CLASS X HISTORY MCQ SET 1 ; NAME :

১. একাত্তরের ডায়েরি কার লেখা ? রবীন্দ্রনাথ / সুফিয়া কামাল / সুনীল গঙ্গোপাধ্যায় / খুশবন্ত সিং। 
২. মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা - ৩০ / ২৯ / ৩৩ / ৩২ জন। 
৩. ভারতের প্রথম অরণ্য আইন কবে প্রবর্তিত হয় ? ১৯৬৫ / ১৯৭৮ / ১৮৭৮ / ১৮৬৫ - খ্রিস্টাব্দে। 
৪. সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ? সরলা দেবী চৌধুরানী / দামোদর সাভারকর / জ্যোতিবা ফুলে / আত্মারাম পান্ডুরঙ্গ। 
৫. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন - কল্পনা দত্ত / বীনা দাস / সুনীতি চৌধুরী / প্রীতিলতা ওয়াদ্দেদার। 
৬. বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় - ১৮৬৫ / ১৮৭২ / ১৮৭৫ / ১৮৮২ খ্রিস্টাব্দে। 
৭. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - গিরিশচন্দ্র ঘোষ / শিশির কুমার ঘোষ / হরিশ চন্দ্র মুখোপাধ্যায় / বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। 
৮. সুই মুন্ডা ছিলেন - সাঁওতাল / মুন্ডা / কোল / ভিল - বিদ্রোহের নেতা। 
৯. জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে ? জগদীশ চন্দ্র বসু / প্রফুল্ল চন্দ্র রায় / সত্যেন্দ্রনাথ বসু / মহেন্দ্রলাল সরকার। 
১০. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে প্রবর্তিত হয় ? ১৮৭৬ / ১৮৭৮ / ১৮৭২ / ১৮৭৪ সালে। 
১১. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন ? লর্ড লিটন / লর্ড রিপন / লর্ড কার্জন। 
১২. মাদ্রাজে ভারতের প্রথম মে দিবস পালিত হয় কবে ? ১৮২৩ / ১৯২৩ / ১৮২৮ / ১৮১৮ সালে। 
১৩. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন - অশ্বিনী কুমার দত্ত / কৃষ্ণকুমার মিত্র / শিশির কুমার ঘোষ। 
১৪. নববিধান ব্রাম্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ? রাজা রামমোহন রায় / দেবেন্দ্রনাথ ঠাকুর / কেশব চন্দ্র সেন / শিবনাথ শাস্ত্রী। 
১৫. '' ইতিহাস একটি বিজ্ঞান - কমও নয় , বেশীও নয় '' - উক্তিটি কার ? 
র‍্যাঙ্কে / ই এইচ কার / বিউরি / মার্ক ব্লখ। 
১৬. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় - ১৮২০ / ১৮১৭ / ১৯০৫ / ১৮৮৫ সালে। 
১৭. চম্পারণ কৃষি বিল কবে পাস হয় ? ১৯১৭ / ১৯১৮ / ১৯১৯ / ১৯২০ খ্রিস্টাব্দে। 
১৮. পূর্ব - পশ্চিম গ্রন্থটির রচয়িতার নাম - কমলকুমার মজুমদার / সমরেশ বসু / সুনীল গঙ্গোপাধ্যায় / রাজশেখর বসু। 
১৯. ভারতীয় সংবিধানে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা রয়েছে - ষষ্ঠ / সপ্তম / অষ্টম / নবম তফসিলে।২০. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য - হায়দ্রাবাদ / গুজরাট / বাংলা / অন্ধ্রপ্রদেশ। 
২১. কার্টুনের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিলেন - রবীন্দ্রনাথ / অবনীন্দ্রনাথ / গগনেন্দ্রনাথ / পঞ্চানন কর্মকার। 
২২. INTUC এর প্রথম সভাপতি ছিলেন - লালা লাজপত রায় / দেওয়ান চমনলাল / দয়ানন্দ সরস্বতী / বিপিনচন্দ্র পাল। 
২৩. মোহনবাগান কবে IFA শিল্ড জেতে ? ১৯১১ /১৯১২ / ১৮১১ / ১৯২০ সালে। 
২৪. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন - বঙ্কিমচন্দ্র / গঙ্গাকিশোর ভট্টাচার্য / অক্ষয় দত্ত / হরিশ চন্দ্র মুখোপাধ্যায়। 
২৫. ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৭৪ / ১৮৭৫ / ১৮৭৬ / ১৮৭৭ সালে। 
২৬. কাকে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা কাকে বলে ? মেকলের প্রতিবেদন / উডের ডেসপ্যাচ / হান্টার কমিশন / কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 
২৭. বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব কে দেন ? বল্লভ ভাই প্যাটেল / গান্ধীজি / স্বামী সহজানন্দ / পি সি যোশি। ২৮. খুঁদকাঠি প্রথা - সাঁওতাল / কোল / ভিল / মুন্ডা - সমাজে প্রচলিত ছিল। 
২৯. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন - প্যারীচাঁদ মিত্র / রাধানাথ শিকদার / উমেশ চন্দ্র দত্ত / কেশব চন্দ্র সেন। 
৩০. স্কুল বুক সোসাইটি - কে প্রতিষ্ঠা করেন ? রাধাকান্ত দেব / বিদ্যাসাগর / ডেভিড হেয়ার / বেথুন। 
৩১. সতীদাহ প্রথা কবে রদ হয় ? ১৮২৮ / ১৮২৯ / ১৮০০ / ১৮৫৭ খ্রিস্টাব্দে। 
৩২. কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় ? সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় / কেশব চন্দ্র সেন / উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় / রামরতন মল্লিক। 
৩৩. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা - মহেন্দ্রলাল সরকার / জগদীশ চন্দ্র বসু / প্রফুল্ল চন্দ্র রায় / তারকনাথ পালিত। 
৩৪. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় - ১৮১৭ / ১৮০০ / ১৮৫৭ / ১৮৩৫ - খ্রিস্টাব্দে। 
৩৫. লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন - নজরুল ইসলাম / সুকান্ত ভট্টাচার্য / মুজাফ্ফর আহমেদ / এ এস ডাঙ্গে। 
৩৬. কে জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন ? লীলা নাগ / প্রীতিলতা ওয়াদ্দেদার / বীনা দাস / ঊষা মেহেতা। ৩৭. বিধবা বিবাহ আইন পাস হয় - ১৮৫৩ / ১৮৫৬ / ১৮৬৫ / ১৮৭৬ খ্রিস্টাব্দে। 
৩৮. মহারানীর ঘোষণাপত্র অনুসারে ভারতের রাজপ্রতিনিধি রূপে কে প্রথম নিযুক্ত হন ? ডালহৌসি / ক্যানিং / বেন্টিঙ্ক / মাউন্টব্যাটেন। 
৩৯. ভারতমাতা চিত্রটির নামকরণ কে করেন ? অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / ভগিনী নিবেদিতা। 
৪০. মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় ? গোদাবরী উপত্যকায় / মালাবার অঞ্চলে / কোঙ্কন উপকূলে / উড়িষ্যায়।          
  
  















      

Share
Tweet
Pin
Share