Class VII Geography Africa MCQ & SAQ সপ্তম শ্রেণি ; ভূগোল ; দশম অধ্যায় : আফ্রিকা

by - July 31, 2022

Class VII Geography Africa MCQ & SAQ 

সপ্তম শ্রেণি ; ভূগোল ; দশম অধ্যায় : আফ্রিকা ; MCQ ও SAQ প্রশ্নোত্তর। 

আফ্রিকা MCQ ও SAQ




সপ্তম শ্রেণি - ভূগোল - দশম অধ্যায় - আফ্রিকা মহাদেশ : সমস্ত MCQ ও SAQ প্রশ্নোত্তর পৃষ্ঠা ধরে ধরে আলোচনা করা হল। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ইউনিট টেস্টের প্রশ্নগুলিও এতে সংযুক্ত করা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি ছাড়াও নতুন কোনো প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে।  
 
১. আয়তনে আফ্রিকা পৃথিবীর - দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ / পঞ্চম - বৃহত্তম মহাদেশ।
উত্তর : দ্বিতীয়। 
 
২. জনসংখ্যার দিক দিয়ে আফ্রিকা পৃথিবীর - দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ / পঞ্চম - বৃহত্তম মহাদেশ। 
উত্তর : দ্বিতীয়। 

৩. কোন রেখাটি আফ্রিকার উপর দিয়ে গেছে - নিরক্ষরেখা / কর্কটক্রান্তিরেখা / মকরক্রান্তিরেখা / মূলমধ্যরেখা / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৪. পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - আফ্রিকাতে প্রথম মানুষের উদ্ভব ঘটেছিল ? 
উত্তর : পূর্ব আফ্রিকাতে। 

৫. আফ্রিকার পূর্বে আছে - ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর / লোহিত সাগর ও আটলান্টিক মহাসাগর / লোহিত সাগর ও ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগর। 
উত্তর :  লোহিত সাগর ও ভারত মহাসাগর। 

৬. আফ্রিকার পশ্চিমে আছে - আটলান্টিক মহাসাগর / ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / ভূমধ্যসাগর। 
উত্তর : আটলান্টিক মহাসাগর। 

৭. আফ্রিকার উত্তরে আছে - আটলান্টিক মহাসাগর / ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / ভূমধ্যসাগর।
উত্তর : ভূমধ্যসাগর। 

৮. আফ্রিকার দক্ষিণে আছে - আটলান্টিক মহাসাগর / ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / ভূমধ্যসাগর।  
উত্তর : ভারত মহাসাগর। 

৯. আফ্রিকায় মোট দেশের সংখ্যা - ৫৪ টি / ৫৬ টি / ৫৮ টি / ৫২ টি। 
উত্তর : ৫৬ টি। 

১০. কোনটি আফ্রিকায় অবস্থিত একটি শহর নয় ? কায়রো / নিউইয়র্ক / খার্তুম / আলেকজান্দ্রিয়া। 
উত্তর : নিউইয়র্ক। 

 
১১. সাহারা আটলাস পর্বতের  - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - এ অবস্থিত ? 
উত্তর : দক্ষিণ। 
  
১২. সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে আছে - আমাজন অববাহিকা / ইয়াংসি অববাহিকা / নীলনদ অববাহিকা / সবগুলি। 
উত্তর : নীলনদ অববাহিকা। 

১৩. কালাহারি হল - মরুভূমি / পর্বতমালা / পর্বতশৃঙ্গ / কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। 
উত্তর : মরুভূমি। 

১৪. দক্ষিণ আফ্রিকার উঁচু মালভূমি অঞ্চলে অবস্থিত তৃণভূমির নাম - ভেল্ড / পাইন / রিফ / সাভানা। 
উত্তর : ভেল্ড। 

১৫. পৃথিবীর দীর্ঘতম নদী - গঙ্গা / আমাজন / ইয়াংসি / নীল।   
উত্তর : নীলনদ। 

১৬. Blue Nile ও White Nile এর সংযোগস্থলে কোন শহর অবস্থিত ? খার্তুম / আলেকজান্দ্রিয়া / কায়রো / ত্রিপলি। 
উত্তর : খার্তুম। 

১৭. আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী - নীলনদ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : কঙ্গো। 

১৮. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর পথে সৃষ্টি হয়েছে - নীলনদ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : জাম্বেসি নদী। 

১৯. কোন নদীতে ২৯ টি জলাধার তৈরী হয়েছে ? অরেঞ্জ / নাইজার / জাম্বেসি / কঙ্গো।
উত্তর : অরেঞ্জ নদী। 
  
২০. গিনি উচ্চভূমি থেকে কোন নদীর উৎপত্তি ? নীলনদ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : নাইজার। 

২১. ড্রাকেন্সবার্গ পর্বত থেকে কোন নদীর উৎপত্তি ?  অরেঞ্জ / নাইজার / জাম্বেসি / কঙ্গো। 
উত্তর : অরেঞ্জ নদী। 

২২. নিরক্ষরেখার যত কাছে যাওয়া যায় , উষ্ণতা তত - কমতে থাকে / বাড়তে থাকে / একই থাকে। 
উত্তর : বাড়তে থাকে। 

২৩. প্রতি ১ কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় - ৬.৪ ডিগ্রি / ৬.০৪ ডিগ্রি / ৬.৮ ডিগ্রি / ৬.৬৪ ডিগ্রি। 
উত্তর : ৬.৪ ডিগ্রি C 

২৪. চিরসবুজ অরণ্য দেখা যায় কোন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ? নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / সাভানা তৃণভূমি অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 
 
২৫. অ্যাকাসিয়া , বাওবাব জাতীয় গাছ দেখা যায় কোন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ? নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / সাভানা তৃণভূমি অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে। 
উত্তর : সাভানা তৃণভূমি অঞ্চল। 

২৬. শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে ? নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / সাভানা তৃণভূমি অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে।   
উত্তর : ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 

২৭. খেজুর , তাল - ইত্যাদি উদ্ভিদ দেখা যায় কোন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে / উষ্ণমরু উদ্ভিদ অঞ্চলে / নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 
উত্তর : উষ্ণমরু উদ্ভিদ অঞ্চলে।
( উষ্ণ মরু অঞ্চলে প্রধানতঃ কাঁটা ও ঝোপ যুক্ত গাছ দেখা যায়। তবে মরুদ্যান অঞ্চলে তাল , খেজুর - ইত্যাদি গাছ দেখা যায়। ) 

২৮. ভেল্ড তৃণভূমি দেখা যায় কোন অঞ্চলে ? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে / উষ্ণমরু উদ্ভিদ অঞ্চলে / নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে।   
উত্তর : নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে। 

২৯. মিশর হল - আমাজন / গঙ্গা /নীলনদ / ইয়াংসি - র দান। 
উত্তর : নীলনদের দান। 

৩০. নীলনদে সারাবছর জল থাকে / থাকে না। 
উত্তর : থাকে। 


৩১. নীলনদের ওপর কোন বাঁধ তৈরী হয়েছে ? খার্তুম বাঁধ / ইজিপসিয়ান বাঁধ / আসোয়ান বাঁধ / ইজিপ্ট বাঁধ। 
উত্তর : আসোয়ান বাঁধ। 

৩২. নীলনদ অববাহিকা খনিজ সম্পদে - সমৃদ্ধ / সমৃদ্ধ নয়। 
উত্তর : সমৃদ্ধ নয়। 

৩৩. Oasis - কথার অর্থ - মরুভূমি / মরুদ্যান / মরু অঞ্চলের নদনদী / মরীচিকা। 
উত্তর : মরুদ্যান। 

৩৪. মিশরের রাজধানী - খার্তুম / কায়রো / আলেকজান্দ্রিয়া / ত্রিপলী। 
উত্তর : কায়রো। 

৩৫. কোনটি বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য নয় ? পর্যটন / জলসেচ / জলবিদ্যুৎ / তাপবিদ্যুৎ। 
উত্তর : তাপবিদ্যুৎ। 

৩৬. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল - সাহারা / থর / গোবি / কালাহারি। 
উত্তর : সাহারা। 

৩৭. বালির স্তুপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মত ভূমিরূপ হল - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ। 
উত্তর : আর্গ। 
 
৩৮. আফ্রিকার যে সব অঞ্চল শক্ত পাথরে ভর্তি এবং যেখানে বালির অস্তিত্ব চোখেই পড়ে না - সেই ধরণের ভূমিরূপকে বলে - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ।  
উত্তর : হামাদা। 

৩৯. শুস্ক নদীখাতকে বলে - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ।   
উত্তর : ওয়াদি। 
  
৪০. যে সব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে বলে - আর্গ / হামাদা / ওয়াদি / রেগ। 
উত্তর : রেগ। 

৪১. গ্রীষ্মকালে সাহারা মরুভূমি থেকে একপ্রকার গরম ও শুকনো বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে বলে - সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : খামসিন। 

৪২. গিনি উপকূলে খামসিনকে বলে -  সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : হারমাটান। 
  
৪৩. সাহারায় দিনের বেলা যে প্রবল বালির ঝড় হয় - তাকে বলে -   সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : সাইমুম। 

৪৪. মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলে -  সাইমুম / হারমাটান / খামসিন / ক্যারাভান। 
উত্তর : ক্যারাভান। 

৪৫. সাহারায় যাতায়াতের প্রধান মাধ্যম হল - পালতোলা নৌকা / স্লেজগাড়ি / উট / ঘোড়ায় টানা গাড়ি। 
উত্তর : উট। 

  
SAQ Section: - 

১. কার দ্বারা ইউরোপ ও আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে ? 
উত্তর : জিব্রাল্টার প্রণালী। 

২. কার দ্বারা এশিয়া ও আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে ? 
উত্তর : লোহিত সাগর ও সুয়েজ খাল। 

৩. প্রণালী কাকে বলে ? উদাহরণ দাও। 
উত্তর : দুটি বড়ো জলভাগ যেমন সাগর বা মহাসাগর , যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা - তা হল প্রণালী। জিব্রাল্টার প্রণালী , বেরিং প্রণালী - ইত্যাদি। 
 
৪. কাকে , কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত ? 
উত্তর : প্রাকৃতিক দুর্গমতা , অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু , গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় - ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত আফ্রিকা মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি , এইজন্য আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত। 
  
৫. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : মাউন্ট কিলিমাঞ্জারো। 
  
৬. পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চলের নাম কী ?  
উত্তর : সাহারা। 
 
৭. গ্রস্ত উপত্যকা কাকে বলে ? 
উত্তর : ভূ - আলোড়নের ফলে ভূ - পৃষ্ঠে ফাটল তৈরী হয়। দুটি ফাটলের নীচের অংশ বসে গিয়ে তৈরী হয় গ্রস্ত উপত্যকা। 
 
৮. গ্রস্ত উপত্যকায় অবস্থিত যেকোনো দুটি হ্রদের নাম লেখ। 
উত্তর : টাঙ্গানিকা , মালাউই। 

৯. আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : মাউন্ট তৌবকল। 

১০. নীলনদের দুটি প্রদান ধারা কী কী ?   
উত্তর : Blue Nile ও White Nile


১১.  Blue Nile ও White Nile এর উৎসগুলি লেখ। 
উত্তর : Blue Nile এর উৎস হল ইথিওপিয়ার উচ্চভূমি ও White Nile এর উৎস হল আফ্রিকার বুরুন্ডি মালভূমি। 

১২. ইজিপসিয়ান কটন কাকে বলে ? 
উত্তর : নীলনদের ব - দ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়। সারা বিশ্বে এটি ইজিপসিয়ান কটন নামে খ্যাত। 
   
১৩. পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি ? 
উত্তর : মিশরের উচ্চ আসোয়ান বাঁধ। 

১৪. আর্গ কাকে বলে ? 
উত্তর : যেসব অঞ্চলে বালির স্তুপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মত ভূমিরূপ তৈরী করে - তা আর্গ নামে পরিচিত। 

১৫. হামাদা কাকে বলে ? 
উত্তর : আফ্রিকার যে সব অঞ্চল শক্ত পাথরে ভর্তি এবং যেখানে বালির অস্তিত্ব চোখেই পড়ে না - সেই ধরণের ভূমিরূপকে বলে - হামাদা। 

১৬. ওয়াদি কাকে বলে ? 
উত্তর : শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। 

১৭. রেগ কাকে বলে ? 
উত্তর : যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হল - রেগ। 

১৮. সাহারার দুটি মরুদ্যানের নাম লেখ। 
উত্তর : কুফরা , সিউয়া , টিমিমন - ইত্যাদি। 
 
১৯. খামসিন কাকে বলে ? 
উত্তর : গরমকালে সাহারা মরুভূমি থেকে একপ্রকার গরম ও শুষ্ক বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে বলে খামসিন। 

২০. হারমাটান কাকে বলে ? 
উত্তর : গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলে হারমাটান। 
  
২১. সাইমুম কী ? 
উত্তর : গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায় - স্থানীয় ভাষায় একেই বলে সাইমুম। 
 
২২. ক্যারাভান কাকে বলে ?  
উত্তর : উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলে ক্যারাভান। 
 
২৩. সাহারায় কোন প্রজাতির মানুষ ভ্রমন নির্দেশক হিসাবে কাজ করে ? 
উত্তর : তুয়ারেগ। 

You May Also Like

0 comments