CLASS X . HISTORY 3RD CHAPTER MCQ & SAQ

by - January 15, 2021

CLASS X . HISTORY 3RD CHAPTER MCQ & SAQ  

দশম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়। 



১. চুয়াড় দের বসবাস কোথায় ছিল ? 
মেদিনীপুর ও তার উত্তর-পশ্চিম দিকে জঙ্গলমহল নামক অঞ্চলে। 

২. চুয়াড় বিদ্রোহের ঘোষণা প্রথম কে করেছিলেন ? 
ঘাটশিলার জমিদার ( ধলভূমের রাজা ) জগন্নাথ সিংহ ১৭৬৮ তে। 

৩. ১৭৭১ সালে কার নেতৃত্বে চুয়াড়রা বিদ্রোহী হয়ে ওঠে ? 
ধাদকার শ্যামগঞ্জন। 

৪. ১৭৯৮-৯৯  সালে চুয়াড়রা কার নেতৃত্বে বিদ্রোহী হয় ? 
দুর্জন সিংহ। 

৫. বাংলার কোন রানী চুয়াড় বিদ্রোহীদের সহায়তা করেছেন ? 
কর্ণগড়ের রানী শিরোমণি। 

৬. কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহ সংঘটিত হয় ? 
১৭৮৩ র ১৮ ই  জানুয়ারি নুরুল উদ্দিনের নেতৃত্বে। 

৭. রংপুর বিদ্রোহ ছিল মূলত কার বিরুদ্ধে ? 
কোম্পানির ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে। 

৮. কোলদের নিবাস কোথায় ছিল ? 
বিহারের ছোটনাগপুর। 

৯. কোলদের বিভিন্ন সম্প্রদায় গুলি কিকি ? 
হো , মুন্ডা ,  ওরাওঁ। 

১০.  দিকু কাদের বলা হত ? 
ছোটোনাগপুরের নিবাসী কোলেরা সেই অঞ্চলের ইজারাপ্রাপ্ত হিন্দু , মুসলিম ও শিখ এই সকল মহাজনদের দিকু বলতো। 

১১. কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম করো। 
বুদ্ধ ভগত , জোয়া ভগত , ঝিন্দরাই ,মানকি , সুই মুন্ডা প্রমূখ। 

১২. কোল বিদ্রোহ দমনের জন্য কার নেতৃত্বে সৈন্য পাঠানো হয় ? 
ক্যাপ্টেন উইলকিন্সনের নেতৃত্বে। 

১৩. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কোল বিদ্রোহ দমন করে ? 
১৮৩৩ খ্রিস্টাব্দে। 

১৪. কোল বিদ্রোহের পর উপজাতিদের জন্য কোন ভুখন্ড নির্দিষ্ট করে দেওয়া হয় ? 
দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি। 

১৫. ভীলেরা কোথায় বসবাস করত ? 
পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে খান্দেস অঞ্চলে। 

১৬. কত খ্রিস্টাব্দে ভীল বিদ্রোহ দেখা যায় ? 
১৮২৯ খ্রিস্টাব্দে। 

১৭. সাঁওতালদের নিবাস কোথায় ছিল ? 
বাঁকুড়া , মেদিনীপুর , বীরভূম , মানভূম , ছোটনাগপুর ও পালামৌ অঞ্চলের গভীর বনভূমিতে। 

১৮. দামিন-ই-কোহ কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? 
সাঁওতাল বিদ্রোহ। 

১৯. দামিন-ই-কোহ কথাটির অর্থ কি ? 
পাহাড়ের প্রান্তদেশে। 

২০. '' হুল '' কথাটির অর্থ কী ? 
বিদ্রোহ। 

২১. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব প্রদানকারী প্রধান দুই ভাইয়ের নাম কি ? 
সিধু ও কানু। 

২২. কোন দিন , কোথায় স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয় ? 
১৮৫৫ সালের ৩০ শে জুন। ভাগনা ডিহির মাঠে। 

২৩. সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব প্রদানকারী নেতৃবৃন্দ কারা ছিল ? 
সিধু , কানু , চাঁদ , ভৈরব , কালো প্রমাণিক , ডোমন মাঝি। 

২৪. সাঁওতাল বিদ্রোহের পর সাঁওতালদের জন্য কোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় ? 
সাঁওতাল অধ্যুষিত এলাকা নিয়ে '' সাঁওতাল পরগনা ''  জেলা গঠন করা হয়। তাদের পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ঘোষণা করা হয় এখানে ব্রিটিশ নির্দিষ্ট আইন কার্যকর হবে না। 

২৫. কোন ঐতিহাসিকেরা সাঁওতাল বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত বলে মনে করেছেন ? 
ডঃ রমেশচন্দ্র মজুমদার ও সুপ্রকাশ রায়। 

২৬. ভারতের আদিমতম আদিবাসী কারা ছিল ? 
মুন্ডারা। 

২৭. মুন্ডারা কোথায় বসবাস করত ? 
ছোটনাগপুর ও তার সন্নিহিত অঞ্চলে। 

২৮. কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয় ? 
১৮৯৯ - ১৯০০ সালে বীরসা মুন্ডার নেতৃত্বে। 

২৯. '' উলঘুলান ''  কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? 
মুন্ডা বিদ্রোহ। 

৩০. '' উলঘুলান ''  শব্দের অর্থ কি ? 
ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 

৩১. '' খুঁৎকাঠি প্রথা '' কথাটির অর্থ কি ? কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? 
জমির যৌথ মালিকানা। মুন্ডা বিদ্রোহ। 

৩২. '' বেট বেগারি '' কথাটির অর্থ কি ? কথাটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ? 
বিনা মজুরিতে শ্রমদান। মুন্ডা বিদ্রোহ। 

৩৩. কে নিজেকে '' ধরতি আবা '' বা '' ধরণীর পিতা '' বলে ঘোষণা করেন ? 
বীরসা মুন্ডা। 

৩৪. বীরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন ? 
সিং বোঙা বা সূর্যদেবতা। 

৩৫. স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা কার উদ্দেশ্য ছিল ? 
বীরসা মুন্ডা। 

৩৬. বীরসা মুন্ডার সেনাপতি কে ছিলেন ? 
গয়া মুন্ডা। 

৩৭. বীরসা মুন্ডা ও তাঁর সেনাদলের প্রধান ঘাঁটি কোথায় ছিল ?
খুঁটি। 

৩৮. কোন দিন মুন্ডা বিদ্রোহের দিন ধার্য করা হয় ? 
১৮৯৯ সালের ২৪ শে ডিসেম্বর। 

৩৯. কোন যুদ্ধে মুন্ডাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয় ? 
১৯০০ সালের ৯ই জানুয়ারি সইল রাকার পাহাড়ের যুদ্ধে। 

৪০. কবে , কোন রোগে বীরসা মুন্ডার মৃত্যু হয় ? 
১৯০০ সালের ৯ ই জুন মাত্র ২৫ বছর বয়সে , রাঁচি জেলে , কলেরা রোগে তার মৃত্যু হয়। 

৪১. মুন্ডা বিদ্রোহের পর কোন আইন পাশ হয় ? 
ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন , ১৯০৮। 

৪২. সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূত্রপাত কোথায় হয় ? 
১৭৬৩ সালে ঢাকাতে। 

৪৩. কোন কোন এলাকায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছড়িয়ে পড়ে ? 
ঢাকা , বগুড়া , মালদহ , রংপুর , দিনাজপুর , ময়মনসিংহ , ফরিদপুর ,  কোচবিহার ইত্যাদি জেলায়। 

৪৪. সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতৃত্ব কারা ছিলেন ? 
ভবানী পাঠক , দেবী চৌধুরানী , মজনু শাহ , চিরাগ আলি , মুসা শাহ - প্রমুখ। 

৪৫. মুন্ডা বিদ্রোহে কোন দুই ইংরেজ সেনাপতির মৃত্যু হয় ? 
টমাস ও এডওয়ার্ডস। 

৪৬. কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে ? 
আনন্দমঠ ও দেবী চৌধুরানী। 

৪৭. আনন্দমঠ ও দেবীচৌধুরানী উপন্যাস দুটি কার লেখা ? 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

৪৮. কে মুন্ডা বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলে অভিহিত করেছেন ? 
বড়লাট ওয়ারেন হেস্টিংস। 

৪৯. কবে , কোথায় , কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন শুরু হয় ?
অষ্টাদশ শতকে , আরবদেশে , ইবন আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে। 

৫০. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ? 
দিল্লির মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ। 

৫১. ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল ? 
ইসলামের শুদ্ধিকরণ। 

৫২. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
উত্তর প্রদেশের রায়বেরিলি সৈয়দ আহমেদ। 

৫৩. সৈয়দ আহমেদ ইংরেজ অধিকৃত ভারতকে কি বলে সম্বোধন করেন ?
দ্বার - উল - হারব বা বা শত্রুদের দেশ। 

৫৪. সৈয়দ আহমেদ যে সেনাদল গঠন করেন তার মূল কেন্দ্র কোথায় ছিল ?
উত্তর-পশ্চিম সীমান্তে সিতানা - য়। 

৫৫. কোন যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত ও নিহত হন ? 
১৮৩১ সালে শিখদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে। 

৫৬. বাংলায় বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? 
মীর নিসার আলী বা তিতুমীর। 

৫৭. কোন জমিদারের সাথে তিতুমীরের বিবাদ ঘটে ? 
পুঁড়ার জমিদার  কৃষ্ণদেব রায়। 

৫৮. তিতুমীর কাকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ? 
মইনুদ্দিন। 

৫৯. তিতুমীর কাকে সেনাপতি পদে নিয়োগ করেন ?
নিজ ভাগিনেয় গোলাম মাসুম কে। 

৬০. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ?
বাদুড়িয়ার ১০ কিমি দূরে নারকেলবেরিয়া গ্রামে। 

৬১. কোন বড়লাট তিতুমীরের বিরুদ্ধে সেনা প্রেরণ করেন ?
বড়লাট লর্ড উয়িলিয়াম বেন্টিঙ্ক। 

৬২. কবে ইংরেজরা বাঁশেরকেল্লা ধ্বংস করে ? 
১৯ নভেম্বর ১৮৩১ সালে। 

৬৩. কারা তিতুমীরের আন্দোলনকে '' ধর্মোন্মাদ মুসলমানদের কান্ড '' বলে অভিহিত করেছেন ? 
বিহারীলাল সরকার , কুমুদনাথ মল্লিক। 

৬৪. ফকির করম শাহ কোন আন্দোলনের সাথে যুক্ত ? 
পাগলাপন্থীদের বিদ্রোহ। 

৬৫. ফকির করম শাহের পুত্রের নাম কি ? তিনি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? 
টিপু , পাগলাপন্থীদের বিদ্রোহ। 

৬৬. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ? 
মৌলবী হাজী শরিয়ৎউল্লাহ। 

৬৭. ফরাজী শব্দের অর্থ কি ? 
আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 

৬৮. শরীয়ৎ উল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন কে ?
মহম্মদ মহসিন বা দুদুমিয়া। 

৬৯. কে ঘোষণা করেছিলেন - সমস্ত জমির মালিক আল্লাহ আকবর ? 
দুদুমিয়া। 

৭০. দুদুমিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল ? 
বাহাদুরপুরে। 

৭১. দুদুমিয়ার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ?
নোয়ামিয়া। 

৭২. তারিখ ই মহম্মদিয়া কথাটির অর্থ কি ? 
মহম্মদ প্রদর্শিত পথ। 

৭৩. তারিখ ই মহম্মদিয়া কথাটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? 
ফরাজি আন্দোলন। 

৭৪. ভারতের প্রথম নীলকর সাহেব কে ছিলেন ? 
লুই বোনার্ড। 

৭৫. কে প্রথম ভারতে নীল শিল্প গড়ে তোলেন ? 
ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম। 

৭৬. কোন আইন দ্বারা নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত হয় ? 
১৮৩৩ এর সনদ আইন। 

৭৭. নীল চাষের ক্ষেত্রে '' নিজ - আবাদী '' বা '' এলাকা চাষ '' কাকে বলা হত ? 
নীলকর সাহেবরা যখন নিজের জমিদারিতে বা জমিতে নীল চাষ করতো। 

৭৮. '' রায়তি '' , '' দাদনী'' বা '' বে - এলাকা চাষ '' কাকে বলা হত ? 
চাষীকে আগাম টাকা দাদন দিয়ে চাষীর জমিতে নীলচাষ করানোর জন্য চুক্তি। 

৭৯. নীলকর সাহেবদের অন্যতম প্রধান কে ছিলেন ? 
লারমুর সাহেব। 

৮০. কোন ইংরেজ কর্মচারী বলেছিলেন - নীল চুক্তিগুলি নীতিগতভাবে আপত্তিকর ? 
বড়লাট বেন্টিঙ্কের আইনসচিব মেকলে। 

৮১. নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? 
১৮২২ খ্রিস্টাব্দের মে মাসে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ পত্রিকায়। 

৮২. কার লেখা , কোন নাটকে নীলকরদের অত্যাচারের চিত্র ফুটে উঠেছে ? 
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে। 

৮৩. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ? 
মাইকেল মধুসূদন দত্ত। 

৮৪. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদে জড়িত থাকার জন্য কার জরিমানা হয় ? 
রেভারেন্ড জেমস লং। 

৮৫. রেভারেন্ড জেমস লং এর জরিমানার অর্থ কে প্রদান করেন ? 
কালীপ্রসন্ন সিংহ। 

৮৬. পঞ্চম আইন কি ? 
১৮৩০ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্তৃক নীলকরদের অত্যাচার দমনের জন্য একটি আইন। 

৮৭. কবে , কোথায় প্রথম নীল বিদ্রোহ সূচনা হয় ? 
১৮৫৯ সালে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে। 

৮৮. নদিয়ার চৌগাছা গ্রামে নীল চাষিরা কার নেতৃত্বে বিদ্রোহী হয় ? 
বিষ্ণুচরন বিশ্বাস দিগম্বর বিশ্বাস। 

৮৯. কোন পত্রিকায় ধারাবাহিকভাবে নীল বিদ্রোহের সংবাদ প্রকাশিত হতে থাকে ? 
হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর হিন্দু পেট্রিয়ট পত্রিকা। 

৯০. '' বাংলার নানাসাহেব '' কাকে বলা হত ? 
রাম রতন রায়

৯১. '' বাংলার ওয়াট টাইটেলর '' বলে কাদের অভিহিত করা হয়েছে ? 
নদিয়ার নীল বিদ্রোহের নেতা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কে। 

৯২. নীলবিদ্রোহের নেতৃত্ব : - 
নদীয়া - বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 
পাবনা - মহেশ বন্দ্যোপাধ্যায়। 
মালদহ - ফরাজি নেতা রফিক মন্ডল। 
খুলনা - কাদের মোল্লা। 
সুন্দরবন - রহিমউল্লা। 
বাঁশবেড়িয়া - বৈদ্যনাথ সর্দার , বিশ্বনাথ সর্দার। 

৯৩. কার বিরুদ্ধে নীলকররা মানহানির মামলা করে ? 
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। 

৯৪. কবে নীল কমিশন গঠিত হয় ? 
১৮৬০ খ্রিস্টাব্দে। 

৯৫. কবে , কোন আইন দ্বারা '' নীলচুক্তি আইন '' রদ করা হয় ? 
১৮৬৮ সালের '' অষ্টম আইন '' দ্বারা নীলচুক্তি আইন রদ করে বলা হয় যে , নীলচাষ সম্পূর্ণভাবে চাষীদের ইচ্ছাধীন। 

৯৬. নীল বিদ্রোহ সম্পর্কে লেখা গ্রন্থ '' The Blue Mutiny '' কার লেখা ? 
মার্কিন ঐতিহাসিক ব্লেয়ার ক্লিং। 

৯৭. কে , কোন পত্রিকায় লেখেন - '' নীল বিদ্রোহই সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিলো ?'' 
শিশিরকুমার ঘোষ , অমৃতবাজার পত্রিকায়। 

৯৮. পাবনার কৃষক বিদ্রোহ কবে দেখা যায় ? 
১৮৭০ সালে পূর্ববঙ্গের পাবনায়। 

৯৯. কারা , কি উদ্দেশ্যে '' রায়ত সমিতি '' গঠন করেন ? 
পূর্ববঙ্গের পাবনায় দরিদ্র প্রজা ও ছোট জমিদাররা বড় জমিদারদের বিরুদ্ধে '' রায়ত সমিতি '' গঠন করে খাজনা বন্ধের আন্দোলনে নামে। 

১০০. কোন আইন দ্বারা রায়তদের দখলিস্বত্ব রক্ষিত হয় ? 
১৮৮৫ সালের প্রজাস্বত্ব আইন দ্বারা। 

১০১. ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ? 
শিউরাম। 

১০২. বাংলায় বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন ? 
তিতুমীর। 

১০৩. ভারতীয় অরণ্য আইন কবে পাস হয় ? 
প্রথম অরণ্য আইন ১৮৬৫ এবং দ্বিতীয় অরণ্য আইন ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

১০৪. পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন ? 
বিদ্যাধর মহাপাত্র। 

১০৫. সন্দীপ বিদ্রোহ কোথায় দেখা যায় ? 
নোয়াখালি। 

১০৬. পলিগার বিদ্রোহ কোথায় দেখা যায় ? 
তামিলনাড়ু। 

১০৭. মোপলা বিদ্রোহ কোথায় দেখা যায় ? 
মালাবার উপকূলে। 

১০৮. থাম্পি বিদ্রোহ কোথায় দেখা যায় ? 
ত্রিবাঙ্কুর ( দেওয়ান ভেলু থাম্পি। 

১০৯. '' অরণ্যের অধিকার '' গ্রন্থটি কার লেখা ? 
মহাশ্বেতা দেবী। 

১১০. '' দাদন '' কথার অর্থ কী ? 
অগ্রিম অর্থ। 

১১১. নীলকুঠিগুলি কী নামে পরিচিত ছিল ? 
আড়ং। 

১১২. The Annals of Rural Bengal গ্রন্থটি কার লেখা ? 
উইলিয়াম হান্টার। 

১১৩. পাবনার কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন ? 
ঈশানচন্দ্র রায় , ক্ষুদিমোল্লা। 

১১৪. কবে রেন্টস কমিশন গঠিত হয় ? 
১৮৭৯ সালে।      

    

You May Also Like

0 comments