নবম শ্রেণী : বাংলা : আকাশে সাতটি তারা। MCQ

by - May 17, 2025

নবম শ্রেণী : বাংলা : আকাশে সাতটি তারা। MCQ 


১. কবিতাটি কার লেখা ? 

২. আকাশে ফুটে উঠেছে - সাতটি তারা / কয়েকটি তারা / সাতটি উজ্জ্বল তারা / সাতটি নীল তারা। 

৩. আকাশে যখন তারা ফুটে ওঠে , কবি বসে থাকেন - মাঠে / রাস্তায় / ঘাসে / নির্জন অন্ধকার প্রান্তরে। 

৪. মেঘের রং - গঙ্গাসাগরের ঢেউয়ের মত লাল / কামরাঙার মত লাল / মৃত মনিয়ার মত লাল। 

৫. সন্ধ্যা সম্পর্কে কোন বিশেষণটি ব্যবহৃত হয়নি ? শান্ত / স্নিগ্ধ / অনুগত / নীল। 

৬. কেশবতী কন্যা যেন এসেছে - আকাশে / প্রকৃতির মাঝে / তারা উঠবার পর। 

৭. 'চুল তার ভাসে ' - কার চুল ভাসে ? রূপসীর / অন্ধকারের / সন্ধ্যার। 

৮. কবিতায় কোন গাছের উল্লেখ নেই ? হিজল / কাঁঠাল / আম / জাম। 

৯. স্নিগ্ধ গন্ধ ঝরে কোথা থেকে ? বট ফল / পুকুরের জল / রূপসীর চুল / ধান। 

১০. কবিতায় উল্লিখিত ধান হল - নরম / সুগন্ধিত / স্নিগ্ধতায় পরিপূর্ণ / ব্যাথিত গন্ধ যুক্ত। 

১১. কবিতায় উল্লিখিত দুটি মাছ হল - রুই ও চাঁদা / রুই ও কাতলা / সরপুঁটি ও চুনো মাছ / চাঁদা ও সরপুঁটি। 

১২. চালধোয়া ভিজে হাত - কিশোরের / কিশোরীর / কবির / রূপসীর। 

১৩. শীতল হাত -  কিশোরের / কিশোরীর / কবির / রূপসীর।

১৪. মুথা ঘাস পায়ে দলেছে কে ? কিশোর / কিশোরী / কবি / রূপসী। 

১৫. ব্যাথিত গন্ধের ক্লান্ত নীরবতা কার ? বটের ফলের / ধানের / পুকুরের জলের / সন্ধ্যার। 

১৬. 'আমি পাই টের ' - কবি কী টের পান ? বাংলার সৌন্দর্য্য / বাংলার প্রাণ / সন্ধ্যার সৌন্দর্য্য। 

১৭. ' আমি পাই টের ' - কখন ? সন্ধ্যাবেলা / শীতকালে / আকাশে সাতটি তারা ফুটে উঠলে। 

১৮. বটের ফল - কামরাঙার মত লাল / লাল লাল / নরম লাল। 

১৯. সন্ধ্যার এই সৌন্দর্য্য কবি দেখেন নি - বাংলায় / গ্রামের পথে / পৃথিবীর কোনো পথে / আকাশে। 

২০. অজস্র চুলের চুমা ঝরে পড়ে - রূপসী বাংলায় / হিজলে কাঁঠালে জামে / সন্ধ্যার আকাশে। 

২১. কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? রূপসী বাংলা / বনলতা সেন / জীবনানন্দ কবিতা সংগ্রহ। 

২২. কামরাঙা হল এক ধরণের - ফল / ফুল / একটি নদীর নাম / এক ধরণের পতঙ্গ। 

২৩. গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে - মেঘ / মৃত মনিয়া / সন্ধ্যা / রূপসী। 

২৪. কিশোরের পায়ে দলা মুথা ঘাস - এখানে কোন ভাবনার প্রকাশ ঘটেছে ? সৌন্দর্যের / আনন্দের / বেদনার / সবগুলি। 

২৫. বটের ফলের ব্যাথিত গন্ধের ক্লান্ত নীরবতা - এখানে কোন ভাবনার প্রকাশ ঘটেছে ? ঝরে যাওয়া বটের ফলের বেদনা / মৃত্যু / মৃত্যুর অনিবার্যতাজনিত বেদনা ও ক্লান্তি।        

You May Also Like

0 comments