সপ্তম শ্রেণী : ইতিহাস : দ্বিতীয় অধ্যায় MCQ & SAQ

by - February 01, 2022

সপ্তম শ্রেণী : ইতিহাস : দ্বিতীয় অধ্যায় MCQ & SAQ 

PAGE : 7 
১. বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায় ? 
অর্থশাস্ত্র / সামবেদ / ঋকবেদের ঐতরেয় আরণ্যক / যজুর্বেদে। 
উত্তর : ঋকবেদের ঐতরেয় আরণ্যক। 

২. কৌটিল্যের কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় ? 
অর্থশাস্ত্র / ইন্ডিকা / গীতগোবিন্দম / ফো কুয়ো কিং। 
উত্তর : অর্থশাস্ত্র। 
 
৩. কালিদাস লিখিত কোন কাব্যে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ? 
মেঘদূতম / অভিজ্ঞান শকুন্তলম / রঘুবংশম / পূর্বমেঘ। 
উত্তর : রঘুবংশম। 

৪. আবুল ফজল লিখিত কোন গ্রন্থে সুবা বাংলার উল্লেখ পাওয়া যায় ? 
তুজুক ই বাবরী / আইন ই আকবরি / আকবরনামা / বাবরনামা। 
উত্তর - আইন ই আকবরি। 

PAGE : 8 
 
৫. ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের কী নাম হয় ? 
পশ্চিমবঙ্গ / বঙ্গ / বাংলাদেশ / বাংলা। 
উত্তর : পশ্চিমবঙ্গ। 

৬. ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পূর্ব ভাগের কী নাম হয় ? 
পাকিস্তান / বাংলাদেশ / পূর্ব পাকিস্তান / বঙ্গদেশ। 
উত্তর : পূর্ব পাকিস্তান। 

৭. কবে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ঘটে ? 
১৯৪৭ / ১৯৫০ / ১৯৭১ / ২০০২ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দে। 

৮. প্রাচীন বাংলার সীমানা প্রধানতঃ তিনটি নদী দ্বারা গঠিত হয়েছিল। সেই তিনটি নদী কী কী ? 
উত্তর : ভাগীরথী , পদ্মা ও মেঘনা। 

৯. প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লেখ। 
উত্তর : পুন্ড্রবর্ধন , বরেন্দ্র , বঙ্গ , বঙ্গাল , রাঢ় , সুম্ম , গৌড় , সমতট ও হরিকেল। 
 
১০. প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটি ছিল ? 
গৌড় / পুন্ড্রবর্ধন / বঙ্গ / বঙ্গাল। 
উত্তর : পুন্ড্রবর্ধন। 

১১. শ্রীহট্ট জেলার বর্তমান নাম কী ? 
উত্তর : সিলেট। 

১২. কোন দুটি নদীর মধ্যবর্তি এলাকা বরেন্দ্র নামে পরিচিত ? 
উত্তর : ভাগীরথী ও করতোয়া। 
 
১৩. প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে কী বলা হত ? 
বঙ্গ / বঙ্গাল / গৌড় / পুন্ড্রবর্ধন। 
উত্তর : বঙ্গ। 

PAGE : 9 

১৪. প্রাচীন রাঢ় অঞ্চলের ক'টি ভাগ ছিল ও কী কী ? 
উত্তর : দুটি - উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। 

১৫. কাঁসাই নদীর অপর নাম কী ? 
উত্তর : কংসাবতী। 

PAGE : 10 

১৬. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ? 
গৌড় / মুর্শিদাবাদ / কর্ণসুবর্ণ / মুঙ্গের। 
উত্তর : কর্ণসুবর্ণ। 

১৭. পুন্ড্রবর্ধন বলতে কোন অঞ্চলকে বোঝানো হয় ? 
উত্তর : উত্তরবঙ্গ। 

১৮. প্রাচীন সমতট ছিল ___________ নদীর পূর্ব দিকের এলাকা। 
উত্তর : মেঘনা। 

১৯. প্রথম জীবনে শশাঙ্ক কে ছিলেন ? 
উত্তর : গুপ্ত সম্রাটের মহাসামন্ত। 

PAGE : 11 

২০. কর্ণসুবর্ণ বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ? 
উত্তর : মুর্শিদাবাদ। 

২১. কোন চিনা পর্যটকের বিবরণীতে কর্ণসুবর্ণের নাম পাওয়া যায় ? 
উত্তর : হিউ এন সাং। 

২২. তাম্রলিপ্ত - এর বর্তমান নাম কী ? 
উত্তর : তমলুক। 

PAGE : 12 

২৩. সকলোত্তরপথনাথ কার উপাধি ছিল ? 
হর্ষবর্ধন / শশাঙ্ক / সমুদ্রগুপ্ত / চন্দ্রগুপ্ত মৌর্য। 
উত্তর : হর্ষবর্ধন। 
 
২৪. শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন ______________ - এর উপাসক। 
উত্তর : শৈব বা শিবের উপাসক। 

২৫. কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয় ? 
উত্তর : আর্যমন্জুশ্রী মূলকল্প।   

২৬. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ? 
কৌটিল্য / বাণভট্ট / কালিদাস / জয়দেব। 
উত্তর : বাণভট্ট। 

২৭. হর্ষচরিত কার লেখা ? 
কৌটিল্য / বাণভট্ট / কালিদাস / জয়দেব। 
উত্তর : বাণভট্ট। 
 
২৮. বাণভট্টের কোন গ্রন্থে শশাঙ্কের নিন্দা করা হয়েছে ? 
উত্তর : হর্ষচরিত। 

২৯. গৌরতন্ত্র কাকে বলে ? 
উত্তর : শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল - তাকে বলে গৌড়তন্ত্র। 
  
৩০. শশাঙ্কের আমলে অর্থনীতি ছিল - কৃষিনির্ভর / শিল্পনির্ভর। 
উত্তর : কৃষিনির্ভর। 

PAGE 13 
PAGE 14 

৩১. পাল বংশের প্রথম সম্রাট কে ? ( পাল বংশের প্রতিষ্ঠাতা কে ? ) 
গোপাল / ধর্মপাল / রামপাল / দেবপাল। 
উত্তর : গোপাল। 

৩২. পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল ? 
উত্তর : বরেন্দ্র। 

৩৩. কোন পাল রাজা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন ? 
গোপাল / ধর্মপাল / দেবপাল / রামপাল। 
উত্তর : ধর্মপাল। 

৩৪. ধর্মপালের ছেলের নাম কী ? 
উত্তর : দেবপাল। 

৩৫. গোপালের ছেলের নাম কী ? 
উত্তর : ধর্মপাল। 

৩৬. কোন পাল রাজার রাজত্বকালের পরবর্তীকালে পালদের ক্ষমতা কমতে শুরু করে ? 
উত্তর : দেবপাল। 

৩৭. দেবপালের পর কোন পাল রাজা পাল বংশের পূর্ব গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হন ? 
উত্তর : প্রথম মহীপাল। 

PAGE : 15 

৩৮. রামচরিত কার লেখা ? 
কৌটিল্য / বাণভট্ট / সন্ধ্যাকর নন্দী / হরিষেন। 
উত্তর : সন্ধ্যাকর নন্দী। 
 
৩৯. কার লেখা কোন গ্রন্থে কৈবর্ত্য বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ? 
উত্তর : সন্ধ্যাকর নন্দীর '' রামচরিত '' কাব্যগ্রন্থে। 

৪০. কৈবর্ত্য বিদ্রোহের প্রধান তিন নেতা কে কে ছিলেন ? 
উত্তর : দিব্য , রুদোক এবং ভীম। 

৪১. মালদহ জেলার কোথায় পাল আমলে প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে ? 
উত্তর : মালদহ জেলার হবিবপুর ব্লকের জগজ্জীবনপুরে। 
 
৪২. সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? 
উত্তর : সামন্তসেন। 

PAGE : 16 

৪৩. গোঁড়া ব্রাহ্মণ্য আচার আচরণ ও রক্ষনশীলতা প্রতিষ্ঠা করেছিলেন কোন সেন শাসক ? 
বল্লালসেন / সামন্তসেন / লক্ষণসেন / হরিষেন। 
উত্তর : বল্লালসেন। 
  
৪৪. বল্লালসেনের উত্তরাধিকারী কে ছিলেন ? 
উত্তর : লক্ষণসেন। 
 
৪৫. কাদের আক্রমণে বাংলায় সেন শাসনের অবসান ঘটে ? 
মোঙ্গল আক্রমণ / মোগল আক্রমণ / গ্রিক আক্রমণ / তুর্কি আক্রমণ। 
উত্তর : তুর্কি আক্রমণ। 

৪৬. লক্ষণসেনের রাজধানী কোথায় ছিল ? 
গৌড় / বিক্রমপুর / কর্ণসুবর্ণ / তাম্রলিপ্ত। 
উত্তর : বিক্রমপুর। 

PAGE : 17 

৪৭. গুর্জর - প্রতিহার শাসক রাজা ভোজ এর রাজধানী কোথায় ছিল ? 
রাজপুতানা / দিল্লি / কনৌজ / গৌড়। 
উত্তর : কনৌজ। 

৪৮. কাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম অনুষ্ঠিত হয় ? 
উত্তর : পাল , গুর্জর - প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে। 

৪৯. চোলদের রাজধানী কোথায় ছিল ? 
মাদ্রাজ / কনৌজ / থাঞ্জাভুর বা তাঞ্জোর / চোলপুরম। 
উত্তর : থাঞ্জাভুর বা তাঞ্জোর। 

৫০. কোন চোলরাজা চালুক্য বংশকে পরাজিত করেন ? 
উত্তর : প্রথম রাজেন্দ্র চোল। 

PAGE 18 
 
৫১. কোন চোলরাজা বাংলার পাল রাজাকে পরাজিত করেছিলেন ? 
উত্তর : প্রথম রাজেন্দ্র চোল। 
 
৫২. কে , কখন গঙ্গাইকোন্ডচোল উপাধি ধারণ করেন ? 
উত্তর : চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলার পাল বংশের বিরুদ্ধে অভিযানে পাল রাজাকে পরাজিত করে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন। 

PAGE : 19 
        
৫৩. আরব উপদ্বীপের প্রধান শহর কোন দুটি ? 
উত্তর : মক্কা ও মদিনা। 

৫৪. বেদুইন কাদের বলা হত ? 
উত্তর : আরব উপদ্বীপের যাযাবর মানুষদের বলা হত বেদুইন। 

৫৫. বেদুইনরা কোন প্রাণী পালন করত ? 
গাভী / ঘোড়া / উট / হাতি। 
উত্তর : উট। 

৫৬. বেদুইনদের প্রধান খাদ্য কী ছিল ? 
উত্তর : খেজুর এবং উটের দুধ। 

৫৭. মক্কা শহরকে নিয়ে কেন বিভিন্ন উপজাতির মধ্যে সংঘর্ষ লেগেই থাকত ? 
উত্তর : মক্কা শহর দুটি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত ছিল ; তাই মক্কা শহরের দখলদারিকে কেন্দ্র করে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। 
 
৫৮. কে প্রথম ইসলাম ধর্মের প্রচার করেন ? 
হজরত মহম্মদ / আকবর / বাবর / আলাউদ্দিন খলজি। 
উত্তর : হজরত মহম্মদ। 
 
৫৯. হজরত মহম্মদ কবে জন্মগ্রহণ করেন ? 
৬১০ / ৬৭০ / ৫১০ / ৫৭০ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ৫৭০ খ্রিস্টাব্দে। 
 
৬০. ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত হন ? 
উত্তর : মুসলমান। 

৬১. ________________ খ্রিস্টাব্দে হজরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। 
৫১০ / ৫৭০ / ৬১০ / ৬৭০ খ্রিস্টাব্দে। 
উত্তর : ৬১০ খ্রিস্টাব্দে। 

৬২. হিজরত কাকে বলা হয় ? 
উত্তর : ৬২২ খ্রিস্টাব্দে হজরত মহম্মদ এবং তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে আসেন। এই ঘটনাকেই আরবি ভাষায় হিজরত বলা হয়। 

৬৩. কবে হজরত মহম্মদ পরলোক গমন করেন ? 
উত্তর : ৬৩২ / ৬৩০ / ৬৭২ / ৬৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ৬৩২ খ্রিস্টাব্দে। 

PAGE : 20 

৬৪. ইসলাম জগতের প্রথম খলিফা কে ছিলেন ? 
হজরত মহম্মদ / আবু বকর / আকবর / ইলতুৎমিশ। 
উত্তর : আবু বকর। 

৬৫. খলিফা শব্দটি - আরবি / ফারসি / হিন্দি / উর্দু। 
উত্তর : আরবি। 

৬৬. কবে , কার নেতৃত্বে আরবরা প্রথম সিন্ধুপ্রদেশ আক্রমণ করেন ? 
উত্তর : ৭১২ খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা মহম্মদ বিন কাশেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করেন। 
 
৬৭. গজনির সুলতান মামুদের ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল ? 
উত্তর : মামুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুন্ঠন করে খোরাসান এবং মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তারে ব্যয় করা। 
   
৬৮. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন ? 
উত্তর : ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১৭ বার মামুদ ভারত আক্রমণ করেন। 

৬৯. সুলতান মামুদের রাজধানী কোথায় ছিল ? 
গজনি / বাগদাদ / মক্কা / মদিনা। 
উত্তর : গজনি। 

PAGE : 21 

৭০. সুলতান মামুদের আমলের দুজন পন্ডিতের নাম কর। 
উত্তর : অল বিরুনি এবং ফেরদৌসি। 

৭১. সুলতান মামুদের সাথে কোন পর্যটক ভারতে আসে ? 
উত্তর : অল বিরুনি। 
 
৭২. কিতাব - অল - হিন্দ কার লেখা ? 
উত্তর : অল বিরুনি। 
 
৭৩. শাহনামা কার লেখা ? 
উত্তর : ফিরদৌসি। 

৭৪. তরাইনের প্রথম যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় ? 
উত্তর : ১১৯১ খ্রিস্টাব্দে। 

৭৫. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় ? 
উত্তর : ১১৯২ খ্রিস্টাব্দে। 

৭৬. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে , কাকে পরাজিত করেন ? 
উত্তর : মহম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। 
 
৭৭. কে , কবে ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : মহম্মদ ঘুরির অন্যতম সঙ্গী কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। 
 
৭৮. কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেছিলেন ? কোন গ্রন্থে এই অভিযানের বর্ণনা পাওয়া যায় ? 
উত্তর : ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি। মিনহাজ - ই - সিরাজের লেখা তাবাকত - ই - নাসিরি গ্রন্থে বখতিয়ার খলজির নদিয়া অভিযানের বর্ণনা পাওয়া যায়। 
 
৭৯. তুর্কি অভিযানের সময় নদিয়ার রাজা কে ছিলেন ? 
উত্তর : লক্ষণ সেন। 

৮০. আব্বাসিয়া খিলাফৎ - এর রাজধানী কোথায় ছিল ? 
উত্তর : বোগদাদ বা বাগদাদ। 

PAGE : 22

৮১. কোন শহর লখনৌতি নামে পরিচিত ছিল ? 
উত্তর :  লক্ষণাবতী। 

৮২. কবে , কার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলায় তুর্কি অভিযানের একটি পর্ব শেষ হয় ?   
উত্তর : ১২০৬ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির মৃত্যুর মধ্যে দিয়ে। 

৮৩. বখতিয়ার খলজি কোথায় রাজধানী স্থাপন করেন ? 
উত্তর : বখতিয়ার খলজি লক্ষণাবতী অধিকার করে সেখানে রাজধানী স্থাপন করেন। ঐতিহাসিকেরা লক্ষণাবতী শহরকে লখনৌতি বলে উল্লেখ করেছেন।                 

               

You May Also Like

0 comments