CLASS 10 ( MADHYAMIK ) GEOGRAPHY 2ND CHAPTER MCQ & SAQ

by - January 29, 2021

মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল : MCQ & SAQ 

দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল MCQ & SAQ 




মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল থেকে সমস্ত MCQ ও SAQ আলোচনা করা হল। প্রতিটি পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে। এছাড়াও প্রতিটি টেস্ট পেপার থেকেও প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি ছাড়াও কোনো নতুন প্রশ্নের সন্ধান পেলেই আপডেট করে দেওয়া হবে। 

মাধ্যমিক ভূগোল , দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল , MCQ SECTION 


১. বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনঃপ্রেরিত হয় কোন স্তর থেকে ? 
মেসোস্ফিয়ার  /  এক্সোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  স্ট্রাটোস্ফিয়ার। 
উত্তর : আয়োনোস্ফিয়ার। 

২. উত্তর গোলার্ধের উত্তর মুখী ঢালে অবস্থিত কোনো স্থানের তুলনায় দক্ষিণমুখী ঢালে অবস্থিত স্থান - শীতল হয় /  উষ্ণ হয়  /  একই থাকে  /  কোনটিই নয়। 
উত্তর : উষ্ণ হয়। 

৩. অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ? 
বায়ুর চাপ  /  মেঘাচ্ছন্নতা  /  বায়ুপ্রবাহের দিক  /  বায়ুর গতিবেগ।   
উত্তর : বায়ুর গতিবেগ। 

৪. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হল - 
১০০৩ মিলিবার / ১০১৩ মিলিবার /  ১০৩০ মিলিবার /  ১১০৩ মিলিবার। 
উত্তর : ১০১৩ . ২৫ মিলিবার। 

৫. বায়ুমন্ডলে ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে যে স্তরে তা হল - 
স্ট্রাটোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  ট্রপোস্ফিয়ার। 
উত্তর : স্ট্রাটোস্ফিয়ার। 

৬. বায়ু চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ? 
ব্যারোমিটার  /  থার্মোমিটার  /  হাইগ্রোমিটার  /  অ্যানিমোমিটার। 
উত্তর : ব্যারোমিটার। 

৭. বায়ুমন্ডলের শীতলতম স্তর হল - 
ট্রপোস্ফিয়ার  /  স্ট্রাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : মেসোস্ফিয়ার। 

৮. এল নিনো বছরগুলিতে ভারতে মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ - 
কমে যায়  /  বৃদ্ধি পায়  /  মাঝারি মানের হয়  /  ২ গুন হারে বৃদ্ধি পায়। 
উত্তর : কমে যায়। 

৯. শীতকালে বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে ? 
ভূমধ্য সাগরীয়  /  মৌসুমী  /  নিরক্ষীয়  /  স্তেপ। 
উত্তর : ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 
 
১০. গ্রীন হাউস গ্যাস গুলির মধ্যে প্রধান হল - CO2 /  মিথেন  /  CFC /  SO2 
উত্তর : CO2


১১. উত্তর - পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল - 
কালবৈশাখী  /  আঁধি  /  লু  /  পশ্চিমি ঝঞ্ঝা। 
উত্তর : আঁধি। 

১২. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় - ৩২% /  ৩৩%  /  ৩৪%  /  ৩৮ % 
উত্তর : ৩৪%

১৩. বায়ুমন্ডলে CO2 গ্যাসের পরিমাণ - ০.০৩৩% / ৩.৩% / ০.৩% / ১.০৩% 
উত্তর : ০.০৩৩%

১৪. সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাতের লেখচিত্র নির্দেশ করে কোন জলবায়ুকে ? ভূমধ্য সাগরীয়  /  নিরক্ষীয়  /  ক্রান্তীয় মৌসুমী  /  মেরু জলবায়ু।  
উত্তর : নিরক্ষীয় জলবায়ু। 

১৫. এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে ? 
আটলান্টিক  /  ভারত মহাসাগর  /  প্রশান্ত মহাসাগর  /  কুমেরু মহাসাগর। 
উত্তর : প্রশান্ত মহাসাগরে। 

১৬. ওজোন ধ্বংসকারী গ্যাস হল - CO2 /  CFC  /  N2  /  SO2 
উত্তর : ক্লোরোফুরো কার্বন বা CFC 
 
১৭. বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? 
থার্মোমিটার  /  অ্যানিমোমিটার  /  ব্যারোমিটার  / হাইগ্রোমিটার। 
উত্তর : হাইগ্রোমিটার। 

১৮. যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোন স্থানকে উত্তপ্ত করে তাকে বলে - বিকিরণ  /  তাপশোষণ  /  পরিচলন  /  অ্যাডভেকশন। 
উত্তর : অ্যাডভেকশন। 

১৯. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিমিতে উষ্ণতা হ্রাসের হার হল - 
৩.৪℃   /   ৬.৪℃  /  ৫.৪℃  /  ৬.৮℃ 
উত্তর : ৬.৪℃

২০. সূর্য কিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না , তাকে বলা হয় - 
ইনসোলেশন  /  বৈপরীত্য উত্তাপ  /  অ্যালবেডো  /  তাপীয় বাজেট। 
উত্তর : অ্যালবেডো। 

২১. আয়ন বায়ুর প্রবাহে ক্রান্তীয় অঞ্চলে অধিকাংশ মরুভুমি সৃষ্টি হয়েছে মহাদেশের -
উত্তরে  /  দক্ষিণে  /  পূর্বে  /  পশ্চিমে। 
উত্তর : পশ্চিমে। 

২২. পৃথিবীর নিষ্ক্রিয় সৌরতাপের পরিমাণ - ৩৪  /  ৪৮ /  ৬৬ /  ১০০ শতাংশ। 
উত্তর : ৩৪ শতাংশ। 

২৩. কোন জলবায়ুতে জুন - জুলাই মাসে উষ্ণতা সর্বনিম্ন হলেও বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক হয় -  নিরক্ষীয় জলবায়ু  /  দক্ষিণ গোলার্ধে মৌসুমী জলবায়ু  /   উত্তর গোলার্ধে ভূমধ্য সাগরীয় জলবায়ু  /   দক্ষিণ গোলার্ধে ভূমধ্য সাগরীয় জলবায়ু। 
উত্তর : দক্ষিণ গোলার্ধে ভূমধ্য সাগরীয় জলবায়ু। 

২৪. বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে ? 
নিরক্ষীয়  /  মৌসুমী  /  উষ্ণ মরু  /  ভূমধ্য সাগরীয়। 
উত্তর : নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 

২৫. এল নিনোর প্রভাব সর্বাধিক দেখা যায় কোন অঞ্চলে ? 
পেরু উপকূলে  / গিনি উপকূলে  /  অস্ট্রেলিয়া উপকূলে /  ব্রাজিল উপকূলে।   
উত্তর : পেরু উপকূলে। 


২৬. বায়ুমন্ডলের প্রধান গ্যাস কোনটি ? নাইট্রোজেন / অক্সিজেন / কার্বন ডাই অক্সাইড / ওজোন। 
উত্তর : নাইট্রোজেন। 

২৭. মেঘ ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে - নাইট্রোজেন / অক্সিজেন / জলীয় বাস্প / সমুদ্রস্রোত। 
উত্তর : জলীয় বাস্প। 

২৮. Tropos শব্দটি হল - গ্রিক / ল্যাটিন / স্পেনীয় / ইংরেজি - শব্দ। 
উত্তর : গ্রিক শব্দ। 

২৯. Tropos কথাটির অর্থ কী ? সর্বনিম্ন / মিশে যাওয়া / কনিষ্ঠ / সবগুলি। 
উত্তর : মিশে যাওয়া। 

৩০. বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি ? ট্রপোস্ফিয়ার  /  স্ট্রাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : ট্রপোস্ফিয়ার। 

৩১. ট্রপোস্ফিয়ারে প্রতি ১০০০ মিটার উচ্চতায় তাপমাত্রা কমে যায় - ০.৬৪ ডিগ্রি C / ০.০৬৪ ডিগ্রি C  / ৬.০৪ ডিগ্রি C / ৬.৪ ডিগ্রি C। 
উত্তর : ৬.৪ ডিগ্রি C ।  

৩২. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এই ঘটনাকে বলে - হিট ল্যাপস রেট / ন্যাচারাল ল্যাপস রেট / টেম্পারেচার ল্যাপস রেট / নরম্যাল ল্যাপস রেট। 
উত্তর : নরম্যাল ল্যাপস রেট। 

৩৩. বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমন্ডল বলে ?  ট্রপোস্ফিয়ার  /  স্ট্রাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : ট্রপোস্ফিয়ার। 

৩৪. বায়ুমন্ডলের কোন স্তরে মেঘ , বৃষ্টি , বজ্রপাত , ঝড় - ইত্যাদি সৃষ্টি হয় ?  ট্রপোস্ফিয়ার  /  স্ট্রাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : ট্রপোস্ফিয়ার। 

৩৫. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার - এর মধ্যবর্তী সীমারেখা হল - মেসোপজ / স্ট্র্যাটোপজ / ট্রপোপজ। 
উত্তর : ট্রপোপজ। 

৩৬. ' পজ ' কথার অর্থ - সীমারেখা / উর্দ্ধসীমা / নিম্নসীমা / থামা। 
উত্তর : থামা। 

৩৭. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা - কমে যায় / বেড়ে যায় / একই থাকে। উত্তর : বেড়ে যায়। 

৩৮. স্ট্র্যাটোস্ফিয়ারে ৫০ কিমি উচ্চতায় তাপমাত্রা হয় - ১০০ ডিগ্রি C / ১০০০ ডিগ্রি C  / ০ ডিগ্রি C  / ১ ডিগ্রি C । 
উত্তর : ০ ডিগ্রি C ।    

৩৯. স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্পের উপস্থিতি লক্ষ্য করা যায় / যায়না। 
উত্তর : যায়না। 

৪০. স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ , বৃষ্টি , ঝড় - ইত্যাদি দেখা যায় / যায়না। 
উত্তর : যায়না। 

৪১. বায়ুমন্ডলের কোন স্তরকে শান্ত মন্ডল বলে ?  ট্রপোস্ফিয়ার  /  স্ট্র্যাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার। 

৪২. বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে ?  ট্রপোস্ফিয়ার  /  স্ট্র্যাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার। 

৪৩. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায় ? ট্রপোস্ফিয়ার  /  স্ট্র্যাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার। 

৪৪. কোন গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্নি শোষণ করে জীবকুলকে রক্ষা করে ?  নাইট্রোজেন / অক্সিজেন / কার্বন ডাই অক্সাইড / ওজোন। 
উত্তর : ওজোন। 

৪৫. স্ট্র্যাটোস্ফিয়ারের উর্দ্ধসীমা - মেসোপজ / স্ট্র্যাটোপজ / ট্রপোপজ - নামে পরিচিত। 
উত্তর : স্ট্র্যাটোপজ। 

৪৬. মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা - বৃদ্ধি পায় / হ্রাস পায় / একই থাকে। 
উত্তর : হ্রাস পায়। 

৪৭. কোন স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায় ? ট্রপোস্ফিয়ার  /  স্ট্র্যাটোস্ফিয়ার  /  আয়োনোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার। 
উত্তর : মেসোস্ফিয়ার। 

৪৮. মেসোস্ফিয়ারের উর্দ্ধসীমা - মেসোপজ / স্ট্র্যাটোপজ / ট্রপোপজ - নামে পরিচিত। 
উত্তর : মেসোপজ। 

৪৯. কোন স্তরের অপর নাম থার্মোস্ফিয়ার ? ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়োনোস্ফিয়ার। 
উত্তর : আয়োনোস্ফিয়ার। 

৫০. বায়ুমন্ডলের কোন স্তরকে তাপমন্ডল বলে ? ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়োনোস্ফিয়ার। 
উত্তর : আয়োনোস্ফিয়ার। 


৫১. বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ , মহাকাশ স্টেশন - ইত্যাদি অবস্থিত থাকে ? 
এক্সোস্ফিয়ার / ম্যাগনেটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়োনোস্ফিয়ার। 
উত্তর : এক্সোস্ফিয়ার। 

৫২. বায়ুমন্ডলের একেবারে বাইরের দিকের স্তর বা বহির্মন্ডল কাকে বলে ? এক্সোস্ফিয়ার / ম্যাগনেটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়োনোস্ফিয়ার। 
উত্তর : এক্সোস্ফিয়ার। 

৫৩. বায়ুমন্ডলের কোন স্তরে ইলেক্ট্রন ও প্রোটনের অস্তিত্ব লক্ষ্য করা যায় ? এক্সোস্ফিয়ার / ম্যাগনেটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়োনোস্ফিয়ার। 
উত্তর : ম্যাগনেটোস্ফিয়ার। 

৫৪. সৌরপর্দা বা প্রাকৃতিক ছাতা কাকে বলে ? মেসোস্ফিয়ার / আয়োনোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার। 
উত্তর : ওজোনোস্ফিয়ার। 

৫৫. কোথায় ওজোন হোল বা ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে ? উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / আন্টার্কটিকা / ইউরেশিয়া। 
উত্তর : আন্টার্কটিকা। 

৫৬. ইনসোলেশন হল - সূর্য থেকে আগত মোট রশ্নি / সূর্য থেকে আগত রশ্নির যে অংশ বায়ুমন্ডলকে উত্তপ্ত করে / সূর্য থেকে আগত রশ্নির যে অংশ মহাশুন্যে ফিরে যায় / কোনটিই নয়। 
উত্তর : সূর্য থেকে আগত রশ্নির যে অংশ বায়ুমন্ডলকে উত্তপ্ত করে। 

৫৭. সূর্যের মোট উত্তাপের ২০০ কোটি ভাগের মাত্র - ১০ ভাগ / ১ ভাগ / ০.১ ভাগ / ১০০ ভাগ - পৃথিবীতে এসে পৌঁছোয়। 
উত্তর : ১ ভাগ। 

৫৮. কার্যকরী সৌরকিরণ হল - ৩৪% / ৬৬% / ৩৩% / ৪০%  । 
উত্তর : ৬৬%  । 

৫৯. তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ? ব্যারোমিটার / হাইগ্রোমিটার / সিক্সের থার্মোমিটার / অ্যানিমোমিটার। 
উত্তর : সিক্সের থার্মোমিটার। 

৬০. সিক্সের থার্মোমিটারের আকৃতি কীরূপ ? V আকৃতির / U আকৃতির / I আকৃতির / M আকৃতির।    
উত্তর : U আকৃতির। 

৬১. বায়ুমন্ডলের তাপমাত্রার তারতম্যের কারণ হল - উচ্চতা / বায়ুপ্রবাহ / সমুদ্রস্রোত / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৬২. নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্নি - লম্বভাবে / তির্যকভাবে - পড়ে। 
উত্তর : লম্বভাবে। 

৬৩. কোনো কোনো ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়না। এই ঘটনাকে বলা হয় - অ্যালবেডো / ইনসোলেশন / বৈপরীত্য উত্তাপ / সবগুলি। 
উত্তর : বৈপরীত্য উত্তাপ। 

৬৪. পর্বতের উপরের অংশের শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর নীচে নেমে এলে তাকে বলে - অ্যানাবেটিক বায়ু / ক্যাটাবেটিক বায়ু। 
উত্তর : ক্যাটাবেটিক বায়ু। 

৬৫. পর্বতের পাদদেশের উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে গেলে - তাকে বলে -  অ্যানাবেটিক বায়ু / ক্যাটাবেটিক বায়ু। 
উত্তর : অ্যানাবেটিক বায়ু । 

৬৬. উপকূলের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু - চরমাভাপন্ন / সমভাবাপন্ন। 
উত্তর : সমভাবাপন্ন। 

৬৭. মেঘমুক্ত আকাশ থাকলে উষ্ণতা - কম হয় / বেশি হয়। 
উত্তর : কম হয়। 

৬৮. একই রকম উষ্ণতাযুক্ত অঞ্চলগুলিকে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে অবস্থান করা হলে , সেই রেখাগুলিকে বলে - তাপরেখা / সমতাপ রেখা / উষ্ণতার প্রসর রেখা / সমোষ্ণ রেখা। 
উত্তর : সমোষ্ণ রেখা। 

৬৯. গ্রিনহাউস গ্যাসের প্রভাবে উষ্ণতা - কমে যায় / বেড়ে যায়। 
উত্তর : বেড়ে যায়। 

৭০. কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ? ক্লোরোফুরো কার্বন / কার্বন ডাই অক্সাইড / ওজোন / অক্সিজেন। 
উত্তর : অক্সিজেন। 

৭১. কোনটি পারদ বিহীন ব্যারোমিটার ? টরিসেলি ব্যারোমিটার / ফর্টিন্স ব্যারোমিটার / অ্যানিরয়েড ব্যারোমিটার। 
উত্তর : অ্যানিরয়েড ব্যারোমিটার।   

৭২. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপের পরিবর্তন ধরা পড়ে কোন যন্ত্রে ? ব্যারোমিটার / ব্যারাগ্রাফ / অল্টিমিটার / রিসেলি ব্যারোমিটার। 
উত্তর : অল্টিমিটার। 

৭৩. কোন যন্ত্রের দ্বারা বায়ুচাপের অতি ক্ষুদ্রতর হ্রাস - বৃদ্ধি পরিমাপ করা যায় ? ব্যারোমিটার / ব্যারোগ্রাফ / অল্টিমিটার / রিসেলি ব্যারোমিটার। 
উত্তর : ব্যারোগ্রাফ।   

৭৪. পৃথিবীর বায়ুচাপ - সর্বত্র সমান / সর্বত্র সমান নয়। 
উত্তর : সর্বত্র সমান নয়। 

৭৫. প্রতি - ১০০ মিটার / ১১১ মিটার / ১০০০ মিটার / ১১০ মিটার - উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ১ সেমি পারদস্তম্ভের সমান বায়ুচাপের হ্রাস পায়। 
উত্তর : ১১০ মিটার।  
 

৭৬. পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক - কম / বেশি - হয়। 
উত্তর : কম। 

৭৭. একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় - তা হল - সমোষ্ণ রেখা / সমচাপ রেখা / নিরক্ষরেখা / ১৮০ ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। 
উত্তর : সমচাপ রেখা। 

৭৮. সমচাপ রেখায় বায়ুচাপকে কোন এককে দেখানো হয় ? মিলিবার / নট / ফারেনহাইট / সেন্টিগ্রেড। 
উত্তর : মিলিবার। 

৭৯. বায়ু - উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে / নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে - প্রবাহিত হয়। 
উত্তর : উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 

৮০. উচ্চচাপ বলয় নির্দেশ করা হয় - C / A / H / L - দ্বারা। 
উত্তর : H দ্বারা। 

৮১. নিম্নচাপ বলয় নির্দেশ করা হয় -  C / A / H / L - দ্বারা। 
উত্তর : L দ্বারা। 

৮২. পৃথিবীতে মোট বায়ুচাপ বলয়ের সংখ্যা - ৩ টি / ৪ টি / ৫ টি / ৭ টি। 
উত্তর : ৭ টি। 

৮৩. পৃথিবীতে মোট উচ্চচাপ বলয়ের সংখ্যা - ৩ টি / ৪ টি / ৫ টি / ৭ টি। 
উত্তর : ৪ টি। 

৮৪. পৃথিবীতে মোট নিম্নচাপ বলয়ের সংখ্যা - ৩ টি / ৪ টি / ৫ টি / ৭ টি। 
উত্তর : ৩ টি। 

৮৫. নিরক্ষীয় নিম্নচাপ বলয় হল - শান্ত বলয় / ক্ষুব্ধ বলয়। 
উত্তর : শান্ত বলয়। 

৮৬. নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান - ৫ ডিগ্রি উত্তর থেকে ৫ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখার মধ্যে / ১০ ডিগ্রি উত্তর থেকে ১০ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখার মধ্যে / ১৫ ডিগ্রি উত্তর থেকে ১৫ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখার মধ্যে / ৩০ ডিগ্রি উত্তর থেকে ৩০ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখার মধ্যে। 
উত্তর : ৫ ডিগ্রি উত্তর থেকে ৫ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখার মধ্যে। 

৮৭. ডোলড্রামস - কথার অর্থ - নিরক্ষীয় শান্ত বলয় / উত্তাল বায়ু প্রবাহ / শান্তাবস্থা / জাহাজ চলাচলের পথ। 
উত্তর : শান্তাবস্থা। 

৮৮. আবর্তনের বেগ প্রায় শুন্য হয় কোন চাপ বলয়ে ? নিরক্ষীয় নিম্নচাপ বলয় / কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় / মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় / মেরুদেশীয় উচ্চচাপ বলয়। 
উত্তর :  মেরুদেশীয় উচ্চচাপ বলয়। 

৮৯. বাইজ ব্যালট সূত্র অনুসারে উত্তর গোলার্ধে উচ্চচাপ অঞ্চলে বায়ু - ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে / বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে - প্রবাহিত হয়। 
উত্তর : ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে। 

৯০. বাইজ ব্যালট সূত্র অনুসারে উত্তর গোলার্ধে নিম্নচাপ অঞ্চলে বায়ু - ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে / বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে - প্রবাহিত হয়। 
উত্তর : বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 

[ মনে রাখতে হবে বাইজ ব্যালট সূত্রটি দক্ষিণ গোলার্ধে বিপরীত সিদ্ধান্তে কাজ করে। ]

৯১. ওলন্দাজ আবহবিদ বাইজ ব্যালট কবে বাইজ ব্যালট সূত্রটি আবিষ্কার করেন ? ১৮৫৬ খ্রিস্টাব্দে / ১৯৫৬ খ্রিস্টাব্দে / ১৯৫৭ খ্রিস্টাব্দে / ১৮৫৭ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দে। 

৯২. ফেরেলের সূত্র কবে আবিষ্কৃত হয় ? ১৮৫৭ খ্রিস্টাব্দে / ১৮৫৯ খ্রিস্টাব্দে / ১৮৬১ খ্রিস্টাব্দে / ১৮৭২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৫৯ খ্রিস্টাব্দে। 

৯৩. ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাওয়ার সময় সরাসরি না গিয়ে উত্তর গোলার্ধে - ডানদিকে / বামদিকে - বেঁকে যায়। 
উত্তর : ডানদিকে। 

৯৪. ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাওয়ার সময় সরাসরি না গিয়ে দক্ষিণ গোলার্ধে - ডানদিকে / বামদিকে - বেঁকে যায়। 
উত্তর : বামদিকে। 

৯৫. কোন বায়ুর অপর নাম ' বাণিজ্য বায়ু ' ? আয়ন বায়ু / পশ্চিমা বায়ু / মেরু বায়ু / সমুদ্র বায়ু। 
উত্তর : আয়ন বায়ু। 

৯৬. আয়ন শব্দের অর্থ - বাণিজ্য / বায়ুপ্রবাহ / নৌকা বা জাহাজ / পথ। 
উত্তর : পথ। 

৯৭. ৪০ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখা হল - গর্জনশীল চল্লিশা / ক্রোধন্মোক্ত চল্লিশা / তীক্ষ্ণ চিৎকারকারী চল্লিশ। 
উত্তর : গর্জনশীল চল্লিশা। 

৯৮. ৫০ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখা হল - গর্জনশীল পঞ্চাশ  / ক্রোধন্মোক্ত পঞ্চাশ  / তীক্ষ্ণ চিৎকারকারী পঞ্চাশ। 
উত্তর : ক্রোধন্মোক্ত পঞ্চাশ। 

৯৯. ৬০ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখা হল - গর্জনশীল ষাট  / ক্রোধন্মোক্ত ষাট  / তীক্ষ্ণ চিৎকারকারী ষাট । 
উত্তর : তীক্ষ্ণ চিৎকারকারী ষাট । 

১০০. অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ? 
বায়ুর চাপ  /  মেঘাচ্ছন্নতা  /  বায়ুপ্রবাহের দিক  /  বায়ুর গতিবেগ।   
উত্তর : বায়ুর গতিবেগ।   


১০১. বায়ুর দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? বাত পতাকা / অ্যানিমোমিটার / বিউফোর্ড স্কেল / নট্। 
উত্তর : বাতপতাকা। 

১০২. বায়ুর শক্তিমাত্রা নির্ণয়কারী স্কেল কোনটি ? বাত পতাকা / অ্যানিমোমিটার / বিউফোর্ড স্কেল / নট্।       
উত্তর : বিউফোর্ড স্কেল।      

১০৩. বায়ুর গতিবেগ পরিমাপের একক -  বাত পতাকা / অ্যানিমোমিটার / বিউফোর্ড স্কেল / নট্।       
উত্তর : নট্।  

১০৪. স্থলবায়ু ও সমুদ্রবায়ু হল - স্থানীয় বায়ু / নিয়ত বায়ু / সাময়িক বায়ু / আকস্মিক বায়ু - প্রবাহ। 
উত্তর : সাময়িক বায়ুপ্রবাহ। 

১০৫. মৌসুমী বায়ু হল একপ্রকার -  স্থানীয় বায়ু / নিয়ত বায়ু / সাময়িক বায়ু / আকস্মিক বায়ু - প্রবাহ। 
উত্তর : সাময়িক বায়ুপ্রবাহ। 

১০৬. স্থলবায়ু প্রবাহিত হয় - দিনের বেলা / সকাল বেলা / সন্ধ্যা বেলা / রাতের বেলা। 
উত্তর : রাতের বেলা। 

১০৭.  সমুদ্রবায়ু প্রবাহিত হয় - দিনের বেলা / সকাল বেলা / সন্ধ্যা বেলা / রাতের বেলা। 
উত্তর : দিনের বেলা। 

১০৮. গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু প্রবাহিত হয় - উত্তর - পশ্চিম / দক্ষিণ - পশ্চিম / উত্তর - পূর্ব / দক্ষিণ - পূর্ব - দিক থেকে। 
উত্তর : দক্ষিণ - পশ্চিম দিক থেকে। 

১০৯. শীতকালীন মৌসুমী বায়ু প্রবাহিত হয় - উত্তর - পশ্চিম / দক্ষিণ - পশ্চিম / উত্তর - পূর্ব / দক্ষিণ - পূর্ব - দিক থেকে। 
উত্তর : উত্তর - পূর্ব দিক থেকে। 

১১০. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল - মৌসুমী বায়ু / জেট বায়ু / পশ্চিমা বায়ু / আয়ন বায়ু। 
উত্তর : মৌসুমী বায়ু। 

১১১. গ্রিক শব্দ Ana - র অর্থ - উপরের দিকে / নীচের দিকে / বাম দিকে / ডান দিকে। 
উত্তর : উপরের দিকে। 

১১২. সকল প্রকার ঘূর্ণবাত ( ঘূর্ণবাত , প্রতীপ ঘূর্ণবাত , ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ) হল - স্থানীয় বায়ু / নিয়ত বায়ু / সাময়িক বায়ু / আকস্মিক বায়ু - প্রবাহ।   
উত্তর : আকস্মিক বায়ুপ্রবাহ। 

১১৩. Cyclone শব্দটি এসেছে গ্রিক শব্দ Kukloma থেকে। এর অর্থ - কুন্ডলী পাকানো কুকুরের লেজ / সাপের মত কুন্ডলী / তীব্র ঝড় / তীব্র ঘূর্ণিঝড়। 
উত্তর : সাপের মত কুন্ডলী। 

১১৪. উচ্চচাপ বিশিষ্ট ঝড়কে বলে - ঘূর্ণবাত / প্রতীপ ঘূর্ণবাত / ক্রান্তীয় ঘূর্ণবাত / নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। 
উত্তর : প্রতীপ ঘূর্ণবাত। 

১১৫. উত্তর গোলার্ধে ঘূর্ণবাতের বায়ু - বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে / ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে - প্রবাহিত হয়। 
উত্তর :  বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 

১১৬. দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবাতের বায়ু - বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে / ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে - প্রবাহিত হয়।   
উত্তর : ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে। 

১১৭. উত্তর গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাতের বায়ু - বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে / ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে - প্রবাহিত হয়। 
উত্তর :  ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে। 

১১৮. দক্ষিণ গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাতের বায়ু - বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে / ডানদিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে - প্রবাহিত হয়।  
উত্তর :  বামদিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 

১১৯. কোন প্রকার ঘূর্ণবাত ধ্বংসাত্মক নয় ? ঘূর্ণবাত / প্রতীপ ঘূর্ণবাত / ক্রান্তীয় ঘূর্ণবাত। 
উত্তর : প্রতীপ ঘূর্ণবাত। 

১২০. কোন প্রকার ঘূর্ণবাত মারাত্মক ধ্বংসাত্মক ? ঘূর্ণবাত / প্রতীপ ঘূর্ণবাত / ক্রান্তীয় ঘূর্ণবাত।
উত্তর : ক্রান্তীয় ঘূর্ণবাত। 

১২১. শিলামন্ডলে জলের বন্টন ও জীবজগতের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ সম্ভব হয় - নদীর জল / সমুদ্রের জল / বৃষ্টিপাত / জলচক্র - র জন্য। 
উত্তর : জলচক্র। 

১২২. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণই হল - বাষ্পীভবন / অধঃক্ষেপন / আর্দ্রতা / ঘনীভবন। 
উত্তর : আর্দ্রতা। 

১২৩. বাষ্পীভবনের হার মাপার যন্ত্রের নাম - অ্যাটমোমিটার / হাইগ্রোমিটার /  অ্যানিমোমিটার / বিউফোর্ড স্কেল। 
উত্তর : অ্যাটমোমিটার। 

১২৪. উষ্ণ জলবায়ু অঞ্চলে বায়ুর আর্দ্রতা - কম / বেশি। 
উত্তর : বেশি। 

১২৫. শীতল জলবায়ু অঞ্চলে বায়ুর আর্দ্রতা - কম / বেশি। 
উত্তর : কম। 

১২৬. একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলে - চরম বা নিরপেক্ষ আর্দ্রতা / বিশেষ আর্দ্রতা / আপেক্ষিক আর্দ্রতা / সম্পৃক্ত বায়ু। 
উত্তর : চরম বা নিরপেক্ষ আর্দ্রতা। 

১২৭. কোনো বিশেষ বায়ুতে মোট আর্দ্র বায়ুর ভরের সঙ্গে জলীয় বাষ্পের ভরের যে অনুপাত তাকে বলে -  চরম বা নিরপেক্ষ আর্দ্রতা / বিশেষ আর্দ্রতা / আপেক্ষিক আর্দ্রতা / সম্পৃক্ত বায়ু।
উত্তর : বিশেষ আর্দ্রতা। 

১২৮. নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের ভরের সঙ্গে ওই উষ্ণতায় ওই বায়ুকে পরিপৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের যে অনুপাত তাকে বলে - চরম বা নিরপেক্ষ আর্দ্রতা / বিশেষ আর্দ্রতা / আপেক্ষিক আর্দ্রতা / সম্পৃক্ত বায়ু।
উত্তর : আপেক্ষিক আর্দ্রতা। 

১২৯. নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তখন ওই বায়ুকে বলে - চরম বা নিরপেক্ষ আর্দ্রতা / বিশেষ আর্দ্রতা / আপেক্ষিক আর্দ্রতা / সম্পৃক্ত বায়ু।
উত্তর : সম্পৃক্ত বায়ু।

১৩০. বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? ব্যারোমিটার / হাইগ্রোমিটার / থার্মোমিটার / অ্যাটমোমিটার।  
উত্তর : হাইগ্রোমিটার। 

১৩১. শিশির হল - বাষ্পীভবনের / ঘনীভবনের / হিমায়নের / অধঃক্ষেপনের - একটি রূপ। 
উত্তর : ঘনীভবনের। 

১৩২. কুয়াশা ও ধোঁয়া মিলে তৈরী হয় - ধোঁয়াশা / বৃষ্টিপাত / মেঘাচ্ছন্নতা / সবগুলি। 
উত্তর : ধোঁয়াশা। 

১৩৩. বায়ুমন্ডল থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলকণার তরল অথবা কঠিনরূপে ভূপৃষ্ঠে পতনকে বলে - বৃষ্টিপাত / শিশির / মেঘ / অধঃক্ষেপন। 
উত্তর : অধঃক্ষেপন। 

১৩৪. মধ্য ও উচ্চ অক্ষাংশে বায়ুমন্ডল থেকে পতিত বরফের টুকরোকে কী বলে ? শিলাবৃষ্টি / তুষারপাত / স্লিট / অধঃক্ষেপন। 
উত্তর : স্লিট। 

১৩৫. কোন ধরণের বৃষ্টিপাতকে 4 O'clock Rain বলে ? পরিচলন বৃষ্টিপাত / শৈলাৎক্ষেপ বৃষ্টিপাত / ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত / গুড়ি গুড়ি বৃষ্টিপাত। 
উত্তর : পরিচলন বৃষ্টিপাত। 

১৩৬. পরিচলন বৃষ্টিপাত সাধারণত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ? নিরক্ষীয় অঞ্চল / ভূমধ্যসাগরীয় অঞ্চল / মৌসুমী জলবায়ু অঞ্চল / মহাদেশীয় জলবায়ু অঞ্চল। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চল। 

১৩৭. সাইক্লোন , হ্যারিকেন , টর্নেডো , টাইফুন - ইত্যাদি হল -  পরিচলন বৃষ্টিপাত / শৈলাৎক্ষেপ বৃষ্টিপাত / ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত / গুড়ি গুড়ি বৃষ্টিপাত।   
উত্তর : ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। 

১৩৮. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী ? রেইন মিটার / রেইন ক্যালকুলেটর / রাইনোমিটার / রেইনগজ। 
উত্তর : রেইনগজ। 

১৩৯. কোন এককে বৃষ্টিপাতের পরিমাণ প্রকাশ করা হয় - গ্রাম , কিলোগ্রাম ইত্যাদি / মিলিলিটার , লিটার ইত্যাদি / মাইল / সেন্টিমিটার , মিলিমিটার , ইঞ্চি ইত্যাদি। 
উত্তর : সেন্টিমিটার , মিলিমিটার , ইঞ্চি ইত্যাদি। 

১৪০. সারাবছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুতে দেখা যায় ? নিরক্ষীয় অঞ্চল / ভূমধ্যসাগরীয় অঞ্চল / মৌসুমী জলবায়ু অঞ্চল / মহাদেশীয় জলবায়ু অঞ্চল। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চল।  

১৪১. ভারত, বাংলাদেশ ইত্যাদি দেশগুলি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত ?  নিরক্ষীয় অঞ্চল / ভূমধ্যসাগরীয় অঞ্চল / ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল / মহাদেশীয় জলবায়ু অঞ্চল। 
উত্তর : ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। 

১৪২. কোন জলবায়ু অঞ্চলে ব্লিজার্ড প্রবাহিত হয় ? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে / মহাদেশীয় জলবায়ু অঞ্চলে / স্টেপ জলবায়ু অঞ্চলে / নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 
উত্তর : তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 

১৪৩. বিশ্ব উষ্ণায়নের ফলে ঘটে - মেরু অঞ্চলের বরফের গলন / কৃষিপদ্ধতির পরিবর্তন / শস্য উৎপাদন হ্রাস / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

১৪৪. সারাবছর তির্যক সূর্যরশ্নি দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে ?  নিরক্ষীয় জলবায়ু অঞ্চল / ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল / মৌসুমী জলবায়ু অঞ্চল / মহাদেশীয় জলবায়ু অঞ্চল। 
উত্তর : নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 

১৪৫. ভারত ও বাংলাদেশের ক্রান্তীয় ঘূর্ণবাতটির নাম - সাইক্লোন / টাইফুন / টর্নেডো / হ্যারিকেন। 
উত্তর : সাইক্লোন। 

১৪৬. বায়ুমন্ডলে কীসের উপস্থিতির জন্য আকাশ নীল দেখায় ? ওজোন / আর্গন / জেনন / ধূলিকণা। 
উত্তর : ধূলিকণা। 

১৪৭. বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমন্ডলের কোন স্তরে ? আয়োনোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার। 
উত্তর : ট্রপোস্ফিয়ার। 

১৪৮. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার ( নরম্যাল ল্যাপস রেট ) দেখা যায় কোন স্তরে ? আয়োনোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার। 
উত্তর : ট্রপোস্ফিয়ার। 

১৪৯. হোমোস্ফিয়ারের অপর নাম - বিষমমন্ডল / ক্ষুব্ধমন্ডল / সমমন্ডল / স্তব্ধমন্ডল। 
উত্তর : সমমন্ডল। 

১৫০. বায়ুমন্ডলের সবচেয়ে ওপরের স্তর কোনটি ? ম্যাগনেটোস্ফিয়ার / আয়োনোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার। 
উত্তর : ম্যাগনেটোস্ফিয়ার।    


SAQ Section

Topic 1: বায়ুমন্ডলের ধারণা ও উপাদান।  SAQ 
Topic 2: বায়ুমন্ডলের স্তর বিভাজন। SAQ 

১. বায়ুমন্ডলের প্রধান দুটি গ্যাস কী কী ? 
নাইট্রোজেন ( N2 ) ও অক্সিজেন ( O 2 ) । 

২. বায়ুমন্ডলের নিষ্ক্রিয় গ্যাস গুলির নাম করো। 
নিয়ন , ক্রিপ্টন , জেনন - ইত্যাদি। 

৩. অ্যারোসেল কাকে বলে ? 
বায়ুমন্ডলে বিভিন্ন ধূলিকণা , ছাই , উল্কার ধ্বংসাবশেষ - ইত্যাদি ভাসমান অবস্থায় আছে। একেই  অ্যারোসেল বলে। 

৪. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা Normal Lapse Rate কাকে বলে ? 
ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার ( বা 1 কিমি ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি C হারে উষ্ণতা হ্রাস পায়। একেই স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা Normal Lapse Rate বলে। 

৫. কোন স্তরকে , কেন ক্ষুব্ধ মন্ডল বলা হয় ? 
ট্রপোস্ফিয়ারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ - বজ্র , বিদ্যুৎ , ঝড় , বৃষ্টি - ইত্যাদি দেখা যায় বলে এই স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলে। 

৬. ট্রপোপজ কী ? 
ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী স্তর। 

৭. কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় ? 
স্ট্র্যাটোস্ফিয়ার। 

৮. কোন স্তরকে কেন শান্ত মন্ডল বলা হয় ? 
স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাস্প ও মেঘ না থাকায় আবহাওয়া শান্ত থাকে। তাই একে শান্ত মন্ডল বলে। 

৯. কোন স্তরে ওজোন ( O3) গ্যাস দেখা যায় ? 
স্ট্র্যাটোস্ফিয়ারে। 

১০. কোন স্তরকে কেন ওজোনোস্ফিয়ার বলে ? 
ওজোন গ্যাস থাকার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে।  

১১. কোন স্তর অতিবেগুনি রশ্নি শোষণ করে ? 
স্ট্র্যাটোস্ফিয়ার। 

১২. স্ট্র্যাটোপজ কাকে বলে ? 
স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী সীমানাকে। 

১৩. কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে ? 
স্ট্র্যাটোস্ফিয়ার। 

১৪. কোন স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয় ? 
মেসোস্ফিয়ার। 

১৫. মেসোপজ কী ? 
মেসোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী সীমানাকে। 

১৬. কোন স্তরে x - রশ্নি শোষিত হয় ? 
আয়োনোস্ফিয়ার। 

১৭. কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ? 
আয়োনোস্ফিয়ার। 

১৮. কোন স্তরে চৌম্বক ক্ষেত্র দেখা যায় ? 
ম্যাগনেটোস্ফিয়ার। 

১৯. কোন স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় ? 
এক্সোস্ফিয়ার। 

২০. বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ কত ? 
0.033 %   ।      

২১. মৌক্তিক বা শুক্তি মেঘ কাকে বলে ? 
আন্টার্কটিকা অঞ্চলে শীতকালে সৃষ্ট সামান্য পরিমাণ মেঘকে মৌক্তিক বা শুক্তি মেঘ বলে। 

২২. 1 টি CFC কণা কতগুলি O3 কণাকে ধ্বংস করে ? 
1 লক্ষ। 

২৩. কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে ? 
ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার। 

২৪. CFC এর পুরো কথাটি লেখ। 
ক্লোরোফুরা কার্বন। 

২৫. কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলে ? 
ওজোনস্তর বা স্ট্র্যাটোস্ফিয়ার। 

২৬. বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ? 
78. 09 % 

২৭. ওজোন গ্যাসের ঘনত্বের পরিমাপের একক কী ? 
ডবসন। 

২৮. বায়ুমন্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় ? 
মেসোস্ফিয়ার। 

২৯. CFC র উৎস কী ? 
রেফ্রিজারেশন পদ্ধতি। 

৩০. বায়ুমন্ডলের রক্ষাকবচ বলা হয় কোন স্তরকে ? 
ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ার। 

৩১. ওজোন গহ্বর কোথায় দেখা গেছে ? 
আন্টার্কটিকায়। 


Topic 3 : পৃথিবীর তাপ , উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। 

১. সূর্য রশ্নির কত অংশ পৃথিবীতে এসে পৌঁছায় ? 
200 কোটি ভাগের 1 ভাগ। 

২. অ্যালবেডো কী ? 
আগত সূর্যতাপের 34% বায়ুমন্ডলে অবস্থিত মেঘ , ভাসমান ধূলিকণা , বায়ুমন্ডলের অণু ও ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে ক্ষুদ্রতরঙ্গরূপে মহাশুন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলে। 

৩. উষ্ণতা বা তাপ পরিমাপক যন্ত্রের নাম কী ? 
থার্মোমিটার। থার্মোমিটার দুই প্রকার - সেন্টিগ্রেট / সেলসিয়াস , ফারেনহাইট। 

৪. সেন্টিগ্রেট স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ প্রসার কী ? 
0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। 

৫. ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ প্রসার কী ? 
32 ডিগ্রি থেকে 212 ডিগ্ৰী ফারেনহাইট। 

৬. দিনের গড় উষ্ণতার সূত্রটি লেখো। 
( দিনের সর্বোচ্চ তাপমাত্রা + দিনের সর্বনিম্ন তাপমাত্রা ) ➗ 24 

৭. কোন থার্মোমিটার দিয়ে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা নির্ণয় করা যায় ? 
গরিষ্ঠ - লঘিষ্ঠ থার্মোমিটার বা সিক্সের থার্মোমিটার। 

৮. তাপমাত্রার প্রসার কাকে বলা হয় ? 
কোনো নির্দিষ্ট স্থানের উষ্ণতম মাসের গড় উষ্ণতা এবং শীতলতম মাসের গড় উষ্ণতার বিয়োগফলকে ঐ স্থানের উষ্ণতার বা তাপমাত্রার প্রসার বলা হয়। 

৯. পৃথিবী তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে ? 
66 ½  ডিগ্রি। 

১০. সমুদ্র সমতল থেকে কোনো স্থান যত ওপরে অবস্থান করে , সেই স্থানের বায়ুমন্ডলের তাপমাত্রা তত - কম / বেশি  হয়। 
কম। 

১১. উষ্ণতার বৈপরীত্য কাকে বলে ? 
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে , উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। একে উষ্ণতার বৈপরীত্য বলে। 

১২. জলভাগের তুলনায় স্থলভাগ অধিক দ্রুত উষ্ণ বা শীতল হয়। সত্য / মিথ্যা। 
সত্য। 

১৩. গ্রিনহাউস গ্যাস কাকে বলে ? প্রধান গ্রীন হাউস গ্যাসগুলি কী কী ? 
বায়ুমন্ডলে যে সমস্ত গ্যাস পৃথিবীপৃষ্ঠে বিচ্ছুরিত সূর্যরশ্নি শোষণ করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। 
প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি হল - CO2 , N2O , CFC , CH4 ইত্যাদি। 

১৪. বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ কত ? 
0.03 % 

১৫. El- Nino খরা / বন্যা - র জন্য দায়ী। 
খরা। 

১৬. El- Nino শব্দের অর্থ কী ? 
শিশু খ্রিস্ট। 
 
১৭. El- Nino কী ? 
এল - নিনো হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিলি উপকূলে সাধারণতঃ খ্রিস্ট মাসের সময় আগত অস্থির , অনির্দিষ্ট ও উষ্ণ সমুদ্রস্রোত। 

১৮. সর্বাধিক এল - নিনো প্রভাবিত অঞ্চল কোনটি ? 
দক্ষিণ আমেরিকার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী পেরু ও ইকুয়েডর। 

১৯. কার্যকরী সৌরবিকিরণ কী ? 
পৃথিবীতে আগত সূর্যরশ্নির 66 % ভূমি ও বায়ুমন্ডলকে উত্তপ্ত করে। একে কার্যকরী সৌরবিকিরণ বলে। 

২০. লীনতাপ কী ? 
কোনো বস্তু বা পদার্থের অবস্থার পরিবর্তনের সময় ঐ বস্তু বা পদার্থ যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে লীনতাপ বলে।    


TOPIC 4 : বায়ুচাপ , বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ।   

১. সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ কত ? 
1013.25 মিলিবার / প্রতি বর্গ ইঞ্চি। 

২. কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয় ? 
ব্যারোমিটার। 

৩. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপের দ্রুত পরিবর্তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ? 
অল্টিমিটার ও ব্যারোগ্রাম যন্ত্রের সাহায্যে। 

৪. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপ - বাড়ে / কমে। 
কমে। 

৫. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কতটা বায়ুচাপ কমতে থাকে ? 
প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 1 সেমি পারদ স্তম্ভের সমান বা , 1.34 মিলিবার চাপ কমে যায়। 
৬. ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সংখ্যা ক'টি ? 
7 টি। 

৭. কোন সময়ে স্থলবায়ু প্রবাহিত হয় ? 
রাত্রে। 

৮. কোন সময়ে সমুদ্রবায়ু প্রবাহিত হয় ? 
দুপুরে। 

৯. বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কী ? 
অ্যানিমোমিটার। 

১০. পৃথিবীর কোন গতির ফলে বায়ুর গতিবিক্ষেপ ঘটে ? 
আবর্তন গতি। 

১১. অশ্ব অক্ষাংশ কোন বায়ুচাপ বলয়ে দেখা যায় ? 
কর্কটীয় ও  মকরীয় উচ্চচাপ বলয়ে ( 25 ° - 35 ° N ) 

১২. নিয়ত বায়ু ক'টি ও কি কি ? 
তিনটি - আয়ন বায়ু , পশ্চিমা বায়ু , মেরু বায়ু। 

১৩. আয়ন শব্দের অর্থ কী ? 
পথ। 

১৪. আয়ন বায়ুর অপর নাম কী ? 
বাণিজ্য বায়ু। 

১৫.  40 ° দক্ষিণ অক্ষাংশকে কী বলে ? 
গর্জনশীল চল্লিশা। 

১৬. 50 ° দক্ষিণ অক্ষাংশকে কি বলে ? 
ভয়ঙ্কর পঞ্চাশিয়া। 

১৭. 60 ° দক্ষিণ অক্ষাংশকে কি বলে ?
তীক্ষ্ণ চিৎকারকারী ষাট। 

১৮. সাময়িক বায়ুগুলি কী কী ? 
স্থলবায়ু , সমুদ্রবায়ু , মৌসুমী বায়ু , পার্বত্য বায়ু , উপত্যকা বায়ু। 

১৯. রাতেরবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত বায়ু কোনটি ? 
স্থলবায়ু। 

২০. দিনেরবেলা জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু কোনটি ? 
সমুদ্র বায়ু।   

২১. কোন শব্দ থেকে মৌসুমী শব্দটি এসেছে ? 
আরবি শব্দ মৌসিম থেকে। এর অর্থ ঋতু। 

২২. কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ? 
মৌসুমী বায়ুকে। 

২৩. কয়েকটি স্থানীয় বায়ু ও তাদের অবস্থান :- 
(ক) ফন - ইউরোপ ও আল্পস পর্বতে উৎপত্তি হয়ে রাইন নদী উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। 
 
(খ) চিনুক - কানাডা ও উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়। একে তুষার ভক্ষক বলে। 

(গ) সিরোক্কো - সাহারা , লিবিয়া ও আফ্রিকা মহাদেশে উৎপন্ন হয়। এই বায়ু উষ্ণ ও শুষ্ক। এটি স্পেনে লেভেস , মিশরে খামসিন ও ইতালিতে সিরোক্কো নামে পরিচিত। 

(ঘ) লু - রাজস্থান , হরিয়ানা তথা উত্তর - পশ্চিম ভারতে সৃষ্টি হয়। এই বায়ু অত্যন্ত উষ্ণ। 

(ঙ) মিস্ট্রাল - ফ্রান্সের রোন উপত্যকাতে সৃষ্টি হয়। এটি শীতল বায়ু। 

(চ) বোরা - আল্পস পর্বতে সৃষ্টি হয়। 

২৪. কয়েকটি প্রধান ঘূর্ণবাত ও তাদের অবস্থান :- 
(ক) হ্যারিকেন - ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জকে প্রভাবিত করে। 

(খ) টাইফুন - পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হয়। 

(গ) টর্নেডো - আমেরিকা যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূল ও মিসিসিপি অববাহিকা।
 
(ঘ) সাইক্লোন - ভারত মহাসাগর , আরব সাগর ও বঙ্গোপসাগর। 

২৫. বায়ুর গতির দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? 
বাতপতাকা। 

২৬. 1 মিলিবার বায়ুর চাপ = ? ডাইন 
1 ডাইন। 

২৭. ঘূর্ণবাত কোন প্রকার বায়ুপ্রবাহ ? 
আকস্মিক। 

২৮. ঘূর্ণবাত - নিম্নচাপ / উচ্চচাপ - বলয়ে অবস্থান করে। 
নিম্নচাপ। 

২৯. প্রতীপ ঘূর্ণবাত - নিম্নচাপ / উচ্চচাপ - বলয়ে অবস্থান করে। 
উচ্চচাপ। 

৩০. ঘূর্ণবাতে - আকাশ মেঘাচ্ছন্ন থাকে ও ঝড়বৃষ্টি হয় / আকাশ মেঘমুক্ত থাকে। 
আকাশ মেঘাচ্ছন্ন থাকে ও ঝড়বৃষ্টি হয়। 

৩১. প্রতীপ ঘূর্ণবাতে আকাশ মেঘমুক্ত থাকে। সত্য / মিথ্যা। 
সত্য। 

৩২. মৌসুমী বায়ু জেট বায়ু দ্বারা প্রভাবিত হয়।  সত্য / মিথ্যা। 
সত্য। 


You May Also Like

0 comments