সপ্তম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায় : দিল্লি সুলতানি : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন।

by - March 23, 2023

সপ্তম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায় : দিল্লি সুলতানি : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 

Class VII History 4th Chapter : Descriptive type questions.  




এখানে সপ্তম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন প্রকাশিত হল। বেশিরভাগ প্রশ্নের উত্তরই পাঠ্যবই থেকে পাওয়া যাবে। এই প্রশ্নগুলির উত্তর লেখার সময় যেটুকু জানতে চাওয়া হবে ততটুকুই লিখতে হবে ; অযথা বেশি লেখার প্রয়োজন নেই। নোট বই দেখতে পারো।  

সপ্তম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায় : দিল্লি সুলতানি : সংক্ষিপ্ত রচনাধর্মী ও ব্যাখ্যামূলক প্রশ্ন। 

১. খুৎবা কী ? [পৃষ্ঠা ৪৪] 

২. কেন , কোন পরিস্থিতিতে ইলতুৎমিশ খলিফার নিকট অনুমোদন প্রার্থনা করেন ? [পৃষ্ঠা ৪৪] 

৩. ইলতুৎমিশের আমলে দিল্লি সুলতানির প্রধান সমস্যাগুলি কী কী ছিল ? [পৃষ্ঠা ৪৫] 

৪. রাজিয়ার শাসনকাল দিল্লি সুলতানির ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ ? [পৃষ্ঠা ৪৫] 

৫. তুর্কান - ই - চিহলগানি বা বন্দেগান - ই - চিহলগানি কাকে বলে ? [পৃষ্ঠা ৪৬] 

৬. সিজদা ও পাইবস সম্পর্কে লেখ। [পৃষ্ঠা ৪৭] 

৭. খলজি বিপ্লব কাকে বলে ? [পৃষ্ঠা ৪৭] 

৮. মহম্মদ বিন তুঘলকের বিভিন্ন প্রশাসনিক সংস্কারগুলি আলোচনা কর। 
অথবা , মহম্মদ বিন তুঘলকের বিভিন্ন পরিকল্পনাগুলি আলোচনা কর। পরিকল্পনাগুলি ব্যর্থ হয় কেন ? 
অথবা , মহম্মদ বিন তুঘলককে ''পাগলা রাজা '' বলাটা কতটা যুক্তিযুক্ত ? [পৃষ্ঠা ৫০] 


৯. পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লেখ। 
অথবা , পানিপথের প্রথম যুদ্ধ কবে , কাদের মধ্যে সংগঠিত হয় ? এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল ? [পৃষ্ঠা ৫৪ ; তবে এই প্রশ্নটি নোট বই থেকে পড়লে ভালো হয়। ] 

১০. মোঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা কর। [পৃষ্ঠা ৫৫] 

১১. মোঙ্গল আক্রমণ প্রতিরোধে বলবনের ভূমিকা। [পৃষ্ঠা ৫৫] 

১২. মোঙ্গল আক্রমণ প্রতিরোধে আলাউদ্দিন খলজির ভূমিকা। [পৃষ্ঠা ৫৫] 

১৩. মোঙ্গল আক্রমণ প্রতিরোধে মহম্মদ বিন তুঘলকের ভূমিকা। [পৃষ্ঠা ৫৬] 

১৪. সুলতানি আমলে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কাকে বলে ? 
অথবা , সুলতানি আমলে সুলতানের ক্ষমতা কীরূপ ছিল ? [পৃষ্ঠা ৫৬] 

১৫. টীকা : ইকতা ব্যবস্থা। [পৃষ্ঠা ৫৮ ; তবে এই প্রশ্নটি অবশ্যই নোট বই থেকে পড়তে হবে। ] 

১৬. জিজিয়া কর কী ? কে চালু করেছিলেন ? [পৃষ্ঠা ৫৯] 

১৭. তুরস্কদন্ড কাকে বলে ? [পৃষ্ঠা ৫৯] 

১৮. সুলতানি আমলে বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখ। [পৃষ্ঠা ৫৯] 
অথবা , আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখ। 

১৯. ইলিয়াসশাহী ও হোসেনশাহী আমলের বাংলার সংস্কৃতির পরিচয় দাও। [ নোট বই থেকে পড়তে হবে। ] 

You May Also Like

0 comments