অষ্টম শ্রেণী : বাংলা : ছন্নছাড়া MCQ

by - May 17, 2025

অষ্টম শ্রেণী : বাংলা : ছন্নছাড়া MCQ 


১. একটা গাছ দাঁড়িয়ে - কোথায় ? রাস্তার মোড়ে / গলির ধারে / গলির মোড়ে / রাস্তার ধারে। 

২. ওই পথ দিয়ে যাচ্ছিলাম - বাসে / ট্যাক্সি / ট্রেন / অটো - করে। 

৩. ওই পথ দিয়ে যাচ্ছিলাম - জরুরি দরকারে / হাওয়া খেতে / গাছটিকে দেখতে। 

৪. ছন্নছাড়া কটা বেকার ছোকরা - গাছের পাসে  / গলির মোড়ে / রাস্তার মাঝে - দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। 

৫. ছন্নছাড়া ছোকরাদের প্যান্ট - চোঙা / বাঁকা / ছেঁড়া / চোখা। 

৬. ছন্নছাড়া ছোকরাদের জুতো  - চোঙা / বাঁকা / ছেঁড়া / চোখা।    

৭. ছন্নছাড়া ছোকরাদের মেজাজ - কড়া / চোখা / রোখা / বদমেজাজ। 

৮. ''বলবে হাওয়া খাওয়ান '' - কে বলবে ? ছন্নছাড়ারা / ড্রাইভার / কথক। 

৯. ওদের প্রতি সম্ভাষণে কারো - স্নেহ / দরদ / মায়া / মমতা - নেই। 

১০. একচিলতে ফালতু এক রক ছিল - দরিদ্র / মধ্যবিত্ত / ধণী - বাড়ির। 

১১. তাও দিয়েছে লোপাট করে - কী লোপাট করেছে ? একচিলতে রক / গাছ / গাড়ি। 

১২. '' না ওখান দিয়েই যাব '' - বক্তা কে ? ছন্নছাড়ারা / ড্রাইভার / কথক। 

১৩. বক্তা ওখান দিয়েই যাবেন কেন ? ওখানে রুগ্ন গাছটি আছে / ওখানে ছন্নছাড়ারা দাঁড়িয়ে আছে / ওটা শর্টকার্ট। 

১৪. ছন্নছাড়ারা ট্যাক্সি করে কোথায় যাবে ? কলকাতা / বেলঘরিয়া / গাছের কাছে। 

১৫. ক'টি ছোকরা গাড়িতে উঠে পড়ল ? ২টি / ৩টি / ৩-৪টি / ২-৩টি। 

১৬. ওই দেখতে পাচ্ছেন না ভিড় - ভিড় কেন ? ছন্নছাড়ারা দাঁড়িয়ে আছে তাই / ওখানে রুগ্ন গাছ আছে তাই / ওখানে হাসপাতাল আছে তাই / এক নিরীহ লোক চাপা পড়েছে তাই। 

১৭. গাড়ি চাপা পড়েছে কে ? গাছটি / এক ছন্নছাড়া ছোকরা / এক নিরীহ লোক / ড্রাইভার। 

১৮. প্রাণ আছে , এখনও প্রাণ আছে - বক্তা কে ? ছন্নছাড়ারা / কথক / ড্রাইভার / এক ভিখিরি। 

১৯. আমি নেমে পড়লুম তাড়াতাড়ি - বক্তা কেন নেমে পড়লেন ? গাড়ি চাপা পড়া লোকটিকে ধরাধরি করে গাড়িতে তোলার জন্য / রক্তের দাগ থেকে বাঁচার জন্য / হাসপাতালে যাওয়ার জন্য। 

২০. এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি - কী ? পেয়ে গেছি পেয়ে গেছি / প্রাণ আছে এখনও প্রাণ আছে / হাওয়া খাওয়ান। 

২১. কবি কবিতায় কাকে আশ্চর্য সম্পদ বলেছেন ? প্রাণকে / গাছকে / সবুজ পাতাকে / ছন্নছাড়াদেরকে। 

২২. মর্মরিত হচ্ছে বাতাসে  - কী মর্মরিত হচ্ছে ? ছন্নছাড়াদের উল্লাস / গাছের সোনালি কচি পাতা / ভিখিরিটির চিৎকার। 

২৩. শুরু করেছে কলকন্ঠের কাকলি - কারা ? পাখিরা / ছন্নছাড়ারা / ভিখিরিরা / পথের রুক্ষতা। 

২৪. ____________ থাকলেই স্থান আছে , মান আছে। প্রাণ / গাছ / টাকা  / মানুষ। 

২৫. কবিতার কবি - অচিন্ত্যকুমার সেনগুপ্ত / সলিল চৌধুরী / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।    

You May Also Like

0 comments