CLASS VIII HISTORY 3RD CHAPTER

অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়  ৬০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। 

১. কত খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা , বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ? 
উত্তর - ১৭৬৫ খ্রিস্টাব্দে। 

২. কত খ্রিস্টাব্দে কোম্পানি নিজামতের অধিকার লাভ করে ?
উত্তর - ১৭৭২ খ্রিস্টাব্দে। 

৩.  বোম্বাই প্রেসিডেন্সিতে কোম্পানির মূল গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশদের কোন ঘাঁটিকে কেন্দ্র করে ?
উত্তর - সুরাট। 

৪. রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয় ?
১৭৭৩ খ্রিস্টাব্দে। 

৫. পিটের ভারত শাসন আইন কবে প্রণীত হয় ?
১৭৮৪ খ্রিস্টাব্দে। 

৬. কোন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল তৈরী হয় ?
পিটের ভারত শাসন আইন ১৭৮৪। 

৭. কত সালে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেয় ?
১৭৭২ সালে। 

৮. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ?
ওয়ারেন হেস্টিংস। 

৯. কত খ্রিস্টাব্দে , কোন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ?
১৭৭৩ এর রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ১৭৭৪ খ্রিস্টাব্দে। 

১০. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
স্যার এলিজা ইম্পে। 

১১. কর্নওয়ালিস কোড কবে প্রণীত হয় ?
১৭৯৩ খ্রিস্টাব্দে। 

১২. কে উত্তর ও মধ্য ভারতের ঠগিদের বা দস্যুদের দমনের জন্য একটি বিশেষ বিভাগ তৈরী করেছিলেন ?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 

১৩. কত খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তর দেখা যায় ?
১৭৭০ খ্রিস্টাব্দে। 

১৪. কে , কত খ্রিস্টাব্দে দারোগা প্রথার প্রচলন করেন ?
লর্ড কর্নওয়ালিস , ১৭৯৩ খ্রিস্টাব্দে। 

১৫. কবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় ?
১৮১২ খ্রিস্টাব্দে। 

১৬. ব্রিটিশ শাসনের প্রথম দিকে কারা ''সামরিক জাতি'' হিসেবে পরিচিত ছিল ?
পাঞ্জাবের জাঠ , পাঠান , উত্তর ভারতের রাজপুত ও নেপালি গোর্খারা। কেননা ব্রিটিশ শাসকদের ধারণা ছিল ভাত খাওয়া মানুষদের তুলনায় রুটি খাওয়া মানুষরা শারীরিকভাবে বেশি সক্ষম। 

১৭. কে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন ?
লর্ড কর্নওয়ালিস। 

১৮. সিভিল সার্ভিস চালু করার পেছনে কোম্পানির মূল উদ্দেশ্য কী ছিল ?
কোম্পানির প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সুগঠিত করা ও ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা। 

১৯. কার আমলে সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ বন্ধ ছিল ?
লর্ড কর্নওয়ালিস। 

২০. কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় ?
১৮০০ খ্রিস্টাব্দে। 

২১. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
লর্ড ওয়েলেসলি। 

২২. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল ?
সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। 

২৩. ব্রিটেনে কোন কলেজে সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া হতো ?
হেইলবেরি কলেজে। 

২৪. Our Judge ছবিটি কার আঁকা ?
ফ্রাঙ্কলিন অ্যাটকিনসন। 

২৫. A Grammar of the Bengal Language গ্রন্থটির রচয়িতা কে ?
নাথানিয়েল ব্র্যাসি হালেদ। 

২৬. A Grammar of the Bengal Language গ্রন্থটি কোন ছাপাখানায় ছাপা হয় ?
হুগলির জন অ্যান্ড্রুজ - এর ছাপাখানায়। 

২৭. বাংলা ভাষায় প্রথম গ্রন্থ কোনটি ?
জোনাথন ডানকান এর অনুবাদ করা একটি গ্রন্থ।  গ্রন্থটি ১৭৮৪ সালে প্রকাশিত হয়। 

২৮. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে যে আইনগুলি প্রণয়ন করেন সেই আইন গুলির বাংলা অনুবাদ কে করেন ?
জোনাথন ডানকান ১৭৮৩ খ্রিস্টাব্দে। 

২৯.  বেনারসে কে , কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?
জোনাথন ডানকান , ১৭৯১ খ্রিস্টাব্দে। 

৩০. কে , কবে কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ?
ওয়ারেন হেস্টিংস , ১৭৮১ খ্রিস্টাব্দে। 

৩১. কোলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল ?
আরবি ও ফারসি ভাষাচর্চা। 

৩২. কে , কবে কোলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ? 
স্যার উইলিয়াম জোন্স , ১৭৮৪ খ্রিস্টাব্দে। 

৩৩. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল ?
সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করা ও দেশীয় ইতিহাস চর্চা। 

৩৪. কবে , কোথায় ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করা হয় ?
১৮০০ খ্রিস্টাব্দে , হুগলির শ্রীরামপুরে। 

৩৫. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো ?
উইলিয়াম কেরী , উইলিয়াম ওয়ার্ড ও মার্শম্যান। 

৩৬. শ্রীরামপুর মিশনারিদের মধ্যে কে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ?
উইলিয়াম কেরী। 

৩৭. কে ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন ?
উইলিয়াম কেরী। 

৩৮. বাইবেলের কিছু অংশকে কে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেন ?
উইলিয়াম কেরী। 

৩৯. কে , কবে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ?
আলেকজান্ডার ডাফ , ১৮৩০ খ্রিস্টাব্দে। 

৪০. কত খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজের ভিত্তি স্থাপিত হয় ?
১৮২১ খ্রিস্টাব্দে। 

৪১. কবে জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠা হয় ?
১৮২৩ খ্রিস্টাব্দে। 

৪২. কবে কোলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় ?
১৮১৭ খ্রিস্টাব্দে। 

৪৩. কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন ?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট , রাজা রামমোহন রায় - প্রমুখ। 

৪৪. ভারতীয় শিক্ষার ইতিহাসে ১৮৩৫ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?
১৮৩৫ খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি মেকলে ঘোষণা করেন এখন থেকে সরকারি অর্থ কেবলমাত্র ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষা খাতেই ব্যয় হবে। এই ঘোষণার ফলে একদিকে যেমন প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে তেমনি অন্যদিকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটতে থাকে। 

৪৫. কবে ঘোষণা করা হয় যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাজ্ঞান আবশ্যক ?
১৮৪৪ খ্রিস্টাব্দে। 

৪৬. মেকলে কে ছিলেন ?
জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি। 

৪৭. কবে মেকলে মিনিটস বা প্রতিবেদন পেশ হয় ?
১৮৩৫ খ্রিস্টাব্দে। 

৪৮. চার্লস উড কে ছিলেন ?
বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। 

৪৯. কবে চার্লস উডের প্রতিবেদন পেশ হয় ?
১৮৫৪ খ্রিস্টাব্দে। 

৫০. উডের সুপারিশ অনুসারে ১৮৫৭ খ্রিস্টাব্দে কটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
তিনটি - কোলকাতা , বোম্বাই ও মাদ্রাজ। 

৫১. নারীশিক্ষার প্রসারে যাঁরা ব্যাক্তিগত উদ্যোগ নিয়েছিলেন - তাদের মধ্যে দুজনের নাম করো। 
ড্রিঙ্ক ওয়াটার বেথুন ও পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। 

৫২. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন ?
বেথুন সাহেব। 

৫৩. কে , কবে প্রথম বাংলায় জমি জরিপ শুরু করেন ?
১৭৬৪ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড। 

৫৪. কাকে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করে কোম্পানি ? 
১৭৬৭ খ্রিস্টাব্দে , জেমস রেনেল। 

৫৫. কমিটি অব রেভেনিউ কবে প্রতিষ্ঠা হয় ?
১৭৭০ খ্রিস্টাব্দে। 

৫৬. বোর্ড অব রেভেনিউ কবে প্রতিষ্ঠা হয় ?
১৭৮৬ খ্রিস্টাব্দে। 

৫৭. ইজারাদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
ওয়ারেন হেস্টিংস। 

৫৮. দশ সালা বন্দোবস্ত কোম্পানি কবে চালু করে ?
১৭৯০ খ্রিস্টাব্দে। 

৫৯. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ?
১৭৯৩ খ্রিস্টাব্দে। 

৬০. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন ?
লর্ড কর্নওয়ালিস।   

Share
Tweet
Pin
Share