Class 10 History 1st chapter MCQ & SAQ

by - May 08, 2021



Class 10 History 1st chapter MCQ & SAQ 


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ & SAQ 

১. নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবর্তক কে ? সুমিত সরকার / বোরিয়া মজুমদার / রমেশ চন্দ্র মজুমদার / রণজিৎ গুহ। 
উত্তর -  রণজিৎ গুহ। 

২. ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে বেরিয়ে এসেএকটি পৃথক শাখা হিসাবে আত্মপ্রকাশ করে ? সপ্তদশ / অষ্টাদশ / ঊনবিংশ / বিংশ - শতকে। 
উত্তর - ঊনবিংশ শতকে। 

৩. ইতিহাস হল অতীতের - কর্তব্যনিষ্ঠ / বস্তুনিষ্ঠ / কর্মনিষ্ঠ / অর্থনিষ্ঠ - বিবরণ। 
উত্তর - বস্তুনিষ্ঠ বিবরণ। 

৪. Twenty Two Yards to Freedom - কার লেখা ?  সুমিত সরকার / বোরিয়া মজুমদার / রমেশ চন্দ্র মজুমদার / রণজিৎ গুহ। 
উত্তর - বোরিয়া মজুমদার। 

৫. চিত্রকথা - কার লেখা ? বিনোদবিহারী ঘোষ / বিনোদবিহারী মুখোপাধ্যায় / অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর - বিনোদবিহারী মুখোপাধ্যায়। 

৬. Nineteenth Century Indian Photography - কার লেখা ? গীতা কাপুর / সোফি গর্ডন / রবীন্দ্রনাথ ঠাকুর / অবনীন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর - সোফি গর্ডন। 

৭. History of Hindu Chemistry - কার লেখা ? জগদীশ চন্দ্র বসু / আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / মেঘনাদ সাহা / সি ভি রমণ। 
উত্তর - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।  

৮. বাঙালির ইতিহাস - কার লেখা ? সতীশ চন্দ্র মিত্র / নিখিলনাথ রায় / নীহার রঞ্জন রায় / রমেশ চন্দ্র মজুমদার। 
উত্তর - নীহার রঞ্জন রায়। 

৯. ইতিহাসের জনক - হেরোডোটাস / লিওপোল্ড ভন রাংক / সু মা কিয়েন / থুকিডিডিস। 
উত্তর - হেরোডোটাস। 

১০. চৈনিক ইতিহাসের জনক -  হেরোডোটাস / লিওপোল্ড ভন রাংক / সু মা কিয়েন / থুকিডিডিস। 
উত্তর - সু মা কিয়েন। 

১১. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক - হেরোডোটাস / লিওপোল্ড ভন রাংক / সু মা কিয়েন / থুকিডিডিস।
উত্তর - লিওপোল্ড ভন রাংক।  

১২. বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক - হেরোডোটাস / লিওপোল্ড ভন রাংক / সু মা কিয়েন / থুকিডিডিস। 
উত্তর - থুকিডিডিস। 

১৩. কথাকলি নাচটি কোন রাজ্যের ? কেরল / মণিপুর / আসাম / ত্রিপুরা। 
উত্তর - কেরল। 

১৪. কুচিপুরি নাচটি কোন রাজ্যের ? কেরল / নাগাল্যান্ড / অন্ধ্রপ্রদেশ / তামিলনাড়ু। 
উত্তর - অন্ধ্রপ্রদেশ। 

১৫. কোন শহরে চলচ্চিত্রের জন্ম ? বোম্বাই / কলকাতা / লন্ডন / প্যারিস। 
উত্তর - প্যারিস ( ১৮৯৫ খ্রিস্টাব্দে ) । 

১৬. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী ? বিল্বমঙ্গল / জামাইষষ্ঠী / রাজা হরিশ্চন্দ্র / পথের পাঁচালি। 
উত্তর - বিল্বমঙ্গল।  

১৭. প্রথম বাংলা সবাক চলচিত্রের নাম - বিল্বমঙ্গল / জামাইষষ্ঠী / রাজা হরিশ্চন্দ্র / গুপী গায়েন বাঘা বায়েন। 
উত্তর - জামাইষষ্ঠী ( ১৯৩১ খ্রিস্টাব্দ ) । 

১৮. পথের পাঁচালি ছবির পরিচালক কে ? মৃনাল সেন / ঋত্বিক ঘটক / দাদাসাহেব ফালকে / সত্যজিৎ রায়। 
উত্তর - সত্যজিৎ রায়। 

১৯. আপ্পিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল ? কেরল / কর্ণাটক / তামিলনাড়ু / অন্ধ্রপ্রদেশ। 
উত্তর - কর্ণাটক। 

২০. Voices from within কার লেখা ? জে কৃষ্ণমূর্তি / মালবিকা কার্লেকর / চিত্রা ঘোষ / নবগোপাল মিত্র। 
উত্তর - মালবিকা কার্লেকর। 

২১. সত্তর বৎসর কার আত্মজীবনী ? রবীন্দ্রনাথ ঠাকুর / বিপিনচন্দ্র পাল /  নবগোপাল মিত্র / হরিনাথ মজুমদার। 
উত্তর - বিপিনচন্দ্র পাল। 

২২. জীবনস্মৃতি কার আত্মজীবনী ? রবীন্দ্রনাথ ঠাকুর / সরলাদেবী চৌধুরানী / জওহরলাল নেহেরু / বিপিনচন্দ্র পাল। 
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর। 

২৩. সরলাদেবী চৌধুরানী - র আত্মজীবনীর নাম কী ? জীবনস্মৃতি / জীবনের কথা / জীবন সংগ্রাম / জীবনের ঝরাপাতা। 
উত্তর - জীবনের ঝরাপাতা। 

২৪. ভারতে কবে থেকে জনগণনা শুরু হয় ? ১৯০২ / ১৮৮১ / ১৭৭২ / ১৮১৭ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৮১ খ্রিস্টাব্দে। 

২৫. Indian Association for the Cultivation of Science - কে প্রতিষ্ঠা করেন ? মহেন্দ্রলাল সরকার / তারকনাথ পালিত / জগদীশ চন্দ্র বসু / প্রফুল্ল চন্দ্র রায়। 
উত্তর - মহেন্দ্রলাল সরকার। 

২৬. Women in Modern India - কার লেখা ? জেরাল্ডিন ফোবর্স / মেধা পাটেকর / সোফিয়া গর্ডন / মালবিকা কার্লেকর। 
উত্তর - জেরাল্ডিন ফোবর্স। 

২৭. Women in Colonial India - কার লেখা ? জেরাল্ডিন ফোবর্স / জে কৃষ্ণমূর্তি / সোফিয়া গর্ডন / পিটার মার্ক রজেট। 
উত্তর - জে কৃষ্ণমূর্তি। 

২৮. বিপিন চন্দ্র পাল কার কাছে জাতীয়তাবোধের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন ? অরবিন্দ ঘোষ / নবগোপাল মিত্র / রবীন্দ্রনাথ ঠাকুর / বাল গঙ্গাধর তিলক। 
উত্তর - নবগোপাল মিত্র। 

২৯. জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ? দেশ / প্রবাসী / অমৃতবাজার / বামাবোধিনী - পত্রিকায়। 
উত্তর - দেশ পত্রিকায়। 

৩০. বীরাষ্ঠমী পালনের কথা কোন গ্রন্থ থেকে জানা যায় ? বামাবোধিনী / জীবনস্মৃতি / সেদিনের কথা / জীবনের ঝরাপাতা। 
উত্তর - জীবনের ঝরাপাতা। 

৩১. লক্ষীর ভান্ডার কে গড়ে তোলেন ? বিদ্যাসাগর / রামমোহন / সরলা দেবী চৌধুরানী / রানী শিরোমণি। 
উত্তর - সরলাদেবী চৌধুরানী। 

৩২. Letters from a father to his daughter - গ্রন্থে মোট কতগুলি চিঠি আছে ? ৩০ / ১৪০ / ১২০ / ২৯ - টি। 
উত্তর - ৩০ টি। 

৩৩. জওহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন কে ? মুন্সি প্রেমচাঁদ / গোলাম আলি / বিপিন চন্দ্র পাল / বাল গঙ্গাধর তিলক। 
উত্তর - মুন্সি প্রেমচাঁদ। 

৩৪. প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কী ? বেঙ্গল গেজেট / হিকির গেজেট / সমাচার চন্দ্রিকা / সমাচার দর্পণ। 
উত্তর - সমাচার দর্পন। 

৩৫. বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয় ? ১৭৭২ / ১৮৭২ / ১৯৭২ / ১৯০২ - খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৭২ খ্রিস্টাব্দে। 

৩৬. কে প্রথম বঙ্গদর্শন প্রকাশ করেন ? হরিনাথ মজুমদার / গঙ্গাকিশোর ভট্টাচার্য / বঙ্কিমচন্দ্র / বিপিন চন্দ্র পাল। 
উত্তর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

৩৭. সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক কে ? বঙ্কিমচন্দ্র / হরিনাথ মজুমদার / উইলিয়াম কেরি / দ্বারকানাথ বিদ্যাভূষণ। 
উত্তর - দ্বারকানাথ বিদ্যাভূষণ। 

৩৮. কোন সামাজিক আন্দোলনের ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকাটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ? বিধবা বিবাহ আন্দোলন / সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন / পণ প্রথা বিরোধী আন্দোলন / নীলকর , জমিদারদের বিরুদ্ধে আন্দোলন। 
উত্তর - বিধবা বিবাহ আন্দোলন।  

৩৯. কোন বড়লাট '' ভার্নাকুলার প্রেস অ্যাক্ট '' বা '' দেশীয় ভাষায় সংবাদপত্র আইন '' দ্বারা সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন ? লর্ড কার্জন / লর্ড লিটন / লর্ড রিপন / লর্ড ডালহৌসি।   
উত্তর - লর্ড লিটন।    

৪০. Ecological Imperialism কার লেখা ? আলেকজান্ডার ডাফ / সুফিয়া কামাল / আলফ্রেড ক্রসবি / পার্সিভ্যাল স্পিয়ার। 
উত্তর - আলফ্রেড ক্রসবি। 

৪১. ভারতে কবে প্রথম রেলপথ গড়ে ওঠে ? ১৮৫৩ / ১৮৫৭ / ১৮৭২ / ১৯০২ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৫৩ খ্রিস্টাব্দে। 

৪২. অঙ্গার নাটকটির পরিচালক কে ? সত্যজিৎ রায় / মৃনাল সেন / ঋত্বিক ঘটক / উৎপল দত্ত। 
উত্তর - উৎপল দত্ত। 

৪৩. রাধাকৃষ্ণ - এই চিত্রমালাটি কে অঙ্কন করেছিলেন ? অবনীন্দ্রনাথ ঠাকুর / রামকিঙ্কর বেইজ / গগনেন্দ্রনাথ ঠাকুর / সুনয়নী দেবী। 
উত্তর - অবনীন্দ্রনাথ ঠাকুর। 

৪৪. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় ? ১৮৭৬ / ১৮৭৮ / ১৭৭৬ / ১৭৭৮ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৭৬ খ্রিস্টাব্দে। 

৪৫. কোন শাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয় ? নৃত্যশাস্ত্র / তর্ক শাস্ত্র / আধ্যাত্মিক শাস্ত্র / নাট্য শাস্ত্র। 
উত্তর - নাট্য শাস্ত্র। 

৪৬. বোরিয়া মজুমদার কোন বিষয়ের সাথে যুক্ত ? পরিবেশ / খেলা / নাটক / চিত্রাঙ্কন। 
উত্তর - খেলা। 

৪৭. রাজতরঙ্গিনী কার লেখা ? কলহন / আর্যভট্ট / মেগাস্থিনিস / রবিকীর্তি। 
উত্তর - কলহন। 

৪৮. রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায় ? ভারত / উত্তর ভারত / কাশ্মীর / আর্যাবর্ত। 
উত্তর - কাশ্মীর। 

৪৯. '' মায়ের দেওয়া মোটা কাপড় '' গানটির রচয়িতা কে ? রবীন্দ্রনাথ ঠাকুর / সত্যেন্দ্রনাথ দত্ত / অতুলপ্রসাদ সেন / রজনীকান্ত সেন। 
উত্তর - রজনীকান্ত সেন। 

৫০. নবান্ন নাটকটির রচয়িতা কে ? সুকুমার রায় / সত্যজিৎ রায় / বিজন ভট্টাচার্য / উৎপল দত্ত। 
উত্তর - বিজন ভট্টাচার্য। 

৫১. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ? মেধা পাটেকর / ইন্দিরা গান্ধী / সরলাদেবী চৌধুরানী / কল্পনা দত্ত। 
উত্তর - মেধা পাটেকর। 

৫২. কলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয় ? ১৮১৭ / ১৮৩৫ / ১৮৩৬ / ১৮৫৭ খ্রিস্টাব্দে। 
উত্তর - ১৮৩৫ খ্রিস্টাব্দে। 

৫৩. মুসা স্টোন ছিলেন - বিখ্যাত ঐতিহাসিক / পরিবেশ আন্দোলনের নেত্রী / নারীবাদী আন্দোলনের একজন নেত্রী / একজন স্বাধীনতা সংগ্রামী। 
উত্তর - নারীবাদী আন্দোলনের একজন বিখ্যাত নেত্রী। 

৫৪. কোন বর্ষকে আন্তর্জাতিক নারীবর্ষ রূপে পালন করা হয় ? ১৮৯০ / ১৯৯০ / ১৯৭৫ / ১৯৮৫ সালে। 
উত্তর - ১৯৭৫ খ্রিস্টাব্দ। 

৫৫. মাদার ইন্ডিয়া ছবির পরিচালক কে ? বিমল কর / ঋত্বিক ঘটক / বিমল রায় / মৃনাল সেন। 
উত্তর - বিমল রায়। 

৫৬. দো বিঘা জমিন ছবির পরিচালক কে ?  বিমল কর / ঋত্বিক ঘটক / বিমল রায় / মৃনাল সেন। 
উত্তর - বিমল রায়।  

৫৭. কোমল গান্ধার ছবির পরিচালক কে ?   বিমল কর / ঋত্বিক ঘটক / বিমল রায় / মৃনাল সেন। 
উত্তর - ঋত্বিক ঘটক। 

৫৮. Bengal School of Painting এর প্রবর্তক - অবনীন্দ্রনাথ ঠাকুর / গগনেন্দ্রনাথ ঠাকুর / রবীন্দ্রনাথ ঠাকুর / রবি ভার্মা। 
উত্তর - অবনীন্দ্রনাথ ঠাকুর। 

৫৯. প্রতাপাদিত্য উৎসব - এর প্রবর্তক - বাল গঙ্গাধর তিলক / বিপিনচন্দ্র পাল / সরলাদেবী চৌধুরানী / কনকলতা বড়ুয়া। 
উত্তর - সরলাদেবী চৌধুরানী। 

৬০. অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হত ? সরলাদেবী চৌধুরানী / কল্পনা দত্ত / বীনা দাস / সরোজিনী নাইডু। 
উত্তর - সরলা দেবী চৌধুরানী। 

৬১. শিবাজী উৎসব কে প্রবর্তন করেন ? ছত্রপতি শিবাজী / বিপিনচন্দ্র পাল / বাল গঙ্গাধর তিলক / সরলাদেবী চৌধুরানী। 
উত্তর - বাল গঙ্গাধর তিলক। 

৬২. একদিন প্রতিদিন ছবির পরিচালক - বিমল কর / ঋত্বিক ঘটক / বিমল রায় / মৃনাল সেন। 
উত্তর - মৃণাল সেন।  

৬৩. শিবাজী উৎসব কোথায় প্রবর্তিত হয় ? বাংলায় / গুজরাটে / মাদ্রাজে / মহারাষ্ট্রে। 
উত্তর - মহারাষ্ট্রে। 

৬৪. বিষবৃক্ষ কার লেখা ? রবীন্দ্রনাথ ঠাকুর / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / জীবনানন্দ দাস / ভিনসেন্ট স্মিথ। 
উত্তর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

৬৫. টিনের তলোয়ার নাটকটির রচয়িতা কে ? উৎপল দত্ত / বিজন ভট্টাচার্য / জীবনানন্দ দাস / ঋত্বিক ঘটক। 
উত্তর - উৎপল দত্ত। 

৬৬. রাজা রবি ভার্মা কী জন্য বিখ্যাত ? সমাজকর্মী / স্বাধীনতা সংগ্রামী / চিত্রশিল্পী / পরিবেশ আন্দোলনের নেতা। 
উত্তর - চিত্রশিল্পী। 

৬৭. History from below - প্রবন্ধটির রচয়িতা কে ? লয়েড জর্জ / মার্ক ফেরো / ই পি থমসন / মার্শাল ফচ। 
উত্তর - ই পি থমসন। 

৬৮. কারা ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ? ইংরেজরা / পোর্তুগিজরা / ওলন্দাজরা / ফরাসিরা। 
উত্তর - ইংরেজরা। 

৬৯. জীবনস্মৃতি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? বঙ্গদর্শন / প্রবাসী / সোমপ্রকাশ / দেশ। 
উত্তর - প্রবাসী। 

৭০. The Story of My Experiments with Truth - একটি - আত্মজীবনী /  উপন্যাস /  ইংরেজি সাহিত্য / প্রবন্ধ । 
উত্তর - আত্মজীবনী ( মহাত্মা গান্ধী ) ।  

৭১. নতুন ইতিহাসের বিষয়বস্তু কী ? 
সাধারণ মানুষের তথা , সকল শ্রেণীর মানুষের ইতিহাস।  

৭২. ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন ? 
রণজিৎ গুহ। 

৭৩. সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কী ? 
প্লেয়িং ইট ইন মাই ওয়ে। 

৭৪. প্রথম কে , কবে স্পঞ্জ রসগোল্লা তৈরী করেন ? 
কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস ( বা , নবীনচন্দ্র ময়রা ) ১৮৬৮ খ্রিস্টাব্দে।  

৭৫. মান্না দে - র আত্মজীবনীর নাম কী ? 
জীবনের জলসাঘরে। 

৭৬. ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি ? কার লেখা ? 
রাজতরঙ্গিনী , কলহনের লেখা। 

৭৭. সাইলেন্ট স্প্রিং - গ্রন্থটি কার লেখা ? 
র‍্যাচেল কারসন।  

৭৮. ভারতের প্রথম শব ব্যাবচ্ছেদকারী চিকিৎসক কে ? 
মধুসূদন গুপ্ত। 

৭৯. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয় ? 
জাতীয় মহাফেজখানা। 

৮০. বাংলার মাটি বাংলার জল - গানটি কার লেখা ? 
রবীন্দ্রনাথ ঠাকুর।  

৮১. কে নাট্যশাস্ত্রকে '' পঞ্চম বেদ '' বলে অভিহিত করেছেন ? 
ভরত মুনি। 

৮২. দিল্লির রাষ্ট্রপতি ভবনের মূল পরিকল্পনা কার ? 
হার্বার্ট বেকার। 

৮৩. বাংলার প্রথম মহিলা চিকিৎসক কে ? 
কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ( বসু ) । 

৮৪. নীলদর্পণ কার লেখা ? 
দীনবন্ধু মিত্র। 

৮৫. সংবাদপত্রে সেকালের কথা - কার লেখা ? 
ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

৮৬. প্রান্তিক মানব - গ্রন্থটি কার লেখা ? 
প্রফুল্ল চক্রবর্তী। 

৮৭. মোহনবাগান কবে IFA শিল্ড জয় করে ? 
১৯১১ খ্রিস্টাব্দে ( ইস্ট ইয়র্কশায়ার কে হারিয়ে ) ।   

৮৮. কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ? 
১৯১১ খ্রিস্টাব্দে। 

৮৯. রবীন্দ্রনাথের আঁকা ছবিগুলি কী  নামে পরিচিত হয় ? 
রবীন্দ্র চিত্রাবলী। 

৯০. মহারাষ্ট্রের শিবাজী উৎসবের অনুকরণে বাংলায় কোন উৎসব চালু হয় ? কার নেতৃত্বে ? 
প্রতাপাদিত্য উৎসব ; সরলাদেবী চৌধুরানীর নেতৃত্বে। 

৯১. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নাট্যকার কে ? 
উৎপল দত্ত। 

৯২. পরাধীন ভারতের প্রথম জাতীয় ফুটবল ক্লাবের নাম কী ? 
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। 

৯৩. ফেরারী ফৌজ - নাটকটি কার লেখা ? 
উৎপল দত্ত। 

৯৪. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন ? 
তারকনাথ পালিত। 

You May Also Like

0 comments