CLASS VIII HISTORY 6TH CHAPTER

CLASS VIII HISTORY 6TH CHAPTER SAQ MCQ

অষ্টম শ্রেণী ; ইতিহাস ; ষষ্ঠ অধ্যায় :-

১. জাতীয় কংগ্রেসের প্রথম সভা বা অধিবেশন কবে , কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর :-  ১৮৮৫ খ্রিস্টাব্দে , বোম্বাইতে। 

২. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তর :-  উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 

৩. কোন ইংরেজকে পরোক্ষভাবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয় ?
উত্তর :-  অ্যালান অক্টাভিয়ান হিউম। 

৪. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাইয়ের কোন কলেজে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর :-  গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। 

৫. কোন সমিতি / সংগঠনকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয় ?
উত্তর :-  ১৮৩৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত '' বঙ্গভাষা প্রকাশিকা সভা। ''

৬. জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :-  ১৮৩৮ খ্রিস্টাব্দে। 

৭. কোন সময়কালকে ভারতের ইতিহাসে '' সভা সমিতির যুগ '' বলা হয় ?
উত্তর :-  ১৮৫৭ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 

৮. কোন ঐতিহাসিক ১৮৫৭ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে '' সভা সমিতির যুগ '' বলে চিহ্নিত করেছেন ?
উত্তর :-  ডক্টর অনিল শীল। 

৯. জাতীয় মেলা -র প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :-  নবগোপাল মিত্র। 

১০. জাতীয় মেলা পরবর্তীকালে কী নামে পরিচিত হয় ?
উত্তর :-  হিন্দু মেলা। 

১১. ইন্ডিয়ান লিগ - এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :-  শিশির কুমার ঘোষ। 

১২. থিওস্যফিক্যাল সোসাইটি-র প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :-  কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কি। 

১৩. কবে কাদের উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :-  ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। 

১৪. সর্বভারতীয় জাতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন কবে , কোথায় অনুষ্ঠিত হয় ? এর সভাপতি কে ছিলেন ?
উত্তর :-  ১৮৮৩ খ্রিস্টাব্দে।  রামতনু লাহিড়ি। 

১৫. ভারতীয়রা ইলবার্ট বিলের পক্ষে / বিপক্ষে - ছিলেন।
উত্তর :-  পক্ষে। 

১৬. কে , কবে দেশীয় মুদ্রণ ( দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ) আইন জারি করেন ?
উত্তর :-  লর্ড লিটন ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

১৭. কে , কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন ?
উত্তর :-  ১৮৭৬ খ্রিস্টাব্দে , লর্ড লিটন। 

১৮. কে , কবে লর্ড লিটনের প্রতিক্রিয়াশীল আইনগুলি ( মুদ্রণ আইন ও নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ) বাতিল করেন ?
উত্তর :-  ১৮৮১ খ্রিস্টাব্দে , ভাইসরয় লর্ড রিপন। 

১৯. লর্ড লিটনের প্রতিক্রিয়াশীল আইনগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর :-  ভারতীদের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ। 

২০. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন ?
উত্তর :-  ৭২ জন। 

২১. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সর্বাধিক প্রতিনিধি কোন প্রদেশের / শহরের ছিল ?
উত্তর :- বোম্বাই। 
২২. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর :-উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 

২৩. প্রথম পর্বে অর্থাৎ সূচনাপর্বে ব্রিটিশ শাসকদের প্রতি জাতীয় কংগ্রেসের নীতি কীরূপ ছিল ?
উত্তর :-আবেদন - নিবেদন নীতি। 

২৪. নরমপন্থী কাদের বলা হত ?
উত্তর :-সূচনাকাল অর্থাৎ ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ ব্রিটিশদের প্রতি আন্দোলনের পরিবর্তে আবেদন - নিবেদন নীতি গ্রহণ করেছিলেন। এই নরমপন্থার জন্য জাতীয় কংগ্রেসের প্রথম যুগের নেতৃবৃন্দকে নরমপন্থী বলা হয়। 

২৫. '' তিন দিনের তামাশা '' কাকে বলা হত ?
উত্তর :-প্রতি বছর জাতীয় কংগ্রেসের অধিবেশন হত তিন দিন যাবৎ। এই তিন দিনের অধিবেশনকেই অনেকে ব্যাঙ্গ করে বলেন '' তিন দিনের তামাশা। ''

২৬. অধিকাংশ নরমপন্থীদের কাছে ব্রিটিশ শাসন ছিল '' বিধির বিধান '' - সত্য / মিথ্যা। 
উত্তর :-সত্য। 

২৭.  A Nation in Making - গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর :-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

২৮. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী ?
উত্তর :- A Nation in Making 

২৯. সিভিল সার্ভিস সংক্রান্ত বিষয়ে নরমপন্থীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল / করেনি। 
উত্তর :-করেছিল। 

৩০. সিভিল সার্ভিস সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের নরমপন্থীদের মূল দাবি কী ছিল ?
উত্তর :-সিভিল সার্ভিস সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের নরমপন্থীদের মূল দুটি দাবী ছিল - (ক ) সিভিল সার্ভিস পরীক্ষার বয়স ১৯ এর বদলে ২৩ করতে হবে। 
( খ ) লন্ডনের সাথে সাথে ভারতেও এই পরীক্ষাটি নিতে হবে। 

৩১.অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল প্রবক্তা কে ছিলেন ?
উত্তর :-দাদাভাই নৌরজি। 

৩২. অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তাদের নাম কর। 
উত্তর :-দাদাভাই নৌরজি , মহাদেব গোবিন্দ রানাডে , রমেশচন্দ্র দত্ত। 

৩৩. নরমপন্থীদের মধ্যে একজন মুসলিম নেতৃত্বের নাম কর। 
উত্তর :-বদরুদ্দিন তৈয়াবজি। 

৩৪. কোন সময়কালকে কংগ্রেসের নরমপন্থী যুগ বলা হয় ?
উত্তর :-১৮৮৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকাল থেকে ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময়কাল পর্যন্ত। 

৩৫. নরমপন্থীদের আবেদন - নিবেদন নীতিকে চরমপন্থীরা কী বলে ব্যাঙ্গ করতো ?
উত্তর :-'' তিন দিনের তামাশা '' , '' রাজনৈতিক ভিক্ষাবৃত্তি '' ইত্যাদি। 

৩৬. কয়েকজন প্রধান চরমপন্থী নেতার নাম কর। 
উত্তর :-বিপিনচন্দ্র পাল , বাল গঙ্গাধর তিলক , লালা লাজপত রাই , অরবিন্দ ঘোষ - প্রমুখ। 

৩৭. '' লাল - বাল - পাল '' নামে কারা পরিচিত ছিলেন ?
উত্তর :-লালা লাজপত রাই , বাল গঙ্গাধর তিলক , বিপিনচন্দ্র পাল। 

৩৮. প্রধানতঃ কোন প্রদেশ গুলিকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে চরমপন্থার বিকাশ ঘটে ?
উত্তর :-বাংলা , মহারাষ্ট্র ও পাঞ্জাব। 

৩৯. চরমপন্থী কাদের বলা হত ?
উত্তর :-কংগ্রেসের মধ্যে একদল নেতৃত্ব নরমপন্থীদের আবেদন - নিবেদন নীতির তীব্র বিরোধী ছিলেন ; তাঁরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ গণ আন্দোলনের পক্ষপাতী ছিলেন ; তাঁদের মূল দাবি ছিল '' স্বরাজ। '' কংগ্রেসের এই সকল নেতৃবৃন্দকে বলা হত চরমপন্থী। চরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন -  বিপিনচন্দ্র পাল , বাল গঙ্গাধর তিলক , লালা লাজপত রাই , অরবিন্দ ঘোষ - প্রমুখ। 

৪০. মহারাষ্ট্রে কার নেতৃত্বে '' শিবাজি উৎসব '' চালু হয় ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক।       

৪১. বন্দে-মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে কাদের মধ্যে বিরোধ তৈরী হয় ?
উত্তর :- অরবিন্দ ঘোষ , বিপিনচন্দ্র পাল ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মধ্যে। 

৪২. মহারাষ্ট্রের পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল ?
উত্তর :- নরমপন্থী গোপালকৃষ্ণ গোখলের সাথে চরমপন্থী তিলকের। 

৪৩. লর্ড কার্জন কবে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন ?
উত্তর :- ১৯০৪ খ্রিস্টাব্দে। 

৪৪. বঙ্গভঙ্গ বা বাংলা ভাগের পরিকল্পনা কার ছিল ?
উত্তর :- লর্ড কার্জন। 

৪৫. কে প্রতাপাদিত্য উৎসব চালু করেন ?
উত্তর :- সরলা দেবী চৌধুরানী। 

৪৬. আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য কী ছিল ?
উত্তর :- স্বরাজ অর্জন করা। 

৪৭. স্বরাজ - শব্দের অর্থ কী ?
উত্তর :- চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পাল মনে করতেন স্বরাজ শব্দের অর্থ চূড়ান্ত স্বাধীনতা। 

৪৮. '' জীবনের ঝরাপাতা '' গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- সরলাদেবী চৌধুরানী। 

৪৯. কবে , কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে ?
উত্তর :- ১৯০৭ খ্রিস্টাব্দে , সুরাট অধিবেশনে। 

৫০. কোন নরমপন্থী নেতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদে কংগ্রেসের অধিবেশন আয়োজন করেন ?
উত্তর :- ফিরোজ শাহ মেহেতা। 

৫১. ১৯০৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশন কোথায় হয় ?
উত্তর :- কোলকাতায়। 

৫২. ১৯০৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের কোলকাতা অধিবেশনের তাৎপর্য কী ছিল ?
উত্তর :- এই অধিবেশনে চরমপন্থীদের প্রধান চারটি প্রস্তাব জাতীয় কংগ্রেসের কর্মসূচী হিসেবে গৃহীত হয়। এই প্রস্তাবগুলি ছিল -  
(ক) স্বরাজ , (খ ) স্বদেশী , (গ ) বয়কট ও (ঘ ) জাতীয় শিক্ষা। 

৫৩. কোলকাতা অধিবেশনে চরমপন্থীদের অন্যতম প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক। 

৫৪. কার , কোন রচনায় জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিভাজনের বিষয়টির বর্ণনা পাওয়া যায় ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরের '' যজ্ঞভঙ্গ '' প্রবন্ধে। 

৫৫. কার , কোন পরিকল্পনা বা নীতির বিরুদ্ধে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয় ?
উত্তর :- লর্ড কার্জনের বাংলা বিভাজনের প্রস্তাবের বিরুদ্ধে। 

৫৬. লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবের মূল উদ্দেশ্য কী ছিল ?
উত্তর :- বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করে দেওয়া। 

৫৭. কবে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয় ?
উত্তর :- ১৮৭৪ খ্রিস্টাব্দে। 

৫৮. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয় ?
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ শে জুলাই। 

৫৯. কোন দিন বঙ্গ বিভাজনের পরিকল্পনা বাস্তবায়ন করা হয় ?
অথবা , কবে বঙ্গভঙ্গ হয় ?
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর। 

৬০. ভারতমাতা - ছবিটি কার আঁকা ?
উত্তর :- অবনীন্দ্রনাথ ঠাকুর।   

৬১. রাখীবন্ধন উৎসব প্রচলন কে করেন ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর। 

৬২. কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধন উৎসব প্রচলন করেন ?
উত্তর :- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হিন্দু - মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে। 

৬৩. কোন দিন রাখীবন্ধন উৎসব পালিত হয় ?
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর অর্থাৎ বঙ্গভঙ্গের দিন। 

৬৪. '' বাংলার মাটি , বাংলার জল ........... বাংলার বায়ু , বাংলার ফল '' - বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে এই গানটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর। 

৬৫. স্বদেশী ও বয়কট পরস্পর সম্পর্কিত / সম্পর্কিত নয়। 
উত্তর :- পরস্পর সম্পর্কিত। 

৬৬. স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো ?
উত্তর :- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়কালে বাংলার মানুষ ব্রিটিশ পণ্য বর্জন করে। একে বলা হয় বয়কট। আবার সেই পণ্যের শুন্যস্থান পূরণ করতে দেশীয় পণ্যের উৎপাদনের ও ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়। একে বলা হয় স্বদেশী। 

৬৭. বঙ্গলক্ষী কটন মিলস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৯০৬ খ্রিস্টাব্দে। 

৬৮. স্বদেশী আন্দোলনকালে সবচেয়ে সফল দেশীয় শিল্প প্রতিষ্ঠান কোনটি ছিল ?
উত্তর :- বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। 

৬৯. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল - কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 

৭০. '' ব্যাধি ও প্রতিকার '' - প্রবন্ধটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।  

৭১. শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :-রবীন্দ্রনাথ ঠাকুর। 

৭২. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?
উত্তর :-১৯০৬ খ্রিস্টাব্দে। 

৭৩. জাতীয় শিক্ষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেসকল প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে - তাদের কয়েকটির নাম লেখ। 
উত্তর :-বেঙ্গল ন্যাশনাল কলেজ , বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট , সোনারঙ জাতীয় বিদ্যালয় - ইত্যাদি। 

৭৪. স্বদেশী আন্দোলনের ধারা ধীরে ধীরে কোন আন্দোলনের ধারায় পরিবর্তিত হতে থাকে ? 
উত্তর :-সন্ত্রাসবাদী ধারা। 

৭৫. মহারাষ্ট্রে কার নেতৃত্বে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয় ?
উত্তর :-বাসুদেও বলবন্ত ফাদকে। 

৭৬. বাংলায় প্রতিষ্ঠিত বিপ্লবী গুপ্ত সমিতিগুলির মধ্যে কোন গুলি প্রধান ছিল ?
উত্তর :-অনুশীলন সমিতি , যুগান্তর দল - ইত্যাদি। 

৭৭. কবে , কার নেতৃত্বে , কোথায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :-১৯০২ খ্রিস্টাব্দে , সতীশ্চন্দ্র বসুর নেতৃত্বে , কলকাতায়। 

৭৮. বাংলায় গুপ্তসমিতিগুলি প্রধানতঃ কোন সময়কালে গড়ে উঠতে থাকে ?
উত্তর :-১৯০৫ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে। 

৭৯. কবে , কার নেতৃত্বে , কোথায় '' ঢাকা অনুশীলন সমিতি '' প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :-১৯০৬ খ্রিস্টাব্দে , পুলিনবিহারী দাসের নেতৃত্বে , ঢাকায়। 

৮০. কোন পত্রিকা ছিল বাংলার বিপ্লবী দলগুলির আন্দোলনের  মুখপত্র ?
উত্তর :-যুগান্তর পত্রিকা।        

৮১. বৈপ্লবিক আন্দোলনের অংশ হিসেবে কোলকাতার কোথায় বোমা তৈরির কারখানা হয় ?
উত্তর :-মানিকতলায়। 

৮২. ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কাকে হত্যা করার চেষ্টা করেন ?
উত্তর :-বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড - কে।

৮৩. কবে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড - কে হত্যা করার চেষ্টা করেন ?
উত্তর :-১৯০৮ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল। 

৮৪. কিংসফোর্ড - কে হত্যা করার উদ্যোগ সফল হয়েছিল / হয়নি। 
উত্তর :-হয়নি। 

৮৫. মর্লে - মিন্টো শাসন সংস্কার কবে প্রবর্তিত হয় ?
উত্তর :-১৯০৯ খ্রিস্টাব্দে। 

৮৬. মর্লে কে ছিলেন ?
উত্তর :-ভারত সচিব।  

৮৭. মিন্টো - কে ছিলেন ?
উত্তর :-ভারতের বড়লাট।   

৮৮. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে প্রণীত হয় ?
উত্তর :-১৯০৯ খ্রিস্টাব্দে। 

৮৯. মর্লে - মিন্টো শাসন সংস্কার অপর কী নামে পরিচিত ?
উত্তর :-ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯। 

৯০. কবে বঙ্গভঙ্গ রদ করা হয় ?
উত্তর :-১৯১১ খ্রিস্টাব্দে। 

৯১. কবে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় ?
উত্তর :-১৯১১ খ্রিস্টাব্দে। 

৯২. বাঘা যতীনের পুরো নাম কী ছিল ?
উত্তর :-যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 

৯৩. কে জার্মানি থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন ?
উত্তর :-যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। 

৯৪. উত্তর ভারতে কাদের উদ্যোগে বিপ্লবী কার্যকলাপ চলতে থাকে ?
উত্তর :-গদর দলের উদ্যোগে। 

৯৫. বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর বিপ্লবী কার্যকলাপ বন্ধ হয়ে যায়।  ঠিক / ভুল। 
উত্তর :-ভুল। 

৯৬. কোথায় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন ?
উত্তর :-মজঃফরপুরে। 

৯৭. ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ড ভেবে যার উপর বোমা নিক্ষেপ করেছিলেন তিনি আসলে কে ছিলেন ?
উত্তর :-মিস্টার ও মিসেস কেনেডি। 

৯৮. কিভাবে প্রফুল্ল চাকীর মৃত্যু হয় ?
উত্তর :-কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন এবং পুলিশের হাত এড়াতে প্রফুল্ল চাকী নিজেকে গুলি করে হত্যা করেন। 

৯৯. '' একবার বিদায় দে মা , ঘুরে আসি '' - গানটি কার স্মরণে লেখা হয় ?
উত্তর :-ক্ষুদিরাম বসু।               
     
অন্যান্য প্রশ্ন :-

১. কোন সময়কালকে কেন '' সভা সমিতির যুগ '' বলা হয় ? ( পৃষ্ঠা ৯৭ )   

২. ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে যা জানো লেখ। (পৃষ্ঠা ৯৮)

৩. টীকা : হিউম - ডাফরিন ষড়যন্ত্র। (পৃষ্ঠা ৯৮ )

৪. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও জাতীয় সম্মেলন সম্পর্কে যা জানো লেখ। ( পৃষ্ঠা ৯৮ )                      

Share
Tweet
Pin
Share