CLASS IX HISTORY 3RD CHAPTER

নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় :-

১. নেপোলিয়নের পতনের পর কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ?
ভিয়েনা সম্মেলন। 

২. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? 
১৮১৫

৩. সমগ্র ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি ?
ভিয়েনা সম্মেলন ১৮১৫। 

৪. ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? 
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে। 

৫. ইউরোপের কোন দুটি রাষ্ট্র ভিয়েনা সম্মেলনে যোগদান করেনি ?
পোপ ও তুরস্কের সুলতান। 

৬. ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী বা নিয়ন্ত্রণকারী প্রধান চারটি দেশের নাম কী ?
অস্ট্রিয়া , রাশিয়া , প্রাশিয়া ও ইংল্যান্ড। এদের একত্রে বলা হতো '' চার প্রধান '' বা Big four । 

৭. ভিয়েনা সম্মেলনে '' শোভাবর্ধনকারী '' হিসেবে কারা পরিচিত ছিল ?
চার প্রধান রাষ্ট্র বাদ দিয়ে অন্য সকল রাষ্ট্র। 

৮. ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী অস্ট্রিয়ার প্রতিনিধি কে ছিলেন ?
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। 

৯. রাশিয়ার প্রতিনিধি - জার প্রথম আলেকজান্ডার। 

১০. ইংল্যান্ডের প্রতিনিধি - প্রধানমন্ত্রী ক্যাসেলরি। 

১১. ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন ?
তাঁলেরা। 

১২. ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যাক্তি বা নিয়ন্ত্রক কে ছিলেন ?
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ। 

১৩. ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ?
   অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ। 

১৪. ভিয়েনা সম্মেলনে ক'টি মূলনীতি ছিল ও কী কী ?
তিনটি - ন্যায্য অধিকার নীতি , ক্ষতিপূরণ নীতি ও শক্তিসাম্য নীতি। 

১৫. ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে কোন রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয় ?
বুরবোঁ। 

১৬. হল্যান্ডে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয় ?
অরেঞ্জ রাজবংশ। 

১৭. বেলজিয়ামকে কোন দেশের সাথে জুড়ে দেওয়া হয় ?
হল্যান্ড। 

১৮. নরওয়েকে কোন দেশের সাথে জুড়ে দেওয়া হয় ?
সুইডেন। 

১৯. অস্ট্রিয়ায় কোন বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ?
হ্যাপস্ - বার্গ। 

২০. ভিয়েনা সম্মেলনে কোন নীতির দ্বারা বংশানুক্রমিক রাজতন্ত্রকে ফিরিয়ে আনা হয় ?
ন্যায্য অধিকার নীতি। 

২১. কাকে '' কূটনীতির রাজপুত্র '' বলা হতো ?
মেটারনিখ। 

২২. কোন সময়কালকে '' মেটারনিখের যুগ '' বলা হয় ?
১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ। 

২৩. কে ১৮১৫ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত সময়কালকে মেটারনিখের যুগ বলে অভিহিত করেছেন ?
ঐতিহাসিক ফিশার। 

২৪. কে , কবে কবে কার্লসবাড ডিক্রি জারী করেন ?
মেটারনিখ , ১৮১৯ খ্রিস্টাব্দে। 

২৫. কার্লসবাড ডিক্রির মূল বক্তব্য কী ছিল ?
কার্লসবাড ডিক্রি র মাধ্যমে রাজনৈতিক সভা সমিতি গুলিকে নিষিদ্ধ করা হয়। সংবাদপত্র ও বাকস্বাধীনতা হরণ করা হয়। রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়। 

২৬. কবে , কার উদ্যোগে ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ প্রতিষ্ঠিত হয় ?
১৮১৫ , প্রিন্স মিটারনিখ। 

২৭. কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বা ইউরোপের রক্ষনশীলতার জনক বলা হয় ?
মিটারনিখ। 
২৮. কবে মিটারনিখ তন্ত্রের পতন ঘটে ? 
১৮৪৮ খ্রিস্টাব্দে  ফেব্রুয়ারী বিপ্লবের মাধ্যমে। 

২৯. মেটারনিখের পতনের পর তিনি কোথায় আশ্রয় নেন ?
ইংল্যান্ডে। 

৩০. নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে কাকে বসানো হয় ?
   বুরবোঁ বংশের অষ্টাদশ লুই। 

৩১. অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কাকে বসানো হয় ?
অষ্টাদশ লুইয়ের ভ্রাতা দশম চার্লস। 

৩২. দশম চার্লস কোন প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন ?
পলিগন্যাক। 

৩৩. জুলাই বিপ্লব কবে সংগঠিত হয় ?
১৮৩০ খ্রিস্টাব্দে। 

৩৪. জুলাই বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল কী ছিল ?
দশম চার্লসকে সিংহাসনচ্যুত করে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে ফ্রান্সের রাজা বলে ঘোষণা করা হয়। 

৩৫. কোন বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের বুরবোঁ রাজবংশের পতন ঘটে ?
জুলাই বিপ্লব ১৮৩০। 

৩৬. ভারতের কে ফরাসি বিপ্লব ও জুলাই বিপ্লবের সমর্থক ছিলেন ?
রাজা রামমোহন রায়। 

৩৭. জুলাই বিপ্লবের পরবর্তী সময়কাল ইউরোপের ইতিহাসে কী নামে পরিচিত ?
জুলাই রাজতন্ত্র বা জুলাই মনার্কি। 

৩৮. জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে কোন আন্দোলন শুরু হয় ?
চার্টিস্ট আন্দোলন। 

৩৯. কোন ঘটনার মধ্যে দিয়ে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে ?
১৮৪৮ এ ফেব্রুয়ারী বিপ্লবের মাধ্যমে। 

৪০. নেপোলিয়নের পতনের পর তার অনুগামীরা কী নামে পরিচিত ছিল ?
বোনাপার্টিস্ট। 

৪১. কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলা হয় ?
১৮৪৮ এর ২৩ শে ফেব্রুয়ারী লুই ফিলিপের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হলে লুই ফিলিপ ইংল্যান্ডে পলায়ন করেন। ফলে প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী নেতৃবৃন্দ ২৬ শে জানুয়ারী ফ্রান্সকে '' দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র '' বলে ঘোষণা করে। 

৪২. ফেব্রুয়ারী বিপ্লবের পর কে ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন ?
নেপোলিয়ন বোনাপার্টের ভাতুস্পুত্র লুই নেপোলিয়ন। 

৪৩. ফেব্রুয়ারী বিপ্লবের পর কে পুনরায় ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন ?
১৮৫২ সালে ফ্রান্সের রাষ্ট্রপতি লুই নেপোলিয়ন প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে তৃতীয় নেপোলিয়ন নাম নিয়ে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। এইভাবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটে ও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 

৪৪. কে নিজেকে তৃতীয় নেপোলিয়ন বলে ঘোষণা করেন ?
লুই নেপোলিয়ন। 

৪৫. কে বলেছেন - '' প্যারিস হলো বিপ্লবের জননী '' ?
অধ্যাপক এ জে পি টেলর। 

৪৬. কোন বছরকে '' বিপ্লবের বছর '' বলা হয় ?
১৮৪৮ খ্রিস্টাব্দ। 

৪৭. ইউরোপীয় নবজাগরণের পীঠস্থান ছিল কোন দেশ ?
ইতালি। 

৪৮. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ইটালি জয় করেন ?
১৭৯৬ খ্রিস্টাব্দে। 

৪৯. '' রিসর্জিমেন্টো '' আন্দোলন কোথায় দেখা যায় ?
ইটালি। 

৫০.রিসর্জিমেন্টো কথাটির অর্থ কী ?
পুনরুত্থান। 

৫১. কার্বোনারি আন্দোলন কোথায় দেখা যায় ?
ইটালি। 

৫২. ইতালির গুপ্ত সমিতিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কোনটি ?
কার্বোনারি। 

৫৩. কার্বোনারিদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল ?
সন্ত্রাস , গুপ্তহত্যা ও বিপ্লবের পথে বিদেশি কবল থেকে ইতালিকে মুক্ত করা। 

৫৪. কার্বোনারি কথাটির অর্থ কী ?
জ্বলন্ত অঙ্গারবাহী।    

৫৫. ইয়ং ইতালি বা নব্য ইতালি দল কে প্রতিষ্ঠা করেন ?
জোসেফ ম্যাৎসিনি ( ১৮৩২) ।

৫৬. জোসেফ ম্যাৎসিনি কোন দলের সদস্যপদ ত্যাগ করেছিলেন ?
কার্বোনারি। 

৫৭. কাকে '' ইতালির ঐক্য আন্দোলনের মস্তিস্ক '' বলে অভিহিত করা হয় ?
কাউন্ট ক্যামিলো বেনসো ডি ক্যাভুর। 

৫৮. কাউন্ট ক্যাভুর কে ছিলেন ?
ইতালির রাজা ভিক্টর ইমানুয়েল তাঁকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন। এছাড়াও তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন। 

৫৯. কে বিশ্বাস করতেন বিদেশি সাহায্য ব্যতীত ইতালির ঐক্য সাধন অসম্ভব ?
ক্যাভুর। 

৬০. ক্রিমিয়ার যুদ্ধের পর কোন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ?
প্যারিসের শান্তি সম্মেলন ১৮৫৬।

৬১. কবে , কাদের মধ্যে  প্লমবিয়ার্সের - এর চুক্তি স্বাক্ষরিত হয় ?
১৮৫৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও ক্যাভুর - এর মধ্যে। 

৬২. কে , কবে , কোন বাহিনীর সাহায্যে সিসিলি ও নেপলস জয় করেন ?
গ্যারিবল্ডি , ১৮৬০ , লাল কোর্তা বাহিনী। 

৬৩. সিসিলি ও নেপলস এ কাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল ?
 বুরবোঁ রাজবংশের বিরুদ্ধে। 

৬৪. নেপলস ও সিসিলি কোন রাষ্ট্রের সাথে সংযুক্ত হয়। 
পিডমন্ট - সার্ডিনিয়া। 

৬৫. কে '' ইতালির রাজা '' হিসেবে ঘোষিত হন ?
ভিক্টর ইমানুয়েল। 

৬৬. কে বলেছিলেন - '' ইতালি হলো একটি ভৌগলিক সংজ্ঞা মাত্র '' ?
 অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। 

৬৭. কোন যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় ?
সেডানের যুদ্ধে। 

৬৮. অস্ট্রিয়ার  হ্যাপসবার্গ বংশীয় শাসকদের অধীনে জার্মানি ক'টি রাজ্যে বিভক্ত ছিল ?
৩০০ টি ক্ষুদ্র ও বৃহৎ রাজ্য। 

৬৯. ভিয়েনা সম্মেলনের পর রাইন রাষ্ট্রসঙ্ঘ -এর উপর কার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ?
অস্ট্রিয়া। 

৭০. প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ বলতে কী বোঝো ?
জার্মান জাতিমাত্রেরই ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্খা। 

৭১. কোন বিশ্ববিদ্যালয় জার্মান জাতীয়তাবাদী ভাবধারার কেন্দ্রে পরিণত হয় ?
জেনা বিশ্ববিদ্যালয়। 

৭২. জোলভেরাইন কী ?
প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি শুল্ক সংঘ ( ১৮১৯) ।

৭৩. কারা , কবে , কোথায় '' ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট '' গঠন করেন ? 
জার্মান জাতীয়তাবাদীরা , ১৮৪৮ সালে , ফ্রাঙ্কফোর্ট শহরে। 

৭৪. অটো ভন বিসমার্ক কে ছিলেন ?
প্রাশিয়ার প্রধানমন্ত্রী। 

৭৫. কে বিসমার্ককে জার্মানির ঐক্যসাধনের কাজে নিযুক্ত করেন ?
প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম। 

৭৬. জার্মানিতে '' রক্ত ও লৌহ '' নীতির প্রবর্তক কে ? 
বিসমার্ক। 

৭৭. কোন কোন যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয় ?
তিনটি যুদ্ধের মাধ্যমে - ডেনমার্কের সাথে যুদ্ধ , অস্ট্রো - প্রাশিয়া যুদ্ধ , ফ্রাঙ্কো - প্রাশিয়া যুদ্ধ। 

৭৮. কোন সন্ধির দ্বারা অস্ট্রো - প্রাশিয়া যুদ্ধের অবসান ঘটে ?
প্রাগের সন্ধি। 

৭৯. ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কে ঘোষিত হন ? 
প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম। 

৮০. জার্মানির সম্রাট কী নামে অভিহিত হতেন ?
কাইজার। 

৮১. কাকে ব্যাঙ্গ করে '' ইউরোপের রুগ্ন মানুষ '' বলা হতো ?
তুরস্ক। 

৮২. হেটাইরিয়া ফিলিকে কথাটির অর্থ কী ?
গ্রীক জাতীয়াতাবাদ। 

৮৩. হেটাইরিয়া ফিলিকে কী ছিল ?
গ্রীসে প্রতিষ্ঠিত গুপ্ত সমিতিগুলির মধ্যে অন্যতম। 

৮৪. হেটাইরিয়া ফিলিকে - র মূল উদ্দেশ্য কী ছিল ?
গ্রীসের স্বাধীনতা অর্জন। 

৮৫. কে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন ?
১৮১৪ সালে স্কুপাস নামে জনৈক গ্রীক ব্যবসায়ী। 

৮৬. হেটাইরিয়া ফিলিকে - এর সাথে অন্য কোন গুপ্ত সমিতির কার্য পদ্ধতির সাদৃশ্য দেখা যায় ?
ইতালির কার্বোনারি সমিতি। 

৮৭. গ্রীস কাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছিল ?
তুরস্কের বিরুদ্ধে। 

৮৮. গ্রীস কবে স্বাধীনতা লাভ করে ?
১৮৩০ খ্রিস্টাব্দে। 

৮৯. কবে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয় ?
মার্চ ১৮৫৪ খ্রিস্টাব্দে। 

৯০. কোন সন্ধির দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে ?
প্যারিসের সন্ধি ১৮৫৬ খ্রিস্টাব্দে। 

৯১. ক্রিমিয়ার যুদ্ধে কে পরাজিত হয়েছিল ?
রাশিয়া। 

৯২. সার্ফ কাদের বলা হতো ?
রাশিয়ার ভূমিদাসদের। 

৯৩. রাশিয়াতে কে ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ করেন ?
জার দ্বিতীয় আলেকজান্ডার। 

৯৪. কোন ঘোষণার মধ্যে দিয়ে , কবে রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটে ?
১৮৬১ সালের ''মুক্তির আইন '' বা '' মুক্তির ঘোষণাপত্র '' - এর মধ্যে দিয়ে। 

৯৫. মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র কবে ঘোষিত হয় ?
১৮৬১ খ্রিস্টাব্দে। 

৯৬. কে মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্রের ঘোষণা করেন ?
রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। 

৯৭. কাকে মুক্তিদাতা জার বলা হয় ?
রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। 

৯৮. ভিলাফ্রাঙ্কার সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
১৮৬৯ খ্রিস্টাব্দে তৃতীয় নেপোলিয়ন ও অস্ট্রিয়ার মধ্যে। 

৯৯. কবে , কার দ্বারা বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন ?
১৮৬২ সালে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম কর্তৃক। 

১০০. ''রিসর্জিমেন্টো''  পত্রিকার প্রকাশক কে ছিলেন ?

ক্যাভুর।                  

Share
Tweet
Pin
Share