্বাহিনী নদী। 

১৯. কয়েকটি আন্তর্জাতিক নদীর নাম কর। 
উত্তর : সিন্ধু , ব্রহ্মপুত্র , ইউরোপের রাইন , দানিয়ুব - ইত্যাদি। 

২০. একটি নিত্যবহ নদীর উদাহরণ হল গঙ্গা। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

২১. একটি অনিত্যবহ নদীর উদাহরণ দাও। 
উত্তর : বাঁকুড়ার গন্ধেশ্বরী। 

২২. মানচিত্রে নিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয় ? নীল / কালো / লাল / সবুজ। 
উত্তর : নীল। 

২৩. মানচিত্রে অনিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয় ? নীল / কালো / লাল / সবুজ। 
উত্তর : কালো। 

২৪. নদীর কাজ কত প্রকার ও কী কী ? 
উত্তর : ৩ প্রকার - ক্ষয়কাজ , বহন কাজ ও সঞ্চয় কাজ। 

২৫. উচ্চগতিতে নদীর প্রধান কাজ - ক্ষয় / বহন / সঞ্চয় / সবগুলি। 
উত্তর : ক্ষয়। 

২৬. মধ্য গতিতে নদীর প্রধান কাজ - ক্ষয় / বহন / সঞ্চয় / বহন ও সঞ্চয় । 
উত্তর : বহন ও সঞ্চয় ।

২৭. নিম্ন  গতিতে নদীর প্রধান কাজ - ক্ষয় / বহন / সঞ্চয় / সবগুলি। 
উত্তর : সঞ্চয়।

২৮. উৎস থেকে সমভূমি পর্যন্ত নদীর - উচ্চগতি / মধ্যগতি / নিম্নগতি / কোনোটিই নয়। 
উত্তর : উচ্চগতি। 

২৯. নদী উপত্যকার আকৃতি - I আকৃতি / I ও V আকৃতি /  U আকৃতি / সবগুলি। 
উত্তর : I ও V আকৃতি। 

৩০. নদী উপত্যকার আকৃতি I ও V আকৃতির হলে তাকে বলে - ____________________ । 
উত্তর : গিরিখাত। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. গিরিখাত সুগভীর হলে তাকে বলে - __________________________ । 
উত্তর : ক্যানিয়ন। 

৩২. বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে , শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে বলে ________________ ।
উত্তর : ক্যানিয়ন। 

৩৩. একটি গিরিখাতের উদাহরণ দাও। 
উত্তর : পেরুর এল ক্যানন দ্য কলকা। 

৩৪. একটি ক্যানিয়নের উদাহরণ দাও। 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো নদীর নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 

৩৫. গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত ? 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো নদীতে। 

৩৬. ক্যানিয়ন সৃষ্টি হয় নদীর - উচ্চগতিতে / মধ্যগতিতে / নিম্নগতিতে। 
উত্তর : উচ্চগতিতে। 

৩৭. জলপ্রপাত সৃষ্টি হয় নদীর - উচ্চগতিতে / মধ্যগতিতে / নিম্নগতিতে। 
উত্তর : উচ্চগতিতে।    

৩৮. একটি জলপ্রপাতের উদাহরণ দাও। 
উত্তর : পশ্চিমঘাট পর্বতের যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। 

৩৯. আদর্শ নদী কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : যে নদীতে উচ্চগতি , মধ্যগতি ও নিম্নগতি - এই তিনটি প্রবাহ স্পষ্টরূপে দেখা যায় - তাকে বলে আদর্শ নদী। যেমন গঙ্গা। 

৪০. মধ্যগতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে বলে __________________ । 
উত্তর : মিয়েন্ডার।               

৪১. অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর - উচ্চ / মধ্য / নিম্ন - গতিতে। 
উত্তর : মধ্যগতি বা মধ্যপ্রবাহ। 

৪২. গঙ্গার নিম্নপ্রবাহ কোথা থেকে কতদূর ? 
উত্তর : মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। 

৪৩. নিম্নপ্রবাহে নদীর প্রধান কাজ হল - ক্ষয় / বহন / সঞ্চয় / সবগুলি। 
উত্তর : সঞ্চয়। 

৪৪. প্লাবনভূমি দেখা যায় নদীর - উচ্চ / মধ্য / নিম্ন - গতিতে।     
উত্তর : নিম্নগতি বা নিম্নপ্রবাহ। 

৪৫. বদ্বীপ সৃষ্টি হয় নদীর - উচ্চ / মধ্য / নিম্ন - গতিতে। 
উত্তর : নিম্নগতি বা নিম্নপ্রবাহ। 

৪৬. একটি প্লাবনভূমির উদাহরণ দাও। 
উত্তর : চীনের হোয়াং - হো নদীর নিম্নগতিতে সৃষ্ট প্লাবনভূমি। 

৪৭. একটি বদ্বীপের উদাহরণ দাও। 
উত্তর : গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ। 

৪৮. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি ? নীলনদ / আমাজন / গঙ্গা / হোয়াংহো। 
উত্তর : আমাজন। 

৪৯. কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি ? আমাজন / গঙ্গা / নীলনদ / সবগুলি।   
উত্তর : আমাজন। 

৫০. পশ্চিমবঙ্গের কোথায় খাঁড়ি দেখা যায় ? 
উত্তর : সুন্দরবন এলাকায়। 

৫১. সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে ? গঙ্গা / সিন্ধু / ঝিলম / গোদাবরী। 
উত্তর : সিন্ধু। 

৫২. মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে ? সিন্ধু / গঙ্গা / নীলনদ / আমাজন। 
উত্তর : নীলনদ। 

৫৩. সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে ? হোয়াংহো / মিসিসিপি মিসৌরি / টাইগ্রিস - ইউফ্রেটিস / সিকিয়াং। 
উত্তর : টাইগ্রিস - ইউফ্রেটিস। 

পাঠ্যপুস্তকের ৬০ নং পৃষ্ঠার '' শব্দগুলো খুঁজে বের করো '' । 

উত্তর :- 

নদী যেখানে মেশে ----- মোহনা। 

যে নদীতে সারা বছর জল থাকে ----- নিত্যবহ নদী। 

মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় ----- শাখানদী। 

যে ভূখন্ড বৃষ্টির জলকে বিভিন্ন ভাগে ভাগ করে দেয় ------ জলবিভাজিকা। 

শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে যা বলে ----- ক্যানিয়ন। 

নদীর জল ওপর থেকে নীচে ঝাঁপিয়ে পড়ে __________________ সৃষ্টি করে। ------ জলপ্রপাত। 

নদীর দু - ধারে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে __________________ সৃষ্টি করে। ------ প্লাবনভূমি। 

উচ্চপ্রবাহে , মধ্যপ্রবাহে এবং নিম্ন প্রবাহে নদী যে প্রধান কাজগুলো করে।   
উচ্চপ্রবাহ ----- ক্ষয়কার্য ; 
মধ্যপ্রবাহ -----  কিছুটা ক্ষয় এবং প্রধানতঃ বহন। 
নিম্নপ্রবাহ ----- কিছুটা বহন এবং প্রধানতঃ সঞ্চয়।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।         
   
Share
Tweet
Pin
Share
No comments

সপ্তম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : বায়ুচাপ : MCQ & SAQ 

Class VII Geography 3rd Chapter MCQ & SAQ 



সপ্তম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায়ের সকল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশিত হল। পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। প্রশ্নোত্তরগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছাড়াও অন্যান্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ।   

সপ্তম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : বায়ুচাপ : MCQ & SAQ 

Class VII Geography 3rd Chapter MCQ & SAQ 


১. কোনটি ঠিক ? বাতাসের - বর্ণ ও গন্ধ আছে  / আয়তন ও ওজন আছে / বর্ণ ও গন্ধ নেই কিন্তু আয়তন ও ওজন আছে / বর্ণ , গন্ধ , আয়তন , ওজন - কিছুই নেই। 
উত্তর : বর্ণ ও গন্ধ নেই কিন্তু আয়তন ও ওজন আছে। 

২. মানুষের শরীরের ভেতর বাতাস আছে / নেই। 
উত্তর : আছে। 

৩. শরীরের বাইরে ও ভেতরে বায়ুর চাপ - পরস্পরমুখী / বিপরীতমুখী / উভমুখী / কোনোটিই নয়। 
উত্তর : বিপরীতমুখী। 

৪. শরীরের বাইরের বায়ুর চাপ আমরা বুঝতে পারি / পারিনা। 
উত্তর : পারিনা। 

৫. চাঁদে বাতাস আছে / নেই। 
উত্তর : নেই। 

৬. উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা - বাড়তে থাকে / কমতে থাকে / একই থাকে। 
উত্তর : কমতে থাকে। 

৭. বায়ুর চাপ - একমুখী / দ্বিমুখী / সর্বমুখী / উভমুখী। 
উত্তর : সর্বমুখী। 

৮. সমুদ্র সমতলে বায়ুর চাপ - ৭৪ / ৭২ / ৭৮ / ৭৬ - সেমি পারদ স্তম্ভের সমান। 
উত্তর : ৭৬ সেমি। 

৯. বায়ুচাপ পরিমাপের একক কী ? 
উত্তর : মিলিবার। 

১০. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী ? 
উত্তর : ব্যারোমিটার। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত ? 
উত্তর : ১০১৩ . ২৫ মিলিবার। 

১২. কোন বৈজ্ঞানিকের আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরী হয় ? 
উত্তর : বিজ্ঞানী টরিসেলি। 

১৩. উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ - কম হয় / বেশি হয় / একই থাকে। 
উত্তর : কম হয়। 

১৪. চাল , ডাল - ইত্যাদি সেদ্ধ করতে অসুবিধা হয় - সমতলে / উপকূল অঞ্চলে / পার্বত্য অঞ্চলে / মরুভূমিতে। 
উত্তর : পার্বত্য অঞ্চলে। 

১৫. উষ্ণ বায়ু - হালকা / ভারী হয়। 
উত্তর : হালকা হয়। 

১৬. বায়ু উষ্ণ হলে ঘনত্ব - কমে যায় / বেড়ে যায় / একই থাকে। 
উত্তর : কমে যায়। 

১৭. বায়ু উষ্ণ হলে চাপ - কমে যায় / বেড়ে যায় / একই থাকে। 
উত্তর : কমে যায়। 

১৮. শীতল বায়ু - হালকা / ভারী - হয়। 
উত্তর : ভারী। 

১৯. শীতল বায়ুর ঘনত্ব - বেশি / কম / একই। 
উত্তর : বেশি। 

২০. শীতল বায়ুর চাপ - বেশি / কম / একই। 
উত্তর : বেশি। 

২১. শীতল মেরু অঞ্চলে বায়ু চাপ - বেশি / কম। 
উত্তর : বেশি। 

২২. উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ - বেশি / কম। 
উত্তর : কম। 

২৩. ভূমি থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ু চাপ - বেড়ে যায় / কমে যায় / একই থাকে। 
উত্তর : কমে যায়। 

২৪. প্রতি - ১০১ / ১০০ / ১১০ / ১১ - মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ১ সেমি পারদ স্তম্ভের সমান কমে যায়। 
উত্তর : ১১০ মিটার। 

২৫. উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক - ১০০ ডিগ্রি / ১০০ ডিগ্রির বেশি / ১০০ ডিগ্রির কম। 
উত্তর : ১০০ ডিগ্রির কম। 

২৬. বাতাসে জলীয় বাস্প থাকলে তা জলীয় বাষ্পহীন বায়ুর তুলনায় - ভারী হয় / হালকা হয় / একই থাকে। 
উত্তর : হালকা হয়। 

২৭. জলীয় বাষ্পযুক্ত বায়ুতে জলীয় বাষ্পহীন বায়ুর তুলনায় চাপ - বেশি হয় / কম হয়। 
উত্তর : কম হয়। 

২৮. ঝড় , বৃষ্টি ও দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরী হয় - নিম্ন বায়ুচাপ / উচ্চ বায়ুচাপ - যুক্ত অঞ্চলে। 
উত্তর : নিম্ন বায়ুচাপযুক্ত অঞ্চলে। 

২৯. নিম্ন বায়ুচাপযুক্ত অঞ্চল - দুর্যোগপূর্ণ হয় / পরিবেশ শান্ত থাকে। 
উত্তর : দুর্যোগপূর্ণ হয়। 

৩০. উচ্চ বায়ুচাপ যুক্ত অঞ্চলে পরিবেশ - দুর্যোগপূর্ণ হয় / শান্ত থাকে। 
উত্তর : শান্ত থাকে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. পৃথিবীর বাইরে বাতাস ছিটকে যায় - আবর্তন গতি / পরিক্রমণ গতি - র জন্য। 
উত্তর : আবর্তন গতি। 

৩২. পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি - নিরক্ষীয় অঞ্চলে / মেরু অঞ্চলে / তুন্দ্রা অঞ্চলে / মকরক্রান্তি অঞ্চলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 

৩৩. নিরক্ষীয় অঞ্চলে বিরাজমান থাকে - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : নিম্নচাপ। 

৩৪. দুই ক্রান্তীয় অঞ্চলে ( কর্কটক্রান্তি ও মকরক্রান্তি ) বিরাজ করে - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : উচ্চচাপ। 

৩৫. সমচাপ রেখাগুলি পরস্পকে স্পর্শ বা ছেদ করতে - পারে / পারেনা। 
উত্তর : পারেনা। 

৩৬. সমচাপ রেখার মানচিত্রে উচ্চচাপ কোন সংকেত দিয়ে দেখানো হয় ? 
উত্তর : H 

৩৭. সমচাপ রেখার মানচিত্রে নিম্নচাপ কোন সংকেত দিয়ে দেখানো হয় ? 
উত্তর : L 

৩৮. শীতল জলবায়ু অঞ্চলে দেখা যায় - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : উচ্চচাপ। 

৩৯. উষ্ণ জলবায়ু অঞ্চলে দেখা যায় - উচ্চচাপ / নিম্নচাপ। 
উত্তর : নিম্নচাপ। 

৪০. বায়ু - উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে / নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে - ছুটে যায়। 
উত্তর : উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। 

৪১. মাউন্ট এভারেস্টের বায়ুচাপ কত ? 
উত্তর : ৯৩০ মিলিবার। 

৪২. পুরীর সমুদ্র সৈকতের বায়ুচাপ কত ? 
উত্তর : ১০০০ মিলিবার।     

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।        

Share
Tweet
Pin
Share
No comments

Class VII Geography Africa MCQ & SAQ 

সপ্তম শ্রেণি ; ভূগোল ; দশম অধ্যায় : আফ্রিকা ; MCQ ও SAQ প্রশ্নোত্তর। 

আফ্রিকা MCQ ও SAQ




সপ্তম শ্রেণি - ভূগোল - দশম অধ্যায় - আফ্রিকা মহাদেশ : সমস্ত MCQ ও SAQ প্রশ্নোত্তর পৃষ্ঠা ধরে ধরে আলোচনা করা হল। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ইউনিট টেস্টের প্রশ্নগুলিও এতে সংযুক্ত করা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি ছাড়াও নতুন কোনো প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে।  
 
১. আয়তনে আফ্রিকা পৃথিবীর - দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ / পঞ্চম - বৃহত্তম মহাদেশ।
উত্তর : দ্বিতীয়। 
 
২. জনসংখ্যার দিক দিয়ে আফ্রিকা পৃথিবীর - দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ / পঞ্চম - বৃহত্তম মহাদেশ। 
উত্তর : দ্বিতীয়। 

৩. কোন রেখাটি আফ্রিকার উপর দিয়ে গেছে - নিরক্ষরেখা / কর্কটক্রান্তিরেখা / মকরক্রান্তিরেখা / মূলমধ্যরেখা / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৪. পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - আফ্রিকাতে প্রথম মানুষের উদ্ভব ঘটেছিল ? 
উত্তর : পূর্ব আফ্রিকাতে। 

৫. আফ্রিকার পূর্বে আছে - ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর / লোহিত সাগর ও আটলান্টিক মহাসাগর / লোহিত সাগর ও ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগর। 
উত্তর :  লোহিত সাগর ও ভারত মহাসাগর। 

৬. আফ্রিকার পশ্চিমে আছে - আটলান্টিক মহাসাগর / ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / ভূমধ্যসাগর। 
উত্তর : আটলান্টিক মহাসাগর। 

৭. আফ্রিকার উত্তরে আছে - আটলান্টিক মহাসাগর / ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / ভূমধ্যসাগর।
উত্তর : ভূমধ্যসাগর। 

৮. আফ্রিকার দক্ষিণে আছে - আটলান্টিক মহাসাগর / ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / ভূমধ্যসাগর।  
উত্তর : ভারত মহাসাগর। 

৯. আফ্রিকায় মোট দেশের সংখ্যা - ৫৪ টি / ৫৬ টি / ৫৮ টি / ৫২ টি। 
উত্তর : ৫৬ টি। 

১০. কোনটি আফ্রিকায় অবস্থিত একটি শহর নয় ? কায়রো / নিউইয়র্ক / খার্তুম / আলেকজান্দ্রিয়া। 
উত্তর : নিউইয়র্ক। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
 
১১. সাহারা আটলাস পর্বতের  - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - এ অবস্থিত ? 
উত্তর : দক্ষিণ। 
  
১২. সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে আছে - আমাজন অববাহিকা / ইয়াংসি অববাহিকা / নীলনদ অববাহিকা / সবগুলি। 
উত্তর : নীলনদ অববাহিকা। 

১৩. কালাহারি হল - মরুভূমি / পর্বতমালা / পর্বতশৃঙ্গ / কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। 
উত্তর : মরুভূমি। 

১৪. দক্ষিণ আফ্রিকার উঁচু মালভূমি অঞ্চলে অবস্থিত তৃণভূমির নাম - ভেল্ড / পাইন / রিফ / সাভানা। 
উত্তর : ভেল্ড। 

১৫. পৃথিবীর দীর্ঘতম নদী - গঙ্গা / আমাজন / ইয়াংসি / নীল।   
উত্তর : নীলনদ। 

১৬. Blue Nile ও White Nile এর সংযোগস্থলে কোন শহর অবস্থিত ? খার্তুম / আলেকজান্দ্রিয়া / কায়রো / ত্রিপলি। 
উত্তর : খার্তুম। 

১৭. আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী - নীলনদ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : কঙ্গো। 

১৮. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর পথে সৃষ্টি হয়েছে - নীলনদ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : জাম্বেসি নদী। 

১৯. কোন নদীতে ২৯ টি জলাধার তৈরী হয়েছে ? অরেঞ্জ / নাইজার / জাম্বেসি / কঙ্গো।
উত্তর : অরেঞ্জ নদী। 
  
২০. গিনি উচ্চভূমি থেকে কোন নদীর উৎপত্তি ? নীলনদ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : নাইজার। 

২১. ড্রাকেন্সবার্গ পর্বত থেকে কোন নদীর উৎপত্তি ?  অরেঞ্জ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : অরেঞ্জ নদী। 

২২. নিরক্ষরেখার যত কাছে যাওয়া যায় , উষ্ণতা তত - কমতে থাকে / বাড়তে থাকে / একই থাকে। 
উত্তর : বাড়তে থাকে। 

২৩. প্রতি ১ কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় - ৬.৪ ডিগ্রি / ৬.০৪ ডিগ্রি / ৬.৮ ডিগ্রি / ৬.৬৪ ডিগ্রি। 
উত্তর : ৬.৪ ডিগ্রি C 

২৪. চিরসবুজ অরণ্য দেখা যায় কোন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ? নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / সাভানা তৃণভূমি অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 
 
২৫. অ্যাকাসিয়া , বাওবাব জাতীয় গাছ দেখা যায় কোন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ? নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / সাভানা তৃণভূমি অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে। 
উত্তর : সাভানা তৃণভূমি অঞ্চল। 

২৬. শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে ? নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / সাভানা তৃণভূমি অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে।   
উত্তর : ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 

২৭. খেজুর , তাল - ইত্যাদি উদ্ভিদ দেখা যায় কোন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে / উষ্ণমরু উদ্ভিদ অঞ্চলে / নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 
উত্তর : উষ্ণমরু উদ্ভিদ অঞ্চলে।
( উষ্ণ মরু অঞ্চলে প্রধানতঃ কাঁটা ও ঝোপ যুক্ত গাছ দেখা যায়। তবে মরুদ্যান অঞ্চলে তাল , খেজুর - ইত্যাদি গাছ দেখা যায়। ) 

২৮. ভেল্ড তৃণভূমি দেখা যায় কোন অঞ্চলে ? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে / উষ্ণমরু উদ্ভিদ অঞ্চলে / নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে।   
উত্তর : নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে। 

২৯. মিশর হল - আমাজন / গঙ্গা /নীলনদ / ইয়াংসি - র দান। 
উত্তর : নীলনদের দান। 

৩০. নীলনদে সারাবছর জল থাকে / থাকে না। 
উত্তর : থাকে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. নীলনদের ওপর কোন বাঁধ তৈরী হয়েছে ? খার্তুম বাঁধ / ইজিপসিয়ান বাঁধ / আসোয়ান বাঁধ / ইজিপ্ট বাঁধ। 
উত্তর : আসোয়ান বাঁধ। 

৩২. নীলনদ অববাহিকা খনিজ সম্পদে - সমৃদ্ধ / সমৃদ্ধ নয়। 
উত্তর : সমৃদ্ধ নয়। 

৩৩. Oasis - কথার অর্থ - মরুভূমি / মরুদ্যান / মরু অঞ্চলের নদনদী / মরীচিকা। 
উত্তর : মরুদ্যান। 

৩৪. মিশরের রাজধানী - খার্তুম / কায়রো / আলেকজান্দ্রিয়া / ত্রিপলী। 
উত্তর : কায়রো। 

৩৫. কোনটি বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য নয় ? পর্যটন / জলসেচ / জলবিদ্যুৎ / তাপবিদ্যুৎ। 
উত্তর : তাপবিদ্যুৎ। 

৩৬. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল - সাহারা / থর / গোবি / কালাহারি। 
উত্তর : সাহারা। 

৩৭. বালির স্তুপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মত ভূমিরূপ হল - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ। 
উত্তর : আর্গ। 
 
৩৮. আফ্রিকার যে সব অঞ্চল শক্ত পাথরে ভর্তি এবং যেখানে বালির অস্তিত্ব চোখেই পড়ে না - সেই ধরণের ভূমিরূপকে বলে - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ।  
উত্তর : হামাদা। 

৩৯. শুস্ক নদীখাতকে বলে - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ।   
উত্তর : ওয়াদি। 
  
৪০. যে সব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে বলে - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ। 
উত্তর : রেগ। 

৪১. গ্রীষ্মকালে সাহারা মরুভূমি থেকে একপ্রকার গরম ও শুকনো বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে বলে - সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : খামসিন। 

৪২. গিনি উপকূলে খামসিনকে বলে -  সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : হারমাটান। 
  
৪৩. সাহারায় দিনের বেলা যে প্রবল বালির ঝড় হয় - তাকে বলে -   সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : সাইমুম। 

৪৪. মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলে -  সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : ক্যারাভান। 

৪৫. সাহারায় যাতায়াতের প্রধান মাধ্যম হল - পালতোলা নৌকা / স্লেজগাড়ি / উট / ঘোড়ায় টানা গাড়ি। 
উত্তর : উট। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
  
SAQ Section: - 

১. কার দ্বারা ইউরোপ ও আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে ? 
উত্তর : জিব্রাল্টার প্রণালী। 

২. কার দ্বারা এশিয়া ও আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে ? 
উত্তর : লোহিত সাগর ও সুয়েজ খাল। 

৩. প্রণালী কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : দুটি বড়ো জলভাগ যেমন সাগর বা মহাসাগর , যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা - তা হল প্রণালী। জিব্রাল্টার প্রণালী , বেরিং প্রণালী - ইত্যাদি। 
 
৪. কাকে , কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত ? 
উত্তর : প্রাকৃতিক দুর্গমতা , অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু , গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় - ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত আফ্রিকা মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি , এইজন্য আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত। 
  
৫. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : মাউন্ট কিলিমাঞ্জারো। 
  
৬. পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চলের নাম কী ?  
উত্তর : সাহারা। 
 
৭. গ্রস্ত উপত্যকা কাকে বলে ? 
উত্তর : ভূ - আলোড়নের ফলে ভূ - পৃষ্ঠে ফাটল তৈরী হয়। দুটি ফাটলের নীচের অংশ বসে গিয়ে তৈরী হয় গ্রস্ত উপত্যকা। 
 
৮. গ্রস্ত উপত্যকায় অবস্থিত যেকোনো দুটি হ্রদের নাম লেখ। 
উত্তর : টাঙ্গানিকা , মালাউই। 

৯. আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : মাউন্ট তৌবকল। 

১০. নীলনদের দুটি প্রদান ধারা কী কী ?   
উত্তর : Blue Nile ও White Nile

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১.  Blue Nile ও White Nile এর উৎসগুলি লেখ। 
উত্তর : Blue Nile এর উৎস হল ইথিওপিয়ার উচ্চভূমি ও White Nile এর উৎস হল আফ্রিকার বুরুন্ডি মালভূমি। 

১২. ইজিপসিয়ান কটন কাকে বলে ? 
উত্তর : নীলনদের ব - দ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়। সারা বিশ্বে এটি ইজিপসিয়ান কটন নামে খ্যাত। 
   
১৩. পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি ? 
উত্তর : মিশরের উচ্চ আসোয়ান বাঁধ। 

১৪. আর্গ কাকে বলে ? 
উত্তর : যেসব অঞ্চলে বালির স্তুপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মত ভূমিরূপ তৈরী করে - তা আর্গ নামে পরিচিত। 

১৫. হামাদা কাকে বলে ? 
উত্তর : আফ্রিকার যে সব অঞ্চল শক্ত পাথরে ভর্তি এবং যেখানে বালির অস্তিত্ব চোখেই পড়ে না - সেই ধরণের ভূমিরূপকে বলে - হামাদা। 

১৬. ওয়াদি কাকে বলে ? 
উত্তর : শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। 

১৭. রেগ কাকে বলে ? 
উত্তর : যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হল - রেগ। 

১৮. সাহারার দুটি মরুদ্যানের নাম লেখ। 
উত্তর : কুফরা , সিউয়া , টিমিমন - ইত্যাদি। 
 
১৯. খামসিন কাকে বলে ? 
উত্তর : গরমকালে সাহারা মরুভূমি থেকে একপ্রকার গরম ও শুষ্ক বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে বলে খামসিন। 

২০. হারমাটান কাকে বলে ? 
উত্তর : গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলে হারমাটান। 
  
২১. সাইমুম কী ? 
উত্তর : গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায় - স্থানীয় ভাষায় একেই বলে সাইমুম। 
 
২২. ক্যারাভান কাকে বলে ?  
উত্তর : উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলে ক্যারাভান। 
 
২৩. সাহারায় কোন প্রজাতির মানুষ ভ্রমন নির্দেশক হিসাবে কাজ করে ? 
উত্তর : তুয়ারেগ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class VII Geography 4th chapter MCQ & SAQ 

সপ্তম শ্রেণি ; ভূগোল ; চতুর্থ অধ্যায় : ভূমিরূপ। MCQ & SAQ 




সপ্তম শ্রেণির ভূগোল চতুর্থ অধ্যায়ের সমস্ত MCQ ও SAQ আলোচনা করা হল। প্রতিটি পৃষ্ঠা ও প্রতিটি অংশ ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। এছাড়াও নতুন কোনো প্রশ্নের সন্ধান পেলে আপডেট করে দেওয়া হবে।   

সপ্তম শ্রেণি ; ভূগোল ; চতুর্থ অধ্যায় : ভূমিরূপ। MCQ & SAQ 

১. ভূমিকম্প হল - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : অন্তর্জাত শক্তি। 

২. ঘূর্ণবাত , ঝড় ইত্যাদি হল - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : বহির্জাত শক্তি। 

৩. সমস্ত মহাদেশ এবং মহাসাগরগুলো অবস্থিত - পাহাড় / পর্বত / পাত / লাভা - ম্যাগমা - ইত্যাদির উপর। 
উত্তর : পাত। 

৪. সকল পাতগুলো যে থকথকে সান্দ্র স্তরের ওপর ভাসছে - তা হল - আয়োনোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / অ্যাস্থেনোস্ফিয়ার। 
উত্তর : অ্যাস্থেনোস্ফিয়ার। 

৫. ভূমিরূপ তৈরী করে - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : অন্তর্জাত শক্তি। 

৬. ভূমিরূপের বৈচিত্র তৈরী করে - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : বহির্জাত শক্তি। 

৭. হিমালয় , আল্পস - ইত্যাদি হল - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা। 
উত্তর : নবীন ভঙ্গিল পর্বতমালা। 

৮. আরাবল্লী হল - নবীন / প্রাচীন - পর্বতমালা। 
উত্তর : প্রাচীন। 

৯. হিমালয় পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত ?এশিয়া / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / আফ্রিকা। 
উত্তর : এশিয়া। 

১০. আল্পস পর্বতমালা অবস্থিত - এশিয়া / ইউরোপ / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : ইউরোপ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. রকি পর্বতমালা অবস্থিত - এশিয়া / ইউরোপ / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : উত্তর আমেরিকা। 

১২. আন্দিজ পর্বতমালা অবস্থিত - এশিয়া / ইউরোপ / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : দক্ষিণ আমেরিকা। 

১৩. রকি , আন্দিজ - ইত্যাদি হল - ভঙ্গিল পর্বত / স্তুপ পর্বত / ক্ষয়জাত পর্বত / সঞ্চয়জাত পর্বত। 
উত্তর : ভঙ্গিল পর্বত। 

১৪. কোনটি স্তুপ পর্বত নয় ? ভারতের সাতপুরা / জার্মানির ব্ল্যাক ফরেস্ট / ফ্রান্সের ভোজ / জাপানের ফুজিয়ামা। 
উত্তর : জাপানের ফুজিয়ামা। 

১৫. কোনটি আগ্নেয় পর্বত নয় ? জাপানের ফুজিয়ামা / ইতালির ভিসুভিয়াস / আফ্রিকার কিলিমাঞ্জারো / জার্মানির ব্ল্যাক ফরেস্ট। 
উত্তর : জার্মানির ব্ল্যাক ফরেস্ট। 

১৬. কোন ধরণের পর্বত থেকে অগ্নুৎপাত হয় ? ভঙ্গিল পর্বত / স্তুপ পর্বত / আগ্নেয় পর্বত / ক্ষয়জাত পর্বত।    
উত্তর : আগ্নেয় পর্বত। 

১৭. কোন ধরণের ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলে ? পর্বত / মালভূমি / সমভূমি। 
উত্তর : মালভূমি। 

১৮. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি ? লাদাখ মালভূমি / পামীর মালভূমি / গোবি মালভূমি / ইন্দোনেশিয়া মালভূমি। 
উত্তর : পামীর মালভূমি। 

১৯. হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে আছে - পামীর মালভূমি / তিব্বত মালভূমি / লাদাখ মালভূমি / কাশ্মীর উপত্যকা। 
উত্তর : তিব্বত মালভূমি। 

২০. পৃথিবীর বৃহত্তম মালভূমি - পামীর মালভূমি / তিব্বত মালভূমি / লাদাখ মালভূমি / কাশ্মীর উপত্যকা।
উত্তর : তিব্বত মালভূমি। 

২১. পামীর মালভূমি হল - পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি। 
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি। 

২২. দাক্ষিণাত্য মালভূমি হল -  পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি। 
উত্তর : লাভাগঠিত মালভূমি। 

২৩. মালব মালভূমি হল - পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি। 
উত্তর : লাভাগঠিত মালভূমি। 

২৪. তিব্বত মালভূমি হল - পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি।  
উত্তর : পর্বতবেষ্টিত মালভূমি। 

২৫. ভারতের সর্বোচ্চ মালভূমি হল - পামীর মালভূমি / তিব্বত মালভূমি / লাদাখ মালভূমি / কাশ্মীর উপত্যকা। 
উত্তর : লাদাখ মালভূমি । 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২৬. সিন্ধু - গঙ্গা - ব্রহ্মপুত্রের সমভূমি হল - পলিগঠিত সমভূমি / লাভা সমভূমি / লোয়েস সমভূমি। 
উত্তর : পলিগঠিত সমভূমি। 

২৭. আগ্নেয়গিরির লাভা , ম্যাগমা ইত্যাদি জমে তৈরী হয় - পলিগঠিত সমভূমি / লাভা সমভূমি / লোয়েস সমভূমি। 
উত্তর : লাভা সমভূমি। 

২৮. উত্তর আমেরিকার প্রেইরি হল - পার্বত্য অঞ্চল / সমভূমি অঞ্চল / মালভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চল। 

২৯. দক্ষিণ আমেরিকার পম্পাস হল - পার্বত্য অঞ্চল / সমভূমি অঞ্চল / মালভূমি অঞ্চল। 
উত্তর :  সমভূমি অঞ্চল। 

৩০. পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন - সমভূমি / মালভূমি / পার্বত্য - অঞ্চলে। 
উত্তর : সমভূমি অঞ্চলে। 

৩১. ভারতে বৃষ্টিপাত ঘটায় - উত্তর - পশ্চিম মৌসুমী বায়ু  /  উত্তর - পূর্ব মৌসুমী বায়ু / দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ু / পূর্ব - পশ্চিম মৌসুমী বায়ু। 
উত্তর : দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ু। 

৩২. জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : পার্বত্য অঞ্চল। 

৩৩. বৃষ্টিপাত কম হয় -  পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : মালভূমি অঞ্চলে।  

৩৪. খণিজ সম্পদে সমৃদ্ধ - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : মালভূমি অঞ্চল।  

৩৫. পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলগুলি কোথায় অবস্থিত ? পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চলে। 

৩৬. নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চলে। 

৩৭. ছোটনাগপুর হল - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : মালভূমি অঞ্চল। 

৩৮. কাকে ভারতের খণিজ ভান্ডার বলে ? হিমালয় / ছোটনাগপুর / দাক্ষিণাত্য / মেঘালয়। 
উত্তর : ছোটনাগপুর। 

৩৯. কোন অঞ্চলে জীবনযাত্রা অধিক সহজ - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চল। 

৪০. ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক - মৌসুমী বায়ু / গঙ্গা নদী / সুন্দরবন অঞ্চল / ছোটনাগপুর মালভূমি।   
উত্তর : মৌসুমী বায়ু। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
   

Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates