অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। MCQ & SAQ

by - March 28, 2023

অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। MCQ & SAQ 

Class VIII Geography 3rd Chapter MCQ & SAQ 



Class VIII Geography 3rd Chapter [অষ্টম শ্রেণী ভূগোলের তৃতীয় অধ্যায়] শিলা থেকে পাঠ্যবইয়ের পৃষ্ঠা ধরে ধরে MCQ ও SAQ প্রশ্নগুলি উত্তরসহ প্রকাশিত হল। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। 
 

অষ্টম শ্রেণী : ভূগোল : তৃতীয় অধ্যায় : শিলা। MCQ & SAQ

১. সমসত্ত্ব / অসমসত্ত্ব - মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে। 
উত্তর : সমসত্ত্ব। 

২. সমসত্ত্ব / অসমসত্ত্ব - মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। 
উত্তর : অসমসত্ত্ব। 

৩. শিলা প্রধানতঃ - এক / দুই / তিন / চার - প্রকার। 
উত্তর : তিন প্রকার। 

৪. প্রাথমিক শিলা হল - আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৫. কোন শিলার ঘনত্ব খুব বেশি ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৬. কোন শিলায় কেলাসের মত গঠন দেখা যায় ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৭. গ্রানাইট হল - আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৮. কোনটি পাললিক শিলা নয় ? চুনাপাথর / বেলেপাথর / কাদাপাথর / গ্রানাইট। 
উত্তর : গ্রানাইট। 

৯. শিলার বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থ পলি দ্বারা জমাট বেঁধে তৈরী হয় -  আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 

১০. একমাত্র কোন শিলাতে জীবাশ্ম দেখা যায় ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 


১১. কোন শিলায় কয়লা , খনিজ তেল , প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পাওয়া যায় ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 

১২. কোন শিলায় কেলাসের মত গঠন থাকে না ? আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : পাললিক শিলা। 

১৩. পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই প্রকার। যথা - নিঃসারি ও উদভেদী শিলা / পাতালিক ও উপপাতালিক শিলা / সংঘাত ও অসংঘাত শিলা / চুনাপাথর ও বেলেপাথর। 
উত্তর : সংঘাত ও অসংঘাত শিলা। 

১৪. মার্বেল পাথর দ্বারা নির্মিত দুটি স্থাপত্যের উদাহরণ দাও। 
উত্তর : আগ্রার তাজমহল , কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 

১৫. শুধুমাত্র আগ্নেয় শিলা / শুধুমাত্র পাললিক শিলা / আগ্নেয় ও পাললিক শিলা উভয়ই / শুধুমাত্র গ্রানাইট ও নিস - রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয়। 
উত্তর : আগ্নেয় ও পাললিক শিলা উভয়ই। 

১৬. রূপান্তরিত শিলায় রূপান্তরের সময় শিলার - ভৌত ও রাসায়নিক / ভৌত / রাসায়নিক - পরিবর্তন ঘটে। 
উত্তর : ভৌত ও রাসায়নিক। 

১৭. স্তম্ভ মেলাও। [ শিলার রূপান্তরিত রূপ ] 

1. গ্রানাইট -------  গ্রাফাইট ---[   ] 
2. ব্যাসল্ট   -------মার্বেল -----[   ]
3. বেলেপাথর ----স্লেট -------[   ]
4. চুনাপাথর ------নিস -------[   ]
5. পিট কয়লা --অ্যাম্ফিবোলাইট -[  ]  
6. শেল  --------কোয়ার্টজাইট -----[  ]     

উত্তর : 
গ্রাফাইট --------- [ 5 ] 
মার্বেল ---------[ 4  ]
স্লেট ---------[ 6  ]
নিস ---------[ 1  ]
অ্যাম্ফিবোলাইট -----[ 2  ]  
কোয়ার্টজাইট ------[ 3  ]    

১৮. মার্বেল , স্লেট , নিস - এগুলি হল - আগ্নেয় / রূপান্তরিত / পাললিক - শিলা। 
উত্তর : রূপান্তরিত শিলা। 

১৯. চুনাপাথরের রূপান্তরিত রূপ হল - মার্বেল / স্লেট / নিস / বালি। 
উত্তর : মার্বেল। 

২০. কোন শিলাকে অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত জলের সংস্পর্শে আনা উচিত নয় ? মার্বেল / স্লেট / নিস।
উত্তর : মার্বেল।  


২১. প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে আরেক শিলায় রূপান্তর চক্রাকারে হয়ে চলেছে। এই প্রক্রিয়াকে কী বলা হয় ? 
উত্তর : শিলাচক্র। 

২২. রাঁচি ও ছোটনাগপুর অঞ্চল মূলতঃ - গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / বেলেপাথর দ্বারা গঠিত। 
উত্তর : গ্রানাইট। 

২৩. ডেকানট্র্যাপের আকৃতি - গোলাকার / চ্যাপ্টা / ত্রিভুজ / বর্গাকার। 
উত্তর : চ্যাপ্টা। 

২৪. গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দন্ডকে বলে __________________________ ।
উত্তর : স্ট্যালাকটাইট। 

২৫. গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দন্ডকে বলে ___________________ । 
উত্তর : স্ট্যালাগমাইট। 

২৬. চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট - বড় নানা আকৃতির গর্ত সৃষ্টি করে। এই ধরণের ভূমিরূপকে কী বলে ? 
উত্তর : কার্স্ট ভূমিরূপ। 

২৭. খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল - রিখটার স্কেল / ব্যারোমিটার / মোহ স্কেল / হাইড্রোমিটার। 
উত্তর : মোহ স্কেল। 

২৮. মোহ স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ সূচক হল - ১-৫ / ১০-১৫ / ১-১০ / ০- ১০ 
উত্তর : ১-১০ 

২৯. মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হল _________________ । 
উত্তর : ট্যাল্ক ( সূচক ১ ) 

৩০. মোহ স্কেল অনুসারে সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হল ____________________ । 
উত্তর : হীরে ( সূচক ১০ ) 

৩১. ভারতের খনিজ ভান্ডার হল - দূর্গাপুর / ছোটনাগপুর / মনিপুর / গঙ্গা উপত্যকা। 
উত্তর : ছোটনাগপুর। 

৩২. স্তম্ভ মেলাও। 

1. চুনাপাথর -------------গোলাকার ভূমিরূপ 
2. বেলেপাথর -----------শিলার রূপান্তরের একটি কারণ 
3. গ্রানাইট ---------------জিপসাম 
4. প্রচন্ড চাপ ------------স্ট্যালাকটাইট    
5. ব্যাসল্ট ---------------চ্যাপ্টা ভূমিরূপ
6. মার্বেল ----------------রূপান্তরিত শিলা  
7. পটাসিয়াম ------------অর্থোক্লেজ ফেল্ডসপার   
8. ক্যালসিয়াম সালফেট --- পাললিক শিলা  

উত্তর : 

1. চুনাপাথর ------------------স্ট্যালাকটাইট 
2. বেলেপাথর ----------------পাললিক শিলা 
3. গ্রানাইট --------------------গোলাকার ভূমিরূপ 
4. প্রচন্ড চাপ -----------------শিলার রূপান্তরের একটি কারণ
5. ব্যাসল্ট --------------------চ্যাপ্টা ভূমিরূপ
6. মার্বেল ---------------------রূপান্তরিত শিলা 
7. পটাসিয়াম -----------------অর্থোক্লেজ ফেল্ডসপার
8. ক্যালসিয়াম সালফেট ---জিপসাম  
                 

You May Also Like

0 comments