MADHYAMIK GEOGRAPHY SUGGESTION

by - October 08, 2020

 MADHYAMIK GEOGRAPHY SUGGESTION 



ভারতের প্রাকৃতিক ভূগোল :- 

A. ভূ - প্রকৃতি : - 
১. উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও। 
২. উত্তরের সমভূমি অঞ্চলের বর্ণনা দাও। 
৩.জনজীবনে উত্তরের পার্বত্য অঞ্চলের গুরুত্ব আলোচনা কর। 
৪. জনজীবনে মালভূমির গুরুত্ব আলোচনা কর। 
৫. জনজীবনে মালভূমির গুরুত্ব আলোচনা কর। 
৬. জনজীবনে সমভূমির গুরুত্ব আলোচনা কর। 

B . ভারতের জলসম্পদ :- 
১. উত্তর ভারতের নদ নদীগুলির বর্ণনা দাও। 
২. দক্ষিণ ভারতের নদ নদী গুলির বর্ণনা দাও। 
৩. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা কর। 
৪. কবে , কী উদ্দেশ্যে DVC গঠিত হয় ? দামোদর উপত্যকা অঞ্চলে DVC গুরুত্ব আলোচনা কর। 

C. ভারতের জলবায়ু :- 
১. ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা কর। 

D. ভারতের মৃত্তিকা :- 
১. ভারতের যেকোনো তিন প্রকার মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট আলোচনা কর। 
২. মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন কারণগুলি লেখ। 
৩. কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা যায় ? 
অথবা , মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখ। 

E . ভারতের স্বাভাবিক উদ্ভিদ :- 
১. ভারতের যেকোনো তিন প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট আলোচনা কর। 
২. অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর। 



ভারতের অর্থনৈতিক ভূগোল :- 

A . কৃষি :-

১. ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্টগুলি উল্লেখ কর। 
২. ধান উৎপাদনের অনুকূল পরিবেশ ( প্রাকৃতিক ও অর্থনৈতিক ) আলোচনা কর। 
৩. ধান উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও। 
[ একইভাবে গম , আখ বা ইক্ষু , কার্পাস বা তুলা , কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ও উৎপাদক অঞ্চল পড়তে হবে। ]
৪. পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লেখ। 

B. শিল্প :- 

১. TISCO র অবস্থান ও গড়ে ওঠার কারণগুলি লেখ। 
২. IISCO র অবস্থান ও গড়ে ওঠার কারণগুলি লেখ। 
৩. DSP র অবস্থান ও গড়ে ওঠার কারণগুলি লেখ। 
৪. পূর্ব ও মধ্য ভারতে লৌহ - ইস্পাত শিল্পের একদেশীভবনের ( কেন্দ্রীভবনের ) কারণগুলি লেখ। 
৫. ভারতের কার্পাস বয়ন শিল্পের অবস্থানের সংক্ষিপ্ত পরিচয় দাও। 
৬. ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখ। 
৭. পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা কর। 

C. জনসংখ্যা :- 

১. ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণসমূহ আলোচনা কর। 

D. শহর , নগর ও নগরায়ণ :-

১. ভারতে নগরায়নের বিভিন্ন কারণগুলি আলোচনা কর। 

E. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা :-

১. রেলপথের গুরুত্ব আলোচনা কর। 
২. সড়কপথের গুরুত্ব আলোচনা কর। 


এখানে শুধুমাত্র ৫ মার্কের প্রশ্নগুলি আলোচনা করা হল। আগামী সপ্তাহে ৩/২ মার্কের প্রশ্নগুলি দেওয়া হবে। 

You May Also Like

0 comments