MADHYAMIK HISTORY SUGGESTION

by - June 01, 2020

MADHYAMIK HISTORY SUGGESTION  


মাধ্যমিক ইতিহাস সাজেশন / গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ২০২১ এর পরীক্ষার্থীদের জন্য। 

মাধ্যমিক ইতিহাস অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী : প্রশ্নমান ৪ ও প্রশ্নমান ৮ :-
( এখানে ২০২১ এর মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রকাশিত হবে।  নিশ্চিতভাবে এই সকল প্রশ্ন থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাই ভালো পরীক্ষা দিতে হলে নিম্নলিখিত প্রশ্নগুলি অভ্যাস করা আবশ্যক। কারো যদি কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে COMMENT BOX এ COMMENT করবে। অবশ্যই তার উত্তর প্রদান করা হবে। )


প্রথম অধ্যায় :-               
( এই অধ্যায় থেকে প্রশ্নমান ৮ এর কোনো প্রশ্ন আসবে না। )

১. ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা - র গুরুত্ব কী ?

২. আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন ?

৩. আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব কী ?

৪. পরিবেশ ইতিহাসচর্চা আজ গুরুত্বপূর্ণ কেন ?

৫.আধুনিক ভারতের ইতিহাস রচনায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা কর। 

৬. ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের '' সত্তর বৎসর'' - এর গুরুত্ব লেখ। 

৭. ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের '' জীবন স্মৃতি '' গ্রন্থের গুরুত্ব। 

৮. আধুনিক ভারতের ইতিহাস রচনায় সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো। 
অথবা , ইতিহাস রচনায় '' বঙ্গদর্শন '' ও '' সোমপ্রকাশ '' পত্রিকার গুরুত্ব আলোচনা করো।     


MADHYAMIK HISTORY SUGGESTION  


 দ্বিতীয় অধ্যায় :-           
( দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নমান ৪ এবং প্রশ্নমান ৮ উভয় ধরণের প্রশ্নই আসতে পারে। )

১. প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব সম্পর্কে টীকা লেখ। 

২. বাংলার নারীমুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার তাৎপর্য উল্লেখ কর। 

৩. উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কীরূপ ভূমিকা ছিল ? 

দেবেন্দ্রনাথের সাথে কেশবচন্দ্রের কেন বিরোধ হয়েছিল ?

৪. নীলদর্পণ পত্রিকা থেকে তৎকালীন সমাজের কীরূপ চিত্র পাওয়া যায় ?

৫. সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 

৬. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 

৭. নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিওর অবদান আলোচনা করো। এই আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 

৮. উচ্চ শিক্ষার বিস্তারে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 

৯. ধর্মচিন্তায় লালন ফকিরের সমন্বয়বাদ প্রকাশিত হয় - বিশ্লেষণ কর। 

১০. বাংলায় নবজাগরণের চরিত্র বিশ্লেষণ কর। 

১১. ভারতে ইংরেজি শিক্ষার বিস্তারের ইতিহাসে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল ?

১২. উনিশ শতকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতির পরিচয় দাও। 

১৩. নারীশিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর। 

১৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে তৎকালীন সমাজের কীরূপ চিত্র পাওয়া যায় ?

১৫. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে বিভিন্ন প্রচেষ্টাগুলি আলোচনা কর। 

১৬. বামাবোধিনী পত্রিকা থেকে তৎকালীন সমাজের কীরূপ চিত্র পাওয়া যায় ?

১৭. পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা কর। 

১৮. উনিশ শতকে বাংলায় সাময়িক পত্রিকা হিসেবে '' গ্রামবার্তা প্রকাশিকা '' কী কারণে তাৎপর্যপূর্ণ ছিল ?

১৯. উনিশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব সম্পর্কে আলোচনা কর। 

২০. '' হুতোম প্যাঁচার নকশা '' গ্রন্থে উনিশ শতকের সমাজের কীরূপ চিত্র পাওয়া যায় ?




 তৃতীয় অধ্যায় :- 

১. বিদ্রোহ , অভ্যুত্থান ও বিপ্লবের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর। 

২. চুয়াড় বিদ্রোহের কারণ , বৈশিষ্ট , ফলাফল। 

৩. কোল বিদ্রোহের কারণ , বৈশিষ্ট , ফলাফল। 

৪. সাঁওতাল বিদ্রোহের কারণ। 

৫. সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট। 

৬. সাঁওতাল বিদ্রোহের ফলাফল। 

৭. মুন্ডা বিদ্রোহের কারণ , বৈশিষ্ট , ফলাফল। 

৮. বাংলায় ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট। 

৯. বারাসাত বিদ্রোহ। 

১০. বাংলায় ফরাজি আন্দোলনের বৈশিষ্ট। 

১১. নীলবিদ্রোহের কারণ , বিস্তার ও ফলাফল।  

চতুর্থ অধ্যায় :- 

১. মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা কর। 

২. মহাবিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলা যায় কি'না - যুক্তিসহ আলোচনা কর।

৩. মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি'না - যুক্তিসহ আলোচনা কর। 

৪. মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি ' না - যুক্তিসহ আলোচনা কর। 

৫. মহাবিদ্রোহকে সামন্তশ্রেণির বিদ্রোহ বলা যায় কি'না - যুক্তিসহ আলোচনা কর।    

৬. মহারানীর ঘোষণা পত্র কবে , কার দ্বারা , কোথায় - প্রকাশিত হয় ? এর শর্তগুলি কী কী ছিল ?
মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর। 

৭. সভা - সমিতির যুগ কাকে বলে। এই যুগের কয়েকটি সভা - সমিতির উদাহরণ দাও। সভা - সমিতির যুগের কয়েকটি বৈশিষ্ট আলোচনা কর। 

৮. টীকা লেখ - বঙ্গভাষা প্রকাশিকা সভা। 

৯. টীকা লেখ - জমিদার সভা। 

১০. টীকা লেখ - হিন্দুমেলা। 

১১. ভারতে জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব লেখ। 

১২. ভারতে জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারত গ্রন্থটির গুরুত্ব লেখ। 

১৩. ভারতে জাতীয়তাবোধের বিকাশে গোরা উপন্যাসটির গুরুত্ব আলোচনা কর। 

১৪. ভারতে জাতীয়তাবোধের বিকাশে '' ভারতমাতা '' চিত্রটির গুরুত্ব আলোচনা কর। 

১৫. ভারতে জাতীয়তাবোধের বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুর ও তাঁর ব্যঙ্গচিত্রের গুরুত্ব আলোচনা কর। 

বিশেষ দ্রষ্টব্য :- চতুর্থ অধ্যায় থেকে অনেকগুলি প্রশ্ন দেওয়া হলেও প্রশ্নগুলি খুব সহজ এবং এর উত্তর খুব সংক্ষিপ্ত। কোনো প্রশ্নের উত্তরই অযথা বেশি লিখবে না। এখানে দেওয়া কোনো প্রশ্নের উত্তরই দিস্তা খাতার এক / দেড় পৃষ্ঠার বেশি হবে না।    

পঞ্চম অধ্যায় :-

১. বাংলায় ছাপাখানার বিস্তারে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা কর। [৪]

২. টীকা লেখ -  
(ক ) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। [৪]
(খ ) কোলকাতা বিজ্ঞান কলেজ। [৪]
(গ ) বসু বিজ্ঞান মন্দির। [৪]
(ঘ ) জাতীয় শিক্ষা পরিষদ। [৪]
(ঙ ) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। [৪]

৩. শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় ? [৪]

৪. যুক্তিসহ ঔপনিবেশিক শিক্ষার সমালোচনামূলক আলোচনা কর।   [৪] 


ষষ্ঠ অধ্যায় :-

১. বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও। 
( পর্ব ভিত্তিক আলোচনা করতে হবে - বঙ্গভঙ্গ পর্ব , অহিংস অসহযোগ আন্দোলন পর্ব , আইন অমান্য আন্দোলন পর্ব , ভারত ছাড়ো আন্দোলন পর্ব। আবার এই প্রত্যেকটা পর্ব থেকে ৪ নম্বরের প্রশ্ন হতে পারে। ) 

২.  বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে শ্রমিক  আন্দোলনগুলির পরিচয় দাও। 
( পর্ব ভিত্তিক আলোচনা করতে হবে - বঙ্গভঙ্গ পর্ব , অহিংস অসহযোগ আন্দোলন পর্ব , আইন অমান্য আন্দোলন পর্ব , ভারত ছাড়ো আন্দোলন পর্ব। আবার এই প্রত্যেকটা পর্ব থেকে ৪ নম্বরের প্রশ্ন হতে পারে। ) 

৩. সংক্ষিপ্ত টীকা :-
(ক ) একা বা একতা আন্দোলন। 
(খ ) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 
(গ) AITUC 

৪. বামপন্থার বিকাশ ও শ্রমিক আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা। 

৫. বামপন্থী শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট। 

৬. ভারতে কৃষক আন্দোলনগুলির বৈশিষ্ট। 

৭. প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক আন্দোলনের গতিবৃদ্ধির কারণগুলি লেখ। 

৮. ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর। 

৯. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি ?

১০. কিষান সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি সম্পর্কে লেখ। 




You May Also Like

0 comments