সপ্তম শ্রেণী : ভূগোল : ষষ্ঠ অধ্যায় : শিলা ও মাটি। Class VII Geography 6th chapter : MCQ , SAQ , Descriptive type questions

by - July 06, 2023

সপ্তম শ্রেণী : ভূগোল : ষষ্ঠ অধ্যায় : শিলা ও মাটি। 

Class VII Geography 6th chapter : MCQ , SAQ , Descriptive type questions 


সপ্তম শ্রেণী : ভূগোল : ষষ্ঠ অধ্যায় : শিলা ও মাটি। 

Class VII Geography 6th chapter : MCQ , SAQ , Descriptive type questions 

সপ্তম শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায়ের সমস্ত MCQ , SAQ ও রচনাধর্মী প্রশ্ন প্রকাশিত হল। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে। 

১. খাবার নুন , খাবার সোডা , বিট নুন , ফিটকিরি - এগুলো আসলে - শিলা / মাটির উপাদান / খনিজ পদার্থ / সবগুলি সঠিক। 
উত্তর : খনিজ পদার্থ। 

২. শিলা হল - যৌগিক / মৌলিক - পদার্থ। 
উত্তর : যৌগিক। 

৩. উত্তপ্ত ও গলিত লাভা , ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরী হয় - পাললিক শিলা / রূপান্তরিত শিলা / আগ্নেয় শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

৪. আগ্নেয় শিলা - কোমল / কঠিন। 
উত্তর : কঠিন। 

৫. সহজে ভাঙে না -  পাললিক শিলা / রূপান্তরিত শিলা / আগ্নেয় শিলা / আগ্নেয় ও রূপান্তরিত শিলা।  
উত্তর : আগ্নেয় ও রূপান্তরিত শিলা। 

৬. বেলেপাথর , চুনাপাথর , কাদাপাথর - এগুলি হল - পাললিক শিলা / রূপান্তরিত শিলা / আগ্নেয় শিলা। 
উত্তর : পাললিক শিলা।

৭. তাজমহল তৈরী হয়েছে - আগ্নেয় / পাললিক / রূপান্তরিত - শিলা দিয়ে। 
উত্তর : রূপান্তরিত শিলা দিয়ে। 

৮. তাজমহল তৈরী হয়েছে - মার্বেল / গ্রানাইট / নিস - পাথর দিয়ে। 
উত্তর : মার্বেল পাথর দিয়ে। 

৯. কোনটি মাটি সৃষ্টির নিয়ন্ত্রক নয় ? শিলা / জলবায়ু / ভূমিকম্প / জীবজগৎ। 
উত্তর : জীবজগৎ। 

১০. উষ্ণ ও বৃষ্টিবহুল অঞ্চলে মাটি তৈরী হয় - দ্রুত গতিতে / ধীর গতিতে। 
উত্তর : দ্রুত গতিতে।  


১১. শীতল ও শুস্ক অঞ্চলে মাটি তৈরী হয় - দ্রুত গতিতে / ধীর গতিতে। 
উত্তর : ধীর গতিতে। 

১২. মাটির গভীরতা বেশি হয় - উষ্ণ ও বৃষ্টিবহুল অঞ্চলে / শীতল ও শুস্ক অঞ্চলে / উভয় অঞ্চলে / কোনোটিতেই নয়। 
উত্তর : উষ্ণ ও আর্দ্র অঞ্চলে। 

১৩. মাটি তৈরী হতে সময় লাগে - একদিন / কয়েকশো বছর / হাজার - হাজার , লক্ষ লক্ষ বছর। 
উত্তর : হাজার হাজার লক্ষ লক্ষ বছর। 

১৪. বেলেমাটির দানা - মোটা / সূক্ষ্ম। 
উত্তর : মোটা। 

১৫. এঁটেল মাটির দানা - মোটা / সূক্ষ্ম। 
উত্তর : সূক্ষ্ম। 

১৬. এঁটেল মাটির অপর নাম - পাথুরে মাটি / কাদামাটি / বালিমাটি / শিলামাটি। 
উত্তর : কাদামাটি। 

১৭. কোন মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি ? বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : বেলেমাটি। 

১৮. কোন মাটিতে কৃষিকাজ ভালো হয়না ? বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : বেলেমাটি। 

১৯. কোন মাটির দানার ফাঁক খুব কম ?  বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : এঁটেলমাটি। 

২০. কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ?  বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি। 
উত্তর : এঁটেলমাটি। 

২১. বালি ও কাদা সমান সমান থাকে কোন মাটিতে ?   বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি।  
উত্তর : দোঁয়াশ মাটি।    

২২. জল , বাতাস ও অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে কোন মাটিতে ? বেলেমাটি / এঁটেলমাটি / দোঁয়াশ মাটি।  
উত্তর : দোঁয়াশ মাটি।    

২৩. গ্রানাইট , ব্যাসল্ট - এগুলি হল - আগ্নেয় শিলা / পাললিক শিলা / রূপান্তরিত শিলা। 
উত্তর : আগ্নেয় শিলা। 

২৪. শূন্যস্থানে নির্দিষ্ট শিলার নাম লেখ। [ আগ্নেয় / পাললিক / রূপান্তরিত ]  
(ক ) পলির স্তর জমা হয়ে তৈরী হয় _____________________ শিলা। 
(খ ) লাভা সঞ্চিত হয়ে গঠিত হয় ____________________ শিলা। 
(গ ) ভূগর্ভের তাপে ও চাপে সৃষ্টি হয় ___________________ শিলা। 
(ঘ ) হালকা ও সহজে ভাঙে _____________________ শিলা। 
(ঙ ) খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী _______________________ শিলা। 


Group : B সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক রচনাধর্মী প্রশ্ন। 

১. শিলা কাকে বলে ? [২] 
২. আগ্নেয় শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
৩. আগ্নেয় শিলার কয়েকটি বৈশিষ্ট লেখ। [২] 
৪. পাললিক শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
অথবা , পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় ? 
৫. পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট লেখ। [২] 
৬. রূপান্তরিত শিলা কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
অথবা , রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয় ? 
৭. রূপান্তরিত শিলার কয়েকটি বৈশিষ্ট লেখ। [২] 
৮. শিলা থাকে কীভাবে মাটি সৃষ্টি হয় - তার বর্ণনা দাও। [৫] 
৯. মাটি তৈরির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখ। [৫]  



You May Also Like

0 comments