CLASS VII ; HISTORY 4TH CHAPTER SHORT QUESTION

CLASS VII ; HISTORY 4TH CHAPTER SHORT QUESTION 

সপ্তম শ্রেণী ; ইতিহাস - চতুর্থ অধ্যায় : MCQ & SAQ 

১. কবে মহম্মদ ঘুরি - র মৃত্যু হয় ?
 উত্তর - ১২০৬ খ্রিষ্টাব্দে।

২. মহম্মদ ঘুরি মারা যাওয়ার পর তাঁর জয় করা অঞ্চলগুলি কতজন অনুচরের মধ্যে ভাগ হয়ে যায় ?
উত্তর - চারজন অনুচরের মধ্যে। 

৩. মহম্মদ ঘুরি মারা যাওয়ার পর বাংলাদেশের শাসন ক্ষমতা কার হাতে চলে আসে ?
উত্তর - বখতিয়ার খলজি। 

৪. মহম্মদ ঘুরি মারা যাওয়ার পর লাহোর ও দিল্লির শাসন ক্ষমতা কার হাতে চলে আসে ?
উত্তর - কুতুবউদ্দিন আইবক। 

৫. হজরত মহম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতের প্রধান শাসক কে ছিলেন ?
উত্তর - খলিফা। 

৬. ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে ছিলেন ?
উত্তর - খলিফা।

৭. রাজা কথাটা এসেছে - বাংলা / সংস্কৃত / হিন্দি / উর্দু - ভাষা থেকে।
উত্তর - সংস্কৃত। 

৮. সুলতানরা জাতিতে ছিলেন - আরবি / ফারসি / মঙ্গোল / তুর্কি।
উত্তর - তুর্কি। 

৯. '' খুতবা '' কথাটির অর্থ কী ?
উত্তর -ভাষণ। 

১০. দুরবাশ কী ?
উত্তর - সুলতানি যুগে স্বাধীন শাসকের প্রতীক দন্ড। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. সুলতানি আমলে আনুষ্ঠানিক পোশাককে কী বলা হত ?
উত্তর - খিলাত। 

১২. কুতুবউদ্দিনের জামাতা কে ছিলেন ?
উত্তর - ইলতুৎমিশ।

১৩. ইলতুৎমিশ কবে খলিফার অনুমোদন লাভ করেন ?
উত্তর - ১২২৯ খ্রিষ্টাব্দে। 

১৪. দিল্লি সুলতানি শাসন কত বছর স্থায়ী হয়েছিল ?
উত্তর - প্রায় ৩২০ বছর। 

১৫. দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - কুতুবউদ্দিন আইবক। 

১৬. দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?
উত্তর - ইলতুৎমিশ। 

১৭. ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন ?
উত্তর - সুলতানা রাজিয়া। 

১৮. সুলতানি শাসনের ইতিহাসে প্রথম মহিলা শাসক কে ছিলেন ?
উত্তর - সুলতানা রাজিয়া। 

১৯. সুলতানা শব্দের অর্থ কী ?
উত্তর - আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ সুলতানের স্ত্রী। 

২০. কে রাজিয়াকে '' সুলতান '' বলে অভিহিত করেছেন ?
উত্তর - ঐতিহাসিক মিনহাজ -ই - সিরাজ ; কেননা , রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। 

২১. তুর্কান - ই - চিহলগানি বা বন্দেগান - ই - চিহলগানি - কথাটির অর্থ কী ?
উত্তর - চল্লিশ জন তুর্কি বা চল্লিশটি তুর্কি পরিবার। আবার বন্দেগান - ই - চিহলগানি কথাটির অর্থ হল চল্লিশজন বান্দা বা সেবক। 

২২. তুর্কান - ই - চিহলগানি থেকে পরবর্তীকালে সুলতান হয়েছিলেন কে ?
উত্তর - গিয়াসউদ্দিন বলবন। 

২৩. কবে রাজিয়ার মৃত্যু হয় ?
উত্তর - ১২৪০ খ্রিস্টাব্দে। 

২৪. রাজিয়ার পর কে সুলতান হয়েছিলেন ?
উত্তর - ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 

২৫. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য বলবন রাজদরবারে প্রধান কি কি প্রথা চালু করেছিলেন ?
উত্তর - সিজদা ও পাইবস। 

২৬. সুলতানির প্রধান শাসক কে ?
উত্তর - সুলতান। 

২৭. কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান ?
উত্তর - আলাউদ্দিন খলজি। 

২৮. আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তর - সেনাপতি মালিক কাফুর। 

২৯. সিজদা ও পাইবস - দুটি ছিল - পারসিক / ভারতীয় / তুর্কি / আরবী - প্রথা।
উত্তর - পারসিক প্রথা। 

৩০. কার নেতৃত্বে , কবে খলজি বিপ্লব সংগঠিত হয় ?
উত্তর - ১২৯০ খ্রিষ্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. মহম্মদ বিন তুঘলকের শাসনকালে আফ্রিকার কোন পর্যটক ভারতে এসেছিলেন ?
উত্তর -  উত্তর আফ্রিকার মরক্কো দেশের তাঞ্জিয়ার শহরের পর্যটক ইবন বতুতা। 

৩২. ইবন বতুতার লেখা ভারত বিবরণীমূলক গ্রন্থটির নাম কী ?
উত্তর - অল - রিহলা। 

৩৩. মহম্মদ বিন তুঘলকের রাজত্বকাল সম্পর্কে জানতে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ কোনটি ?
উত্তর - ইবন বতুতা রচিত '' অল - রিহলা '' গ্রন্থটি। 

৩৪. মহম্মদ বিন তুঘলকের আমলে ডাকে চিঠিপত্র পাঠাবার কত রকমের ব্যবস্থা ছিল ও কি কি ?
উত্তর - দুরকমের - ঘোড়ার ডাক ও হাঁটা - ডাক। 

৩৫. মহম্মদ বিন তুঘলকের আমলে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে কী বলা হত ?
উত্তর - '' উলাক ''। 

৩৬. মহম্মদ বিন তুঘলকের আমলে হাঁটার ডাকের ব্যবস্থাকে কী বলা হত ?
উত্তর - '' দাও - আ '' ।

৩৭. সুলতানি শাসকদের মধ্যে কে '' পাগলা - রাজা '' নামে পরিচিত ?
উত্তর - মহম্মদ বিন তুঘলক। 

৩৮. মহম্মদ বিন তুঘলক কোন অঞ্চলে বাড়তি রাজস্ব ধার্য করেছিলেন ?
উত্তর - দোয়াব অঞ্চলে। 

৩৯. মহম্মদ বিন তুঘলক কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করার চেষ্টা করেছিলেন ?
উত্তর - দক্ষিণ ভারতের দেবগিরিতে। 

৪০. মহম্মদ বিন তুঘলক দেবগিরির নাম পরিবর্তন করে কী নামকরণ করেন ?
উত্তর - দৌলতাবাদ। 

৪১. মহম্মদ বিন তুঘলক মুদ্রা ব্যবস্থায় কোন সংস্কার সাধন করেছিলেন ?
উত্তর - তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন। 

৪২. মহম্মদ বিন তুঘলকের উত্তরসূরি কে ছিলেন ?
উত্তর - ফিরোজ শাহ তুঘলক। 

৪৩. ফিরোজ শাহ তুঘলকের সামরিক অভিযানের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর - দাস সংগ্রহ করা। 

৪৪.  সৈয়দ ও লোদি শাসকেরা জাতিতে ছিলেন - ভারতীয় / আফগান / ইরানীয় / ঘোর।
উত্তর - আফগান। 

৪৫. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - খিজির খান। 

৪৬. মামেলুক কথাটির অর্থ কী বা , মামেলুক কাদের বলা হত ?
উত্তর - দাস।

৪৭. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - জালালউদ্দীন খলজি। 

৪৮. খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ?
উত্তর - আলাউদ্দিন খলজি।

৪৯. লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - বহলোল লোদি।

৫০. পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘঠিত হয় ?
উত্তর - ১৫২৬ খ্রিষ্টাব্দে।   

৫১. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর - বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 

৫২. পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল কী হয়েছিল ?
উত্তর - বাবরের ক্ষুদ্র গোলন্দাজ বাহিনীর নিকট ইব্রাহিমের বিশাল সেনাবাহিনী পরাজিত হয়।

৫৩. পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধ কৌশল অনুসরণ করেছিলেন ?
উত্তর - '' রুমি '' কৌশল।

৫৪. কোন সুলতানের আমলে ভারতে মোঙ্গল আক্রমণের আশঙ্কা তৈরী হয় ?
উত্তর - ইলতুৎমিশ। 

৫৫. কবে , কার আমলে ভারতে প্রথম মোঙ্গল আক্রমণ ঘটে ?
উত্তর - ১২২১ খ্রিষ্টাব্দে , ইলতুৎমিশের আমলে। 

৫৬. ইলতুৎমিশ কীভাবে মোঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিলেন ?
উত্তর - ইলতুৎমিশ সরাসরি মোঙ্গলদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত না হয়ে দিল্লি সুলতানিকে রক্ষা করেছিলেন। 

৫৭. কোন সুলতান কূটনৈতিক চাল হিসেবে মোঙ্গলদের নিকট দূত পাঠিয়েছিলেন ?
উত্তর - বলবন। 

৫৮. মোঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি যে দুর্গ শহরটি তৈরী করেছিলেন তার নাম কী ?
উত্তর - সিড়ি।

৫৯. সুলতানি শাসন ব্যবস্থা ছিল - কেন্দ্রীভূত / যুক্তরাষ্ট্রীয় / গণতান্ত্রিক / সমাজতান্ত্রিক।
উত্তর - কেন্দ্রীভূত। 

৬০. সুলতানকে শাসনকার্যের ব্যাপারে কারা পরামর্শ দিতেন ?
উত্তর - উলেমা। 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা পেতে এখানে CLICK করো।

৬১. '' ইলম '' শব্দের অর্থ কী ?
উত্তর - আরবি ভাষায় '' ইলম '' শব্দের অর্থ জ্ঞান। 

৬২. '' আলিম '' শব্দের অর্থ কী ?
উত্তর - আরবি ভাষায় '' আলিম '' শব্দের অর্থ জ্ঞানী অর্থাৎ যাঁরা বিশেষভাবে কোনো শাস্ত্রে পন্ডিত। 

৬৩. সুলতানি শাসনের প্রধান স্তম্ভ ছিল - জনসাধারণ / সামরিক শক্তি / সংস্কৃতি / স্থাপত্য ও ভাস্কর্য।
উত্তর - সামরিক শক্তি। 

৬৪. সুলতানি আমলে ইকতা কাকে বলা হত ?
উত্তর - সুলতানরা যে সকল রাজ্য জয় করলেন সেগুলিকে এক একটি প্রদেশ হিসেবে ধরে নেওয়া হল। এই প্রদেশগুলিকেই বলা হত ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন ইকতাদার। 

৬৫. তিমার কী ?
উত্তর - অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরণের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায় , একেই বলে তিমার। 

৬৬. জিজিয়া কর কী ?
উত্তর -  অ - মুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকেরা জিজিয়া কর আদায় করতেন। এটি ছিল মাথাপিছু কর। এর বিনিময়ে অ - মুসলমানদের জীবন , ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হত। খ্রিষ্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মহম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। 

৬৭. তুরষ্কদন্ড কী ?
উত্তর -  জিজিয়া করের মত এক ধরণের কর কোনো কোনো হিন্দু রাজারাও চালু করেছিলেন। এই কর তাঁরা চাপাতেন মুসলমান প্রজাদের ওপর। এই করকেই বলা হত তুরষ্কদন্ড। 

৬৮. সুলতানি শাসকদের মধ্যে কে প্রথম বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ?
উত্তর - আলাউদ্দিন খলজি। 

৬৯. খরাজ কী ?
উত্তর -  ফিরোজ তুঘলকের আমলে কৃষিজমির ওপর আরোপ করা কর। 

৭০. খামস কী ?
উত্তর - ফিরোজ তুঘলকের আমলে যুদ্ধের সময় লুট করা ধন সম্পদের অংশবিশেষ। 

৭১. জাকাত কী ?
উত্তর - ফিরোজ তুঘলকের আমলে মুসলমানদের সম্পত্তির ওপর আরোপ করা কর। 

৭২. ফিরোজ তুঘলকের আমলে মোট কত ধরণের কর আদায় করা হত ও কী কী ?
উত্তর - চার ধরণের - খরাজ , খামস , জিজিয়া ও জাকাত। 

৭৩. আলাউদ্দিন খলজির আমলে বাজারদর তদারকির জন্য কোন কোন রাজকর্মচারী নিযুক্ত করা হয়েছিল ?
উত্তর -  '' শাহানা - ই - মান্ডি '' ও '' দেওয়ান - ই - রিয়াসাত '' । 

৭৪. সুলতানি শাসকদের মধ্যে কে রেশন ব্যবস্থার প্রবর্তন করেন ?
উত্তর - আলাউদ্দিন খলজি। 

৭৫. মহম্মদ বিন তুঘলকের শাসনকালের শেষদিকে যে সকল আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিলো তাদের নাম কী ?
উত্তর - বাংলায় ইলিয়াসশাহি ও হোসেনশাহি শাসন এবং দক্ষিণ ভারতের বিজয়নগর ও বাহমনি শাসন।

৭৬. কে বাংলায় ইলিয়াসশাহি শাসনের প্রবর্তন করেন ?
উত্তর - ১৩৪২ খ্রিষ্টাব্দে শামসউদ্দিন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসন দখল করেন। তিনি বাংলার তিনটি প্রধান রাজ্য - লখনৌতি , সাতগাঁ , সোনারগাঁ যুক্ত করে বাংলায় স্বাধীন ইলিয়াসশাহি শাসন শুরু করেন। 

৭৭. ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল ?
উত্তর -  পান্ডুয়া।

৭৮. কোন সুলতানি শাসক ইলিয়াস শাহের রাজধানী পান্ডুয়া দখল করেছিলেন ?
উত্তর - ফিরোজ শাহ তুঘলক। 

৭৯. ফিরোজ শাহ তুঘলক যখন পান্ডুয়া আক্রমণ করেন তখন ইলিয়াস শাহ কোথায় আশ্রয় গ্রহণ করেন ?
উত্তর - একডালা দুর্গ।

৮০. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তর - শামসউদ্দিন ইলিয়াস শাহ।               

৮১. কোন সুলতানি শাসক জন্মসূত্রে হিন্দু ছিলেন ?
উত্তর - সুলতান জালালউদ্দীন মহম্মদ শাহ ( যদু) ।

৮২. কার আমলে বাংলার রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে চলে আসে ?
উত্তর -জালালউদ্দীন মহম্মদ শাহ ( যদু) ।

৮৩. ইলিয়াসশাহি ও হোসেনশাহি শাসনের মাঝে বাংলায় কারা শাসন করেছিলেন ?
উত্তর - আবিসিনীয় শাসকেরা। 

৮৪. বাংলায় কাদের '' হাবশি '' বলা হয় ?
উত্তর - ইলিয়াসশাহি ও হোসেনশাহি শাসনের মাঝে বাংলায় শাসন করেছিলেন 
আবিসিনীয় শাসকেরা। এরা আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে এসেছিলেন। বাংলায় এদের '' হাবশি '' বলা হয়। 

৮৫. কবে , কার আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় ?
উত্তর - ১৫৩৮ খ্রিষ্টাব্দে আফগান নেতা শের খানের আক্রমণে। 

৮৬. ইলিয়াসশাহি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - শামসউদ্দিন ইলিয়াস শাহ। 

৮৭. হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - আলাউদ্দিন হোসেন শাহ। 

৮৮. মধ্যযুগের বাংলার ইতিহাসে হোসেন শাহ কেন বিখ্যাত ?
উত্তর - মধ্যযুগের বাংলার ইতিহাসে হোসেন শাহ বিখ্যাত তাঁর উদারনীতির জন্য। তাঁর রাজত্বে হিন্দুদের দেওয়া হত বিভিন্ন উচ্চপদ। আলাউদ্দিনের উজীর , প্রধান চিকিৎসক , প্রধান দেহরক্ষী , টাঁকশালের অধ্যক্ষ সকলেই ছিলেন হিন্দু। তিনি স্বভাবে ছিলেন ভদ্র , বিনয়ী এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। 

৮৯. বাংলার কোন নবাব শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন বলে মনে করা হয় ?
উত্তর - আলাউদ্দিন হোসেন শাহ। 

৯০. বাংলার কোন নবাবের আমলে বাংলা ভাষায় লেখালিখির চর্চা উন্নত হয় ?
উত্তর - আলাউদ্দিন হোসেন শাহ। 



৯১. আলাউদ্দিন হোসেন শাহ - এর আমলে বিখ্যাত দুই বৈষ্ণব ভ্রাতার নাম করো।
উত্তর - রূপ ও সনাতন। 

৯২. মধ্যযুগে বাংলার মানুষরা কাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করতো ?
 উত্তর - আলাউদ্দিন হোসেন শাহ। 

৯৩. মধ্যযুগে কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয় ?
উত্তর - শ্রী চৈতন্য।

৯৪. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - হরিহর ও বুক্ক। 

৯৫. বিজয়নগর সাম্রাজ্যে শাসনকারী রাজবংশগুলি কী কী ছিল ?
উত্তর - বিজয়নগরে ১৩৩৬ থেকে ১৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে বিজয়নগরে মোট চারটি রাজবংশ রাজত্ব করেছিল - সঙ্গম , সালুভ , তুলুভ ও আরাবিডু। 

৯৬. সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?   
উত্তর - হরিহর ও বুক্ক। 

৯৭. সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর - দ্বিতীয় দেবরায়। 

৯৮. তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - সালুভ রাজবংশের সেনাপতির ছেলে বীরসিংহ। 

৯৯. তুলুভ রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উত্তর - কৃষ্ণদেব রায়। 

১০০. কার রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যের গৌরব উৎকর্ষের চরম শিখরে পৌঁচেছিল ?
উত্তর - কৃষ্ণদেব রায়। 

১০১. কৃষ্ণদেব রায় রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কী ?
উত্তর - অমুক্তমাল্যদ। 

১০২. কে , কবে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন ?
উত্তর - মহম্মদ বিন তুঘলকের শাসনকালে হাসান গঙ্গু ১৩৪৭ খ্রিষ্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। 

১০৩. বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উত্তর - গুলবর্গায়। বাহমন শাহ এর নাম দেন আহ্সনাবাদ। 

১০৪. কোন পর্যটক রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন ?
উত্তর - পোর্তুগীজ পর্যটক পেজ। 

১০৫. কার মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে ?
উত্তর - মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর। 

১০৬. তালিকোটার যুদ্ধ কবে হয় ?
উত্তর - ১৫৬৫ খ্রিস্টাব্দে। 

১০৭. তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে হয় ?
উত্তর - কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুভ রাজত্বকালেই বিজয়নগরের সঙ্গে বাহমনি রাজ্যের উত্তরসূরি পাঁচটি সুলতানির মিলিত যুদ্ধ হয় ১৫৬৫ খ্রিস্টাব্দে। এই যুদ্ধ বানিহাটি বা তালিকোটার যুদ্ধ নামে পরিচিত। 

১০৮. তালিকোটার যুদ্ধের ফলাফল কী হয়েছিল ?
উত্তর - এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হয়। 

১০৯. বিজয়নগরের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি / রাজ্য কোনটি ছিল ?
উত্তর - বাহমনি।

১১০. তালিকোটার যুদ্ধের পর বিজয়নগরে কোন রাজবংশ ক্ষমতায় আসে ?
উত্তর - আরাবিভু রাজবংশ। 

১১১. আরাবিভু রাজবংশের প্রথম রাজা ও শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন ?
উত্তর - প্রথম রাজা তিরুমল এবং শেষ শক্তিশালী উল্লেখযোগ্য রাজা ছিলেন দ্বিতীয় বেঙ্কট।   

১১২. বিজয়নগর এবং দক্ষিণের সুলতানিগুলির মধ্যে কোন তিনটি অঞ্চলকে নিয়ে সমস্যা দেখা দেয় ?
উত্তর - ক ) তুঙ্গভদ্রা নদীর উপকূলবর্তী অঞ্চল , (খ ) কৃষ্ণা - গোদাবরী নদীর অববাহিকা অঞ্চল এবং (গ ) মারাঠওয়ারা দেশ। 

১১৩. কৃষ্ণা নদীর উত্তর ও দক্ষিণ তীরের শাসকেরা কোন উপাধি নিতেন ?
উত্তর - সুলতান। 

১১৪. বিজয়নগরের কোন রাজা তুর্কি যুদ্ধ পদ্ধতি আমদানি করেন ?
উত্তর - দ্বিতীয় দেবরায়। 

১১৫. '' রাইচুর দোয়াব '' কোন অঞ্চলকে বলা হত ?
উত্তর - কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে বলা হয় রাইচুর দোয়াব। 

১১৬. দাক্ষিণাত্যে কাদের '' দক্ষিণী '' বলা হত ?
উত্তর - বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হত দক্ষিণী। 

১১৭. বিজয়নগরে ইতালির কোন পর্যটক পরিভ্রমণ করতে এসেছিলেন ?
উত্তর - নিকালো কন্টি। 

১১৮. বিজয়নগরে পারস্যের কোন দূত পরিভ্রমণ করতে এসেছিলেন ?
উত্তর - আব্দুর রাজ্জাক। 

১১৯. বিজয়নগরে কোন পর্তুগিজ পর্যটক পরিভ্রমণ করতে এসেছিলেন ?
উত্তর - পর্যটক পেজ , নুনিজ ও দুয়ার্তে বারবোসা - প্রমুখ। 

১২০. বিজয়নগরের জনসাধারণের প্রধান জীবিকা কী ছিল ?
কৃষি।   

Share
Tweet
Pin
Share