CLASS VI HISTORY 3RD CHAPTER MCQ & SAQ

by - April 13, 2022

CLASS VI HISTORY 3RD CHAPTER MCQ & SAQ 

CLASS VI HISTORY 3RD CHAPTER MCQ & SAQ Question Set 

ষষ্ঠ শ্রেণি : ইতিহাস - তৃতীয় অধ্যায় ; গুরুত্বপূর্ণ MCQ & SAQ 




এখানে ষষ্ঠ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল। প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি থেকে শিক্ষক ও ছাত্র উভয়য়েই উপকৃত হবেন। ছাত্র - ছাত্রীরা খুব সহজেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এবং শিক্ষকগণ প্রশ্ন তৈরির ক্ষেত্রে প্রশ্নগুলি থেকে উপকৃত হবেন। প্রশ্নগুলি সরাসরি কপি - পেস্ট বা প্রিন্ট - আউট করা যেতে পারে - এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই।  

CLASS VI HISTORY 3RD CHAPTER MCQ & SAQ 

SET 1 . 

১. সভ্যতা বলতে বোঝায় - জীবনযাপনের উন্নতি / কৃষিকার্যের উন্নতি / শিল্পের উন্নতি / সাহিত্যের উন্নতি।

২. ভারতে নগর সভ্যতা বিকাশ লাভ করে - খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে / খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে / খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে / খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতকে।  

৩. কোন যুগে মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে ? প্রাচীন প্রস্তর যুগে / মধ্য প্রস্তর যুগে / নব্য প্রস্তর যুগে / তাম্র প্রস্তর যুগে।  

৪. কোন সভ্যতায় সর্বপ্রথম কার্পাস বা তুলো চাষ শুরু হয় ? হরপ্পা সভ্যতায় / মহেঞ্জোদারো সভ্যতায় / মেহেরগড় সভ্যতায় / মিশরীয় সভ্যতায়। 

৫. মেহেরগড় সভ্যতা ছিল - গ্রামীণ সভ্যতা / নগর সভ্যতা / গ্রামীণ ও নগর সভ্যতা / কোনোটিই নয়।  

৬. সিন্ধু সভ্যতা ছিল - গ্রামীণ সভ্যতা / নগর সভ্যতা / গ্রামীণ ও নগর সভ্যতা / কোনোটিই নয়।  

৭. হরপ্পা সভ্যতা কোন যুগের ? প্রস্তর যুগ / লৌহ যুগ / তাম্র প্রস্তর যুগ / তাম্র ব্রোঞ্জ যুগ।  

৮. হরপ্পা সভ্যতার একটি বন্দর - নগর হল - হরপ্পা / মহেঞ্জোদারো / লোথাল / কালিবঙ্গান। 

৯. লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল ? সিন্ধু / রবি / ভোগাবোর / ঝিলম।  

১০. মহেঞ্জোদারো সভ্যতা কবে আবিষ্কৃত হয় ? ১৯২২ / ১৯২৪ / ১৯৭৪ / ১৯১৭ - খ্রিস্টাব্দে। 

১১. সিন্ধু বা হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরী হত কী দিয়ে ? কাঁচা ইঁট দিয়ে / পোড়া ইঁট দিয়ে / খড় - লতা - পাতা দিয়ে / কাঠ দিয়ে। 

১২. কোথায় স্নানাগারের সন্ধান পাওয়া গেছে ? হরপ্পা / মহেঞ্জোদারো / লোথাল / কালিবঙ্গান। 

১৩. লোথাল একটি - বাংলা / সংস্কৃত / গুজরাটি / পাঞ্জাবী - শব্দ। 

১৪. মেসোপটেমিয়ায় হরপা সভ্যতার ক'টি সিলমোহর পাওয়া গেছে ? ২১ টি / ২২ টি / ২৩ টি / ২৪ টি। 

১৫. লোথাল কথার অর্থ - মৃতের স্তুপ / মৃতের ঢিপি / মৃতের শহর / মৃতের স্থান।   


উত্তর : 

১. জীবনযাপনের উন্নতি।  
২. খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে। 
৩. তাম্র প্রস্তর যুগে। 
৪. মেহেরগড় সভ্যতায়। 
৫. গ্রামীণ সভ্যতা।
৬. নগর সভ্যতা।  
৭. তাম্র - ব্রোঞ্জ যুগ। 
৮. লোথাল। 
৯. ভোগাবোর।   
১০. ১৯২২ খ্রিস্টাব্দে। 
১১. পোড়া ইঁট দিয়ে। 
১২. মহেঞ্জোদারো। 
১৩. গুজরাটি। 
১৪. ২৩ টি। 
১৫. মৃতের স্থান। 

SET  2 .

১. কে মেহেরগর সভ্যতা আবিষ্কার করেন ? জাঁ ফ্রাঁসোয়া জারিজ / রিচার্ড মেডো / রাখালদাস বন্দোপাধ্যায় / দয়ারাম সাহানি। 

২. মেহেরগর সভ্যতা কবে আবিষ্কৃত হয় ? ১৯৭২ / ১৯২২ / ১৯২৪ / ১৯৭৪ - খ্রিস্টাব্দে। 

৩. ভারতীয় সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে পুরোনো শস্য মজুত রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে ? হরপ্পা / মহেঞ্জোদাড়ো / মেহেরগর / লোথাল।   

৪. সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কোনটি ? হরপ্পা / মহেঞ্জোদাড়ো / লোথাল / কালিবঙ্গান।  
৫. কে হরপ্পা ও মহেঞ্জোদাড়ো সভ্যতার বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন ? দয়ারাম সাহানি / জাঁ ফ্রাঁসোয়া জারিজ / রাখালদাস বন্দোপাধ্যায় / জন মার্শাল। 

৬. হরপ্পা সভ্যতা ছিল - প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা / ঐতিহাসিক যুগের সভ্যতা / প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা / প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা । 

৭. সিটাডেল হল - মৃতের সমাধি / শহরের একটি উঁচু এলাকা / স্নানাগার / ধর্মীয় বিধি।  

৮. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না ? হরপ্পা / কালিবঙ্গান / চানহুদাড়ো / লোথাল।    

৯. সিটাডেলগুলি কী দিয়ে ঘেরা থাকত ? নদ নদী দিয়ে / পাহাড় পর্বত দিয়ে / দুর্গ দিয়ে / উঁচু পাঁচিল দিয়ে। 

১০. হরপ্পার নগরের উঁচু অংশে থাকতেন - পুরোহিতরা / রাজারা / প্রশাসকেরা / ধনী ব্যবসায়ীরা। 

১১. হরপ্পা সভ্যতায় কোন কোন কেন্দ্রে ধান উৎপাদনের চিহ্ন পাওয়া গেছে ? হরপ্পা ও মহেঞ্জোদারো / হরপ্পা ও লোথাল / রংপুর ও লোথাল / লোথাল ও কালিবঙ্গান।     

১২. হরপ্পা সভ্যতার মানুষ কোন প্রাণীর ব্যবহার জানতেন না ? উট / ঘোড়া / গরু / ষাঁড়। 

১৩. হরপ্পা সভ্যতা কারা শাসন করতেন ? রাজারা / পুরোহিত রাজারা / বণিকরা / নিশ্চিতভাবে বলা যায় না।   

১৪. হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতেন না ? স্বর্ণ / রৌপ্য / লৌহ / তাম্র। 

১৫. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কাপড় বোনার নজির পাওয়া গেছে ? হরপ্পা / মহেঞ্জোদাড়ো / লোথাল / কালিবঙ্গান।   

১৬. ব্রোঞ্জের তৈরী নারীমূর্তি কোথায় পাওয়া গেছে ? হরপ্পা / মহেঞ্জোদাড়ো / চানহুদাড়ো / মেহেরগড়। 

১৭. হরপ্পা সভ্যতায় পালতোলা নৌকার ব্যবহার - ছিল / ছিল না।   

১৮. হরপ্পা সভ্যতার সিলমোহরে কার ছাপ দেখা যায় ? ষাঁড় / গরু / ঘোড়া / উঁট। 

১৯. হরপ্পা সভ্যতায় মাতৃপূজার চল ছিল। সত্য / মিথ্যা। 

২০. কোন সময়কালের পর থেকে হরপ্পা সভ্যতা ক্রমশঃ হারিয়ে যেতে থাকে ? খ্রিস্টপূর্ব - ৭৫০ অব্দ / ১৭৫০ অব্দ / ৩০০০ অব্দ / ৪৫০০ অব্দ।  

২১. হরপ্পা সভ্যতার লিপি পাঠোদ্ধার করা গেছে / পাঠোদ্ধার করা যায়নি। 

২২. হরপ্পা সভ্যতার লিপি লেখা হত - ডান দিক থেকে বাঁ দিকে / বাঁ দিক থেকে ডান দিকে / উপর থেকে নিচের দিকে / নীচ থেকে উপরের দিকে।   

২৩. কোন ভাষার সাথে হরপ্পার ভাষার বা লিপির মিল খুঁজে পাওয়া যায় ? দ্রাবিড়  / সংস্কৃত  / প্রোটো - অস্ট্রোলয়েড / আর্য - ভাষা। 

২৪. লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট। ঠিক / ভুল।  

২৫. হরপ্পা সভ্যতায় দেখা দিয়েছিল - প্রথম নগরায়ণ / দ্বিতীয় নগরায়ণ / তৃতীয় নগরায়ণ।  

উত্তর : -

১. জাঁ ফ্রাঁসোয়া জারিজ।  
২. ১৯৭৪ খ্রিস্টাব্দে। 
৩. মেহেরগর। 
৪. হরপ্পা। 
৫. জন মার্শাল। 
৬. প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। 
৭. শহরের একটি উঁচু এলাকা। 
৮. চানহুদাড়ো।  
৯. উঁচু পাঁচিল দিয়ে।  
১০. প্রশাসকেরা। 
১১. রংপুর ও লোথাল। 
১২. ঘোড়া। 
১৩. নিশ্চিতভাবে বলা যায়না। 
১৪. লৌহ। 
১৫. মহেঞ্জোদাড়ো। 
১৬. মহেঞ্জোদাড়ো। 
১৭. ছিল। 
১৮. ষাঁড়। 
১৯. সত্য। 
২০. খ্রিস্টপূর্ব ১৭৫০ অব্দ।  
২১. পাঠোদ্ধার করা যায়নি। 
২২. ডান দিক থেকে বাঁ দিকে। 
২৩. দ্রাবিড়। 
২৪. ঠিক। 
২৫. প্রথম নগরায়ণ। 




You May Also Like

0 comments