CLASS VII HISTORY 3RD CHAPTER

সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় 

১. সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সবার উপরে কে ছিলেন ?
রাজা। 

২. ইউরোপীয় সামন্ততন্ত্রের সেরা সময় কোনটি ?
খ্রিস্টীয় দ্বাদশ শতক। 

৩. চোল রাজ্যের প্রধান কে ছিলেন ?
রাজা। 

৪. বাঙালিরা আলুর ব্যবহার শিখেছে কাদের কাছ থেকে ?
পোর্তুগীজদের কাছ থেকে। 

৫. বাঙালিরা কোন দুটি প্রাণীর ব্যবহার জানতো না ?
ঘোড়া ও উট। 

৬. বাংলার শিল্পজাত পণ্যগুলির মধ্যে প্রধান কোনটি ছিল ?
কার্পাস বস্ত্র সামগ্রী। 

৭. কোন যুগকে বাংলা ভাষার উৎপত্তির সময়কাল বলা হয় ?
পাল যুগকে। 

৮. পালযুগের দুজন পন্ডিতের নাম লেখ। 
সন্ধ্যাকর নন্দী , চক্রপাণি দত্ত। 

৯. রাম চরিত - গ্রন্থটি কার লেখা ?
সন্ধ্যাকর নন্দী। 

১০. রাম চরিত - গ্রন্থটি কোন ভাষায় লেখা ?
সংস্কৃত। 

১১. রাম চরিত গ্রন্থে উল্লিখিত রামের সীতা উদ্ধারের কাহিনীর সাথে কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে বলে মনে করা হয় ?
রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের কাহিনী। 

১২. পাল রাজারা - ব্রাহ্মণ /  ক্ষত্রিয় / বৈশ্য / শুদ্র। 
ক্ষত্রিয় বা কায়স্থ। 

১৩. পালযুগের একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানীর নাম কী ?
চক্রপাণি দত্ত। 

১৪. পাল রাজারা কোন ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন ?
বৌদ্ধ ধর্মের। 

১৫. বজ্রযান কী ?
পালযুগে মহাযান বৌদ্ধধর্মের সাথে অন্যান্য দার্শনিক চিন্তাধারার মিলনে জন্ম নিয়েছিল বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধধর্মমত। 

১৬. সিদ্ধাচার্য কাদের বলা হতো ?
বজ্রযান মতবাদের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। 

১৭. আদি বাংলা ভাষার নিদর্শন কোনটি ?
চর্যাপদ। 

১৮. চর্যাপদের কয়েকজন পদকর্তার নাম লেখ। 
লুইপাদ , সরহপাদ , কাহ্নপাদ , ভুসুকুপাদ। 

১৯. কে , কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার আবিষ্কার করেন ?
আচার্য হরপ্রসাদ শাস্ত্রী , নেপাল থেকে। 

২০. অশ্বঘোষ কার সমসাময়িক ছিলেন ?

কুষাণ সম্রাট কণিষ্ক।        

TO BE CONTINUED..............




Share
Tweet
Pin
Share