­

Class IX History 1st chapter DAQ নবম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়। সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন।

by - March 18, 2025

Class IX History 1st chapter DAQ 

নবম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়। সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন। 


গুরুত্বপূর্ণ ২০টি ২ মার্কের প্রশ্ন। 

১. ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারণ। 
২. ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হত কেন ? 
৩. থার্ড এস্টেট। 
৪. বাস্তিলের পতন। 
৫. টেনিস কোর্টের শপথ। 
৬. ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 
৭. সেপ্টেম্বর হত্যাকান্ড। 
৮. সন্ত্রাসের রাজত্ব। 
৯. থার্মিডোরিয় প্রতিক্রিয়া। 
১০. রোবসপিয়র কে ছিলেন ? 
১১. ডাইরেক্টরীর শাসন কী ? 
১২. দ্বিতীয় ফরাসি বিপ্লব কাকে বলে ? 
১৩. অঁসিয়া রেজিম। 
১৪. দৈব রাজতন্ত্র। 
১৫. বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত কয়েকটি করের নাম। 
১৬. ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় ? 
১৭. ব্রান্সউইক ঘোষণা। 
১৮. মহাতঙ্ক। 
১৯. গিলোটিন কী ? 
২০. শ্বেত সন্ত্রাস ও লাল সন্ত্রাস কী ?          

গুরুত্বপূর্ণ ৪ মার্কের প্রশ্ন। 

১. ফরাসি বিপ্লবের অর্থনতিক কারণগুলি আলোচনা কর। 
২. ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা কর। 
৩. অঁসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র সম্পর্কে লেখ। 
৪. বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। 
৫. থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। 
৬. টেনিস কোর্টের শপথ সম্পর্কে আলোচনা কর। 
৭. ফরাসি বিপ্লবের ফলাফল বা প্রভাব আলোচনা কর। 
৮. বাস্তিল দূর্গের পতন সম্পর্কে আলোচনা কর। 
৯. ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা কর। 
১০. ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।  

গুরুত্বপূর্ণ ৮ মার্কের প্রশ্ন। 

১. ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা কর।   
২. সন্ত্রাসের রাজত্ব কাকে বলে ? এর গুরুত্ব কী ছিল ?  
৩. ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর। 

You May Also Like

0 comments