( A ) ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ MCQ & SAQ .

by - May 01, 2022

ভারতের প্রাকৃতিক ভূগোল। 

( A ) ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ MCQ & SAQ .  




নিম্নলিখিত প্রশ্নগুলি মাধ্যমিক ভূগোল বিষয়ের ভারতের প্রাকৃতিক ভূগোল অংশের টপিক A - ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে লাইন ধরে ধরে প্রশ্নগুলি সংকলিত হয়েছে। প্রতিটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীরা প্রশ্নগুলি থেকে অবশ্যই উপকৃত হবে। প্রশ্নগুলি বিজ্ঞানসম্মতভাবে বিষয়ভিত্তিক লেখা হয়েছে ; তাই প্রশ্নোত্তরগুলি মনে রাখার ক্ষেত্রেও উপযুক্ত। 
 
১. ভারতের দক্ষিণতম অংশ কোনটি ? 
উত্তর : ইন্দিরা পয়েন্ট। 

২. ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম অংশ কোনটি ? 
উত্তর : কন্যাকুমারিকা অন্তরীপ। 

৩. সার্ক ( SAARC ) কবে গঠিত হয় ? 
উত্তর : ১৯৮৫ খ্রিস্টাব্দে। 

৪. গঠনকালে সার্কের সদস্য সংখ্যা কত ছিল ? 
উত্তর : ৭ টি। 

৫. বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত ? 
উত্তর : ৮ টি। 

৬. সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি ? 
উত্তর : আফগানিস্তান। 

৭. SAARC এর পুরো কথাটি লেখ। 
উত্তর : South Asian Association for Regional Co-operation . 

৮.  SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তর : নেপালের রাজধানী কাঠমান্ডু - তে। 

৯. ভারত ও পাকিস্তানের সীমারেখা কী নামে পরিচিত ? 
উত্তর : র‍্যাডক্লিফ লাইন। 

১০. ভারত ও আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত ? 
উত্তর : ডুরান্ড লাইন। 


১১. ভারত ও চীনের সীমারেখা কী নামে পরিচিত ? 
উত্তর : ম্যাকমোহন লাইন। 

১২. কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমারেখা সবচেয়ে দীর্ঘ ? 
উত্তর : বাংলাদেশ। 

১৩. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ? 
উত্তর : রাজস্থান। 

১৪. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ? 
উত্তর : গোয়া। 

১৫. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ? 
উত্তর : উত্তরপ্রদেশ। 

১৬. ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ? 
উত্তর : সিকিম। 

১৭. ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি ? 
উত্তর : বিহার। 

১৮. ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি ? 
উত্তর : অরুণাচলপ্রদেশ। 

১৯. জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ? 
উত্তর : দ্বিতীয়। 

২০. ভারতের নবীনতম রাজ্য কোনটি ? 
উত্তর : তেলেঙ্গানা।       

২১. কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় ? 
উত্তর : অন্ধ্রপ্রদেশ। 

২২. তেলেঙ্গানার বর্তমান রাজধানীর নাম কী ? 
উত্তর : হায়দ্রাবাদ। 

২৩. অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানীর নাম কী ? 
উত্তর : অমরাবতী। 

২৪. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত ? 
উত্তর : কৃষ্ণা নদীর তীরে। 

২৫. অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কী ? 
উত্তর : হায়দ্রাবাদ। 

[ প্রসঙ্গত উল্লেখযোগ্য - বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা উভয় রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ। পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে স্থানান্তরিত করা হবে। ]

২৬. ভারতের জাতীয় রাজধানী অঞ্চল কোনটি ? 
উত্তর : নিউদিল্লি। 

২৭. উত্তর - পশ্চিম ভারতের কোন শহর দুটি রাজ্যের রাজধানী ? 
উত্তর : চন্ডীগড়। 
[ চন্ডীগড় নিজে কেন্দ্রশাসিত অঞ্চল ; কিন্তু একই সাথে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। ]    

২৮. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ? 
উত্তর : চিন। 

২৯. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ? 
উত্তর : মালদ্বীপ। 

৩০. আরব সাগর সংলগ্ন উপসাগর কোনটি ? 
উত্তর : খাম্বাত উপসাগর। 


৩১. ভারত ও শ্রীলংকার মাঝে রয়েছে কোন উপসাগর ? 
উত্তর : মান্নার উপসাগর। 

৩২. ভারত ও শ্রীলংকাকে বিভাজিত করেছে কে ? 
উত্তর : পক প্রণালী। 

৩৩. ভারতে সংবিধান সংক্রান্ত ভাষা ক'টি ? 
উত্তর : ২২ টি। 

৩৪. ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী ছিল ? 
উত্তর : ভাষা। 

৩৫. কবে ভারতের সংবিধান প্রচলিত হয় ? 
উত্তর : ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী। 

৩৬. ভারত কবে সাধারণতন্ত্রে পরিণত হয় ? 
উত্তর : ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী। 

৩৭. ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ? 
উত্তর : ১৯৫৩ সালে। 

৩৮. রাজ্য পুনর্গঠন কমিশন কবে সুপারিশ পেশ করে ? 
উত্তর : ১৯৫৬ সালের ১ নভেম্বর। 

৩৯. রাজ্য পুনর্গঠন কমিশন ভারতকে ক'টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে ? 
উত্তর : ১৪ টি অঙ্গরাজ্য ও ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল। 

৪০. পুরুলিয়া কোন রাজ্যের অংশ ছিল ? কবে তা পশ্চিমবঙ্গের অংশে পরিণত হয় ? 
উত্তর : পুরুলিয়া বিহারের অংশ ছিল। ১৯৫৬ সালে তা পশ্চিমবঙ্গের অংশ হয়।  

৪১. কবে , কোন রাজ্য ভেঙে ছত্তিসগড় রাজ্যটি গঠিত হয় ? 
উত্তর : ২০০০ সালে মধ্যপ্রদেশ রাজ্যটি ভেঙে ছত্তিসগড় গঠিত হয়। 

৪২. কবে , কোন রাজ্য ভেঙে উত্তরাখন্ড রাজ্যটি গঠিত হয় ? 
উত্তর : ২০০০ সালে , উত্তরপ্রদেশ ভেঙে। 

৪৩. কবে , কোন রাজ্য ভেঙে ঝাড়খন্ড রাজ্যটি গঠিত হয় ? 
উত্তর : ২০০০ সালে , বিহার ভেঙে। 

৪৪. ভারতকে উত্তর ও দক্ষিণ - এই দুইভাগে ভাগ করেছে কোন অক্ষরেখা ? 
উত্তর : কর্কটক্রান্তিরেখা বা সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষরেখা। 

৪৫. আয়তনের ভিত্তিতে ভারতের স্থান কত ? 
উত্তর : আয়তনের ভিত্তিতে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম মহাদেশ। 

৪৬. ভারত কবে কমনওয়েলথ অব নেশনস - এর অন্তর্ভুক্ত হয় ? 
উত্তর : ১৯৫০ সালের ২৬ জানুয়ারী। 

৪৭. ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এর অপর নাম কী ? 
উত্তর : পিগমেলিয়ান পয়েন্ট। 

৪৮. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ? 
উত্তর : ভারতের সংবিধান ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর গৃহীত হয় এবং তা চালু হয় ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী। 

৪৯. জনসংখ্যা অনুসারে ভারতের স্থান কত ? 
উত্তর : দ্বিতীয়। 

৫০. ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ? 
উত্তর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 


৫১. ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা কবে গঠিত হয় ? 
উত্তর : ২০১৪ সালে। 

৫২. কোন রাজ্যে তিন বিঘা করিডর রয়েছে ? 
উত্তর : পশ্চিমবঙ্গে। 

৫৩. কোথায় সার্কের জন্ম হয় ? 
উত্তর : ১৯৮৫ খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। 

৫৪. ভারতের উত্তরতম স্থান কোনটি ? 
উত্তর : ইন্দিরা কল। 

৫৫. স্বাধীনতালাভের সময় ভারতে দেশীয় রাজ্য ক'টি ছিল ? 
উত্তর : ৫৫০ টি। 

৫৬. কবে চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় ? 
উত্তর : ১৯৫৪ সালে। 

৫৭. ভারতভুক্ত হওয়ার আগে চন্দননগর কাদের উপনিবেশ ছিল ? 
উত্তর : পর্তুগিজদের। 

৫৮. কোথাকার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় ? 
উত্তর : এলাহাবাদের। 

৫৯. চেন্নাই - এর পূর্বনাম কী ছিল ? 
উত্তর : মাদ্রাজ। 

৬০. অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজধানীর নাম কী ? 
উত্তর : হায়দ্রাবাদ।       

৬১. কর্ণাটক রাজ্যের পূর্বনাম কী ছিল ? 
উত্তর : মহীশূর। 

৬২. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ? 
উত্তর : লাক্ষাদ্বীপ। 

To be continued ............      

You May Also Like

0 comments