Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

দশম শ্রেণী : ভারতের প্রাকৃতিক ভূগোল : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


Topic  A : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। 

Mark 2/3 

১. ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তিরেখা প্রসারিত হয়েছে ? 
২. রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা কী ছিল ? 
৩. সার্ক কী ? 

Topic B : ভারতের ভূপ্রকৃতি :- 

2/3 Mark 

১. দুন বলতে কী বোঝ ? 
২. মালনাদ কাকে বলে ? 
৩. ব্যাকওয়াটার্স কী ?
৪. মরুস্থলী - নামকরণ কেন হয়েছে ? 
৫. খাদার ও ভাঙ্গর কাকে বলে ? 
৬. ভাবর কাকে বলে ? 
৭. কয়াল কী ? 
৮. তাল কী ? 
৯. ধান্দ কী ? 
১০. বাগার কাকে বলে ? 
১১. হামাদা কাকে বলে ? 
১২. কারেওয়া কী ? 
১৩. তরাই অঞ্চল কাকে বলে ? 
১৪. ময়দান কী ? 
১৫. কচ্ছের রণ কী ? 
১৬. ডেকান ট্র্যাপ কাকে বলে ? 
১৭. ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলোচনা কর। 
১৮. গাঙ্গেয় সমভূমির কয়েকটি বৈশিষ্ট লেখ। 
১৯. থর মরুভূমি কীভাবে সৃষ্টি হয়েছে ? 
২০. মালনাদ ও ময়দানের পার্থক্য লেখ। 
২১. খাদার ও ভাঙ্গার এর পার্থক্য লেখ। 

5 Mark 

১. ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির উল্লেখ করে যেকোনো একটির পরিচয় দাও। 
২. ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা কর। 
৩. গাঙ্গেয় সমভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্টগুলি লেখ। 
৪. পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্যগুলি লেখ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Topic C : ভারতের জলসম্পদ :- 

2/3 Mark 

১. গঙ্গা নদীর দুটি উপনদী ও শাখানদীর নাম লেখ। 
২. অন্তর্বাহিনী নদী কাকে বলে ? উদাহরণ দাও। 
৩. গঙ্গার ডানতীরের ও বামতীরের উপনদীগুলির নাম লেখ। 
৪. ভারতের প্রধান দুটি জলবিভাজিকার নাম লেখ। 
৫. সিন্ধুর পাঁচটি উপনদীর নাম লেখ। 
৬. ভারতের দুটি লবনাক্ত হ্রদের নাম লেখ। 
৭. ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন ? 
৮. দক্ষিণ ভারতের নদীগুলি নৌ - চলাচলের উপযুক্ত নয় কেন ? 
৯. প্লাবন খাল কাকে বলে ? 
১০. নিত্যবহ খাল কাকে বলে ? 
১১. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ। 
১২. পূর্ববর্তী নদী কাকে বলে ? 
১৩. ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন ? 
১৪. পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ নেই কেন ? 
১৫. দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী হলেও নর্মদা ও তাপি পশ্চিমবাহিনী কেন ? 
১৬. ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা কর। 
১৭. দক্ষিণ ভারতে জলসেচের মাধ্যমে বেশি চাষ হয় কেন ? 
১৮. জল সংরক্ষণ কাকে বলে ? জল সংরক্ষণের গুরুত্ব আলোচনা কর। 
১৯. বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা আলোচনা কর। 

5 Mark 

১. উত্তর ভারতের নদনদীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 
২. দক্ষিণ ভারতের নদনদীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 
৩. উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীগুলির পার্থক্য লেখ। 
৪. ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা কর। 
৫. ভারতে জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলির পরিচয় দাও। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Topic D : ভারতের জলবায়ু :- 

2/3 Mark 

১. অশ্বিনের ঝড় কাকে বলে ? 
২. মৌসুমী বায়ু কাকে বলে ? 
৩. কালবৈশাখী ঝড় কী ? 
৪. আম্রবৃষ্টি কাকে বলে ? 
৫. মৌসুমী বিস্ফোরণ কাকে বলে ? 
৬. পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে ? 
৭. লু -কী ? 
৮. আঁধি কী ? 
৯. করমন্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় কেন ? 
১০. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ? উদাহরণ দাও। [ চিত্রসহ ] 
১১. ভারতে খরার কারণগুলি লেখ। 
১২. ভারতীয় অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। 
১৩. পচিমঘাট পর্বতের পূর্বঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল কেন ? 

5 Mark 

১. ভারতীয় জলবায়ুর বৈশিষ্টগুলি আলোচনা কর। 
২. ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। 
৩. ভারতীয় জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। 
৪. ভারতীয় জলবায়ুর বৈচিত্রের কারণ কী ? 
৫. ভারতীয় জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী ? 

Topic : E : ভারতের মৃত্তিকা। 

2/ 3 Mark 

১. রেগুর কী ? 
২. খাদার কী  ? 
৩. সিরোজেম কী ? 
৪. খাদার ও ভাঙ্গরের পার্থক্য। 
৫. ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখ ? 
৬. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলি কী কী ? 
৭. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে ফলিচাষ ও ধাপচাষের গুরুত্ব। 
৮. মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলোচনা কর। 

5 Mark 

১. ভারতের যেকোনো তিনপ্রকার মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট আলোচনা কর। 

Topic F : ভারতের স্বাভাবিক উদ্ভিদ :- 

2/3 Mark 

১. আল্পীয় উদ্ভিদ কাকে বলে ? উদাহরণ দাও। 
২. সামাজিক বনসৃজন কাকে বলে ? 
৩. সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কী ? 
৪. কৃষি বনসৃজন কী ? 
৫. মরু অঞ্চলে কী ধরণের উদ্ভিদ জন্মায় ? 
৬. ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে ? এর বৈশিষ্ট লেখ। 
৭. ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল দেখা যায় কেন ? 

5 Mark 

১. ভারতের যেকোনো তিনপ্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের পরিচয় দাও। 
২. ভারতে অরণ্য ধ্বংসের কারণগুলি কী কী ? 
৩. বনভূমি সংরক্ষণ প্রয়োজনীয় কেন ? 
৪. ভারতে অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা কর।       

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।  
Share
Tweet
Pin
Share
No comments

মাধ্যমিক ভূগোল : তৃতীয় অধ্যায় : বারিমন্ডল। সংক্ষিপ্ত , রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


Topic A সমুদ্রস্রোত। 

2/3 Mark 

১. উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলে - উদাহরণসহ লেখ। 
২. হিমশৈল কাকে বলে ? 
৩. মগ্নচড়া সৃষ্টির কারণগুলি লেখ [ নিউফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টির কারণ ] 
৪. গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য চাষের অনুকূল কেন ? 
৫. শৈবাল সাগর কাকে বলে ? উদাহরণ দাও।      
৬. সমুদ্রস্রোত কাকে বলে ? 
৭. সমুদ্রতরঙ্গ কাকে বলে ? 
৮. মগ্নচড়া কাকে বলে ? 
৯. হিমপ্রাচীর কাকে বলে ? 
১০. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন ?    

5 Mark 

১. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা কর। 
২. পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা কর। 
৩. সমুদ্রস্রোত বলে ? সমুদ্র তরঙ্গ কাকে বলে ? সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের পার্থক্যগুলো লেখ।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Topic B : জোয়ারভাটা। 

2/3 Mark 

১. তেজ কোটাল ও মরা কোটাল - চিত্রসহ বর্ণনা। 
২.  মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার - চিত্রসহ বর্ণনা। 
৩. অ্যাপোজি ও পেরিজি - চিত্রসহ বর্ণনা। 
৪. সিজিগি - চিত্রসহ বর্ণনা। 
৫. প্রতিযোগ ও সংযোগ। 
৬. অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয়  কেন ? 
৭. বানডাকা কাকে বলে ? 
৮. ষাঁড়াষাঁড়ির বান কাকে বলে ? 
৯. অ্যাপোজি ও পেরিজি - পার্থক্য। 
১০. ভরা কোটাল ও মরা কোটাল - পার্থক্য। 
১১. সমুদ্রস্রোত ও জোয়ারভাটা - পার্থক্য।    

5Mark 

১. জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি লেখ। 
২. মানবজীবনে জোয়ারভাটার ফলাফল আলোচনা কর।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

দশম শ্রেণী : ভারতের প্রাকৃতিক ভূগোল : সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 



দশম শ্রেণীর ভারতের প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নাবলী প্রকাশিত হল। প্রতিটি প্রশ্ন ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।   

দশম শ্রেণী : ভারতের প্রাকৃতিক ভূগোল : সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 


Topic : A ভারতের কৃষি। 

১. ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট। 
২. খরিফ শস্য ও রবি শস্যের পার্থক্য। 
৩. তন্তু ফসল ও বাগিচা ফসলের পার্থক্য। 
৪. ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
৫. ধান উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
৬. গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
৭. গম উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন।  
৮. মিলেট উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
৯. মিলেট উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
১০. চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
১১. চা উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
১২. কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। 
১৩. কফি উৎপাদক অঞ্চল / আঞ্চলিক বন্টন। 
১৪. ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Topic : B ভারতের শিল্প । 

১. TISCO গড়ে ওঠার কারণ। 
২. DSP গড়ে ওঠার কারণ। 
৩. পূর্ব ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 
৪. ভারতে লৌহ - ইস্পাত শিল্পের আঞ্চলিক বন্টন। 
৫. যেকোনো তিনটি লৌহ - ইস্পাত শিল্পের পরিচয় ও গড়ে ওঠার কারণ। 
৬. কার্পাস বস্ত্র বয়ন শিল্পের আঞ্চলিক বন্টন। 
৭. পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র - বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 
৮. ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ। 
৯. ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের অবস্থান। 
১০. ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের কারণ। 
১১. BPO বা আউটসোর্সিং কী ? 

Topic : C ভারতের জনসংখ্যা :- 

১. ধারণযোগ্য উন্নয়ন কী ? কোন কোন বিষয়গুলি এতে গুরুত্ব পায় ? 

Topic : D নগর ও নগরায়ন :- 

১. ভারতে নগরায়নের কারণ বা নগর গড়ে ওঠার কারণ। 
২. ভারতে নগরায়নের সমস্যা। 

Topic : E পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 

১. ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব। 
২. ভারতের অর্থনীতিতে সড়ক পথের গুরুত্ব। 
৩. সোনালী চতুর্ভুজ। 
৪. হীরক চতুর্ভুজ। 
৫. পাতাল রেলের গুরুত্ব। 
৬. কয়েকটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার পরিচয় দাও। 
৭. পরিবহন ও যোগাযোগের পার্থক্য।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Share
Tweet
Pin
Share
No comments

Class 10 Geography 4th Chapter 

মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা। 

বর্জ্য ব্যবস্থাপনা : ২০২০ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্ন সংকলন। উত্তর সহ। 



 

মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা। 

বর্জ্য ব্যবস্থাপনা : ২০২০ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্ন সংকলন। উত্তর সহ। 

১. গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি হল - ভরাটকরণ / কম্পোস্টিং / স্ক্র্যাবার / বিশুদ্ধকরণ। 
উত্তর : স্ক্র্যাবার। 

২. জমা বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় , তা হল - ওজোন / কার্বন ডাই অক্সাইড / ফ্রেয়ন / মিথেন। 
উত্তর : মিথেন। 

৩. চিকিৎসা সংক্রান্ত একটি বর্জ্যের উদাহরণ হল - সবজির খোসা / ইনজেকশন সিরিঞ্জ / খাবার প্যাকেট / সাবান ধোয়া জল। 
উত্তর : ইনজেকশন সিরিঞ্জ। 

৪. বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্য জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে বলে - কম্পোস্টিং / কম্পাউন্ডিং / ল্যান্ডফিলিং / স্ক্র্যাবার। 
উত্তর : কম্পোস্টিং। 

৫. একটি জৈব অভঙ্গুর বর্জ্য হল - ভাঙা কাঁচ / ডিমের খোসা / ছেঁড়া কাগজ / পরিত্যক্ত ফুল। 
উত্তর : ভাঙা কাঁচ। 

৬. তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হল - কয়লা শিল্প / কাগজ শিল্প / জলশোধন প্রকল্প / পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 
উত্তর : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 

৭. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল - কম্পোস্টিং / কম্পাউন্ডিং / ল্যান্ডফিলিং / স্ক্র্যাবার। 
উত্তর : কম্পোস্টিং। 

৮. ' নমামী গঙ্গে ' - প্রকল্পটির প্রধান উদ্দেশ্য - গঙ্গার জলের আন্তর্জাতিক বন্টন / গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ / গঙ্গার গতিপথ পরিবর্তন / গঙ্গার মৎস্য আহরণ। 
উত্তর : গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ। 

৯. জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় -  কম্পোস্টিং / কম্পাউন্ডিং / ল্যান্ডফিলিং / স্ক্র্যাবার। 
উত্তর : কম্পোস্টিং। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১. প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের বিয়োজনকে _________________ বলে। 
উত্তর : সবাত কম্পোস্টিং। 

২. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম প্রক্রিয়াটি হল _____________________ । 
উত্তর : পৃথকীকরণ। 

৩. জৈব অভঙ্গুর একটি বর্জ্যের উদাহরণ হল ____________________ । 
উত্তর : ভাঙা কাঁচ। 

৪. কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহনকে ______________________ বলে। 
উত্তর : অবাত কম্পোস্টিং। 

৫. পরিত্যক্ত জিনিস থেকে বিভিন্ন উপকরণ সৃষ্টিকে ___________________ বলে। 
উত্তর : পুনর্নবীকরণ।   

৬. সীসার বিষক্রিয়ায় মানবদেহে ______________________ রোগ হয়। 
উত্তর : ডিসলেক্সিয়া। 

৭. আর্সেনিক দূষণে মানুষের ___________________ রোগ হয়। 
উত্তর : ব্ল্যাকফুট।  

৮. কৃষিজাত বর্জ্য একপ্রকার _______________________ বর্জ্য। 
উত্তর : জৈবভঙ্গুর।  

৯. বায়ুর অনুপস্থিতিতে জীবাণুর দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ হল ________________ । 
উত্তর : অবাত কম্পোস্টিং।  

১০. নিকাশি নিষ্কাশন ________________ বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি। 
উত্তর : তরল। 

১১. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল ___________________ । 
উত্তর : মিথেন। 

১২. একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ হল ___________________ । 
উত্তর : ইনজেকশন সিরিঞ্জ। 

১৩. যে প্রক্রিয়ায় কঠিন বর্জ্য দ্বারা নীচু জমি ভরাট করা হয় , তাকে ______________ বলে। 
উত্তর : ভরাটকরণ।  

১৪. বায়ু পরিশোধনের উদ্দেশ্যে ___________________ পদ্ধতি ব্যবহৃত হয়। 
উত্তর : স্ক্র্যাবার। 

১৫. ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে __________________ বলে। 
উত্তর : লিচেট। 

১৬. বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসকে ______________ বলে। 
উত্তর : মিথেন। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১. বর্জ্য পৃথকীকরণ করে তার ব্যবস্থাপনা করা অধিক বিজ্ঞানসম্মত। 
উত্তর : শুদ্ধ।  

২. স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। 
উত্তর : শুদ্ধ। 

৩. বর্জ্য পুনর্ব্যবহারে বর্জ্যের পরিমাণ কমে। 
উত্তর : শুদ্ধ।  

৪. একটি জৈব গ্রিন হাউস গ্যাস হল - CH4 বা মিথেন। 
উত্তর : শুদ্ধ। 

৫. পারদ একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ। 
উত্তর : শুদ্ধ। 

৬. কম্পোস্টিং গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ পদ্ধতি। 
উত্তর : অশুদ্ধ। 

৭. বর্জ্য পদার্থ মানেই তা পরিবেশের পক্ষে ক্ষতিকর। 
উত্তর : অশুদ্ধ। 

১. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও। 
উত্তর : সবজি বা ফলের খোসা। 

২. Ganga Action Plan কবে গৃহীত হয় ? 
উত্তর : 1985 সালে। 

৩. কীটনাশক কী ধরণের বর্জ্য ? 
উত্তর : বিষাক্ত বর্জ্য। 

৪. দুটি ই - বর্জ্যের নাম লেখ। 
উত্তর : কমপিউটারের ভাঙা যন্ত্রাংশ , অব্যবহৃত সিডি , ডিভিডি - ইত্যাদি।    

৫. পারদ কী ধরণের বর্জ্য ? 
উত্তর : কঠিন বিষাক্ত বর্জ্য। 

৬. ব্ল্যাকফুট রোগ কোন পদার্থের বিষক্রিয়ায় হয় ? 
উত্তর : আর্সেনিক। 

৭. Reduce , Reuse ছাড়া আর কোন বিষয়টি 3R এর সঙ্গে যুক্ত ? 
উত্তর : Recycle 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।


Share
Tweet
Pin
Share
No comments

ভারতের প্রাকৃতিক ভূগোল : ( F ) ভারতের স্বাভাবিক উদ্ভিদ। MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের স্বাভাবিক উদ্ভিদ। MCQ & SAQ 




ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের প্রাকৃতিক ভূগোলের অংশ। নীচে ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে MCQ , SAQ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। সমস্ত পাঠ্যবই ও বিভিন্ন টেস্ট পেপার গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। এছাড়া , নীচে দেওয়া প্রশ্নগুলি ছাড়াও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান পেলেই আপডেট করা হবে।  

১. ভারতের মোট ভূমির - ১৯% /  ৩৩%  /  ২৩%  / ১১% অরণ্য দ্বারা আবৃত। 
উত্তর : ১৯%  । 

২. পরিবেশ রক্ষায় কোনো অঞ্চলের - এক - তৃতীয়াংশ / এক - চতুর্থাংশ / এক - পঞ্চমাংশ / অর্ধেক অংশ - বনভূমি থাকা প্রয়োজন। 
উত্তর : এক তৃতীয়াংশ বা ৩৩%  । 

৩. ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র Forest Survey of India কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / ওড়িশার কটক / রাজস্থানের যোধপুর / হিমাচলপ্রদেশের সিমলা । 
উত্তর : উত্তরাখন্ডের দেরাদুন। 

৪. হিমালয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / ওড়িশার কটক / রাজস্থানের যোধপুর / হিমাচলপ্রদেশের সিমলা । 
উত্তর : হিমাচলপ্রদেশের সিমলা। 

৫. মোট বনভূমির পরিমাণ হিসাবে কোন রাজ্য ভারতে প্রথম ? উত্তরপ্রদেশ / উত্তরাখন্ড / কাশ্মীর / মধ্যপ্রদেশ। 
উত্তর : মধ্যপ্রদেশ। 

৬. শতকরা হিসাবে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক ? সিকিম / কাশ্মীর / মধ্যপ্রদেশ / মহারাষ্ট্র। 
উত্তর : সিকিম। 

৭. শতকরা হিসাবে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বনভূমির পরিমাণ সর্বাধিক ? আন্দামান ও নিকোবর / লাক্ষাদ্বীপ / পন্ডিচেরী / কোনোটিই নয়। 
উত্তর : আন্দামান ও নিকোবর। 

৮. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোনটি ? পশ্চিমঘাট পর্বতমালা / পূর্বঘাট পর্বতমালা / সুন্দরবন / ওড়িশা উপকূল। 
উত্তর : সুন্দরবন। 

৯. ক্রান্তীয় মরু অঞ্চলে দেখা যায় - ম্যানগ্রোভ অরণ্য / আল্পীয় অরণ্য /  জেরোফাইট অরণ্য / সরলবর্গীয় অরণ্য। 
উত্তর : জেরোফাইট অরণ্য। 

১০. পার্বত্য অঞ্চলে দেখা যায় -  ম্যানগ্রোভ অরণ্য / আল্পীয় অরণ্য /  জেরোফাইট অরণ্য / সরলবর্গীয় অরণ্য।  
উত্তর : সরলবর্গীয় অরণ্য।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. আল্পীয় অরণ্য দেখা যায় - সমভূমি অঞ্চলে / উপকূলবর্তী অঞ্চলে / পার্বত্য অঞ্চলে / মালভূমি অঞ্চলে। 
উত্তর : পার্বত্য অঞ্চলে। 

১২. ভারতের কয়েকটি ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের নাম কর। 
উত্তর : এবনি , রোজউড , আয়রন উড - ইত্যাদি। 

১৩. ভারতের কয়েকটি সরলবর্গীয় বৃক্ষের নাম লেখ। 
উত্তর : ফার , উইলো - ইত্যাদি। 

১৪. ভারতের কয়েকটি আল্পীয় উদ্ভিদের নাম কর। 
উত্তর : জুনিপার , রডোডেনড্রন - ইত্যাদি। 

১৫. কয়েকটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম কর। 
উত্তর : সুন্দরী , গরাণ , গেঁওয়া , কেয়া , গোলপাতা - ইত্যাদি। 

১৬. একটি চিরহরিৎ উদ্ভিদের উদাহরণ হল - শাল / সেগুন / আয়রন উড / সুন্দরী। 
উত্তর : আয়রন উড। 

১৭. ভারতে কোন ধরণের উদ্ভিদের পরিমাণ সবচেয়ে বেশি ? চিরহরিৎ উদ্ভিদ / ম্যানগ্রোভ উদ্ভিদ / পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদ / সরলবর্গীয় উদ্ভিদ। 
উত্তর : পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদ। 

১৮. একটি মরু উদ্ভিদের উদাহরণ হল -  রডোডেনড্রন / ফণীমনসা / শিশু / আম। 
উত্তর : ফণীমনসা। 

১৯. পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কোন ধরণের উদ্ভিদ বেশি জন্মায় ? গুল্ম ও তৃণ জাতীয় উদ্ভিদ /  সরলবর্গীয় উদ্ভিদ / ম্যানগ্রোভ উদ্ভিদ / চিরহরিৎ উদ্ভিদ। 
উত্তর : গুল্ম ও তৃণজাতীয় উদ্ভিদ। 

২০. ভারতের মরু অঞ্চলে কোন ধরণের উদ্ভিদ দেখা যায় ? রডোডেনড্রন  / ক্যাকটাস / আবলুস / মেহগনি। 
উত্তর : ক্যাকটাস। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. এগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভ অরণ্য ? গরুমারা / জলদাপাড়া / ভিতরকণিকা / গির। 
উত্তর : ভিতরকণিকা। 

২২. কোন ধরণের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ?  সরলবর্গীয় অরণ্য / মরু উদ্ভিদ / ম্যানগ্রোভ উদ্ভিদ / পর্ণমোচী অরণ্য। 
উত্তর : ম্যানগ্রোভ উদ্ভিদ। 

২৩. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে দেখা যায় - চিরহরিৎ উদ্ভিদ / পর্ণমোচী উদ্ভিদ / মরু উদ্ভিদ / আল্পীয় উদ্ভিদ। 
উত্তর : চিরহরিৎ উদ্ভিদ। 

২৪. ভারতে সামাজিক বনসৃজন প্রকল্প কবে চালু হয়েছে ? ১৯৭২ / ১৯৭৬ / ১৯৭৫ / ২০০২ সালে। 
উত্তর : ১৯৭৬ সালে। 

২৫. চন্দন গাছ হল - চিরহরিৎ বৃক্ষ / সরলবর্গিয় বৃক্ষ / পর্ণমোচী বৃক্ষ / ম্যানগ্রোভ উদ্ভিদ। 
উত্তর : পর্ণমোচী বৃক্ষ। 

২৬. হেক্টর প্রতি কত শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা যায় ? ১৫%  /  ৫%  /  ২৫%  / ৩৩%  । 
উত্তর : ৫%  । 

২৭. কত সালে বনভূমি সংরক্ষণ আইন চালু হয় ? ১৯৭২ / ১৯৭৬ / ১৯৮০ / ১৯৮৬ সালে। 
উত্তর : ১৯৮০ সালে। 

২৮. শ্বাসমূল ও ঠেসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায় ?  চিরহরিৎ বৃক্ষ / সরলবর্গিয় বৃক্ষ / পর্ণমোচী বৃক্ষ / ম্যানগ্রোভ উদ্ভিদ। 
উত্তর : ম্যানগ্রোভ উদ্ভিদ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।


Share
Tweet
Pin
Share
No comments

ভারতের প্রাকৃতিক ভূগোল : ( E ) ভারতের মৃত্তিকা। MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের মৃত্তিকা। MCQ & SAQ 




ভারতের মৃত্তিকা ভারতের প্রাকৃতিক ভূগোলের একটি অংশ। নীচে ভারতের মৃত্তিকা অংশ থেকে MCQ , SAQ আলোচনা করা হয়েছে। সমস্ত পাঠ্যবই থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সংযোজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপার এর প্রশ্নগুলিও সংযোজন করা হয়েছে। এছাড়া , নীচে দেওয়া প্রশ্নোত্তরগুলি ছাড়াও অন্য যেকোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান পেলেই আপডেট করে দেওয়া হবে। 

১. ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা ? কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : পলিমৃত্তিকা। 

২. কোন মৃত্তিকাকে রেগুর বলা হয় ? কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৩. কোন মৃত্তিকাকে Black Cotton Soil বলা হয় ?  কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৪. তুলা বা কার্পাস উৎপাদনের ক্ষেত্রে শ্রেষ্ঠ কোন মৃত্তিকা ?  কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৫. ছোটনাগপুর , মেঘালয় ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায় ? ল্যাটেরাইট মৃত্তিকা / কৃষ্ণমৃত্তিকা / পডজল মৃত্তিকা / মরু মৃত্তিকা। 
উত্তর : ল্যাটেরাইট মৃত্তিকা। 

৬. পশ্চিম হিমালয় অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায় ?  ল্যাটেরাইট মৃত্তিকা / কৃষ্ণমৃত্তিকা / পডজল মৃত্তিকা / মরু মৃত্তিকা।  
উত্তর : পডজল মৃত্তিকা। 

৭. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / রাজস্থানের যোধপুর / ওড়িশার কটক / নিউ দিল্লি। 
উত্তর : রাজস্থানের যোধপুর। 

৮. মাটিতে কীসের পরিমাণ বেশি থাকায় লোহিত মৃত্তিকার রং লাল ? লোহা / ফসফরাস / অম্লিক পদার্থ / পটাসিয়াম সালফেট। 
উত্তর : লোহা। 

৯. শিট ক্ষয় কাকে বলে ? 
উত্তর : ঢালু জমির উপর দিয়ে প্রবাহিত জলধারার মাধ্যমে মাটির উপরিস্তরের অপসারণ হল শিট ক্ষয়। 

১০. জলনালিকা ক্ষয় কাকে বলে ? 
উত্তর : জলপ্রবাহে ছোট ছোট নালি তৈরির মাধ্যমে মাটির অপসারণ হল জলনালিকা ক্ষয়। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. খোয়াই ক্ষয় কাকে বলে ? 
উত্তর : ছোট নালা বড় নালায় পরিণত হলে তা হল খোয়াই ক্ষয়। 

১২. র‍্যাভাইন ক্ষয় কাকে বলে ? 
উত্তর : জলনালিকা ও খোয়াই আরও গভীর , খাড়া ও পাড়যুক্ত গভীর খাত তৈরী করে। এটি হল র‍্যাভাইন ক্ষয়। 

১৩. রেগুর শব্দটি এসেছে রেগুড়া শব্দ থেকে। রেগুড়া শব্দটি হল - তামিল / তেলেগু / কন্নড় / মালায়ালম। 
উত্তর : তেলেগু। 

১৪. কোন দেশের লোকেরা প্রথম ধাপ চাষ শুরু করে ? মিশর / সুমের / ফিলিপাইনস / ইন্দোনেশিয়া। 
উত্তর : ফিলিপাইনস। 

১৫. মালচিং পদ্ধতি কাকে বলে ? 
উত্তর : মাটির ওপর খড়কুটো , লতাপাতা , পুরোনো কাগজ বিছিয়ে রাখলে মৃত্তিকাক্ষয় কম হয়। একে মালচিং পদ্ধতি বলে। 

১৬. পূর্বঘাটের পার্বত্য অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ? রেগুর মৃত্তিকা / বালু মৃত্তিকা / পলি মৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা। 
উত্তর : ল্যাটেরাইট মৃত্তিকা। 

১৭. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / রাজস্থানের যোধপুর / ওড়িশার কটক / নিউ দিল্লি।   
উত্তর : উত্তরাখন্ডের দেরাদুন। 

১৮. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলিমাটিকে বলে - ভাঙ্গর / খাদার / পেডোক্যাল / ভুর। 
উত্তর : ভাঙ্গর। 

১৯. ভারতীয় কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি হল - পলিমাটি / লালমাটি / কৃষ্ণমৃত্তিকা / বেলে মাটি। 
উত্তর : পলিমাটি। 

২০. ভুর মাটি দেখতে পাওয়া যায় - মরুভূমিতে / মালভূমিতে / গঙ্গা সমভূমিতে / দাক্ষিণাত্যে।উত্তর : গঙ্গা সমভূমিতে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. কোন অঞ্চলে পডজল মৃত্তিকা দেখা যায় ? সরলবর্গীয় অরণ্য অঞ্চলে / মালভূমিতে / সমভূমিতে / মরু অঞ্চলে। 
উত্তর : সরলবর্গীয় অরণ্য অঞ্চলে। 

২২. গ্রানাইট ও নিস্ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় - ল্যাটেরাইট / রেগুর / লালমাটি / পলিমাটি।উত্তর : লালমাটি। 

২৩. বিভিন্ন নদীমোহনা অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ? পলিমাটি / হিউমাস মাটি / লবনাক্ত মাটি / লালমাটি। 
উত্তর : লবনাক্ত পলিমাটি। 

২৪. মেঘালয় মালভূমিতে কোন মৃত্তিকা বেশি দেখা যায় ? ল্যাটেরাইট মৃত্তিকা / পলি মাটি / মরুমটি / কালোমাটি। 
উত্তর : ল্যাটেরাইট মৃত্তিকা। 

২৫. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটির নাম - ভাবর / খাদার / ভুর / ভাঙ্গর। 
উত্তর : খাদার। 

২৬. যে মাটিতে কাদা , পলি ও বালির পরিমাণ প্রায় সমান তা হল - দোআঁশ মাটি / কালোমাটি / পডজল মাটি / ল্যাটেরাইট মাটি। 
উত্তর : দোআঁশ মাটি। 

২৭. সবচেয়ে বেশি উর্বর মৃত্তিকা হল - সিরোজেম মৃত্তিকা / কৃষ্ণ মৃত্তিকা / লোহিত মৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

২৮. কৃষ্ণমৃত্তিকা দেখা যায় - দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে / বদ্বীপ অঞ্চলে / সমভূমি অঞ্চলে / উত্তরের পার্বত্য অঞ্চলে। 
উত্তর : দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। 

২৯. ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদক্ষেপ হল - জলসেচ / ঝুমচাষ / ফালিচাষ / পশুচারণ। 
উত্তর : ফালিচাষ।     

৩০. কোন প্রকার কৃষি পদ্ধতি মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে ? স্থানান্তর চাষ / ধাপচাষ / সমোন্নতিরেখা বরাবর কৃষি / ফালিচাষ।  
উত্তর : স্থানান্তর চাষ।    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. পার্বত্য অঞ্চলে মৃত্তিকা সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল - বৃক্ষ রোপন / ধাপচাষ / রাস্তা নির্মাণ / নদীতে বাঁধ দেওয়া। 
উত্তর : ধাপচাষ। 

৩২. বৃষ্টির জলের সঙ্গে মাটি স্তরে স্তরে অপসারিত হওয়ার পদ্ধতিকে বলে - নালী ক্ষয় / খাত ক্ষয় / খোয়াই ক্ষয় / স্তর বা চাদর ক্ষয়। 
উত্তর : স্তর বা চাদর ক্ষয়। 

৩৩. ভূমির ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরী করে চাষ করার পদ্ধতিকে বলে - গালিচাষ / ফালিচাষ / বৃক্ষরোপন / ধাপচাষ। 
উত্তর : ফালিচাষ। 

৩৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ? দার্জিলিং / নদীয়া / পুরুলিয়া / হাওড়া। 
উত্তর : পুরুলিয়া। 

৩৫. ঝুমচাষ ভারতের কোন অঞ্চলে দেখা যায় ? উত্তর - পূর্ব / দক্ষিণ - পশ্চিম / উত্তর - পশ্চিম / দক্ষিণ - পূর্ব - ভারত। 
উত্তর : উত্তর - পূর্ব ভারতে। 

৩৬. রাজস্থানের মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ কী ? লু / বায়ুপ্রবাহ / বালির অপসারণ / সবগুলি। 
উত্তর : বায়ুপ্রবাহ। 

৩৭. কাশ্মীর উপত্যকার পলিমাটিকে কী বলে ? 
উত্তর : কারেওয়া। 

৩৮. ডেকানট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায় ? লোহিত মৃত্তিকা / দোআঁশ মৃত্তিকা / কৃষ্ণমৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৩৯. মরু অঞ্চলের বালি প্রধান মৃত্তিকাকে কী বলে ?  
উত্তর : সিরোজেম। 

৪০. কোন মাটিতে কাদা এবং বালির ভাগ প্রায় সমান ? বেলে / এঁটেল / দোআঁশ / লোহিত - মৃত্তিকা। 
উত্তর : দোআঁশ। 

৪১. কোন মাটি ধান চাষের পক্ষে আদর্শ ? পলি মাটি / বেলে মাটি / দোআঁশ মাটি / কৃষ্ণমৃত্তিকা। 
উত্তর : পলি মাটি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Share
Tweet
Pin
Share
No comments

ভারতের প্রাকৃতিক ভূগোল : ( D ) ভারতের জলবায়ু MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের জলবায়ু MCQ & SAQ 




ভারতের জলবায়ু ভারতের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত একটি অংশ। নীচে ভারতের জলবায়ু থেকে প্রতিটি পাঠ্যবই ধরে ধরে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্নগুলিও সংযোজন করা হয়েছে। নীচে দেওয়া প্রশ্নগুলি ছাড়াও অন্য যেকোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান পেলে আপডেট করে দেওয়া হবে।   

১. ভারতের জলবায়ু কী প্রকৃতির ? নিরক্ষীয় / উষ্ণ প্রকৃতির / ক্রান্তীয় মৌসুমী / কোনটিই নয়।উত্তর : ক্রান্তীয় মৌসুমী। 

২. ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক - নিয়ত বায়ুপ্রবাহ / কোরিওলিস বল / হিমালয় পর্বতমালা / মৌসুমী বায়ু। 
উত্তর : মৌসুমী বায়ু। 

৩. দক্ষিণ ভারতের বৃষ্টিপাতকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে - বিন্ধ্য পর্বতমালা / পূর্বঘাট পর্বতমালা / পশ্চিমঘাট পর্বতমালা / হিমালয় পর্বতমালা। 
উত্তর : পশ্চিমঘাট পর্বতমালা। 

৪. পশ্চিমি ঝঞ্ঝা কোন সময়ে দেখা যায় ? গ্রীষ্মকালে / বর্ষাকালে / শরৎকালে / শীতকালে। 
উত্তর : শীতকালে। 

৫. এল - নিনো বছরগুলিতে এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত - কমে / বাড়ে। 
উত্তর : কমে। 

৬. লা - নিনা বছরে বৃষ্টিপাত কমে / বাড়ে। 
উত্তর : বাড়ে। 

৭. এল নিনো ও লা নিনার মধ্যবর্তী পর্যায় হল - লা নাদা / লা ভোদা / লা মিডল / লা রিও। 
উত্তর : লা নাদা। 

৮. ভারতের আবহাওয়া বিভাগ ভারতের জলবায়ুকে ক'টি ভাগে ভাগ করেছেন ? এক / দুই / তিন / চার। 
উত্তর : চারটি ভাগে। 

৯. মৌসুমী বায়ুর আগমন কাল হল - গ্রীষ্মকাল / বর্ষাকাল / শরৎকাল / শীতকাল। 
উত্তর : বর্ষাকাল। 

১০. মৌসুমী বায়ুর আগমনকাল হল - জুন মাসের প্রথম সপ্তাহ / জুন মাসের দ্বিতীয় সপ্তাহ / জুলাই মাসের প্রথম সপ্তাহ / জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ। 
উত্তর : জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল হল - শরৎকাল / শীতকাল / বর্ষাকাল / হেমন্তকাল। 
উত্তর : শরৎকাল। 

১২. গ্রীষ্মকালে পূর্বভারতে যে ঝড় বৃষ্টি হয় তা কী নামে পরিচিত ? আঁধি / কালবৈশাখী / লু / টর্নেডো। 
উত্তর : কালবৈশাখী। 

১৩. কালবৈশাখী ঝড় প্রবাহিত হয় - উত্তর - দক্ষিণ / পূর্ব - পশ্চিম  / উত্তর - পশ্চিম / দক্ষিণ - পশ্চিম দিক থেকে । 
উত্তর : উত্তর - পশ্চিম দিক থেকে।        

১৪. Norwestar নামে পরিচিত - কালবৈশাখী / লু / আঁধি / বরদৈছিলা। 
উত্তর : কালবৈশাখী। 

১৫. আসামে কালবৈশাখী কী নামে পরিচিত ? 
উত্তর : বরদৈছিলা। 

১৬. লু প্রবাহিত হয় - উত্তর ভারতে / পশ্চিম ভারতে / উত্তর - পূর্ব ভারতে / উত্তর - পশ্চিম ভারতে। 
উত্তর : উত্তর - পশ্চিম ভারতে। 

১৭. লু প্রবাহিত হয় ভূপৃষ্ঠের - সমান্তরালে / অনুভুমিকভাবে / উল্লম্বভাবে / সবগুলি। 
উত্তর : সমান্তরালে। 

১৮. কেরলে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি - কালবৈশাখী / আম্রবৃষ্টি / বরদৈছিলা / দক্ষিণী ঝঞ্ঝা। 
উত্তর : আম্রবৃষ্টি। 

১৯. কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত ? 
উত্তর : Cherry Blossoms.

২০. মৌসুমী বিস্ফোরণ ঘটায় - আরব সাগরীয় শাখা / বঙ্গোপসাগরীয় শাখা / ভারত মহাসাগরীয় শাখা / প্রশান্ত মহাসাগরীয় শাখা। 
উত্তর : আরব সাগরীয় শাখা। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর - আরব সাগরীয় শাখা / বঙ্গোপসাগরীয় শাখা / ভারত মহাসাগরীয় শাখা / প্রশান্ত মহাসাগরীয় শাখা - র প্রভাবে।  
উত্তর : বঙ্গোপসাগরীয় শাখা। 

২২. অশ্বিনের ঝড় হয় - মৌসুমী বায়ুর আগমনের ফলে / মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে / মৌসুমী বায়ুর পরিবর্তনের ফলে। 
উত্তর : মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে। 

২৩. বছরে দুবার বৃষ্টিপাত হয় - কেরল উপকূলে / তামিলনাড়ু উপকূলে / অন্ধ্রপ্রদেশ উপকূলে / কর্ণাটক উপকূলে। 
উত্তর : তামিলনাড়ু উপকূলে। 

২৪. কোন উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ? 
উত্তর : তামিলনাড়ু উপকূল। 

২৫. ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল - গাঙ্গেয় উপত্যকা / ব্রহ্মপুত্র উপত্যকা / তিস্তা - তোর্সা উপত্যকা / বঙ্গোপসাগরীয় উপকূল। 
উত্তর : ব্রহ্মপুত্র উপত্যকা। 

২৬. ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি ? 
উত্তর : মেঘালয়ের মৌসিনরাম। 

২৭. ভারতের শুষ্কতম স্থান কোনটি ? 
উত্তর : থর মরুভূমি ও লাদাখ অঞ্চল। 

২৮. পশ্চিমঘাট পর্বতের - অনুবাত / প্রতিবাত - ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল। 
উত্তর : অনুবাত ঢাল। 

২৯. পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে অধিক বৃষ্টিপাত হয় ? অনুবাত / প্রতিবাত। 
উত্তর : প্রতিবাত ঢালে। 

৩০. পশ্চিমঘাট পর্বতের - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। 
উত্তর : পশ্চিমঢালে। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. পশ্চিমঘাট পর্বতের - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - ঢাল হল বৃষ্টিচ্ছায় অঞ্চল। 
উত্তর : পূর্বঢাল। 

৩২. ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখ। 
উত্তর : পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল ও শিলং পাহাড়ের উত্তরঢাল। 

৩৩. ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কী নামে পরিচিত ? হাওয়া অফিস / আবহাওয়া দপ্তর / হাওয়া ভবন / মৌসম ভবন। 
উত্তর : মৌসম ভবন। 

৩৪. ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত ? দেরাদুন / নিউ দিল্লি / যোধপুর / কটক। 
উত্তর : নয়াদিল্লি। 

৩৫. পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস কী নামে পরিচিত ? আবহাওয়া দফতর / হাওয়া অফিস / মৌসম ভবন / পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর। 
উত্তর : হাওয়া অফিস। 

৩৬. মৌসুমী শব্দটির উৎস মৌসম শব্দটি একটি  - উর্দু / আরবি / ফারসি / হিন্দি - শব্দ। 
উত্তর : আরবি শব্দ। 

৩৭. মৌসম শব্দের অর্থ - আবহাওয়া / জলবায়ু / ঋতু / সবগুলি। 
উত্তর : ঋতু। 

৩৮. এল নিনো শব্দের অর্থ - দুরন্ত বালক / শিশু খ্রিষ্ট / ছোট্ট ছেলে / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৩৯. লা নিনা শব্দের অর্থ - দুরন্ত বালিকা / ছোট্ট মেয়ে / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৪০. কে সর্বপ্রথম '' মৌসুমী '' শব্দটি ব্যবহার করেন ? 
উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালি। 

৪১. মৌসুমী বায়ু হল ___________ বায়ু ও ________ বায়ুর বৃহত্তর ও ঋতুগত সংস্করণ। 
উত্তর : সমুদ্রবায়ু ও স্থলবায়ু। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।            

Share
Tweet
Pin
Share
No comments

ভারতের প্রাকৃতিক ভূগোল ( C ) ভারতের জলসম্পদ। MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের জলসম্পদ MCQ & SAQ 




ভারতের জলসম্পদ ভারতের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত একটি অংশ। প্রায় প্রতিটি পাঠ্যবই , টেস্ট পেপার - ইত্যাদি থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সংযোজন করা হয়েছে। MCQ , SAQ আলোচনা অংশে যে প্রশ্নগুলি নীচে আলোচনা করা হয়েছে , সেগুলি ছাড়াও অন্য কোনো প্রশ্নের সন্ধান পাওয়ামাত্র এখানে সংযোজন করা হবে। 
 
১. ভারতের জলসম্পদ সবচেয়ে বেশি ব্যয় হয় - শিল্পক্ষেত্রে / গৃহস্থালির কাজে / জলসেচে / পৌর এলাকায় জল পরিবেশনে। 
উত্তর : জলসেচে। 

২. গঙ্গার উৎস - গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গ / K2 পর্বত শৃঙ্গ / মহাকাল পর্বত। 
উত্তর : গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। 

৩. উৎস স্থলে গঙ্গার নাম - অলকানন্দা / ভাগীরথী / হুগলি / গঙ্গা। 
উত্তর : ভাগীরথী। 

৪. গঙ্গার উচ্চগতি হল - হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় / রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 
উত্তর : গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 

৫. গঙ্গার মধ্যগতি হল -  হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় / রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 
উত্তর : হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড়। 

৬. গঙ্গার নিম্নগতি হল - হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় / রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা / গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার। 
উত্তর : রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা। 

৭. মুর্শিদাবাদের ভগবানগোলায় গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। এর প্রধান শাখাটি - গঙ্গা / যমুনা / ভাগীরথী / পদ্মা - নামে বাংলাদেশে প্রবেশ করেছে। 
উত্তর : পদ্মা। 

৮. ____________ ও ____________ নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা। 
উত্তর : ভাগীরথী ও অলকানন্দা।   

৯. ভারতের জাতীয় নদী হল - সিন্ধু / গঙ্গা / ব্রহ্মপুত্র / গোদাবরী। 
উত্তর : গঙ্গা। 

১০. ভারতের দীর্ঘতম নদী হল - সিন্ধু / গঙ্গা / ব্রহ্মপুত্র / গোদাবরী। 
উত্তর : গঙ্গা। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. গঙ্গার প্রধান উপনদী হল - যমুনা / বেতোয়া / পদ্মা / শতদ্রু। 
উত্তর : যমুনা। 

১২. যমুনা এলাহাবাদের কাছে / হায়দ্রাবাদের কাছে / কেদারনাথের কাছে / হরিদ্বারের কাছে - গঙ্গার সাথে মিলিত হয়েছে। 
উত্তর : এলাহাবাদের কাছে। 

১৩. কোনটি যমুনার উপনদী নয় ? চম্বল / বেতোয়া / কেন / বিতস্তা। 
উত্তর : বিতস্তা। 

১৪. গঙ্গার ডানতীরের দুটি উপনদীর নাম কর। 
উত্তর : যমুনা ও শোন। 

১৫. গঙ্গার মোহনা হল - আরব সাগর / ভারত মহাসাগর / মান্নার উপসাগর / বঙ্গোপসাগর। 
উত্তর : বঙ্গোপসাগর। 

১৬. সিন্ধু নদের উৎস হল - গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / অমরকণ্টক শৃঙ্গ / চেমায়ুঙ - দুং হিমবাহ / সিঙ্গখাবাব। 
উত্তর :  সিঙ্গখাবাব।    

১৭. সিন্ধুর মোহনা হল - আরব সাগর / ভারত মহাসাগর / মান্নার উপসাগর / বঙ্গোপসাগর। 
উত্তর : আরবসাগর।  

১৮. কোনটি সিন্ধুর উপনদী নয় ? শতদ্রু / বিপাশা / ইরাবতী / চন্দ্রভাগা / বিতস্তা / যমুনা। 
উত্তর : যমুনা। 

১৯. ব্রহ্মপুত্র নদের উৎস হল - গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / অমরকণ্টক শৃঙ্গ / তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুঙ - দুং হিমবাহ / মহাবালেশ্বর শৃঙ্গ। 
উত্তর : তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুঙ - দুং হিমবাহ। 

২০. উৎসস্থলে বা তিব্বতে ব্রহ্মপুত্রের নাম - সাংপো / দিংপো / ডিহং / মানস। 
উত্তর : সাংপো। 

২১. ব্রহ্মপুত্র কোন নামে ভারতে প্রবেশ করেছে ?  সাংপো / দিংপো / ডিহং / মানস। 
উত্তর : ডিহং। 

২২. ব্রহ্মপুত্র কোন প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে ? মেঘালয় / আসাম / নাগাল্যান্ড / অরুণাচলপ্রদেশ। 
উত্তর : অরুণাচলপ্রদেশ। 

২৩. আসামে ডিহং নদী - দিবং / সাংপো / ব্রহ্মপুত্র / দিব্যং - নামে পরিচিত। 
উত্তর : ব্রহ্মপুত্র। 

২৪. আসাম অতিক্রম করে ব্রহ্মপুত্র - যমুনা / মেঘনা / পদ্মা / সাংপো - নাম নিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। 
উত্তর : যমুনা। 

২৫. পদ্মা , মেঘনার সাথে মিলিত হয়ে _____________ নাম নিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পদ্মা / মেঘনা / যমুনা / গঙ্গা। 
উত্তর : মেঘনা। 

২৬. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল - সুন্দরবন / গঙ্গা - ব্রহ্মপুত্র ব - দ্বীপ / উলার হ্রদ / মাজুলি দ্বীপ। 
উত্তর : মাজুলি দ্বীপ। 

২৭. মাজুলি দ্বীপ কোন নদ / নদীর উপর অবস্থিত ? গঙ্গা / সিন্ধু / ব্রহ্মপুত্র / গোদাবরী। 
উত্তর : ব্রহ্মপুত্র। 

২৮. কোনটি পূর্ববাহিনী নদী নয় ? মহানদী / কৃষ্ণা / নর্মদা / কাবেরী। 
উত্তর : নর্মদা। 

২৯. কোন দুটি পশ্চিম বাহিনী নদী ? মহানদী ও কৃষ্ণা / গোদাবরী ও কাবেরী / কৃষ্ণা ও গোদাবরী / নর্মদা ও তাপ্তী। 
উত্তর : নর্মদা ও তাপ্তী। 

৩০. নর্মদার উৎপত্তি -  গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা / অমরকণ্টক শৃঙ্গ / তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুঙ - দুং হিমবাহ / মহাবালেশ্বর শৃঙ্গ।   
উত্তর : অমরকণ্টক শৃঙ্গ। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. নর্মদার মোহনা - মান্নার উপসাগর / খাম্বাত উপসাগর / বঙ্গোপসাগর / আরব সাগর। 
উত্তর : খাম্বাত উপসাগর। 

৩২. নর্মদার উপর কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে ? শিবসমুদ্রম জলপ্রপাত / ধুঁয়াধার জলপ্রপাত / যোগ জলপ্রপাত। 
উত্তর : ধুঁয়াধার জলপ্রপাত। 

৩৩. কোন দুটি নদীর মোহনায় কোনো ব - দ্বীপ নেই ?  মহানদী ও কৃষ্ণা / গোদাবরী ও কাবেরী / গঙ্গা ও যমুনা  / নর্মদা ও তাপ্তী। 
উত্তর : নর্মদা ও তাপ্তী।     

৩৪. কোন দুটি যদি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত ?  মহানদী ও কৃষ্ণা / গোদাবরী ও কাবেরী / গঙ্গা ও যমুনা  / নর্মদা ও তাপ্তী। 
উত্তর : নর্মদা ও তাপ্তী।     

৩৫. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে ? গোদাবরী / কৃষ্ণা / কাবেরী / নর্মদা। 
উত্তর : গোদাবরী। 

৩৬. কাবেরী নদীর উপর কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?  শিবসমুদ্রম জলপ্রপাত / ধুঁয়াধার জলপ্রপাত / যোগ জলপ্রপাত। 
উত্তর : শিবসমুদ্রম জলপ্রপাত। 

৩৭. দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী হল -  গোদাবরী / কৃষ্ণা / কাবেরী / নর্মদা। 
উত্তর : গোদাবরী। 

৩৮. কোন দুটি নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলে ? কৃষ্ণা ও কাবেরী / নর্মদা ও তাপ্তী / গোদাবরী ও কাবেরী / নর্মদা ও গোদাবরী। 
উত্তর : গোদাবরী ও কাবেরী। 

৩৯. কোন দুটি নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?  কৃষ্ণা ও কাবেরী / নর্মদা ও তাপ্তী / গোদাবরী ও কাবেরী / নর্মদা ও গোদাবরী। 
উত্তর : গোদাবরী ও কাবেরী। 

৪০. কাবেরী নদীর ব - দ্বীপকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলা হয়। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক।  

৪১. চন্ডিগড়ের শুকনা হ্রদ হল একটি - প্রাকৃতিক হ্রদ / স্বাভাবিক হ্রদ / মনুষ্য সৃষ্ট হ্রদ / ভূমিরূপের পরিবর্তনের ফলে সৃষ্ট হ্রদ। 
উত্তর : মনুষ্যসৃষ্ট হ্রদ। 

৪২. পশ্চিমবঙ্গের একটি মনুষ্য সৃষ্ট হ্রদের উদাহরণ হল - সাগরদিঘি / মোতিঝিল পার্ক / রবীন্দ্র সরোবর / গোলপার্ক দীঘি। 
উত্তর : রবীন্দ্র সরোবর। 

৪৩. স্তম্ভের মিল :- 
প্যাংগং - ওড়িশা  
কালিভেলি - রাজস্থান 
ভেম্বনাদ - কাশ্মীর 
সম্বর - কেরল 
চিল্কা - তামিলনাড়ু।   

উত্তর :- 
প্যাংগং - কাশ্মীর 
কালিভেলি - তামিলনাড়ু 
ভেম্বনাদ - কেরল 
সম্বর - রাজস্থান 
চিল্কা - ওড়িশা। 

৪৪. স্তম্ভের মিল :- 
ডাল - অন্ধ্রপ্রদেশ 
লোকটাক - শ্রীনগর 
কোলেরু - মণিপুর। 

উত্তর : 
ডাল - শ্রীনগর 
লোকটাক - মণিপুর  
কোলেরু - অন্ধ্রপ্রদেশ। 

৪৫. কোনগুলি লবনাক্ত জলের হ্রদ ? প্যাংগং , কালিভেলি , ভেম্বনাদ , সম্বর , চিল্কা , ডাল , লোকটাক , কোলেরু। 
উত্তর : লবনাক্ত জলের হ্রদগুলি হল -  প্যাংগং , কালিভেলি , ভেম্বনাদ , সম্বর , চিল্কা। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৪৬. কোনগুলি মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ ?  প্যাংগং , কালিভেলি , ভেম্বনাদ , সম্বর , চিল্কা , ডাল , লোকটাক , কোলেরু। 
উত্তর : মিষ্টি বা স্বাদু জলের হ্রদগুলি হল -  ডাল , লোকটাক , কোলেরু। 

৪৭. তাল শব্দের অর্থ কী ? জলাময় দেশ / হ্রদ / মিষ্টি জলের হ্রদ / লবনাক্ত জলের হ্রদ। 
উত্তর : হ্রদ। 

৪৮. হিমালয়ে অবস্থিত কয়েকটি তাল - এর নাম কর। 
উত্তর : সাততাল , ভীমতাল , পুনতাল - ইত্যাদি। 

৪৯. ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন কোনটি ? চিল্কা / ভেম্বনাদ / ডাল / উলার। 
উত্তর : চিল্কা। 

৫০. ভারতের বৃহত্তম কয়াল হল - চিল্কা / ভেম্বনাদ / ডাল / উলার। 
উত্তর : ভেম্বনাদ।      

৫১. ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ - সম্বর / ভেম্বনাদ / প্যাংগং / ডাল। 
উত্তর : সম্বর। 

৫২. ভারতের বৃহত্তম মিষ্টি জল বা স্বাদু জলের হ্রদ হল -  সম্বর / ভেম্বনাদ / প্যাংগং / ডাল। 
উত্তর : ডাল। 

৫৩. ভারতের বৃহত্তম সেচখাল হল - নর্মদা খাল / দামোদর খাল / শতদ্রু খাল / ইন্দিরা গান্ধী ক্যানেল। 
উত্তর : ইন্দিরা গান্ধী ক্যানেল। 

৫৪. পশ্চিমবঙ্গের দুটি সেচখালের নাম কর। 
উত্তর : দামোদর খাল ও মেদিনীপুর খাল। 

৫৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচখাল কোনটি ? 
উত্তর : মেদিনীপুর খাল। 

৫৬. উচ্চগঙ্গা খাল , নিম্নগঙ্গা খাল ও সারদা খাল কোন রাজ্যে অবস্থিত ? উত্তরপ্রদেশ / উত্তরাখন্ড / কাশ্মীর / পাঞ্জাব। 
উত্তর : উত্তরপ্রদেশ। 

৫৭. ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি ? নাগার্জুন সাগর / সর্দার সরোবর প্রজেক্ট / ভাকরা নাঙ্গাল / দামোদর উপত্যকা পরিকল্পনা। 
উত্তর : ভাকরা - নাঙ্গাল পরিকল্পনা ( পাঞ্জাবের বিপাশা ও শতদ্রু নদীর উপর নির্মিত ) । 

৫৮.  স্তম্ভের মিল। 
দামোদর উপত্যকা পরিকল্পনা - তেলেঙ্গানা 
হিরাকুঁদ পরিকল্পনা - রাজস্থান ও মধ্যপ্রদেশ 
ভাকরা নাঙ্গাল - গুজরাট 
কোশী পরিকল্পনা - পশ্চিমবঙ্গ
নাগার্জুন সাগর পরিকল্পনা - পাঞ্জাব 
চম্বল উপত্যকা পরিকল্পনা - ওড়িশা 
সর্দার সরোবর প্রজেক্ট - বিহার 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড। 

উত্তর :- 
দামোদর উপত্যকা পরিকল্পনা - পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড  
হিরাকুঁদ পরিকল্পনা - ওড়িশা 
ভাকরা নাঙ্গাল - পাঞ্জাব 
কোশী পরিকল্পনা - বিহার 
নাগার্জুন সাগর পরিকল্পনা - তেলেঙ্গানা 
চম্বল উপত্যকা পরিকল্পনা - রাজস্থান ও মধ্যপ্রদেশ 
সর্দার সরোবর প্রজেক্ট - গুজরাট 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - পশ্চিমবঙ্গ। 

৫৯.  স্তম্ভের মিল। 
দামোদর উপত্যকা পরিকল্পনা - মহানদী 
হিরাকুঁদ পরিকল্পনা - বিপাশা ও শতদ্রু 
ভাকরা নাঙ্গাল - দামোদর 
কোশী পরিকল্পনা - কৃষ্ণা 
নাগার্জুন সাগর পরিকল্পনা - চম্বল নদী 
চম্বল উপত্যকা পরিকল্পনা - কোশী 
সর্দার সরোবর প্রজেক্ট - দামোদর 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - নর্মদা।  

উত্তর :- 
দামোদর উপত্যকা পরিকল্পনা - দামোদর 
হিরাকুঁদ পরিকল্পনা - মহানদী 
ভাকরা নাঙ্গাল - বিপাশা ও শতদ্রু 
কোশী পরিকল্পনা - কোশী 
নাগার্জুন সাগর পরিকল্পনা - কৃষ্ণা 
চম্বল উপত্যকা পরিকল্পনা - চম্বল নদী 
সর্দার সরোবর প্রজেক্ট - নর্মদা 
পাঞ্চেৎ ও দূর্গাপুর পরিকল্পনা - দামোদর। 

৬০. কোন নদীকে বাংলার দুঃখ বলা হত ? গঙ্গা / তিস্তা / দামোদর / ব্রহ্মপুত্র। 
উত্তর : দামোদর। 

৬১. বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী ? গঙ্গা / মহানন্দা / কোশী / দামোদর। 
উত্তর : কোশী। 

৬২. দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) কত সালে গড়ে ওঠে ? ১৯৪২ / ১৯৪৮ / ১৯৯৬ / ১৯৭২ সালে। 
উত্তর : ১৯৪৮ সালে। 

৬৩. কোন পরিকল্পনার অনুকরণে দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) গড়ে ওঠে ? 
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি - র অনুকরণে। 

৬৪. দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) অঞ্চলে গড়ে ওঠা জলবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম কী ? 
উত্তর : মাইথন , তিলাইয়া ও পাঞ্চেৎ। 

৬৫. দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC ) কাদের যৌথ পরিকল্পনা ? বিহার / পশ্চিমবঙ্গ / বিহার ও পশ্চিমবঙ্গ / বিহার ,পশ্চিমবঙ্গ ও ভারত সরকার। 
উত্তর : বিহার ,পশ্চিমবঙ্গ ও ভারত সরকার। 

৬৬. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটির নাম কী ? কর্ণাটক / কেরালা / অন্ধপ্রদেশ /তামিলনাড়ু। 
উত্তর : তামিলনাড়ু। 

৬৭. রেইন ওয়াটার হারভেস্টিং কোন সরকারের পরিকল্পনা ? ভারত সরকার / তামিলনাড়ু সরকার / ভারত সরকার ও তামিলনাড়ু সরকার / তামিলনাড়ু ও কেরালা সরকার। 
উত্তর : তামিলনাড়ু সরকার। 

৬৮. কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়েছে ? কর্ণাটক / কেরালা / অন্ধপ্রদেশ /তামিলনাড়ু। 
উত্তর : তামিলনাড়ু। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
  
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates