Madhyamik ( Class X ) Geography MCQ & SAQ

by - October 17, 2020

Madhyamik ( Class X ) Geography MCQ & SAQ 



ভারতের কৃষি :-  

১. ভারতের অর্থনীতির মেরুদন্ড - কৃষি / শিল্প / উভয়ই। 
কৃষি। 

২. ভারতের মোট জমির কত অংশ জলসেচের আওতাভুক্ত ?
35 % বা এক তৃতীয়াংশ। 

৩. ভারতীয় কৃষি প্রধানতঃ কোন বায়ুর উপর নির্ভরশীল ? 
মৌসুমী বায়ু। 

৪. ভারতে বেশিরভাগ জমিতে - খাদ্যশস্য / পশুখাদ্যের - চাষ হয়। 
খাদ্যশস্য। 

৫. ভারতের শতকরা কতজন মানুষ কৃষিকার্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন ?
64 জন। ( 64 % ) । 

৬. কোথায় , কবে সবুজ বিপ্লব শুরু হয় ? 
ষাটের দশকের শেষে উত্তর - পশ্চিম ভারতে - পাঞ্জাব , হরিয়ানা - এই সকল রাজ্যে। 

৭. ভারতে সবুজ বিপ্লবের রূপকার কে ?
ডক্টর এম এস স্বামীনাথন। 

৮. ভারতের মোট জমির কত শতাংশ এলাকায় পশুখাদ্যের চাষ হয় ? 
মাত্র  4 % 

৯. কোন সমভূমি অঞ্চল ভারতীয় কৃষির আদর্শ স্থান ?
উত্তর ভারতের সমভূমি অঞ্চল বা , সিন্ধু - গঙ্গা - ব্রম্মপুত্র নদীর পলিগঠিত সমভূমি অঞ্চল। 

১০. তন্তু ফসল কাকে বলে ?
যেসব ফসল থেকে আঁশ বার করা হয় এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে তা ব্যবহারের উপযোগী করে তোলা হয় - তাকে তন্তু ফসল বলে।  যেমন - পাট , কার্পাস , শন - ইত্যাদি। 

১১. বাগিচা ফসল কাকে বলে ? 
বাগিচা বা বাগানের মত করে বাণিজ্যিক উদ্দেশ্যে যে সকল ফসলের চাষ করা হয় , তাকে বাগিচা ফসল বলে। যেমন - চা , কফি , রবার , আম , আনারস , কমলালেবু , আঙুর , জাফরান - ইত্যাদি। 

১২. অর্থকরী ফসল কাকে বলে ? 
তন্তু ফসলগুলিকে বাণিজ্যিক বা অর্থকরী ফসল বলে। 

১৩. হর্টিকালচার কাকে বলে ? 
বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসলরূপে শাকসবজি , ফল - ফুল - এর বাণিজ্যিক উৎপাদনকে হর্টিকালচার বলা হয়। 

১৪. হর্টিকালচার এর ক'টি শাখা ও কি কি ? 
3 টি শাখা - ওলেরিকালচার , পোমাম কালচার ও ফ্লোরিকালচার। 

১৫. ওলেরিকালচার কাকে বলে ? 
বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদন করাকে ওলেরিকালচার বলে। 

১৬. পোমাম কালচার কাকে বলে ? 
বাণিজ্যিকভাবে ফল উৎপাদন করাকে পোমাম কালচার বলে। 

১৭. ফ্লোরিকালচার কাকে বলে ? 
বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন করাকে ফ্লোরিকালচার বলে। 

১৮. খারিফ ফসল কাকে বলে ? 
মৌসুমী বৃষ্টিপাত শুরুর সময়কাল থেকে শীতের শুরু পর্যন্ত যে সকল ফসলের চাষ করা হয়। এগুলি বর্ষার শুরুতে রোপন করা হয় এবং শীতের শুরুতে ফসল কাটা হয়। যেমন - ধান , পাট , কার্পাস - ইত্যাদি। 

১৯. রবি শস্য কাকে বলে ? 
শীতের শুরুতে যে সকল ফসল রোপন করা হয় এবং শীতের শেষে বা গ্রীষ্মের শুরুতে কেটে ফেলা হয়। যেমন - গম , জোয়ার , তৈলবীজ , আউস ধান , আলু , কপি , গাজর - ইত্যাদি। 

২০. জায়িদ শস্য কাকে বলে ? 
যেসব ফসল গ্রীষ্মকালে রোপন করা হয় এবং বর্ষার শুরুতে কেটে ফেলা হয়। যেমন - বোরো ধান , বিভিন্ন সবজি ও ফল ( আম , জাম , কাঁঠাল , লিচু ) - ইত্যাদি। 

২১. খারিফ ফসল - মৌসুমী বায়ু / জলসেচের - উপর নির্ভরশীল। 
মৌসুমী বায়ু। 

২২. রবি ফসল -  মৌসুমী বায়ু / জলসেচের - উপর নির্ভরশীল।    
জলসেচ। 

২৩. কোন বছরকে রাষ্ট্রসংঘ '' আন্তর্জাতিক ধান বর্ষ '' হিসাবে ঘোষণা করে। 
2004 খ্রিস্টাব্দকে। 

২৪. ভারতের প্রধান কৃষিজ ফসল কোনটি ? 
ধান। 

২৫. আমন ধান কখন চাষ করা হয় ? 
বর্ষাকালে মৌসুমী বৃষ্টিপাত চলাকালীন। 

২৬. সারা ভারত জুড়ে কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় ? 
আমন ধান। 

২৭. বোরো ধান কখন চাষ করা হয় ? 
শীতকালে জলসেচের সাহায্যে। 

২৮. আউশ ধান কখন চাষ করা হয় ? 
গ্রীষ্মকালে। 

২৯. ধান উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি ? 
পশ্চিমবঙ্গ। 

৩০. কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বা ধানের ভান্ডার বলা হয় ? 
বর্ধমান। 

৩১. ধানের উচ্চফলনশীল বীজগুলির নাম কর। 
জয়া , রত্না , পদ্মা , IR8 , IR - 20 , CO - 51 , আদিত্য - ইত্যাদি। 

৩২. ধান উৎপাদনে সারা পৃথিবীতে ভারতের স্থান কত ?
দ্বিতীয় স্থান ( চীনের পর ) । 

৩৩. হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ? 
পাঞ্জাব। 

৩৪. চাল রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত ? 
প্রথম স্থান। 

৩৫. ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
ওড়িশার কটক - এ। 

৩৬. পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
হুগলির চুঁচুড়া - তে। 

৩৭. আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
ফিলিপাইনসের রাজধানী ম্যানিলা - তে। 

৩৮. কাকে দক্ষিণ ভারতের ধান ভান্ডার বলা হয় ? 
কাবেরী নদীর অববাহিকা অঞ্চল। 

৩৯. গম উৎপাদনে ভারতের স্থান কত ? 
দ্বিতীয় ( চীনের পর ) ।

৪০. কোন রাজ্য গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরপ্রদেশ। 

৪১. হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ? 
পাঞ্জাব। 

৪২. ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত ?
দিল্লির পুষায়। 

৪৩. আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি তে। 

৪৪. ভারতে গম চাষ মূলতঃ কখন হয় ?
শীতকালে রবিশষ্য হিসেবে। 

৪৫. সবুজ বিপ্লবের মাধ্যমে - ধান / গম - উৎপাদন সমৃদ্ধ হয়েছে। 
গম। 

৪৬. কয়েকটি উচ্চফলনশীল গম বীজের নাম কর। 
কল্যাণ , সোনা , সোনালিকা , সোনার - 64 , H1- 1531, DBW - 16 , হিরা। 

৪৭. গম চাষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর প্রাকৃতিক অবস্থা কোনটি ?
তুহিন। 

৪৮. শুস্ক ও অনুর্বর অঞ্চলের প্রধান ফসল কী ?
মিলেট। 

৪৯. মিলেট কাকে বলে ? 
জোয়ার , বাজরা , রাগি , কোরা , কোডন , হারাকা , রাজগিরা - প্রভৃতি নিম্নশ্রেণীর ফসলকে একসাথে মিলেট বলে। 

৫০. প্রধান মিলেট কোনগুলি ? 
জোয়ার , বাজরা ও রাগি - প্রধান। 


৫১. জোয়ার উৎপাদনে প্রথম কোন রাজ্য ? 
মহারাষ্ট্র। 

৫২. বাজরা উৎপাদনে প্রথম কোন রাজ্য ?
রাজস্থান। 

৫৩. রাগি উৎপাদনে প্রথম কোন রাজ্য ? 
কর্ণাটক। 

৫৪. হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে প্রথম কোন রাজ্য ?
মধ্যপ্রদেশ। 

৫৫. হেক্টর প্রতি বাজরা ও রাগি উৎপাদনে প্রথম কোন রাজ্য ? 
তামিলনাড়ু। 

৫৬. বর্তমানে মিলেট উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
প্রথম স্থান। 

৫৭. ইথানল কী থেকে তৈরী হয় ? এটি কোন কাজে লাগে ? 
ইক্ষুর রস থেকে। এটি গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। 

৫৮. আঁখের ছিবড়া কোন ধরণের জ্বালানি ? 
বায়োমাস জ্বালানি। 

৫৯. রেটুন - কী ?
আঁখের চারাগাছকে রেটুন বলে। 

৬০. আঁখ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
দ্বিতীয়। 

৬১. কোন রাজ্য ভারতে আঁখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ? 
উত্তরপ্রদেশ। 

৬২. হেক্টর প্রতি আঁখ উৎপাদনে কোন রাজ্য প্রথম ? 
তামিলনাড়ু। 

৬৩. ভারতে ইক্ষু গবেষণাকেন্দ্রগুলি কোথায় রয়েছে ?
উত্তরপ্রদেশের লখ্নৌ , বিহারের মজঃফ্ফরপুর ও তামিলনাড়ুর কোয়েম্বাটোর - এ। 

৬৪. কাকে ভারতের ইক্ষু রাজ্য বলা হয় ? 
মোট ইক্ষু উৎপাদনের 35 % উত্তরপ্রদেশে উৎপাদিত হয়। তাই উত্তরপ্রদেশকে ভারতের ইক্ষু রাজ্য বলা হয়। 

৬৫. আঁখের বাণিজ্যিকীকরণের একটি সমস্যা লেখো। 
24 থেকে 48 ঘন্টার মধ্যে আঁখ উৎপাদন কেন্দ্র থেকে চিনির কলগুলিতে নিয়ে না গেলে চিনির পরিমান অর্থাৎ সুক্রোজ কমে যায়। 

৬৬. আঁখের উৎপাদন ক্ষেত্রগুলির কাছাকাছি চিনিকলগুলি অবস্থিত থাকে কেন ?
24 থেকে 48 ঘন্টার মধ্যে আঁখ উৎপাদন কেন্দ্র থেকে চিনির কলগুলিতে নিয়ে না গেলে চিনির পরিমান অর্থাৎ সুক্রোজ কমে যায়।   

৬৭. কার্পাস চাষের জন্য বছরে কমপক্ষে ক'টি তুহিনমুক্ত দিবস প্রয়োজন ?
200 টি। 

৬৮. কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয় ?
চুন মিশ্রিত দোআঁশ মৃত্তিকা ও রেগুর মৃত্তিকায়। 

৬৮. কার্পাস চাষের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকারক পোকা কোনটি ?
বল - উইভিল পোকা।  একজোড়া বল - উইভিল দম্পতি শুধুমাত্র এক মরসুমে এক কোটিরও বেশি পোকার জন্ম দিতে পারে। 

৬৯. কত কিলোগ্রাম বা কে জি তে কার্পাসের একটি গাঁট তৈরী হয় ? 
170 কে জি। ( 1 গাঁট = 170 কে জি ) । 

৭০. কার্পাসের কয়েকটি উচ্চফলনশীল বীজের নাম কর। 
সুজাতা , MCU 4 ও 5 ইত্যাদি। 

৭১. ভারতের কার্পাস গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ?
মহারাষ্ট্রের নাগপুর শহরে। 

৭২. কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
গুজরাট। 

৭৩. হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
মধ্যপ্রদেশ। 

৭৪. ভারতের কোন অঞ্চল কার্পাস চাষের পক্ষে আদর্শ ?
দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। 

৭৫. চা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ? 
অসম। 

৭৬. চা উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত ?
দ্বিতীয়। 

৭৭. চা উৎপাদনে পৃথিবীর শ্রেষ্ঠ অঞ্চল কোনটি ?
দার্জিলিং। 

৭৮. হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
কর্ণাটক। 

৭৯. ভারতীয় '' টি - বোর্ড '' এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
কলকাতায়। 

৮০. ভারতের চা গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
অসমের জোড়হাট - এ। 

৮১. কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় ?
কলকাতা বন্দর। 

৮২. চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
দ্বিতীয় ( চীনের পর ) ।

৮৩. চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত ? 
চতুর্থ। 

৮৪. পৃথিবীতে মোট কত রকমের চা চাষ হয় ও কি কি ? 
মোট চার রকমের চা চাষ হয় (i) কালো চা - ভারত , (ii) সবুজ চা - চিন ও জাপান ,  (iii) ইস্টক চা - রাশিয়া ও (iv) ওলং চা - তাইওয়ান। 

৮৫. ভারতে প্রথম কোথায় কফি চাষ হয় ? 
কর্ণাটকের চিকমাগালুর জেলার চন্দ্রগিরি পাহাড়ে ( বর্তমান নাম বাবাবুদান পাহাড় ) । 

৮৬. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ? 
ষষ্ঠ ( ব্রাজিল প্রথম ) ।

৮৭. ভারতে কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত ? 
কর্ণাটকের চিকমাগালুর শহরে। 

৮৮. ভারতে কফি উৎপাদক প্রধান রাজ্য কোনগুলি ? 
কর্ণাটক , কেরালা ও তামিলনাড়ু - এই তিনটি রাজ্য ভারতে উৎপাদিত মোট কফির 97 % উৎপাদন করে। 

৮৯. কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ? 
কর্ণাটক। 

৯০. হেক্টর প্রতি কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য ? 
কর্ণাটক। 

৯১. ভারত সর্বাধিক কফি রপ্তানি করে কোন দেশে ? 
ইতালিতে। 

৯২. ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল কোনটি ? 
পাঞ্জাব - হরিয়ানা অঞ্চল। 

৯৩. কে , কবে প্রথম ভারতীয় কৃষির আঞ্চলিকীকরণ করেন ? 
এম এস রানধাওয়া 1958 সালে। 

৯৪. কোন অঞ্চলকে ভারতের গম বলয় বলা হয় ? 
পাঞ্জাব - হরিয়ানা অঞ্চলকে। 

৯৫. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচযুক্ত কৃষিজমি রয়েছে ? 
পাঞ্জাব। 

৯৬. ICAR এর পুরো নামটি লেখ। 
Indian Council of Agricultural Research         
                      
৯৭. ICAR এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
নয়াদিল্লি। 

৯৮. ICAR এর শাখা সংস্থা কোনটি ?
IARI ( Indian Agricultural Research Institute ) যা পুসা ইনস্টিটিউট নামে পরিচিত। এই পুসা ইনস্টিটিউট - ই ভারতে সবুজ বিপ্লবের রূপকার। 

৯৯. সবুজ বিপ্লব কাকে বলে ? 
কৃষিবিজ্ঞানী নরম্যান বোরলগ ও ভারতীয় কৃষিবিজ্ঞানীদের সহায়তায় কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়া যা ভারতীয় উৎপাদন ব্যবস্থায় এক বিপ্লবাত্মক পরিবর্তন আনে - এই প্রক্রিয়াকেই সবুজ বিপ্লব বলা হয়। 

১০০. জীবিকাসত্তাভিত্তিক কৃষি কাকে বলে ? অথবা , ভারতীয় কৃষিকে জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলা হয় কেন ? 
ভারতের অধিকাংশ কৃষক কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করে থাকে। এই কৃষি ব্যবস্থায় নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে বিক্রির মত উদ্বৃত্ত ফসল বিশেষ থাকে না। 

১০১. কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় ? 
ধান। 

১০২. বিশ্বের বৃহত্তম চা নিলাম কেন্দ্র কোনটি ?
অসমের গুয়াহাটি। 

১০৩. পশ্চিমবঙ্গের কোথায় চা নিলাম কেন্দ্র আছে ? 
শিলিগুড়ি। 

১০৪. CTC  কী ? 
ভারতের কালো চা কে CTC চা বলে।  Crush, Tear and Curl বা , Cut Twist and Curl .

১০৫. কোন বন্দর দিয়ে অধিকাংশ কফি রপ্তানি হয় ?
চেন্নাই। 

১০৬. কোথায় বাগিচা ফসলের গবেষণাগার অবস্থিত ? 
কেরালার কাশাড়গড়। 

১০৭. কোন অঞ্চলকে ভারতের রুটির ঝুড়ি বলা হয় ? 
পাঞ্জাব - হরিয়ানা অঞ্চলকে '' ভারতের রুটির ঝুড়ি '' বা " Bread basket of India '' বলে।       




ভারতের শিল্প :- 

১. বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ? 
যে সকল কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত করার পর আগের থেকে ওজোন হ্রাস পায় না - তা হল বিশুদ্ধ কাঁচামাল। যেমন - কার্পাস , পাট , পশম - ইত্যাদি। 

২. অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ? 
কাঁচামাল শিল্পজাত দ্রব্যে ব্যবহারের পর ওজোন হ্রাস পেলে তা অবিশুদ্ধ কাঁচামাল। যেমন - লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত আকরিক লৌহ , অ্যালুমিনিয়াম শিল্পে ব্যবহৃত বক্সাইট , চিনি শিল্পে ব্যবহৃত আঁখ - ইত্যাদি। 

৩. স্বাধীনতার আগে ভারতে ক'টি ইস্পাতকেন্দ্র স্থাপিত হয় ? 
তিনটি - (i) পশ্চিমবঙ্গের বার্নপুর - কুলটি বা ,  IISCO  ; (ii) ঝাড়খখন্ডের জামসেদপুরে TATA Steal Limited  (iii) কর্ণাটকের ভদ্রাবতী VISL 

৪. ভারতের দুটি সংকর ইস্পাত কেন্দ্রের নাম কর। 
দুর্গাপুর , সালেম , ভদ্রাবতী। 

৫. বর্তমানে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি ? 
জামসেদপুর বা , TISCO 

৬. কবে , কোথায় TISCO গড়ে ওঠে ? 
1907 সালে TISCO গড়ে ওঠে জামসেদপুরের খরকাই ও সুবর্ণরেখা নদীর সংযোগস্থলে। 

৭. TISCO লৌহ ইস্পাত কেন্দ্রটি - সরকারি / বেসরকারি। 
বেসরকারি। 

৮. DSP কোথায় , কাদের উদ্যোগে গড়ে ওঠে ?
বর্ধমানের দুর্গাপুরে ভারত ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে DSP বা দুর্গাপুর স্টীল প্ল্যান্ট স্থাপিত হয়। 

৯. DSP র ক'টি শাখা ও কি কি ? 
দুটি শাখা - দুর্গাপুর স্টীল প্ল্যান্ট ও অ্যালয় স্টীল প্ল্যান্ট। 

১০. DSP কোন সংস্থার অন্তর্গত ? 
SAIL 

১১. কাকে ভারতের রূঢ় বলা হয় ? 
দুর্গাপুর। 

১২. SAIL এর পুরো কথাটি কী ? 
Steel Authority of India Ltd. স্থাপিত হয় 1954 সালে। 

১৩. ভারতের বৃহত্তম সংকর ইস্পাতকেন্দ্র ( Alloy Steel ) কোনটি ? 
দুর্গাপুর ( ASP =  অ্যালয় স্টীল প্ল্যান্ট ) ।

১৪. কোন নদীর তীরে দুর্গাপুর অবস্থিত ? 
দামোদর। 

১৫. ইস্পাত উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ? 
তৃতীয় ( চীন ও জাপানের পর ) ।

১৬. ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র কোনটি ? 
ভিলাই। 

১৭. কবে , কাদের উদ্যোগে ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে ? 
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত সরকার ও সোভিয়েত ইউনিয়নের যৌথ সহায়তায়। 

১৮. ভিলাই ইস্পাত কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে ? 
ছত্তিসগড়ের দুর্গ জেলায়। 

১৯. কাদের উদ্যোগে রৌরকেল্লা ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে ? 
ভারত সরকার এবং জার্মানির ক্রপস ও ডেমাগ সংস্থার উদ্যোগে ওড়িশায়। 

২০. রৌরকেল্লা ইস্পাতকেন্দ্রটি কোন সংস্থার অন্তর্গত ? 
SAIL 

২১. ভারতের উপকূল অঞ্চলে অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি ? 
বিশাখাপত্তনম ইস্পাতকেন্দ্র। 

২২. কাদের সহায়তায় বিশাখাপত্তনম ইস্পাতকেন্দ্রটি গড়ে ওঠে ? 
সোভিয়েত ইউনিয়নের সহায়তায়। 

২৩. কাকে ভারতের ইস্পাত নগরী বলে ? 
জামসেদপুর। 

২৪. ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি ? 
কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্প। 

২৫. ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় ? 
হাওড়ার ঘুষুড়িতে। 1818 সালে ( ফোর্ট গ্লস্টার - এ ) 

২৬. ভারতের ম্যানচেস্টার কাকে বলে ? 
আমেদাবাদ। 

২৭. উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে ? 
কানপুর। 

২৮. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে ? 
কোয়েম্বাটোর। 

২৯. ভারতে বস্ত্রবয়ন শিল্পের একদেশীভবন বা কেন্দ্রীভবন কোথায় ঘটেছে ? 
পশ্চিম ভারতে মুম্বাই ও আমেদাবাদ অঞ্চলকে কেন্দ্র করে। 

৩০. ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি ? 
কার্পাস বয়ন শিল্প বা বস্ত্রবয়ন শিল্প। 

৩১. বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ? 
প্রথম। 

৩২. ভারতের কোন রাজ্যে বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রের সংখ্যা সর্বাধিক ? 
তামিলনাড়ু। 

৩৩. কাকে ভারতের বস্ত্রশিল্পের রাজধানী বলা হয় ? 
মুম্বাই। 

৩৪. পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মাণের কারখানা রয়েছে ? 
চিত্তরঞ্জন। 

৩৫. ভারতের কোথায় ডিজেল রেল ইঞ্জিন নির্মাণের কারখানা রয়েছে ? 
উত্তরপ্রদেশের বারাণসীতে। 

৩৬. পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণের কারখানা রয়েছে ? 
খিদিরপুর। 

৩৭. পশ্চিমবঙ্গের কোথায় রেল ওয়াগান নির্মাণের কারখানা রয়েছে ? 
দমদম। 

৩৮. কাকে উদীয়মান শিল্প বলা হয় ? 
পেট্রো - রসায়ন শিল্প। 

৩৯. কাকে আধুনিক শিল্পদানব বলা হয় ? 
পেট্রো - রসায়ন শিল্পকে। 

৪০. অনুসারী শিল্প কাকে বলে ? 
বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্পের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্প হল অনুসারী শিল্প। 

৪১. মূলত কোন মূল শিল্পগুলিকে কেন্দ্র করে সর্বাধিক অনুসারী শিল্প গড়ে উঠেছে ? 
পেট্রো - রসায়ন ও মোটর গাড়ি শিল্প। 

৪২. পেট্রো - রসায়ন শিল্পের শিল্পের প্রধান উপজাত দ্রব্যগুলো কি কি ? 
ন্যাপথা , প্রপিলিন , ইথিলিন , মিথেন। 

৪৩. ভারতের কোন অঞ্চলে পেট্রো - রসায়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে ? 
পশ্চিম ভারতে। 

৪৪. সূর্যোদয়ের শিল্প কাকে বলে ? 
পেট্রো - রসায়ন শিল্প। 

৪৫. কবে ভারতের প্রথম বৃহদায়তন পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় ? 
1966 তে। 

৪৬. বর্তমানে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোনটি ? 
হাজিরা - জামনগর , গুজরাট ( রিলায়েন্স পেট্রো কেমিক্যাল লিমিটেড ) । 

৪৭. পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ পেট্রো - রসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখ। 
পশ্চিমবঙ্গের হলদিয়া। 

৪৮. ভারতে পেট্রো - রসায়ন শিল্পের উন্নতির জন্য কোন কোন কমিটি গঠন করা হয়েছিল ? 
1960 তে কানে কমিটি ও 1964 তে হেনরি কমিটি। 

৪৯. ভারতের বৃহত্তম অটোমোবাইল কেন্দ্র কোনটি ? 
টাটা মোটরস। 

৫০. মারুতি - সুজুকি সংস্থা কোথায় অবস্থিত ? 
গুরগাঁও। 


৫১. হুন্ডাই মোটরস কোথায় অবস্থিত ? 
শ্রীপেরাম্বুর। 

৫২. কোন শিল্পকে সংযোজনভিত্তিক শিল্প বলে ? কেন ?  
অটোমোবাইল শিল্পকে। অসংখ্য অনুসারী শিল্পের বিকাশের মাধ্যমে অটোমোবাইল শিল্প গড়ে ওঠে। তাই একে সংযোজনভিত্তিক শিল্প বলে। 

৫৩. কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ? 
বেঙ্গালুরু। 

৫৪. ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র কোনটি ? 
বেঙ্গালুরু। 

৫৫. আউট সোর্সিং ও অফ সোর্সিং কী ? 
মানের উন্নতি , দক্ষতা বৃদ্ধি , খরচ কম , দ্রুত কাজ সম্পন্ন - ইত্যাদির কারণে কোনো একটি সংস্থা যখন বাইরের অন্য একটি সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয় - তা হল আউট সোর্সিং বা BPO ( Business Process Outsourcing ) ।   
আবার এই কাজ যখন অন্য দেশ থেকে করিয়ে নেওয়া হয় - তখন তা হল অফ সোর্সিং। 

৫৬. তথ্যপ্রযুক্তি সংস্থা Wipro র কেন্দ্র ভারতে কোথায় রয়েছে ? 
বেঙ্গালুরু ও চেন্নাই তে। 

৫৭. তথ্যপ্রযুক্তি সংস্থা Microsoft এর কেন্দ্র ভারতে কোথায় রয়েছে ? 
হায়দ্রাবাদ। 

৫৮. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তথ্যপ্রযুক্তি কেন্দ্র রয়েছে ? 
কলকাতার সল্টলেক ( Sector - V ) , রাজারহাট - নিউ টাউন - ইত্যাদি স্থানে। 

৫৯. সরকারি উদ্যোগে স্পঞ্জ আয়রন নির্মাণের কারখানা কোথায় আছে ? 
অন্ধ্রপ্রদেশের কাথাগুদাম - এ। 

৬০. ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি ? 
ভিলাই। 

৬১. পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোন অঞ্চলে গড়ে উঠেছে ? 
হুগলি নদীর উভয় তীরে। 

৬২. পশ্চিমবঙ্গে কোথায় মোটরগাড়ি নির্মানকেন্দ্র রয়েছে ? 
হুগলির উত্তরপাড়ায়। 

৬৩. কাকে Tech City বলা হয় ? 
মহারাষ্ট্রের পুণে শহরকে। 

৬৪. ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান রপ্তানি কেন্দ্র কোনটি ? 
বেঙ্গালুরু। 

৬৫. সকল শিল্পের মূল শিল্প কাকে বলে ? 
লৌহ ইস্পাত। 

৬৬. সকল শিল্পের মেরুদন্ড ( Back - bone of all industries ) বলা হয় ? 
লৌহ ইস্পাত। 

৬৭. SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নয়া দিল্লি। 

৬৮. ভারতে কোথায় রেল বগি তৈরী হয় ? 
পেরাম্বুর। 

৬৯. ভারতে কর্মরত কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থার নাম কর। 
Wipro , TCS , সিমন্স , ইনফোসিস , কগনিজ্যান্ট , টেক মাহিন্দ্রা  , NIIT , HCL Microsoft  - ইত্যাদি। 

৭০. একটি প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ দাও। 
পশম শিল্প , দোহ শিল্প , চর্ম শিল্প - ইত্যাদি। 

৭১. একটি পুনরাবর্তন শিল্পের উদাহরণ দাও। 
কাগজ শিল্প। 

৭২. স্ক্র্যাপ আয়রন কী ? 
বর্জ্য বা ভাঙাচোরা লোহা। 

৭৩. ISCON নামক ব্রিটেনের শিল্পসংস্থাটি ভারতের কোন লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপনে সহায়তা করে ? 
দুর্গাপুর স্টীল প্ল্যান্ট। 

৭৪. কোরবা কয়লাখনিটি কোন লৌহ ইস্পাত কেন্দ্রের সন্নিকটে অবস্থিত ? 
ভিলাই। 

৭৫. পশ্চিমবঙ্গের কোথায় বৃহত্তম তথ্যপ্রযুক্তি বিনিয়োগের সমাবেশ ঘটেছে ? 
সল্ট লেকের Sector - V 

৭৬. একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও। 
কার্পাস তুলো। 

৭৭. টাটা মোটরস এর উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
জামসেদপুর , পন্থনগর , লখনৌ , পুনে , সানন্দ , ধারওয়ার। 

৭৮. ভারতের বৃহত্তম বিমানপোত নির্মাণের কারখানাটি কোথায় অবস্থিত ? 
বেঙ্গালুরু - হিন্দুস্থান অ্যারোনোটিক্স লিমিটেড। ( HAL ) 

৭৯. '' দ্রব্য সূচক '' এর সূত্রটি লেখ। 
দ্রব্যসূচক = কাঁচামালের মোট ওজন /  উৎপাদিত দ্রব্যের মোট ওজন। 

৮০. বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক কত ? 
1.

৮১. অবিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক কত ? 
1 এর বেশি। 

৮২. শিল্প স্থানিকতার ন্যুনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা কে ? 
ওয়েবার। 

৮৩. ভারতের সর্বপ্রথম আধুনিক যন্ত্রাদির কারখানা কোনটি ? 
HMT , 1953 সালে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হয়। 

৮৪. তথ্যপ্রযুক্তি শিল্পের ক্ষেত্রে - সল্টলেক : Sector V :: বেঙ্গালুরু : ? 
ইন্ডাস্ট্রিয়াল পার্ক। 



ভারতের জনসংখ্যা :- 

১. ভারতে জনগণনা কত বছর অন্তর অন্তর হয় ? 
প্রতি 10 বছর অন্তর। 

২. কবে ভারতে প্রথম জনগণনা হয় ? 
1871 সালে। ( তবে 1871 - 72 সালে প্রথম জনগণনা হলেও এটি প্রথাগত ছিল না। ভারতে প্রথম প্রথাগত জনগণনা শুরু হয় 1881 সালে। ) 

৩. ভারতে সর্বশেষ জনগণনা কবে হয়েছিল ? 
2011 সালে। 

৪. 2011 সালে ভারতে যে সর্বশেষ জনগণনা হয় , তা কততম জনগণনা ছিল ? 
15 তম। ( স্বাধীন ভারতের সপ্তম জনগণনা ) 

৫. ভারতে পরবর্তী জনগণনা কবে হবে ? 
2021 সালে। 

৬. স্থিতিশীল উন্নয়ন , বা ধারণযোগ্য উন্নয়ন , বা Sustainable Development কাকে বলে ? 
ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই বলে স্থিতিশীল উন্নয়ন , বা ধারণযোগ্য উন্নয়ন , বা Sustainable Development .

৭. ভারতের মোট জনসংখ্যা কত ? 
121.02 কোটি। 

৮. পৃথিবীর কত শতাংশ মানুষ ভারতে বাস করে ? 
17.5 % 

৯. ভারতে সাক্ষরতার হার কত ? 
74.04 % 

১০. ভারতের জনঘনত্ব কত ? 
382 জন / প্রতি বর্গ কিমি। 

১১. ভারতের লিঙ্গ অনুপাত কত ? 
1000 : 940 

১২. ভারতে মহিলা সাক্ষরতার হার কত ? 
65.46 % 

১৩. কোন দেশে পৃথিবীর সর্বপ্রথম আদমশুমারি হয় ? 
ব্যাবিলনে। 

১৪. আধুনিককালে প্রথম আদমশুমারি কোথায় হয় ? 
আমেরিকায়। 

১৫. 2011 সালে ভারতে জনগণনার স্লোগান কী ছিল ? 
'' আমাদের জনগণনা - আমাদের ভবিষ্যৎ। '' 

১৬. কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক ? 
বিহার 1102 জন / প্রতি বর্গ কিমি। 

১৭. জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ? 
দ্বিতীয় 1092 জন / প্রতি বর্গ কিমি। 

১৮. সর্বনিম্ন জনঘনত্ব কোন রাজ্যের ? 
অরুণাচলপ্রদেশ 17 জন / প্রতি বর্গ কিমি। 

১৯. ভারতে সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট রাজ্য কোনটি ? 
উত্তরপ্রদেশ। 

২০. জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ? 
চতুর্থ। 

২১. সর্বনিম্ন জনসংখ্যাবিশিষ্ট রাজ্য কোনটি ? 
সিকিম। 

২২. কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক ? 
দিল্লি। 

২৩.  কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সর্বনিম্ন ? 
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 

২৪. ভারতে সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটি ? 
কেরল। 

২৫. কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন ? 
বিহার।  

২৬. স্থিতিশীল উন্নয়ন , বা ধারণযোগ্য উন্নয়ন , বা Sustainable Development কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ? 
ইভা বেলফোর। 

২৭. জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কটি কীরূপ ? 
পরিবর্তনশীল ও আপেক্ষিক। 

২৮. এমন কয়েকটি রাজ্যের নাম কর যেখানে ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটেছে। 
পশ্চিমবঙ্গ , আসাম , ত্রিপুরা। 

২৯. ভারতে জনগণনার পথিকৃৎ কে ? 
W.W. Hunter 

৩০. জনঘনত্ব বা জনবসতির ঘনত্ব কাকে বলে ? 
কোনো দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যা ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল বা মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় , তাকে জনঘনত্ব বা জনবসতির ঘনত্ব বলে। 

৩১. ভারতের জনসংখ্যার মধ্যে সর্বাধিক কোন ক্ষেত্রে নিযুক্ত ? 
প্রাথমিক ক্ষেত্রে। 


শহর নগর বন্দর :- 

১. ন্যূনতম কত জনসংখ্যা হলে তাকে নগর বলা যায় ? 
1 লক্ষের বেশি। 

২. ন্যূনতম কত জনসংখ্যা হলে তাকে মহানগর বলা যায় ? 
10 লক্ষের বেশি। 

৩. ভারতে মোট ক'টি মহানগর রয়েছে ? 
53 টি। 

৪. ন্যূনতম কত জনসংখ্যা হলে তাকে মেগাসিটি বলা যায় ? 
এক কোটির বেশি জনসংখ্যা হলে। 

৫. ভারতে মেগাসিটির সংখ্যা কত ? 
মোট মেগাসিটির সংখ্যা 3 টি। মুম্বাই , দিল্লি ও কলকাতা। 

৬. ভারতের বৃহত্তম মেগাসিটি কোনটি ? 
মুম্বাই। 

৭. শহর কাকে বলে ? 
1971 সালের আদমশুমারি অনুসারে 5000 জনসংখ্যা বিশিষ্ট এলাকাকে শহর বলা হয়। 

৮. কোনো অঞ্চলকে শহর বলার শর্তগুলি কী কী ? 
(ক ) ন্যূনতম 5000 জনসংখ্যা থাকবে। 
(খ ) জনঘনত্ব হবে ন্যূনতম 400 জন / বর্গ কিমি। 
(গ ) মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার 75 % কৃষি ছাড়া অন্যান্য কাজে নিযুক্ত থাকবে। 

৯. ভারতে শহুরে জনসংখ্যায় প্রথম রাজ্য কোনটি ? 
মহারাষ্ট্র। 

১০. শহুরে জনসংখ্যায় শতকরা হারে প্রথম কোন রাজ্য ? 
গোয়া। 

১১. পশ্চিমবঙ্গের কোন কোন শহরকে স্মার্ট সিটি রূপে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ? 
দুর্গাপুর , নিউ টাউন - ইত্যাদি। 

১২. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে ? 
মুম্বাই। 

১৩. মূলধনের শহর কাকে বলে ? 
মুম্বাই। 

১৪. কোন শহরকে এশিয়ার রোম বলে ? 
দিল্লি। 

১৫. সবুজ নগরী কাকে বলে ? 
চেন্নাই। 

১৬. ভারতের সুইজারল্যান্ড কাকে বলে ? 
বেঙ্গালুরু। 

১৭. বিজ্ঞান নগরী কাকে বলে ? 
বেঙ্গালুরু। 

১৮. সিলিকন ভ্যালি কাকে বলে ? 
বেঙ্গালুরু। 

১৯. গোলাপি শহর কাকে বলে ? 
জয়পুর। 

২০. আরব সাগরের রানি কাকে বলে ? 
কোচি। 

২১. কমলালেবুর শহর কাকে বলে ? 
নাগপুর। 

২২. প্রাসাদ নগরী কাকে বলে ? 
কলকাতা। 

২৩. উদ্যান নগরী কাকে বলে ? 
লখনৌ। 

২৪. দক্ষিণ ভারতের কাশী কাকে বলে ? 
মাদুরাই। 

২৫. নীল নগরী কাকে বলে ? 
যোধপুর।   
         
      
     

















   

You May Also Like

0 comments