Powered by Blogger.
facebook
CLASS 10 HISTORY 4/8 MARK CLASS IX BENGALI CLASS IX GEOGRAPHY CLASS IX HISTORY Class V CLASS V BENGALI CLASS VI HISTORY CLASS VI SCIENCE CLASS VI. CLASS VII BENGALI CLASS VII GEOGRAPHY CLASS VII HISTORY CLASS VIII Bengali CLASS VIII GEOGRAPHY CLASS VIII HISTORY GEOGRAPHY CLASS X HISTORY Online Exam WBBSE TEST PAPERS

Question Bank প্রশ্নবিচিত্রা

Class VIII Geography 9th chapter : North America MCQ & SAQ  

অষ্টম শ্রেণী : ভূগোল : নবম অধ্যায় : উত্তর আমেরিকা। (MCQ & SAQ )   


                                      


অষ্টম শ্রেণী : ভূগোল : নবম অধ্যায় : উত্তর আমেরিকা। (MCQ & SAQ ) 


১. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি ? সুপিরিয়র। 

২. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি ? আটলান্টা। 

৩. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? গ্রিনল্যান্ড। 

৪. উত্তর আমেরিকায় অবস্থিত বিখ্যাত গিরিখাতটির নাম কী ? গ্র্যান্ড ক্যানিয়ন। 

৫. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবী বিখ্যাত জলপ্রপাতটির নাম কী ? নায়াগ্রা। 

৬. উত্তর আমেরিকা পৃথিবীর - উত্তর / দক্ষিণ - গোলার্ধে অবস্থিত।

৭. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন ভারতের - ৫ / ৬ / ১৬ / ৮ - গুন।

৮. কে , কবে - উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন ? আমেরিগো ভেসপুচি ১৫০১ খ্রিস্টাব্দে। 

৯. উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে ? বেরিং প্রণালী / পানামা খাল / লোহিত সাগর / পক প্রণালী।  

১০. উত্তর আমেরিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কে ? বেরিং প্রণালী / পানামা খাল / লোহিত সাগর / পক প্রণালী।  

১১. উত্তর আমেরিকার প্রধান নদীটির নাম কী ? মিসিসিপি - মিসৌরি। 

১২. উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কী ? ম্যাককিনলে।  

১৩. উত্তর আমেরিকায় মোট দেশের সংখ্যা ক'টি ? ২৩ / ৩৩ / ২৬ / ৩৫ টি। 

১৪. উত্তর আমেরিকার দুটি বিখ্যাত শহরের নাম কর। ওয়াসিংটন , নিউইয়র্ক , ক্যালিফোর্নিয়া , মেক্সিকো সিটি , শিকাগো , টরেন্টো। 

১৫. কত সালে পানামা খাল কাটা হয় ? ১৯০৪ / ১৯০৬ / ১৯১৪ / ১৯১৬ সালে। 

১৬. উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল হলো - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত।

১৭. কর্ডিলেরা - শব্দের অর্থ কী ? শৃঙ্খল। 

১৮. উত্তর আমেরিকায় মৃত্যু উপত্যকা অবস্থিত - পশ্চিমের পার্বত্য অঞ্চলে / মধ্যভাগের সমভূমি অঞ্চলে / পূর্বের উচ্চ ভূমিতে।

১৯. পঞ্চহ্রদের নামগুলি লেখ।
মিশিগান , হুরন , ইরি , অন্টারিও , সুপিরিয়র।  

২০. অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা।

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সিয় মালভূমিকে পৃথক করেছে কে ? সেন্ট লরেন্স নদীর অববাহিকা / লরেন্সিয় মালভূমি / পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা।    

২২. সেন্ট লরেন্স নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৩. মিসিসিপি - মিসৌরি নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৪. কলোরাডো নদীর উৎস কী ? অন্টারিও হ্রদ / রকি পার্বত্য অঞ্চল / সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত। 

২৫. মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কী ? মিসৌরি। 

২৬. উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কী ? মিসিসিপি - মিসৌরি। 

২৭. কোন নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত ? সেন্ট লরেন্স। 

২৮. কোন নদীর শুস্ক প্রবাহপথে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে ? কলোরাডো। 

২৯. কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে ? টেনেসি। 

৩০. মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী ?
কলোরাডো। 

৩১. উত্তর আমেরিকার কোন জলবায়ু অঞ্চলে নরম কাঠের অরণ্য দেখা যায় ?
তৈগা জলবায়ু অঞ্চলে। 

৩২. কোন রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ? ডাকোটা। 

৩৩. কোন অঞ্চলকে '' পৃথিবীর রুটির ঝুড়ি '' বলা হয় ? প্রেইরি তৃণভূমি অঞ্চল। 

৩৪. কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে ? ইরি ও অন্টারিও। 

৩৫. উত্তর আমেরিকার বৃহত্তম লৌহ - ইস্পাত কেন্দ্র কোনটি ? শিকাগো - গ্যারি। 

৩৬. উত্তর আমেরিকার বৃহত্তম মোটরগাড়ি নির্মানকেন্দ্র কোনটি ? ডেট্রয়েট। 

৩৭. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় ? শিকাগো। 

৩৮. পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি ? বাফেলো। 

৩৯. পৃথিবীর রবার রাজধানী কাকে বলে ? অ্যাক্রন।   

৪০. শস্যাবর্তন পদ্ধতি কাকে বলে ? 
একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে বিভিন্ন ফসলের চাষ পর্যায়ক্রমে করা হল শস্যাবর্তন।   

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৪১. শিকাগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? মিশিগান। 

৪২. কানাডার শিল্ড অঞ্চলটির আকৃতি কীরূপ ? V

৪৩. কানাডার শিল্ড অঞ্চলটি কোন শিলা দ্বারা গঠিত ? গ্রানাইট ও ফেল্ডসপার / চুনাপাথর ও বেলেপাথর / গ্রানাইট ও নিস।  

৪৪. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি ? সাডবেরি। 

৪৫. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি ? টিমিনিস। 

৪৬. উত্তর আমেরিকার কোন দেশ নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে ?
কানাডা। 

৪৭. কানাডার শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই চামড়া বা ফার শিল্প গড়ে উঠেছে।  সত্য / মিথ্যা।

৪৮. উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলা হয়।  সত্য / মিথ্যা।

৪৯. উত্তর আমেরিকার উত্তরে অবস্থিত আটলান্টিক মহাসাগর।  সত্য / মিথ্যা।

৫০. উত্তর আমেরিকার পূর্বদিকের উচ্চভূমিকে লরেন্সিয় মালভূমিও বলা হয়।  সত্য / মিথ্যা।  

৫১. কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান উপাদান - গাছ / পাতা / কাঠ / কার্পাস। 

৫২. কোনটি কানাডার শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ নয় ? বনভূমির পর্যাপ্ত কাঠ / উন্নত কৃষি উৎপাদন / উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা / সমৃদ্ধ খনিজ সম্পদ। 

৫৩. কানাডার শিল্ড অঞ্চল হল - নবীন পার্বত্য অঞ্চল / প্রাচীন পার্বত্য অঞ্চল / ক্ষয়প্রাপ্ত মালভূমি। 

৫৪. শিল্ড কথার অর্থ - শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখন্ড / শক্ত পাথুরে অনুর্বর ভূখন্ড / নদী তীরবর্তী শিল্পাঞ্চল। 

৫৫. পৃথিবীতে মোট - ৯ / ১০ / ১১ / ১৫ - টি শিল্ড অঞ্চল রয়েছে। 

৫৬. পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল হল - কানাডিয়ান শিল্ড / অস্ট্রেলিয়ান শিল্ড / আরবীয় শিল্ড। 

৫৭. কানাডীয় শিল্ডের অপর নাম - কানাডীয় শিল্পাঞ্চল / লোরেন্সিয় মালভূমি / প্রেইরি সমভূমি। 

৫৮. কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর - নবীনতম / প্রাচীনতম - ভূখন্ডের অন্তর্গত। 

৫৯. কানাডার শিল্ড অঞ্চলের উত্তর অংশটি কোন জলবায়ুর অন্তর্গত ? অতি শীতল তুন্দ্রা জলবায়ু / শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু  / নিরক্ষীয় জলবায়ু। 

৬০. উত্তর আমেরিকার কোন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয় ? শিকাগো / মিশিগান / উইসকনসিন। 

৬১. কে উত্তর আমেরিকার পাঁচটি হ্রদকে যুক্ত করেছে ? সেন্ট লরেন্স / সুপিরিয়র / ওহিও / মিশিগান। 

৬২. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির ? অতি শীতল তুন্দ্রা জলবায়ু / শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু  / নিরক্ষীয় জলবায়ু।  

৬৩. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি - মিশিগান / ইন্ডিয়ানা / মেসাবি / ওহিও। 

৬৪. স্বাভাবিক উদ্ভিদ এলাকায় '' বৃহৎ চাঁদোয়া '' দেখা যায় - তুন্দ্রা / তৈগা / লরেন্সিয় / শীতল নাতিশীতোষ্ণ - জলবায়ু অঞ্চলে। ******

৬৫. কোন জলবায়ু অঞ্চলে মিশ্র অরণ্য দেখা যায় ? তুন্দ্রা / তৈগা / লরেন্সিয় / শীতল নাতিশীতোষ্ণ - জলবায়ু অঞ্চলে। 

৬৬. উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি - ত্রিভুজের মত / ওল্টানো সরার মত / ওল্টানো ত্রিভুজের মত। 

৬৭. কর্ডিলেরা সৃষ্টি হয়েছে কতকগুলো সমান্তরাল - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা নিয়ে। 

৬৮. কোন অঞ্চল বৃহৎ সমভূমি বা Great Plain নামে পরিচিত ? কর্ডিলেরা / মধ্যভাগের সমভূমি / লরেন্সিয় উচ্চভূমি। 

৬৯. কানাডীয় শিল্ড অঞ্চলে বৃষ্টিপাত হয় - গ্রীষ্মকালে / বর্ষাকালে / শীতকালে। 

৭০. উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা হল - হ্রদ অঞ্চল / কানাডার শিল্ড অঞ্চল / প্রেইরি তৃণভূমি অঞ্চল / লরেন্সিয় উচ্চভূমি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।    
Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। সংক্ষিপ্ত , রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 


১. শিলা কাকে বলে ? শিলা কত প্রকার ও কী কী ? [১+১] [ পৃষ্ঠা : ১৯] 

২. সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণ কাকে বলে ? [১+১] [ পৃষ্ঠা ১৯] 

৩. শিলার প্রবেশ্যতা ও সছিদ্রতা বলতে কী বোঝ ? [১+১] [ পৃষ্ঠা ১৯ ] 

৪. চিত্রসহ আগ্নেয় শিলার শ্রেণীভাগ কর। [৫] [ পৃষ্ঠা ২০ ] 

৫. আগ্নেয় শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [১+১] [ পৃষ্ঠা ২০ ] 

৬. কোন শিলাকে কেন প্রাথমিক শিলা বলে ? [১] [ পৃষ্ঠা ২০ ] 

৭. কাকে বলে লেখ ও প্রতিটির উদাহরণ দাও। [২+২+২+২] [ পৃষ্ঠা ২০] 
(ক ) নিঃসারী আগ্নেয় শিলা 
(খ ) উদভেদী আগ্নেয় শিলা 
(গ ) উপপাতালিক শিলা 
(ঘ ) পাতালিক শিলা।  

৮. আগ্নেয় শিলার বৈশিষ্টগুলি উল্লেখ কর [২/৩] [ পৃষ্ঠা ২০ ] 

৯. টীকা লেখ। (ক ) গ্রানাইট (খ ) ব্যাসল্ট।  
অথবা , যেকোনো ২ প্রকার আগ্নেয় শিলার পরিচয় দাও। [ ২+২] [ পৃষ্ঠা ২১ ] 

১০. পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় ? পাললিক শিলার উদাহরণ দাও। [২+১] [পৃষ্ঠা ২১ ] 

১১. জীবাশ্ম কাকে বলে ? [২] [ পৃষ্ঠা ২২] 

১২. পাললিক শিলায় কীভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয় ? [২/৩] [ পৃষ্ঠা ২২] 

১৩. রূপান্তরিত শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২+১] [ পৃষ্ঠা ২৩] 

১৪. রূপান্তরিত শিলার বৈশিষ্টগুলি আলোচনা কর। [৫] [পৃষ্ঠা ২৩] 

১৫. দুটি / তিনটি রূপান্তরিত শিলার পরিচয় দাও। [৩] [ পৃষ্ঠা ২৪] 

১৬. শিলাচক্র কাকে বলে ? [২] [পৃষ্ঠা ২৫] 

১৭. কার্স্ট ভূমিরূপ কাকে বলে ? [২] [পৃষ্ঠা ২৫] 

১৮. শিলা গঠনকারী খনিজগুলির নাম লেখ। [২] [পৃষ্ঠা ২৭] 

১৯. কাকে কেন ভারতের খনিজ ভান্ডার বলে ? [২] [পৃষ্ঠা ২৭] 

২০. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় ? [৩] [ পৃষ্ঠা ২৭]    

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : ভূগোল : দশম অধ্যায় : দক্ষিণ আমেরিকা : সংক্ষিপ্ত , ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VIII ( Class 8 ) Geography 10th chapter : Descriptive Type Questions.



অষ্টম শ্রেণী : ভূগোল : দশম অধ্যায় : দক্ষিণ আমেরিকা : সংক্ষিপ্ত , ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। 

Class VIII ( Class 8 ) Geography 10th chapter : Descriptive Type Questions.

১. দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বিভাগগুলি সম্পর্কে আলোচনা কর। 
অথবা , দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতিকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী ? যেকোনো একটি ভাগের বর্ণনা দাও। [পৃষ্ঠা ৯৫]

২. সেলভা অরণ্য কাকে বলে ? [পৃষ্ঠা ৯৭] 

৩. দক্ষিণ আমেরিকার নদ - নদীগুলির পরিচয় দাও। [পৃষ্ঠা ৯৯] 

৪. লা - প্লাটা নদীর প্রবাহ পথের বর্ণনা দাও। [পৃষ্ঠা ৯৯] 

৫. দক্ষিণ আমেরিকার নদ - নদীগুলির কয়েকটি বৈশিষ্ট লেখ। [পৃষ্ঠা ১০০] 

৬. আমাজন নদীর মোহনায় কোনো ব - দ্বীপ সৃষ্টি হয়নি কেন ? [পৃষ্ঠা ১০০] 

৭. দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্রের কারণগুলি লেখ। [পৃষ্ঠা ১০১ ; তবে এই প্রশ্নের উত্তর নোট বই থেকে পড়লে ভালো হয়। ] 

৮. দক্ষিণ আমেরিকার যেকোনো তিনপ্রকার স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু অঞ্চলের বর্ণনা দাও। [পৃষ্ঠা ১০২] 

৯. সেলভা অরণ্যের পরিচয় দাও। [পৃষ্ঠা ১০৪] 

১০. পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালনের বর্ণনা দাও। [পৃষ্ঠা ১০৬]  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। MCQ & SAQ 

Class VIII Geography 3rd Chapter MCQ & SAQ 



Class VIII Geography 3rd Chapter [অষ্টম শ্রেণী ভূগোলের তৃতীয় অধ্যায়] শিলা থেকে পাঠ্যবইয়ের পৃষ্ঠা ধরে ধরে MCQ ও SAQ প্রশ্নগুলি উত্তরসহ প্রকাশিত হল। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। 
 

অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। MCQ & SAQ

১. সমসত্ত্ব / অসমসত্ত্ব - মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে। 
উত্তর : সমসত্ত্ব। 

২. সমসত্ত্ব / অসমসত্ত্ব - মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। 
উত্তর : অসমসত্ত্ব। 

৩. শিলা প্রধানতঃ - এক / দুই / তিন / চার - প্রকার। 
উত্তর : তিন প্রকার। 

৪. প্রাথমিক শিলা হল - আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৫. কোন শিলার ঘনত্ব খুব বেশি ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৬. কোন শিলায় কেলাসের মত গঠন দেখা যায় ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৭. গ্রানাইট হল - আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৮. কোনটি পাললিক শিলা নয় ? চুনাপাথর / বেলেপাথর / কাদাপাথর / গ্রানাইট। 
উত্তর : গ্রানাইট। 

৯. শিলার বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থ পলি দ্বারা জমাট বেঁধে তৈরী হয় -  আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 

১০. একমাত্র কোন শিলাতে জীবাশ্ম দেখা যায় ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. কোন শিলায় কয়লা , খনিজ তেল , প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পাওয়া যায় ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 

১২. কোন শিলায় কেলাসের মত গঠন থাকে না ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 

১৩. পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই প্রকার। যথা - নিঃসারি ও উদভেদী শিলা / পাতালিক ও উপপাতালিক শিলা / সংঘাত ও অসংঘাত শিলা / চুনাপাথর ও বেলেপাথর। 
উত্তর : সংঘাত ও অসংঘাত শিলা। 

১৪. মার্বেল পাথর দ্বারা নির্মিত দুটি স্থাপত্যের উদাহরণ দাও। 
উত্তর : আগ্রার তাজমহল , কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 

১৫. শুধুমাত্র আগ্নেয় শিলা / শুধুমাত্র পাললিক শিলা / আগ্নেয় ও পাললিক শিলা উভয়ই / শুধুমাত্র গ্রানাইট ও নিস - রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয়। 
উত্তর : আগ্নেয় ও পাললিক শিলা উভয়ই। 

১৬. রূপান্তরিত শিলায় রূপান্তরের সময় শিলার - ভৌত ও রাসায়নিক / ভৌত / রাসায়নিক - পরিবর্তন ঘটে। 
উত্তর : ভৌত ও রাসায়নিক। 

১৭. স্তম্ভ মেলাও। [ শিলার রূপান্তরিত রূপ ] 

1. গ্রানাইট -------  গ্রাফাইট ---[   ] 
2. ব্যাসল্ট   -------মার্বেল -----[   ]
3. বেলেপাথর ----স্লেট -------[   ]
4. চুনাপাথর ------নিস -------[   ]
5. পিট কয়লা --অ্যাম্ফিবোলাইট -[  ]  
6. শেল  --------কোয়ার্টজাইট -----[  ]     

উত্তর : 
গ্রাফাইট --------- [ 5 ] 
মার্বেল ---------[ 4  ]
স্লেট ---------[ 6  ]
নিস ---------[ 1  ]
অ্যাম্ফিবোলাইট -----[ 2  ]  
কোয়ার্টজাইট ------[ 3  ]    

১৮. মার্বেল , স্লেট , নিস - এগুলি হল - আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : রূপান্তরিত শিলা। 

১৯. চুনাপাথরের রূপান্তরিত রূপ হল - মার্বেল / স্লেট / নিস / বালি। 
উত্তর : মার্বেল। 

২০. কোন শিলাকে অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত জলের সংস্পর্শে আনা উচিত নয় ? মার্বেল / স্লেট / নিস।
উত্তর : মার্বেল।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে আরেক শিলায় রূপান্তর চক্রাকারে হয়ে চলেছে। এই প্রক্রিয়াকে কী বলা হয় ? 
উত্তর : শিলাচক্র। 

২২. রাঁচি ও ছোটনাগপুর অঞ্চল মূলতঃ - গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / বেলেপাথর দ্বারা গঠিত। 
উত্তর : গ্রানাইট। 

২৩. ডেকানট্র্যাপের আকৃতি - গোলাকার / চ্যাপ্টা / ত্রিভুজ / বর্গাকার। 
উত্তর : চ্যাপ্টা। 

২৪. গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দন্ডকে বলে __________________________ ।
উত্তর : স্ট্যালাকটাইট। 

২৫. গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দন্ডকে বলে ___________________ । 
উত্তর : স্ট্যালাগমাইট। 

২৬. চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট - বড় নানা আকৃতির গর্ত সৃষ্টি করে। এই ধরণের ভূমিরূপকে কী বলে ? 
উত্তর : কার্স্ট ভূমিরূপ। 

২৭. খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল - রিখটার স্কেল / ব্যারোমিটার / মোহ স্কেল / হাইড্রোমিটার। 
উত্তর : মোহ স্কেল। 

২৮. মোহ স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ সূচক হল - ১-৫ / ১০-১৫ / ১-১০ / ০- ১০ 
উত্তর : ১-১০ 

২৯. মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হল _________________ । 
উত্তর : ট্যাল্ক ( সূচক ১ ) 

৩০. মোহ স্কেল অনুসারে সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হল ____________________ । 
উত্তর : হীরে ( সূচক ১০ ) 

৩১. ভারতের খনিজ ভান্ডার হল - দূর্গাপুর / ছোটনাগপুর / মনিপুর / গঙ্গা উপত্যকা। 
উত্তর : ছোটনাগপুর। 

৩২. স্তম্ভ মেলাও। 

1. চুনাপাথর -------------গোলাকার ভূমিরূপ 
2. বেলেপাথর -----------শিলার রূপান্তরের একটি কারণ 
3. গ্রানাইট ---------------জিপসাম 
4. প্রচন্ড চাপ ------------স্ট্যালাকটাইট    
5. ব্যাসল্ট ---------------চ্যাপ্টা ভূমিরূপ
6. মার্বেল ----------------রূপান্তরিত শিলা  
7. পটাসিয়াম ------------অর্থোক্লেজ ফেল্ডসপার   
8. ক্যালসিয়াম সালফেট --- পাললিক শিলা  

উত্তর : 

1. চুনাপাথর ------------------স্ট্যালাকটাইট 
2. বেলেপাথর ----------------পাললিক শিলা 
3. গ্রানাইট --------------------গোলাকার ভূমিরূপ 
4. প্রচন্ড চাপ -----------------শিলার রূপান্তরের একটি কারণ
5. ব্যাসল্ট --------------------চ্যাপ্টা ভূমিরূপ
6. মার্বেল ---------------------রূপান্তরিত শিলা 
7. পটাসিয়াম -----------------অর্থোক্লেজ ফেল্ডসপার
8. ক্যালসিয়াম সালফেট ---জিপসাম  
                 
এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়। 

Class VIII Geography 2nd Chapter MCQ & SAQ 




অষ্টম শ্রেণী ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর প্রকাশিত হল। প্রশ্নগুলি পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে করা হয়েছে।  

অষ্টম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়। 

Class VIII Geography 2nd Chapter MCQ & SAQ


১. পাত - সংস্থান তত্ত্বের তিনজন প্রবক্তার নাম লেখ। 
২. মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে ? 
৩. প্যানথালসা কাকে বলে ? 
৪. পাতগুলো - স্থির / সঞ্চরণশীল। 
৫. পাতগুলি - ধীরগতিতে / মন্থরগতিতে - সঞ্চরণশীল। 
৬. পরস্পর বিপরীতমুখী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা। 
৭. পরস্পরমুখী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা।   
৮. নিরপেক্ষ পাত সীমানাতে - ধ্বংস হয় / সৃষ্টি হয় / ধ্বংস বা সৃষ্টি কিছুই হয়না। 
৯. গঠনকারী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা। 
১০. ধ্বংসকারী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা। 
১১. রকি হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১২. আরাবল্লী হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৩. আন্দিজ হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৪. উরাল হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৫. হিমালয় হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৬. অ্যাপেলেশিয়ান হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।   
১৭. আল্পস হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৮. পাতগুলো - উল্লম্ব / অনুভূমিকভাবে - সঞ্চরণশীল। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১৯. স্তম্ভ মেলাও ( আগ্নেয় পর্বত / আগ্নেয়গিরি ) 

ফুজিয়ামা                         ভারত 
ভিসুভিয়াস                       জাপান 
ব্যারেন                             ইন্দোনেশিয়া 
ক্রাকাতোয়া                      ইতালি 

২০. দাক্ষিণাত্য মালভূমি হল - পলিগঠিত / লাভা / পর্বতবেষ্টিত - মালভূমি। 
২১. অগ্ন্যুদ্গম একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
২২. ভূমিকম্প একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
২৩. নদী , বায়ু , হিমবাহ , সমুদ্রতরঙ্গ - ইত্যাদি হল - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
২৪. কোনটি সক্রিয় , সুপ্ত বা মৃত আগ্নেয়গিরি - তা লেখ। 
(ক ) ব্যারেন   (খ ) ফুজিয়ামা    (গ ) পোপো (ঘ ) ক্রাকাতোয়া (ঙ ) পারকুটিন 
(চ ) ভিসুভিয়াস (ছ ) এটনা (জ ) মৌনালোয়া 
২৫. '' আ আ '' , '' পা হো হো '' কথাগুলি কোন স্থানের সঙ্গে সম্পর্কিত ? ভারতের আন্দামান / আমেরিকার টেক্সাস / ইন্দোনেশিয়ার হাওয়াই / পোল্ডারভূমি। 
২৬. কোন বছর প্রবল ভূমিকম্পে সানফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছিল ? ২০০৬ / ২০০৮ / ২০১০ / ২০১২ 
২৭. স্তম্ভ মেলাও ( ভূমিকম্প তরঙ্গ ) 

প্রাথমিক তরঙ্গ                    L wave 
দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ         P wave 
পৃষ্ঠ তরঙ্গ                            S wave 

২৮. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় ? 
২৯. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতি মাপা হয় ? 
৩০. রিখটার স্কেলের উদ্ভাবক কে ? 
৩১. রিখটার স্কেলের সূচক মাত্রা কত ? 
৩২. ভূমিকম্পপ্রবণ অঞ্চল হল - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত অঞ্চল। 
৩৩. পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি - প্রশান্ত মহাসাগর / ভারত মহাসাগর / আটলান্টিক মহাসাগরকে বলয়ের মত ঘিরে রয়েছে। 
৩৪. ভূঅভ্যন্তরীন শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ হল - ভূমিকম্প / অগ্নুৎপাত / উভয়ই। 
৩৫. দক্ষিণ আমেরিকার কিম্বারলি কেন বিখ্যাত ? ভূমিকম্পের জন্য / অগ্নুৎপাতের জন্য / হীরের খনির জন্য / আগ্নেয়বলয়ের জন্য। 
৩৬. ভূমিকম্পের ফলে সমুদ্রের ঢেউএর উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়লে তাকে বলে ________________________ । 
৩৭. ভারতে কোন দিন সুনামি ঘটেছিল ?     

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।    

Share
Tweet
Pin
Share
No comments

অষ্টম শ্রেণী : ভূগোল : প্রথম অধ্যায় : পৃথিবীর অন্দরমহল। MCQ & SAQ 

Class VIII Geography 1st Chapter MCQ & SAQ 



অষ্টম শ্রেণী : ভূগোল : প্রথম অধ্যায় : পৃথিবীর অন্দরমহল। MCQ & SAQ 

Class VIII Geography 1st Chapter MCQ & SAQ 

১. প্রতি ১৩ / ২৩ / ৩৩ / ৩৬ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। 
২. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির দৈর্ঘ্য - ১২ মিটার / ১২ মাইল / ১২ কিমি / ১২০০ কিমি।  
৩. পৃথিবীর জন্ম - ৪৬০ / ৪৬০ কোটি / ৪৬০ লক্ষ / ৬৪০ লক্ষ - বছর আগে। 
৪. কোন দেশ ভূতাপ শক্তি থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করে ? ভারত / রাশিয়া / আমেরিকা / কানাডা। 
৫. চাপ বাড়লে পদার্থের ঘনত্ব - বেড়ে যায় / কমে যায় / একই থাকে। 
৬. পৃথিবীর অভ্যন্তরে স্তরবিন্যাস অনেকটা - পেঁয়াজ / আলু / বাঁধাকপি / ফুলকপি - র মত। 
৭. লোহা ও নিকেল / লোহা ও অ্যাএলুমিনিয়াম / লোহা ও তামা / অ্যালুমিনিয়াম ও সিলিকা - পৃথিবীর কেন্দ্রের চারদিকে আবর্তন করতে থাকে।   
৮. Journey to the Centre of the Earth - কার লেখা ? বব ডিলান / আলফ্রেড ওয়াগনার / জুল ভার্ন। 
৯. ভূত্বকের একেবারে ওপরে আছে - কেন্দ্রমন্ডল / গুরুমন্ডল / মাটি / অক্সিজেন। 
১০. ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে - নাইট্রোজেন / অক্সিজেন / হাইড্রোজেন / CO2
১১. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হল - লোহা / অক্সিজেন / সিলিকন / হাইড্রোজেন।    
১২. পৃথিবীর চৌম্বকত্ব তৈরী হয়েছে - অন্তঃকেন্দ্রমন্ডলে / বহিঃকেন্দ্রমন্ডলে / পৃথিবীর কেন্দ্রে। 
১৩. Asthenosphere একটি - ল্যাটিন / গ্রিক / ইংরেজি / জার্মান - শব্দ। 
১৪. Asthenosphere - কথাটির অর্থ - দুর্বল স্তর / সবল স্তর / উপরে স্তর / নীচের স্তর। 
১৫. সান্দ্র কথার অর্থ - কঠিন / তরল / অর্ধ তরল ও অর্ধ কঠিন / তরল , কঠিন ও গ্যাসীয়। 
১৬. SIAL - গ্রানাইট / ব্যাসল্ট - শিলা দ্বারা গঠিত। 
১৭. SIMA - গ্রানাইট / ব্যাসল্ট - শিলা দ্বারা গঠিত। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
  
১. পৃথিবীর ব্যাসার্ধ কত ?   
২. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত ?  
৩. ম্যাগমা কী ? 
৪. লাভা কী ? 
৫. পশ্চিমবঙ্গে কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় ? 
৬. পৃথিবীর গড় ঘনত্ব কত ? 
৭. ঘনত্ব কাকে বলে ?  
৮. পৃথিবীর অভ্যন্তরে ক'টি স্তর ও কী কী ?  
৯. বিযুক্তিরেখা কাকে বলে ? 
১০. SIMA কোন কোন উপাদান দ্বারা গঠিত ? 
১১. SIAL  কোন কোন উপাদান দ্বারা গঠিত ? 
১২. Crofesima  কোন কোন উপাদান দ্বারা গঠিত ?  
১৩. Nifesima  কোন কোন উপাদান দ্বারা গঠিত ? 
১৪. কেন্দ্রমন্ডলকে ক'টি অংশে বিভক্ত করা যায় ও কী কী ?  
১৫. অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে ? 
 
১৬. সঠিক স্থানে সঠিক বিযুক্তিরেখা বসিয়ে শুন্যস্থান পূরণ কর। 
(ক ) সিয়াল __________________________________ সিমা। 
(খ ) ভূত্বক ____________________________________ গুরুমন্ডল। 
(গ ) ক্রোফেসিমা _______________________________ নিফেসিমা। 
(ঘ ) গুরুমন্ডল _________________________________ কেন্দ্রমন্ডল। 
(ঙ ) অন্তঃকেন্দ্রমন্ডল ________________________________ বহিঃকেন্দ্রমন্ডল।  

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

Pages

  • Home
  • About Me
  • Contact Me .
  • PRIVACY POLICY
  • Disclaimer

About Me

Myself Nandan Dutta from Malda and I made this website for the students of class X ( Class 10 ) . Nowadays lots of websites provide MCQ & SAQ for the preparation of the final examination . But those websites are not working in recent strategies , recent model questions etc . But in this website , all the MCQs & SAQs are provided for the students based on current researches . We heavily focused on History and Geography for the school final examination . এই Website টির বিশেষত্ব :- ১. মাধ্যমিক ইতিহাস ও ভূগোলের প্রতিটি অধ্যায় ভিত্তিক MCQ ও SAQ আলোচনা। ২. প্রতিটি অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব , সেই সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। ৩. বিভিন্ন টেস্ট পেপারস থেকে মডেল প্রশ্নগুলি প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে। ৪. দায়সারা ভাবে মাত্র ৫০ বা ১০০ টি প্রশ্ন দিয়ে অধ্যায়ের আলোচনা শেষ করা হয়নি। যত প্রশ্ন হওয়া সম্ভব , সবগুলি আলোচনা করা হয়েছে। ৫. ছাত্র - ছাত্রীদের ফিডব্যাকের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এমনকি কারো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে , সেসব যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হয়। Thank You Nandan Dutta .

recent posts

Pageviews

  • Home
  • CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates