গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার সমাজচিত্রের পরিচয় দাও।

by - December 24, 2021

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। 

অথবা , গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার সমাজের কী পরিচয় পাওয়া যায় ? 

অথবা , ইতিহাসের উপাদান হিসাবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 


গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় তৎকালীন বাংলার সমাজচিত্র :- 

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি ১৮৬৩ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার - তিনি কাঙাল হরিনাথ নামেও পরিচিত। উনিশ শতকের গ্রাম বাংলার ইতিহাস ও সমাজ জীবন সম্পর্কে জানার জন্য পত্রিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


১. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি উনিশ শতকের বাংলার গ্রামীণ জীবনধারা , সামাজিক চিত্র , রাজনীতি - ইত্যাদি তুলে ধরে। তাই ইতিহাসের উপাদান হিসাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

২. ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির ফলে গ্রামীণ জীবন ও রুজি রোজগার সংকটের মুখোমুখি হয়েছিল। এইসকল নীতিগুলির বিরুদ্ধে পত্রিকাটি প্রতিবাদে সোচ্চার হয়েছিল। 

৩. গ্রামাঞ্চলে জমিদার ও মহাজনদের শোষণে গ্রামীণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। জমিদার ও মহাজনদের অত্যাচারের কাহিনী ও গ্রামীণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে গ্রামীণ শাসন কাঠামোর দুর্বলতা পত্রিকাটি সকলের সামনে প্রকাশ করে। 

৪. বাংলায় নীলচাষের সূচনা ঘটলে তা কৃষকদের দুর্দশাকে আরো বাড়িয়ে দেয়। নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী পত্রিকাটিতে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। ফলে বাংলা জুড়ে নীলকর সাহেবদের বিরুদ্ধে এক প্রতিবাদী ধারা লক্ষ্য করা যায়। 

৫. গ্রামীণ মানুষ একদিকে জমিদার ও মহাজনদের দ্বারা নির্যাতিত ছিল এবং অন্যদিকে নীলকরদের দ্বারা অত্যাচারিত ছিল। কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিকার ছিল না। ইংরেজ সরকার পক্ষান্তরে জমিদার , মহাজন ও নীলকরদের সমর্থক ছিলেন। গ্রামবার্তা প্রকাশিকা ইংরেজদের এই মুখোশ জনসমক্ষে তুলে ধরে। 

৬. গ্রামীণ মানুষের দুর্দশা ও ইংরেজ - জমিদার - মহাজনদের অত্যাচারের সংবাদ প্রকাশের পাশাপাশি গ্রামবার্তা প্রকাশিকা বিভিন্ন সাহিত্যিক রচনাও প্রকাশ করত। লালন ফকিরের বহু গান এই পত্রিকায় প্রকাশিত হয়। এই সকল সাহিত্যকীর্তিগুলিও বর্তমানে ইতিহাসের উপাদান হিসাবে বিবেচিত। এছাড়াও পত্রিকাটিতে দর্শন , বিজ্ঞান বিষয়েও বহু প্রবন্ধ প্রকাশিত হয়। 

    

You May Also Like

0 comments