VII HISTORY 7TH CHAPTER .

 ইতিহাস , সপ্তম অধ্যায় :-


১. সুলতানি যুগের প্রথম দিকে ভারতের কোথায় - কোথায় শিল্পাঞ্চল গড়ে উঠেছিল ?
বাংলা ও গুজরাটে। 

২. গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা কিসের ছিল ?
আম। 

৩. গ্রামে কারিগরী শিল্প চলতো কিসের ভিত্তিতে ?
কৃষিজাত পণ্যের ভিত্তিতে। 

৪. সুলতানি আমলে জিনিসপত্রের সবচেয়ে কম দামের নজির কার আমলে পাওয়া যায় ?
ইব্রাহিম লোদির রাজত্বকালে। 

৫. সুলতানি আমলে পরিবার ছিল - একক পরিবার কেন্দ্রিক / যৌথ পরিবারভিত্তিক / কোনোটিই নয়। 
যৌথ পরিবারভিত্তিক। 

৬. মধ্যযুগে কোন খেলা সবচেয়ে জনপ্রিয় ছিল ?
কুস্তি। 

৭. মধ্যযুগে '' বাঁটুল ছোঁড়া '' খেলাটি কোথায় প্রচলিত ছিল ?
বাংলায়। 

৮. মধ্যযুগে দিন রাতের সময় বোঝানোর জন্য সমস্ত দিন রাতকে ক'টি প্রহর এ ভাগ করা হত ?
আটটি প্রহরে। 

৯. প্রত্যেকটি প্রহর কত ঘন্টার ছিল ?
তিন ঘন্টা। 

১০. কার আমলে ঘন্টা দিয়ে সময় জানান দেওয়ার জন্য আলাদা দফতর ছিল ?
সুলতান ফিরোজ শাহ তুঘলক। 

১১. মধ্যযুগে ভারতে ধর্মের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কী ছিল ?
ভক্তিবাদ ও সুফিবাদের প্রসার। 

১২. ভক্তিবাদের মূলকথা কী ছিল ?
ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। 

১৩. ভক্তিবাদের প্রধান বৈশিষ্ট কী ছিল ?
ভক্তিবাদের দুটি প্রধান বৈশিষ্ট ছিল - 
(ক ) ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা। 
(খ ) ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে দিয়ে ভক্তিকেই প্রাধান্য দেওয়া। 

১৪. ভক্তিবাদের কয়েকজন প্রচারকের নাম কর। 
নামদেব , জ্ঞানেশ্বর , তুকারাম , রামানন্দ , কবির , নানক , শঙ্করদেব , চৈতন্যদেব , মীরাবাঈ - প্রমুখ। 

১৫. কার আমলে লঙ্গরখানা চালু হয় ?
গুরু নানক। 

১৬. নানকের দর্শন ও বাণীর উপর ভিত্তি করে কোন ধর্ম গড়ে ওঠে ?
শিখ ধর্ম। 

১৭. শিখ ধর্মে মোট কতজন গুরুর উল্লেখ পাওয়া যায় ?
১০ জন। 

১৮. শিখদের প্রথম গুরু কে ছিলেন ?
গুরু নানক। 

১৯. শিখদের ধর্মগ্রন্থের নাম কী ?
গুরুগ্রন্থসাহিব। 

২০ শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কোন লিপিতে লেখা ?
গুরুমুখি। 

২১. মীরাবাঈ রচিত ভক্তিগীতির সংখ্যা কত ?
পাঁচশোরও বেশি। 

২২. কবীর ছিলেন একজন ভক্তিবাদী / সুফিবাদী। 
ভক্তিবাদী। 

২৩. কবীরের জন্ম কোথায় হয় ?
বারাণসীতে এক মুসলিম তাঁতি পরিবারে তিনি পালিত হন। 

২৪. কবীরের লেখা ভক্তিমূলক পঙক্তিগুলোকে কী বলে ?
দোহা। 

২৫. কবীরের দোহাগুলি কোন গ্রন্থে স্থান পেয়েছে ?
শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরুগ্রন্থসাহিব - এ। 

২৬. সুফিবাদ মূলতঃ কাদের মধ্যে প্রচলিত ছিল ?
সেইসকল মুসলিমদের মধ্যে যাঁরা ধর্মীয় আইন কানুনের বাইরে গিয়ে ঈশ্বরকে নিজের মত করে আরাধনার পথ খুঁজছিলেন। 

২৭. কোন সময়কালে সুফিবাদ ভারতে জনপ্রিয় হয়ে ওঠে ?
খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে। 

২৮. সুফি - কথাটির অর্থ কী ?
অনেকের মতে সুফি কথাটি আসে '' সুফ '' থেকে। আরবিতে যার অর্থ পশমের তৈরী একটুকরো সাদা কাপড়। 

২৯. হঠযোগের অভ্যাস সুফিসাধকরা কাদের কাছ থেকে পেয়েছিল ?
নাথপন্থীদের কাছ থেকে। 

৩০. ভারতে কোন দুটি সুফি সম্প্রদায় জনপ্রিয় ছিল ?
সুহরাবর্দি ও চিশতি। 

৩১. ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
শেখ নিজামউদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি। 

৩২. সুফি সাধকদের আশ্রমগুলি কী নামে পরিচিত ছিল ?
খানকা। 

৩৩. সুহরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?
বদরউদ্দিন জাকারিয়া। 

৩৪. বদরউদ্দিন জাকারিয়া কোন সুলতানের সমসাময়িক ছিলেন ?
ইলতুৎমিশ। 

৩৫. সুফিরা প্রধানতঃ কত প্রকারের ছিল ও কী কী  ?
দুই প্রকারের - '' বা - শরা '' ও '' বে - শরা ''।    

৩৬. '' বা - শরা '' কাদের বলা হত ?
যে সকল সূফীবাদীরা ইসলামীয় আইন অর্থাৎ '' শরা '' মেনে চলত তাদের '' বা - শরা '' বলা হত। চিশতি ও সুহরাবর্দিরা ছিল '' বা - শরা '' ।

৩৭. '' বে - শরা '' কাদের বলা হত ?
যে সকল সূফীবাদীরা ইসলামীয় আইন মেনে চলতো না , তাদের বলা হত '' বে - শরা '' । 

৩৮. কোন ধরণের নৃত্য শৈলীতে সুফিবাদের প্রভাব দেখতে পাওয়া যায় ?
মণিপুরী নৃত্য। 

৩৯. কবে , কার নেতৃত্বে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার ও প্রসার জোরদার হয় ?
খ্রিস্টীয় ষোড়শ শতকে শ্রীচৈতন্যের নেতৃত্বে। 

৪০. শ্রীচৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদী আন্দোলনের প্রাণকেন্দ্র কোনটি ছিল ?
নবদ্বীপ। 

৪১. কার লেখা থেকে শ্রীচৈতন্যের আমলের নবদ্বীপ সম্পর্কে জানা যায় ?
বৃন্দাবন দাস। 

৪২. কারা বৈষ্ণব ধর্ম ও ভক্তিবাদের তীব্র বিরোধিতা করেছিলেন ?
ব্রাম্মণ ভট্টাচার্যরা। 

৪৩. চৈতন্যচরিতামৃত কার লেখা ?
কৃষ্ণদাস কবিরাজ। 

৪৪. শ্রীচৈতন্য কোন ভাষাতে তাঁর ধর্ম প্রচার করতেন ?
সাধারণ বাংলায়। 
 
৪৫. শ্রীচৈতন্য কাদের অত্যাচারের বিরোধিতা করেছিলেন ?
নবদ্বীপের প্রভাবশালী জগাই - মাধাই এর। 

৪৬. কোন সময়কাল থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে ?
খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে। 

৪৭. জনসংযোগের মাধ্যম হিসাবে শ্রীচৈতন্য কী বেছে নিয়েছিলেন ?
কীর্তন গান কে। 

৪৮. বাংলা ছাড়া ভারতের আর কোথায় ভক্তি আন্দোলনের ধারা বিকশিত হয়েছিল ?
উত্তর - পূর্ব ভারতের অসমে। 

৪৯. অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্বদান করেছিলেন কে ?
শ্রীমন্ত শঙ্করদেব। 

৫০. শঙ্করদেবের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন ?
মাধবদেব ও দামোদরদেব।     


অন্যান্য প্রশ্ন :-

১. গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ( পৃষ্ঠা ১১৩ )

২. মধ্যযুগে কারিগরী শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ( পৃষ্ঠা ১১৩ ) 

৩. মধ্যযুগে ভারতের কৃষক - মজুর পরিবারগুলির জীবনযাত্রার পরিচয় দাও। ( পৃষ্ঠা ১১৫ )

৪. মধ্যযুগে ভারতে ভক্তিবাদের উত্থানের কারণগুলি লেখ। ( পৃষ্ঠা ১১৭ )

৫. গুরু নানক সম্পর্কে যা জানো লেখ। ( পৃষ্ঠা ১১৮ )

৬. মীরাবাঈ সম্পর্কে যা জানো লেখ। ( পৃষ্ঠা ১১৮ )   

















   



Share
Tweet
Pin
Share