(B) ভারতের ভূপ্রকৃতি। MCQ & SAQ

by - May 06, 2022

ভারতের প্রাকৃতিক ভূগোল :- 

(B) ভারতের ভূপ্রকৃতি। MCQ & SAQ 



নিম্নলিখিত প্রশ্নগুলি মাধ্যমিক ভূগোল বিষয়ের ভারতের প্রাকৃতিক ভূগোল অংশের টপিক B - ভারতের ভুপ্রকতি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে লাইন ধরে ধরে প্রশ্নগুলি সংকলিত হয়েছে। প্রতিটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীরা প্রশ্নগুলি থেকে অবশ্যই উপকৃত হবে। প্রশ্নগুলি বিজ্ঞানসম্মতভাবে বিষয়ভিত্তিক লেখা হয়েছে ; তাই প্রশ্নোত্তরগুলি মনে রাখার ক্ষেত্রেও উপযুক্ত। 

 
১. ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি ? 
উত্তর : গডউইন অস্টিন বা K2 ( এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ; উচ্চতা ৮৬১১ মিটার ) ।  
২. ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত ?   
উত্তর : ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত। 

৩. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : কাঞ্চনজঙ্ঘা। ( কাঞ্চনজঙ্ঘা হল পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ ) । 

৪. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ? 
উত্তর : সিয়াচেন ( ৭৫ কিমি ) । 

৫. ভারতের উচ্চতম মালভুমি কোনটি ? 
উত্তর : লাদাখ মালভুমি। 

৬. লাদাখ মালভুমি হল একটি - পর্বতবেষ্টিত / লাভাগঠিত / ব্যবচ্ছিন্ন - মালভুমি। 
উত্তর : লাদাখ মালভুমি হল একটি পর্বতবেষ্টিত মালভুমি। 

৭. হিমালয় পর্বতমালা নির্গত হয়েছে - পামীর / আর্মেনীয় - গ্রন্থি থেকে। 
উত্তর : হিমালয় পর্বতমালা নির্গত হয়েছে পামীর গ্রন্থি থেকে। 

৮. হিমালয় হল পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৯. ভারতের উচ্চতম গিরিপথটি হল - জোজিলা / জোলেপ -লা / নাথু - লা /  ডুঙরি - লা। 
উত্তর : ডুঙরি - লা। 

১০. হিমালয় সংক্রান্ত গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
সিকিম / দেরাদুন / কাশ্মীর / নৈনিতাল। 
উত্তর : দেরাদুন। 


১১. কোন দুটি পর্বতমালার মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত ? 
উত্তর : পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয়। 

১২. কোন উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত ? 
উত্তর : কাশ্মীর। 

১৩. কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমি হল - ভাবর / ভাঙ্গর / খাদার / কারেওয়া। 
উত্তর : কারেওয়া। 

১৪. কারেওয়া __________________ চাষের উপযুক্ত। 
উত্তর : কারেওয়া জাফরান চাষের উপযুক্ত। 

১৫. কাশ্মীর উপত্যকার দুটি মিষ্টি জলের হ্রদের নাম লেখ। 
উত্তর : কাশ্মীর উপত্যকার দুটি মিষ্টি জলের হ্রদ হল - উলার হ্রদ ও ডাল হ্রদ। 

১৬. কাশ্মীর উপত্যকার দুটি লবনাক্ত জলের হ্রদের নাম লেখ। 
উত্তর : কাশ্মীর উপত্যকার দুটি লবনাক্ত জলের হ্রদ হল - সোমারাবি ও প্যাংগং হ্রদ। 

১৭. জম্মু ও শ্রীনগরের মাঝে যোগযোগ রক্ষা করে কোন গিরিপথ ? 
উত্তর : জম্মু ও শ্রীনগরের মাঝে যোগাযোগ রক্ষা করে জওহর বা বানিহাল গিরিপথ। 

১৮. হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ কোনটি ? 
উত্তর : হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ হল হিমাদ্রি হিমালয় বা গ্রেট হিমালয়। 

১৯. ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ? 
উত্তর : কাঞ্চনজঙ্ঘা। ( কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ) । 

২০. শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে বলে - দুন / তাল / রোহি / হিমবাহ। 
উত্তর : দুন।  


২১. ভারতের বৃহত্তম দুন কোনটি ? 
উত্তর : দেরাদুন। 

২২. কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ________ বলে। 
উত্তর : তাল বলে। 
 
২৩. মেঘালয় মালভূমি হল - পর্বতবেষ্টিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি / লাভাগঠিত মালভূমি। 
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি। 

২৪. গারো , খাসি , জয়ন্তী - তিব্বত মালভূমি / লাদাখ মালভূমি / পামীর মালভুমি / মেঘালয় মালভূমি - র অন্তর্গত পাহাড়।  
উত্তর : মেঘালয় মালভূমির অন্তর্গত। 

২৫. মেঘালয় মালভূমি হল __________________ মালভূমির অংশবিশেষ। 
উত্তর : ছোটনাগপুর মালভূমি। 
  
২৬. মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : শিলং পাহাড়ের শিলং। 

২৭. ভারতের একটি জীববৈচিত্র অঞ্চল বা Hotspot হল হিমালয়। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

২৮. ভারতে অবস্থিত হিমালয়ের প্রাচীনতম অংশ হল - কুমায়ুন হিমালয় / শিবালিক / তিব্বত মালভূমি / মেঘালয় মালভূমি। 
উত্তর : মেঘালয় মালভূমি। 
 
২৯. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত ? 
উত্তর : সাগরমাথা। 

৩০. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?    
উত্তর : লিওপারগেল। 
  
৩১. ভারত তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গপথ হল - বানিহাল বা জওহর টানেল / নাথু - লা / জোজিলা / পালঘাট ফাঁক। 
উত্তর : বানিহাল বা জওহর টানেল। 

৩২. ভারতের বৃহত্তম হ্রদ - ডাল / উলার / সম্বর / বৈকাল। 
উত্তর : উলার। 

৩৩. পঞ্চনদের দেশ হল - উত্তরপ্রদেশ / সিন্ধু সভ্যতা / পাঞ্জাব / হরিয়ানা। 
উত্তর : পাঞ্জাব। 

৩৪. তরাই শব্দের অর্থ কী ? নীচু এলাকা / পার্বত্য এলাকা / নুড়ি পাথর যুক্ত পার্বত্য এলাকা / ভেজা বা স্যাঁতসেঁতে। 
উত্তর : ভেজা বা স্যাঁতসেঁতে। 

৩৫. উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিগঠিত সমভূমি হল - ভাবর / ভাঙ্গার / খাদার / তরাই। 
উত্তর : খাদার। 
 
৩৬. গঙ্গা - যমুনার মধ্যবর্তি সমভূমি __________________ নামে পরিচিত। 
উত্তর : দোয়াব। 

৩৭. ভাঙ্গার পাঞ্জাবে ____________ নামে পরিচিত এবং খাদার _________ নামে পরিচিত। 
উত্তর : ধায়া ; বেট। 

৩৮. ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি ? গঙ্গা - যমুনা বদ্বীপ / গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ / মাজুলি দ্বীপ। 
উত্তর : গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ। 

৩৯. উত্তরের সমভূমি অঞ্চলকে ভারতের শস্যভান্ডার বলে। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৪০. লুনির পশ্চিম প্রান্তে বালি ও শিলাগঠিত অঞ্চলকে বলে - রোহি / হামাদা / থালি / বাগার। 
উত্তর : হামাদা। 


৪১. কোন নদীকে বিহারের দুঃখ বলে ? 
উত্তর : কোশী নদীকে। 

৪২. ভারত তথা পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল - গঙ্গা - যমুনা বদ্বীপ / গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ / মাজুলি দ্বীপ। 
উত্তর : মাজুলি দ্বীপ। 

৪৩. সরস্বতী নদীর শুষ্ক নদীখাতগুলিকে - চাউর / চোস / তাল / ঘগ্ গর  - বলে। 
উত্তর : ঘগ্ গর  - বলে। 
  
৪৪. মাজুলি দ্বীপ কোন নদ / নদীতে সৃষ্ট ? 
উত্তর : ব্রহ্মপুত্র। 

৪৫. মরুস্থলীর চলমান বালিয়াড়িগুলিকে _____________ বলে। 
উত্তর : ধ্রিয়ান। 
 
৪৬. ধ্রিয়ান শব্দের অর্থ কী ? 
উত্তর : চলমান। 

৪৭. রাজস্থানের লবনাক্ত হ্রদগুলিকে বলে - তাল / ধান্দ / ধ্রিয়ান / হামাদা। 
উত্তর : ধান্দ। 

৪৮. ভারতের বৃহত্তম লবনাক্ত হ্রদ কোনটি ? 
উত্তর : সম্বর। 

৪৯. ভারতের হোর্স্ট হল - হিমালয় ও শিবালিক / বিন্ধ্য ও সাতপুরা / নীলগিরি ও আনাইমালাই / সবগুলি। 
উত্তর : বিন্ধ্য ও সাতপুরা। 

৫০. ____________ ও _____________ নদীর উপত্যকা হল ভারতের গ্র্যাবেন বা গ্রস্ত উপত্যকা। 
উত্তর : নর্মদা ও তাপ্তি। 

৫১. আরাবল্লী হল একটি - সঞ্চয়জাত / ক্ষয়জাত / আগ্নেয় - পর্বত। 
উত্তর : ক্ষয়জাত পর্বত। 

৫২. আরাবল্লী হল - প্রাচীন / নবীন - ভঙ্গিল পর্বত। 
উত্তর : প্রাচীন ভঙ্গিল পর্বত। 

৫৩. আরাবল্লীর সর্বোচ্চ শিখর কোনটি ? 
উত্তর : গুরুশিখর। 

৫৪. বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : মানপুর। 

৫৫. নর্মদা উপত্যকা অবস্থিত ___________ ও সাতপুরা পর্বতের মাঝে। 
উত্তর : বিন্ধ্য ও সাতপুরার পর্বতের মাঝে। 

৫৬. ছোটনাগপুর মালভূমি প্রাচীন ___________ ও _____________ শিলা দ্বারা গঠিত। 
উত্তর : গ্রানাইট ও নিস্। 

৫৭. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : পরেশনাথ। 

৫৮. ভারতের খণিজভান্ডার কাকে বলে ? 
উত্তর : ছোটনাগপুর। 

৫৯. সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : ধূপগড়। 

৬০. পশ্চিমঘাট পর্বতমালা হল ভারতের একটি Hotspot বা জীববৈচিত্রময় অঞ্চল। ঠিক / ভুল।  
উত্তর : ঠিক। 

    
৬১. পশ্চিমঘাটের অপর নাম - সহ্যাদ্রি / মলয়াদ্রি / হিমাদ্রি / Hotspot .
উত্তর :  সহ্যাদ্রি। 

৬২. পূর্বঘাটের অপর নাম -  সহ্যাদ্রি / মলয়াদ্রি / হিমাদ্রি / Hotspot .
উত্তর : মলয়াদ্রি। 

৬৩. পশ্চিমঘাট অঞ্চলে পুনের নিকট রয়েছে - ভোরঘাট / থলঘাট / পালঘাট - ফাঁক। 
উত্তর : ভোরঘাট। 

৬৪. পশ্চিমঘাট অঞ্চলে নাসিকের নিকট রয়েছে - ভোরঘাট / থলঘাট / পালঘাট - ফাঁক। 
উত্তর : থলঘাট। 

৬৫. পশ্চিমঘাট অঞ্চল নীলগিরি থেকে বিচ্ছিন্ন হয়েছে - ভোরঘাট / থলঘাট / পালঘাট - ফাঁক দ্বারা। 
উত্তর : পালঘাট। 

৬৬. দক্ষিণ ভারতের অধিকাংশ নদীর উৎসস্থল হল - পূর্বঘাট / পশ্চিমঘাট / নীলগিরি। 
উত্তর : পশ্চিমঘাট। 

৬৭. পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?  
উত্তর : ভাবুলমালা। 

৬৮. পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?  
উত্তর : জিন্দাগাধা বা , জিন্দাগাড়া।  

৬৯. নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? 
উত্তর : দোদাবেতা। 

৭০. সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
উত্তর : আনাইমালাই পর্বতের আনাইমুদি। 

৭১. ডেকানট্র্যাপ - শব্দের অর্থ - নিচু এলাকা / নদী তীরবর্তী এলাকা / ধাপ বা সিঁড়ি / চলমান সিঁড়ি। 
উত্তর : ধাপ বা সিঁড়ি। 

৭২. ডেকানট্র্যাপ - কোথায় দেখা যায় ? মহারাষ্ট্র মালভূমি / মেঘালয় মালভূমি / মালব মালভূমি / গঙ্গা সমভূমি। 
উত্তর : মহারাষ্ট্র মালভূমি। 

৭৩. কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ ____________ ও পূর্বাংশ ____________ নামে পরিচিত। 
উত্তর : মালনাদ , ময়দান। 

৭৪. কানাড়া ভাষায় মালনাদ শব্দের অর্থ কী ? 
উত্তর : পাহাড়ি দেশ। 

৭৫. কোন নদীর উপর ধুঁয়াধার জলপ্রপাত অবস্থিত ? নর্মদা / তাপ্তি / গোদাবরী / কৃষ্ণা। 
উত্তর : নর্মদা। 

৭৬. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ - সাতপুরা / ধূপগড় / অমরকণ্টক / আনাইমুদি। 
উত্তর : অমরকণ্টক। 

৭৭. পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গ কোনটি ? 
উত্তর : অগস্ত্যকুটুম। 
 
৭৮. চিত্রকোট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? ইন্দ্রাবতী / বিতস্তা / ঝিলম / মাতলা। 
উত্তর : ইন্দ্রাবতী। 
 
৭৯. কচ্ছের রণ হল - নবীন পলিগঠিত ভূমি / প্রাচীন পলিগঠিত ভূমি / লবনাক্ত জলাভূমি / ম্যানগ্রোভ অঞ্চল। 
উত্তর : লবনাক্ত জলাভূমি। 

৮০. ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য কোনটি ?     
উত্তর : গির ( গুজরাট ) ।         

৮১. মুম্বাই শহর - কোঙ্কন / কর্ণাটক / মালাবার - উপকূলে অবস্থিত। 
উত্তর : কোঙ্কন উপকূলে। 

৮২. এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ কোনটি ? 
উত্তর : চিল্কা। 

৮৩. গোদাবরী ও কৃষ্ণা ব - দ্বীপের মাঝে আছে - পুলিকট হ্রদ / ভেম্বানাদ কয়াল / লোকটাক হ্রদ / কোলেরু হ্রদ। 
উত্তর : কোলেরু হ্রদ। 
 
৮৪. তামিলনাড়ু উপকূলের অপর নাম কী ? 
উত্তর : করমন্ডল উপকূল। 

৮৫. কাবেরী ব - দ্বীপকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৮৬. ভারতের বৃহত্তম কয়াল - ভেম্বনাদ / মাজুলি / চিল্কা / উলার। 
উত্তর : ভেম্বনাদ। 

৮৭. কয়ালগুলি গড়ে উঠেছে - কোঙ্কন / কর্ণাটক / মালাবার - উপকূলে। 
উত্তর : মালাবার উপকূলে। 

৮৮. কচ্ছ শব্দের অর্থ - মরুময় দেশ / লবনাক্ত দেশ / জলাময় দেশ /  বালুময় দেশ। 
উত্তর : জলময় দেশ। 

৮৯. কচ্ছ অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ - গিরনার / গোরখনাথ / পরেশনাথ / মাউন্ট হ্যারিয়ট। 
উত্তর : গিরনার। 

৯০. ভারতের - পূর্ব / পশ্চিম - উপকূলের নদীগুলিতে কোনো ব - দ্বীপ গঠিত হয়নি। 
উত্তর : পশ্চিম। 

৯১. আন্দামান ও নিকোবর দ্বীপসমূহকে পৃথক করেছে ______________ । 
উত্তর : ১০ ডিগ্রি চ্যানেল। 

৯২. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? 
উত্তর : স্যাডল পীক। 

৯৩. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখ। 
উত্তর : ব্যারন। 

৯৪. ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখ। 
উত্তর : নরকোন্ডম। 
  
৯৫. লাক্ষাদ্বীপের সমস্ত দ্বীপগুলিই - আগ্নেয় দ্বীপ / প্রবাল দ্বীপ / নিমজ্জিত দ্বীপ।  
উত্তর : প্রবাল দ্বীপ।                   

         

        

To be continued ...............     


           


You May Also Like

0 comments