VIII HISTORY 7TH CHAPTER MCQ & SAQ

VIII HISTORY 7TH CHAPTER MCQ & SAQ

১. ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম নেতৃত্ব কে ছিলেন ?
Ans - মোহনদাস করমচাঁদ গান্ধী। 

২. ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগে গান্ধীজি কোথায় সত্যাগ্রহ আন্দোলন চালিয়েছিলেন ?
Ans - দক্ষিণ আফ্রিকায়। 

৩. দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির আন্দোলন ছিল মূলতঃ কিসের বিরুদ্ধে ?
ভারতে ইংরেজদের শোষণ /  প্রথম বিশ্বযুদ্ধের বিরোধিতা /  বর্ণ বৈষম্য এর বিরুদ্ধে / ভারতের স্বাধীনতার স্বপক্ষে। 
Ans - বর্ণ বৈষম্য এর বিরুদ্ধে। 

৪. সত্যাগ্রহ ও অহিংসা - এই আদর্শ দুটির প্রবক্তা কে ?
Ans - মোহনদাস করমচাঁদ গান্ধী। 

৫. সত্যাগ্রহ ও অহিংসা - এই আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত / পরস্পর সম্পর্কিত নয়। 
Ans - পরস্পর সম্পর্কিত। 

৬. সত্যাগ্রহ শব্দের অর্থ কী ?
Ans - গান্ধীজি মনে করতেন , সত্যের খোঁজ করাই মানবজীবনের চূড়ান্ত লক্ষ্য। সত্যের প্রতি নিষ্ঠা বা সত্যের প্রতি আগ্রহই হল সত্যাগ্রহ। 

৭. কবে , কোন প্রবন্ধে গান্ধীজি তাঁর স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলোকে স্পষ্ট করে বিশ্লেষণ করেছিলেন ?
Ans - ১৯০৯ খ্রিস্টাব্দে ; হিন্দ স্বরাজ - নামক রচনায়। 

৮. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার কবে প্রবর্তিত হয় ?
Ans - ১৯১৯ খ্রিস্টাব্দে। 

৯. মন্টেগু কে ছিলেন ?
Ans - ১৯১৯ খ্রিস্টাব্দে ভারত সচিব। 

১০. চেমসফোর্ড কে ছিলেন ?
Ans - ১৯১৯ খ্রিস্টাব্দে ভারতের বড়লাট। 

১১. '' স্বরাজ সাধন '' প্রবন্ধটির লেখক কে ?
Ans - রবীন্দ্রনাথ ঠাকুর। 

১২. কবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন ?
Ans - ১৯১৫ খ্রিস্টাব্দে। 

১৩. ভারতে আসার পর গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম তিনটি আঞ্চলিক পর্যায়ের সত্যাগ্রহ আন্দোলনগুলি কী কী ছিল ?
Ans - বিহারের চম্পারণে নীল চাষীদের সপক্ষে আন্দোলন ; গুজরাটের খেড়া জেলায় কৃষকদের সমর্থনে আন্দোলন ; আমেদাবাদে শ্রমিকদের মজুরি বৃদ্ধির সপক্ষে আন্দোলন। 

১৪. রাওলাট আইন কবে পাশ হয় ?
Ans - ১৯১৯ খ্রিস্টাব্দে। 

১৫. রাওলাট আইনের বিরোধীতায় কবে ভারতে সাধারণ ধর্মঘট পালিত হয় ?
Ans - ১৯১৯ খ্রিস্টাব্দের ৬ ই এপ্রিল। 

১৬. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে সংগঠিত হয় ?
Ans - ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ ই এপ্রিল। 

১৭. জালিয়ানওয়ালাবাগে কার নির্দেশে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয় ?
Ans - মাইকেল ও'ডায়ার। 

১৮. কে , কোন ঘটনার প্রতিবাদে '' স্যার '' উপাধি ত্যাগ করেন ?
Ans - রবীন্দ্রনাথ ঠাকুর ; জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে। 

১৯. গান্ধীজির পরিচালনাধীন প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি ছিল ?
Ans - রাওলাট সত্যাগ্রহ ১৯১৯ সালে। 

২০. রাওলাট সত্যাগ্রহের পর গান্ধীজির পরিচালনাধীন তিনটি সর্বভারতীয় আন্দোলন কী কী  ছিল ?  
Ans - অহিংস অসহযোগ আন্দোলন ; আইন অমান্য আন্দোলন ; ভারত ছাড়ো আন্দোলন। 

২১. কবে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় ?
Ans - ১৯২১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। 

২২. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় ?
Ans - চৌরিচৌরা ঘটনা। 

২৩. চৌরিচৌরা ঘটনাটি কোথায় ঘটে ?
Ans - উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে। 

২৪. চৌরিচৌরা ঘটনাটি কবে ঘটে ?
Ans - ১৯২২ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারী। 

২৫. প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন -- ভারত / ইংল্যান্ড / তুরস্ক / দক্ষিণ আফ্রিকা - র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ?
Ans - তুরস্ক। 

২৬. কবে খিলাফৎ কমিটি গড়ে ওঠে ?
Ans - ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে। 

২৭. খিলাফৎ কমিটির প্রধান কে ছিলেন ?
Ans - মহাত্মা গান্ধী। 

২৮. প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে ইসলাম জগতের খলিফা কে ছিলেন ?
Ans - তুরস্কের সুলতান। 

২৯. কংগ্রেসের মধ্যে কারা গান্ধীজির পন্থা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ?
Ans - চিত্তরঞ্জন দাস ও মোতিলাল নেহেরু। 

৩০. কারা কবে '' কংগ্রেস - খিলাফৎ স্বরাজ্য দল '' তৈরী করেন ?
Ans - ১৯২২ খ্রিস্টাব্দের শেষের দিকে চিত্তরঞ্জন দাস ও মোতিলাল নেহেরু।

৩১. চিত্তরঞ্জন দাশ কবে মারা যান ?
Ans - ১৯২৫ খ্রিস্টাব্দে।

৩২. কবে সাইমন কমিশন গঠিত হয় ?
Ans - ১৯২৭ খ্রিস্টাব্দে।

৩৩. কী উদ্দেশ্যে সাইমন কমিশন গঠিত হয় ?
Ans - ভারতীয়দের সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্য।

৩৪. কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয় ?
Ans - স্যার জন সাইমন।

৩৫. ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করেছিল কেন ?
Ans - সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না।

৩৬. কবে কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করে ?
Ans - ১৯২৯ খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে।

৩৭. কবে , কোথায় আইন অমান্য আন্দোলন শুরু হয় ?
Ans - ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ ই এপ্রিল গুজরাটের ডান্ডিতে গান্ধীজি সমুদ্রের জল থেকে লবণ তৈরী করে প্রতীকীভাবে আইন অমান্য আন্দোলন শুরু করেন।

৩৮. ভারতের উত্তর - পশ্চিম সীমান্তে কার নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সংগঠিত হয় ?
Ans - খান আবদুল গফ্ফর খান।

৩৯. খান আবদুল গফ্ফর খান কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কী ?
Ans - খুদা - ই - খিদমদগার। ( এর অর্থ ঈশ্বরের সেবক )

৪০. খান আবদুল গফ্ফর খান -এর অনুগামীরা কী নামে পরিচিত ছিলেন ?
Ans - লালকুর্তা বা লালকুর্তা বাহিনী।

৪১. কে  ''সীমান্ত গান্ধী '' নামে পরিচিত ?
Ans - খান আবদুল গফ্ফর খান।

৪২. নাগা অঞ্চলে কার নেতৃত্বে আইন অমান্য আন্দোলন পরিচালিত হয় ?
Ans - তরুণী রানী গিদালো।

৪৩. সিলেট , ময়মনসিংহ - ইত্যাদি অঞ্চলে আইন অমান্য আন্দোলন ও কৃষক আন্দোলন সংগঠিত হয় ?
Ans - মৌলানা আবদুল হামিদ খান ভাসানি।

৪৪. গান্ধি - আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
Ans - ১৯৩১ খ্রিস্টাব্দের ৪ ই মার্চ।

৪৫. গান্ধি - আরউইন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
Ans - গান্ধীজি ও লর্ড আরউইন - এর মধ্যে।

৪৬. কোন চুক্তি অনুসারে স্থির হয় যে গান্ধীজি লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেবেন ?
Ans - গান্ধী - আরউইন চুক্তি ১৯৩১ ।

৪৭. কবে , কোথায় প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ?
Ans - ১৯৩০ খ্রিস্টাব্দে , লন্ডনে।

৪৮. প্রথম গোলটেবিল বৈঠকের মূল আলোচনার বিষয় কী ছিল ?
Ans - সাইমন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করা।

৪৯. দ্বিতীয় দফায় আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?
Ans - ১৯৩২ খ্রিস্টাব্দে।

৫০. কবে আইন অমান্য আন্দোলন নিঃশর্তভাবে তুলে নেওয়া হয় ?
Ans - ১৯৩৪ খ্রিস্টাব্দের মে মাসে।

৫১. মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন ?
Ans - সূর্য সেন।

৫২. চট্টগ্রামে কার নেতৃত্বে বিপ্লবী আন্দোলনের সূত্রপাত ঘটে ?
Ans - মাস্টারদা সূর্য সেন।

৫৩. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক কে ছিলেন ?
Ans - মাস্টারদা সূর্য সেন।

৫৪. কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অভিযান সংগঠিত হয়েছিল ?
Ans - ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ ই এপ্রিল।

৫৫. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পর বিদ্রোহীরা কোথায় আশ্রয় গ্রহণ করেন ?
Ans - জালালাবাদ পাহাড়ে।

৫৬. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ও জালালাবাদ পাহাড়ে যুদ্ধের ক্ষেত্রে সূর্য সেনের কয়েকজন সঙ্গীর নাম করো।
Ans - গণেশ ঘোষ , অনন্ত সিং , লোকনাথ বল , নির্মল সেন , হিমাংশু সেন , বিনোদ দত্ত।

৫৭. কবে সূর্য সেনের ফাঁসি হয় ?
Ans - ১৯৩৪ খ্রিস্টাব্দের ১২ ই জানুয়ারি।

৫৮. অলিন্দ অভিযান কবে সংগঠিত হয় ?
Ans - ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর।

৫৯. অলিন্দ যুদ্ধে অংশগ্রহণকারী বিপ্লবী কারা ছিলেন ?
Ans - বিনয় বসু , বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত।

৬০. রাইটার্স বিল্ডিং আক্রমণ করে বিপ্পবীরা ( বিনয় - বাদল - দীনেশ ) কাকে হত্যা করেন ?
Ans -  কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসন - সহ আরো দুজনকে।    

৬১. অলিন্দ যুদ্ধ চলাকালীন কে আত্মহত্যা করেন ?
Ans. বাদল গুপ্ত। 

৬২. অলিন্দ যুদ্ধে অংশগ্রহণকারী কোন বিপ্লবীর ফাঁসি হয় ?
Ans. দীনেশ গুপ্ত। 

৬৩. ভগৎ সিং কোন সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans. নওজোয়ান ভারত সভা। 

৬৪. কাকোরি ষড়যন্ত্র মামলা কবে , কাদের বিরুদ্ধে , কেন - করা হয় ?
Ans. ১৯২৫ খ্রিস্টাব্দে , ভগৎ সিং ও তাঁর সহযোগী রামপ্রসাদ বিশমিল , আসকাফ উল্লাহ প্রমুখের বিরুদ্ধে কাকোরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে। 

৬৫. কাকোরি ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি হয় ?
Ans. রামপ্রসাদ বিশমিল , আসকাফ উল্লাহ সহ চারজনের। 

৬৬. ভগৎ সিং কোন পুলিশ সুপারকে , কেন হত্যা করেছিলেন ?
Ans. লালা লাজপত রাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার স্যান্ডার্স কে হত্যা করেন। 

৬৭. কারা , কবে কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপ করেন ?
Ans. ১৯২৯ খ্রিস্টাব্দের ৮ ই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। 

৬৮. কবে , কেন লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় ? 
Ans. কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপ করার অভিযোগে ১৯২৯ খ্রিস্টাব্দে ভগৎ সিং ও তাঁর সহযোগী বটুকেশ্বর দত্ত , সুখদেব ও রাজগুরুর বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়। 

৬৯. ভগৎ সিং ও তাঁর সহযোগীদের স্লোগান কী ছিল ?
Ans. ইনকিলাব জিন্দাবাদ। 

৭০. ইনকিলাব জিন্দাবাদ কথাটির অর্থ কী ?
Ans. বিপ্লব দীর্ঘজীবী হোক। 

৭১. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দে। 

৭২. '' করেঙ্গে ইয়া মরেঙ্গে '' - কথাটি কার ?
Ans. মহাত্মা গান্ধী। 

৭৩.  '' করেঙ্গে ইয়া মরেঙ্গে ''  আহ্বানটি কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ?
Ans. ভারত ছাড়ো আন্দোলন। 

৭৪. ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন কোন দিন আন্দোলনের প্রথম সারির নেতাদের গ্রেপ্তার করা হয় ?
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ ই আগস্ট। 

৭৫. কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সরকারগুলি প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন। 

৭৬. কবে , কার নেতৃত্বে , কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দে , সতীশ্চন্দ্র সামন্ত - র নেতৃত্বে মেদিনীপুরের তমলুক মহকুমায়। 

৭৭. কতদিন পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকে ছিল ?
Ans. ১৯৪৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস পর্যন্ত। 

৭৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কে একতরফাভাবে ভারতকে '' যুদ্ধ রত '' দেশ হিসাবে ঘোষণা করেন ?
Ans. ভাইসরয় লর্ড লিনলিথগো ১৯৪২ খ্রিস্টাব্দে। 

৭৯. ক্রিপস মিশন কবে ভারতে আসে , কার নেতৃত্বে ? 
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দে , স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এর নেতৃত্বে। 

৮০. রাজনৈতিক জীবনের শুরু থেকেই সুভাষচন্দ্র বসু ছিলেন পূর্ণ স্বরাজ এর সমর্থক। ঠিক / ভুল। 
Ans. ঠিক। 

৮১. কোন আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সুভাষচন্দ্রকে প্রথম জেলে যেতে হয় ?
Ans. অসহযোগ আন্দোলনে। 

৮২. কার নেতৃত্বে সুভাষচন্দ্র রাজনীতিতে অংশগ্রহণ করেন ?
Ans. চিত্তরঞ্জন দাশ। 

৮৩. কবে চিত্তরঞ্জন দাশের মৃত্যু হয় ?
Ans. ১৯২৫ খ্রিস্টাব্দে। 

৮৪. কবে , কোন অধিবেশনে সুভাষচন্দ্রের সাথে গান্ধীজির সংঘাত শুরু হয় ?
Ans. ১৯২৮ খ্রিস্টাব্দে , কোলকাতা অধিবেশনে। 

৮৫. কবে সুভাষচন্দ্র আই সি এস পরীক্ষায় উত্তীর্ণ হন ?
Ans. ১৯২০ খ্রিস্টাব্দে , তিনি চতুর্থ স্থান অধিকার করেন। 

৮৬. সুভাষচন্দ্র কোন কলেজে ভর্তি হয়েছিলেন ? কেন তাঁকে সেখান থেকে বিতাড়িত করা হয় ?
Ans. প্রেসিডেন্সি কলেজ। ইংরেজির অধ্যাপক ই এফ ওটেন - কে ঘিরে একটি ছাত্র বিক্ষোভ তৈরী হয়। এই বিক্ষোভের জেরে সুভাষ ও কয়েকজন সহপাঠীকে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত করা হয়। 

৮৭. কোন কলেজ থেকে সুভাষ চন্দ্র বি এ পাস করেন ?
Ans. স্কটিশ চার্চ কলেজ থেকে। 

৮৮. ইংল্যান্ডে সুভাষচন্দ্র কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ?
Ans. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। 

৮৯. কবে , ইতালির কোন রাষ্ট্র নায়কের সাথে সুভাষের সাক্ষাৎ ঘটে ?
Ans. ১৯৩২ খ্রিস্টাব্দে , বেনিটো মুসোলিনি। 

৯০. কংগ্রেসের হরিপুরা অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
Ans. ১৯৩৮ খ্রিস্টাব্দে।      

৯১. ১৯৩৮ খ্রিস্টাব্দে কংগ্রেসের তাৎপর্যপূর্ণ ঘটনা কী ছিল ? 
জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু সভাপতির পদে নির্বাচিত হন। 

১০০. কে , কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন ?
সুভাষচন্দ্র বসু ১৯৩৯ খ্রিস্টাব্দে। 

১০১. কে , কবে বাংলায় হলওয়েল মনুমেন্ট সরানোর দাবিতে আন্দোলন শুরু করেন ?
সুভাষচন্দ্র বসু , ১৯৩৯ খ্রিস্টাব্দে। 

১০২. কেন সুভাষচন্দ্র বসু হলওয়েল মনুমেন্ট সরানোর দাবীতে আন্দোলন শুরু করেছিলেন ?
হলওয়েল বর্ণিত অন্ধকূপ হত্যার সত্যতা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন ছিল। অনেকেই মনে করতেন সিরাজ উদ দৌলার নামে অপবাদ দেওয়ার জন্যই হলওয়েল ঐ কথা বলেছিলেন। ফলে হলওয়েল মনুমেন্ট টি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক হয়ে উঠেছিল। 

১০৩. কে , কবে , কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ?
রাসবিহারী বসু , ১৯৪২ খ্রিস্টাব্দে , সিঙ্গাপুরে। 

১০৪. রাসবিহারী বসুর সহযোগী কে ছিলেন ?
ক্যাপ্টেন মোহন সিং। 

১০৫. রাসবিহারী বসু কাকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব অর্পণ করেন ?
সুভাষচন্দ্র বসুকে। 

১০৬. কে , কবে , কোথায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন ?
সুভাষচন্দ্র বসু , ১৯৪৩ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর , সিঙ্গাপুরে। 

১০৭. আজাদ হিন্দ সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ?
সুভাষচন্দ্র বসু। 

১০৮. কবে , কোন ছদ্মবেশে সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেছিলেন ?
১৯৪১ খ্রিস্টাব্দের ১৬ ই জানুয়ারী মধ্যরাতে ৩৮/২ এলগিন রোডের বাড়ি থেকে মহম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে। 

১০৯. সুভাষচন্দ্রকে এলগিন রোডের বাড়ি থেকে পলায়ন করতে সাহায্য করেছিলেন ?
ভাইপো শিশির কুমার বসু। 

১১০. কোন স্টেশন থেকে , কোন ট্রেনে চেপে সুভাষচন্দ্র পলায়ন করেছিলেন ?
গোমো স্টেশন থেকে , দিল্লি - কালকা মেল। 

১১১. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কী ছিল ?
ঝাঁসির রানী বাহিনী। 

১১২. ঝাঁসির রানী বাহিনীর প্রধান কে ছিলেন ?
ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। 

১১৩. '' দিল্লি চলো '' - কার আহ্বান ছিল ?
সুভাষচন্দ্র বসু। 

১১৪. আজাদ হিন্দ বাহিনী কবে প্রথম ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে ?
১৯৪৪ খ্রিস্টাব্দের ১৯ মার্চ। 

১১৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোনঠাসা হয়ে পরে।  ঠিক / ভুল। 
ঠিক। 

১১৬. কোন ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে মনে করা হয় ?
তাইওয়ানে ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ ই আগস্ট তাইহোকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায়। 

১১৭. আজাদ হিন্দ বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয় ?
পি কে সেহগাল , জি এস ধিলোঁ , শাহনওয়াজ খান। 

১১৮. আজাদ হিন্দ বাহিনীর বিচার কোথায় শুরু হয় ?
দিল্লির লালকেল্লায়। 

১১৯. নৌ বিদ্রোহ কবে শুরু হয় ?
১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ - ২৩ ফেব্রুয়ারী। 

১২০. কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয় ?
তলোয়ার জাহাজে।
 
১২১. রশিদ আলী দিবস কবে পালিত হয় ?
১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারী। 

১২২. কংগ্রেস নৌ বিদ্রোহীদের সমর্থন করে।  ঠিক / ভুল। 
ভুল। 

১২৩. মহাত্মা গান্ধী নৌ বিদ্রোহীদের সমর্থন করেন। ঠিক / ভুল। 
ভুল।                                             

     
  
           

To be continued .............
  


Share
Tweet
Pin
Share