CLASS VIII HISTORY 5TH CHAPTER

অষ্টম শ্রেণী ; ইতিহাস ; পঞ্চম অধ্যায় :-


১. ইংরেজি ভাষা শেখার পক্ষে ভারতীয়দের যুক্তি কী ছিল ?
উত্তর - ভারতীয়রা মনে করতেন ইংরেজি ভাষা শিখতে পারলে তাঁদের নিজেদের ও তাঁদের সন্তানদের ভবিষ্যৎ তৈরী হবে এবং চাকরি পেতে সুবিধে হবে। 

২. ইংরেজি শিক্ষা চালু করার পক্ষে ব্রিটিশ কোম্পানির উদ্দেশ্য কী ছিল ?
উত্তর -  ব্রিটিশ কোম্পানি বুঝতে পেরেছিল যে , শাসন সংক্রান্ত কাজকর্ম চালাতে সুদূর ইংল্যান্ড থেকে ইংরেজি জানা লোক আনার খরচ অনেক বেশি। তাই ভারতীয়দের মধ্যে থেকে ইংরেজি ভাষায় শিক্ষিত একটি সম্প্রদায় গড়ে তুলতে পারলে - তাঁরা ইংরেজদের অনুগামী হবে এবং কম খরচে সরকারি কাজকর্ম পরিচালনা করা যাবে। 

৩. কোম্পানির আমলে '' মধ্যবিত্ত '' বা '' ভদ্রলোক '' কাদের বলা হত ?
উত্তর -  কোম্পানির আমলে আর্থিক স্বচ্ছলতার ক্ষেত্রে যাঁরা মাঝামাঝি স্তরে থাকতেন সাধারণভাবে তাঁদেরকে মধ্যবিত্ত বলা হয়। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের ঐ মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলেও উল্লেখ করা হত। 

৪. কে , কবে সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন ?
উত্তর -  লর্ড ওয়েলেসলি , ১৮০৩ খ্রিস্টাব্দে। 

৫. ঊনবিংশ শতকে যে সকল শিক্ষিত ভারতীয় ভদ্রলোক সমাজ সংস্কারমূলক কার্যে লিপ্ত হন , তাঁদের মধ্যে প্রধান কে ছিলেন ?
উত্তর - রাজা রামমোহন রায়। 

৬. কে সর্বপ্রথম সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো সওয়াল করেন ?
অথবা উদ্যোগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?
উত্তর - রাজা রামমোহন রায়। 

৭. কে , কবে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
উত্তর - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক , ১৮২৯ খ্রিস্টাব্দে। 

৮. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি ?
উত্তর - বেঙ্গল গেজেট।

৯. কে , কবে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন ?
উত্তর - জেমস অগাস্টাস হিকি। 

১০. বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি ?
উত্তর - দিগ্দর্শন। 

১১. বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি ?
উত্তর - সমাচার দর্পন। 

১২. দিগ্দর্শন ও সমাচার দর্পন পত্রিকা দুটি কবে , কাদের উদ্যোগে প্রকাশিত হয় ?
উত্তর - শ্রীরামপুর মিশনারি মার্শম্যানের সম্পাদনায় ১৮১৮ খ্রিস্টাব্দে। 

১৩. কে প্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেছিলেন ?
উত্তর - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৪. কবে বিধবা বিবাহ আইন জারি করা হয় ?
উত্তর - ১৮৫৬ খ্রিস্টাব্দে। 

১৫. ডিরোজিওর পুরো নাম কী ছিল ?
উত্তর - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 

১৬. ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন ?
উত্তর - হিন্দু কলেজের। 

১৭. নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হত ?
উত্তর - ডিরোজিও তাঁর ছাত্রদের মধ্যে স্বাধীন , সংস্কারমুক্ত চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তাঁরা জাতপাত , বাল্যবিবাহ , বহুবিবাহ - ইত্যাদি কুসংস্কারগুলির বিরুদ্ধে ও সামাজিক রীতিনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ডিরোজিওর এই সকল অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হত। 
( এককথায় ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হত। )

১৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের শিক্ষক ছিলেন ?
উত্তর - সংস্কৃত কলেজ। 

১৯. কার নেতৃত্বে মহারাষ্ট্রে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে ?
উত্তর - ১৮৬৬ খ্রিস্টাব্দে , বিষ্ণুশাস্ত্রী পন্ডিতের নেতৃত্বে।

২০. মহারাষ্ট্রের দুজন সমাজ সংস্কারকের নাম লেখ।
উত্তর - আত্মারাম পান্ডুরঙ্গ ও মহাদেব গোবিন্দ রানাডে। 

২১. মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার উদ্যোগে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ?
উত্তর - বীরসালিঙ্গম পানতুলু। 

২২. দক্ষিণ ভারত বা মাদ্রাজ প্রেসিডেন্সির একজন সমাজ সংস্কারকের নাম লেখ।
উত্তর - বীরসালিঙ্গম পানতুলু।

২৩. যে সকল নারীরা নারীশিক্ষার বিস্তারে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন - তাঁদের নাম করো।
উত্তর - পশ্চিম ভারতে পন্ডিতা রমাবাঈ , মাদ্রাজে ভগিনী শুভলক্ষ্মী , বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 

২৪. দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন কে ?
উত্তর - বীরসালিঙ্গম পানতুলু।

২৫. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারের ক্ষেত্রে কোন নারীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ?
উত্তর - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।  

২৬. কে , কবে , কোথায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন ?
উত্তর - রাজা রামমোহন রায় , ১৮১৫ খ্রিস্টাব্দে , কোলকাতায়। 

২৭. আত্মীয়সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল ?
উত্তর - সামাজিক সংস্কার। 

২৮. কোন সংগঠনটি পরবর্তীকালে '' ব্রাম্ম সমাজ '' এ পরিণত হয় ?
উত্তর - আত্মীয়সভা। 

২৯. ব্রাম্ম সমাজ কবে স্থাপিত হয় ?
উত্তর - ১৮২৮ খ্রিস্টাব্দে। 

৩০. রামমোহন রায়ের পরবর্তীকালে কে ব্রাম্ম আন্দোলনের নেতৃত্ব দান করেন ?
উত্তর - দেবেন্দ্রনাথ ঠাকুর। 

৩১. ১৮৬০ এর দশকে ব্রাম্ম আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন ?
উত্তর - কেশবচন্দ্র সেন , বিজয়কৃষ্ণ গোস্বামী - প্রমুখ।

৩২. বৈষ্ণব ধর্ম ও ব্রাম্ম আন্দোলনের মধ্যে সংযোগ তৈরী করেন কে ?
উত্তর - বিজয়কৃষ্ণ গোস্বামী। 

৩৩. কে , কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর - স্বামী দয়ানন্দ সরস্বতী , ১৮৭৫ খ্রিস্টাব্দে।  

৩৪. আর্যসমাজ কোথায় জনপ্রিয় ছিল ?
উত্তর - পাঞ্জাব ও উত্তর - পশ্চিম ভারতে। 

৩৫. বাংলায় কোন ব্রাম্ম নেতাদের আন্দোলনে হিন্দু পুনরুজ্জীবনের ছাপ দেখা যায় ?
উত্তর - রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।

৩৬. '' জাতীয় গৌরব সম্পাদনী সভা '' - র প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - রাজনারায়ণ বসু। 

৩৭. '' জাতীয় মেলা '' - র প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - নবগোপাল মিত্র। 

৩৮. '' জাতীয় মেলা '' পরবর্তীকালে কী নামে পরিচিত হয় ?
 উত্তর - হিন্দুমেলা।

৩৯. হিন্দুমেলা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল ?
উত্তর - হিন্দুধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করা। 

৪০. স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদান করেছিলেন ?
উত্তর - ১৮৯৩ খ্রিস্টাব্দে। 

৪১. কোথায় , কবে '' মহামেডান লিটেরারি সোসাইটি '' প্রতিষ্ঠিত হয় ?
উত্তর - কোলকাতায় , ১৮৬৩ খ্রিস্টাব্দে। 

৪২. মুসলিম সংস্কারকদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কে ছিলেন ?
উত্তর - স্যার সৈয়দ আহমেদ খাঁ।

৪৩. কে , কবে , কোথায় '' আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ '' প্রতিষ্ঠা করেন ?
উত্তর - স্যার সৈয়দ আহমেদ খাঁ , ১৮৭৫ খ্রিস্টাব্দে , অলিগড়ে। 

৪৪. মহারাষ্ট্রে সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কে ছিলেন ?
উত্তর - জোতিবা ফুলে। 

৪৫. জোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলের স্ত্রীও একজন সমাজ সংস্কারক ছিলেন। তাঁর নাম কী ?
উত্তর - সাবিত্রী বাঈ।

৪৬. জ্যোতিরাও ফুলে প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কী ?
উত্তর - সত্যশোধক সমাজ। 

৪৭. জ্যোতিরাও ফুলে কী উদ্দেশ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর - সমাজের নিচুতলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। 

৪৮. সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয় ?
উত্তর - ১৮৫৫- ৫৬ খ্রিস্টাব্দে। 

৪৯. সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম করো।
উত্তর - সিধু , কানহু , চাঁদ , ভৈরব - প্রমুখ। 

৫০. সাঁওতাল বিদ্রোহের পরিসমাপ্তির পর সাঁওতালদের জন্য কোন বিশেষ এলাকা গড়ে তোলা হয় ?
উত্তর - সাঁওতাল পরগনা। 

৫১. কোন পত্রিকায় সাঁওতাল বিদ্রোহের খবর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
অথবা , কোন পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল ?
উত্তর - হিন্দু প্যাট্রিয়ট।

৫২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর - হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 

৫৩. মালাবার অঞ্চল কোথায় অবস্থিত ছিল ?
উত্তর - দক্ষিণ ভারতে। 

৫৪. মোপালা বিদ্রোহ কোথায় দেখা যায় ?
উত্তর - দক্ষিণ ভারতের মোপালা অঞ্চলে। 

৫৫. কোথায় কার , নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ?
উত্তর - আরবে ; আব্দুল ওয়াহাব - এর নেতৃত্বে।

৫৬. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ও পরিচালক কে ছিলেন ?
উত্তর - রায়বেরিলি নামক অঞ্চলের সৈয়দ আহমেদ নামক জনৈক ব্যাক্তি। 

৫৭. বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রবর্তন কে করেন ?
উত্তর - মির নিসার আলি বা , তিতুমীর। 

৫৮. কার নেতৃত্বে বারাসাত বিদ্রোহ সংগঠিত হয় ?
উত্তর - মির নিসার আলি বা , তিতুমীর। 

৫৯. কবে ইংরেজ সেনারা তিতুমীরের বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় ?
উত্তর - ১৮৩১ খ্রিস্টাব্দে। 

৬০. নীল বিদ্রোহ কবে হয় ?
উত্তর - ১৮৫৯ - ৬০ খ্রিস্টাব্দে। 

৬১. নীল বিদ্রোহের প্রধান নেতৃত্ব কারা ছিলেন ?
উত্তর - বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 

৬২. কোন নাটকে নীলকরদের অত্যাচারের কথা জানা যায় ?
উত্তর - নীলদর্পণ। 

৬৩. নীলদর্পণ নাটকটির নাট্যকার কে ?
উত্তর - দীনবন্ধু মিত্র।

৬৪. কোন খ্রিস্টান মিশনারি নীলচাষীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন ?
উত্তর - রেভারেন্ড জেমস লং। 

৬৫. কোন দুটি পত্রিকা নীলচাষীদের পক্ষে দাঁড়ায় ও নীলবিদ্রোহের খবর প্রচার করতে থাকে ?
উত্তর - হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ। 

৬৬. কোথায় , কার নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয় ?
উত্তর - পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলে হাজি শরিয়তউল্লাহ - এর নেতৃত্বে। 

৬৭. '' উলঘুলান '' কথাটির অর্থ কী এবং কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ?
উত্তর - কথাটির অর্থ - বিদ্রোহ বা বিপ্লব বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। কথাটি মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত। 

৬৮. কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয় ?
উত্তর - বিরসা মুন্ডা। 

৬৯. মহাবিদ্রোহ কবে সংগঠিত হয় ?
উত্তর - ১৮৫৭ খ্রিস্টাব্দে। 

৭০. যে রাইফেল মহাবিদ্রোহের সূচনার সঙ্গে সম্পর্কিত সেই রাইফেলটির নাম কী ?
উত্তর - এনফিল্ড রাইফেল।

৭১. এনফিল্ড রাইফেল সংক্রান্ত গুজবটি কী ছিল ?
উত্তর - এর টোটোগুলিতে গোরু ও শুকরের চর্বি মেশানো রয়েছে। 

৭২. সিপাহি বিদ্রোহের প্রথম বিদ্রোহী কে ছিলেন ? কিভাবে তিনি বিদ্রোহ করেন ?
উত্তর -ব্যারাকপুরের সেনাছাউনির মঙ্গল পান্ডে নামে একজন সিপাহি। তিনি এক ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করেন। 

৭৩. মঙ্গল পান্ডের আদর্শ অনুসরণ করে কোন কোন সেনা ছাউনিতে সিপাহিরা বিদ্রোহ শুরু করে ?
উত্তর -আম্বালা , লখনৌ , মিরাট - ইত্যাদি অঞ্চলে। 

৭৪. সিপাহিরা কাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন ?
উত্তর -মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে। 

৭৫. বাঙালি শিক্ষিত সমাজ সিপাহি বিদ্রোহকে - সমর্থন করেছিল / নিন্দা করেছিল / নিরপেক্ষ ছিল।
উত্তর -নিন্দা করেছিল। 

৭৬. দক্ষিণ ভারতে সিপাহি বিদ্রোহ - ব্যাপক আকার ধারণ করেছিল / দক্ষিণ ভারতে সিপাহি বিদ্রোহের কোনো অস্তিত্ব ছিল না। 
উত্তর -দক্ষিণ ভারতে সিপাহি বিদ্রোহের কোনো অস্তিত্ব ছিল না।

৭৭. স্বত্ববিলোপ নীতির প্রবক্তা কে ?
উত্তর -লর্ড ডালহৌসি। 

৭৮. কে সিপাহি বিদ্রোহকে '' জাতীয় বিদ্রোহ '' বলেছেন ?
উত্তর -কার্ল মার্কস।

৭৯. কে সিপাহি বিদ্রোহকে '' ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ '' বলেছেন ?
উত্তর -বিনায়ক দামোদর সাভারকার। 

৮০. সিপাহি বিদ্রোহের পর মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের পরিণতি কী হয় ?
উত্তর -তাঁকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। 

৮১. মহাবিদ্রোহের বা ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর -লর্ড ক্যানিং। 

৮২. কোন বিদ্রোহের ফলে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পায় ?
উত্তর -১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ। 

৮৩. মহাবিদ্রোহের পর কাকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় ?
উত্তর -ব্রিটেনের মহারানি ভিক্টোরিয়া - কে। 

৮৪. মহাবিদ্রোহের পর কে / কারা ভারত শাসনের ভার নিজ হাতে তুলে নেয় ?
উত্তর -মহারানি ভিক্টোরিয়ার নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্ট। 

৮৫. মহারানি ভিক্টোরিয়া ভারত শাসনের ভার নিজ হাতে তুলে নেওয়ার পর মহারানির প্রতিনিধি হিসেবে কাদের নিয়োগ করা হয় ?
উত্তর -ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রীসভার একজনকে ভারতসচিব পদে নিয়োগ করা হয়। গভর্নর জেনারেলের পদটি তুলে দিয়ে তার জায়গায় রাজপ্রতিনিধি বা ভাইসরয় পদ তৈরি করা হয়। 

৮৬. কোন আইনের মাধ্যমে মহারানি ভিক্টোরিয়ার শাসন শুরু হয় ?
উত্তর -১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। 

৮৭. ১৮৫৮ এর ভারত শাসন আইন কোন দিন চালু হয় বা বলবৎ করা হয় ?
উত্তর -১ লা নভেম্বর। 

৮৮. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর -লর্ড ক্যানিং। 

৮৯. মহারানির ঘোষণাপত্রটি কোথায় , কবে পাঠ করা হয় ?
উত্তর -১৮৫৮ খ্রিস্টাব্দের ১ লা নভেম্বর এলাহাবাদের রাজদরবারে। 

৯০. এলাহাবাদের রাজদরবারে মহারানির ঘোষণাপত্রটি কে পাঠ করেছিলেন ?
উত্তর -লর্ড ক্যানিং। 

To be continued.............  
    

Share
Tweet
Pin
Share