CLASS VII GEOGRAPHY 9TH CHAPTER : ASIA MCQ & SAQ

by - May 17, 2022

CLASS VII GEOGRAPHY 9TH CHAPTER : ASIA MCQ & SAQ 

সপ্তম শ্রেণি ভূগোল নবম অধ্যায় : এশিয়া 



সপ্তম শ্রেণি ভূগোল নবম অধ্যায় এশিয়া থেকে পৃষ্ঠা ধরে ধরে সমস্ত ছোট প্রশ্ন সংযোজিত হয়েছে। প্রশ্নগুলি বিজ্ঞানসম্মতভাবে চয়ন করা হয়েছে ; যার ফলে ছাত্র ছাত্রীদের পড়তে ও মনে রাখতে সুবিধা হবে। MCQ তে যেসকল প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে , সেগুলি Option বা বিকল্প ছাড়াই মনে রাখার চেষ্টা করবে।  

১. পৃথিবীর ছাদ কাকে বলে ? হিমালয় পর্বতমালা / তিব্বত মালভুমি / সাহারা মরুভুমি / পামীর মালভূমি। 
উত্তর : পামীর মালভূমি।  

২. পৃথিবীর বৃহত্তম বনভূমি হল - নিরক্ষীয় বনভূমি / তৈগা বনভূমি / ম্যানগ্রোভ বনভূমি / সবগুলি। 
উত্তর : তৈগা বনভূমি। 

৩. পৃথিবীর বৃহত্তম হ্রদ - কাস্পিয়ান সাগর / পুলিকট হ্রদ / ডাল লেক / প্রশান্ত মহাসাগর। 
উত্তর : কাস্পিয়ান সাগর। 

৪. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান - শিলং / পশ্চমঘাট পর্বতমালা / মৌসিনরাম / আমাজন অববাহিকা। 
উত্তর : মৌসিনরাম। 

৫. পৃথিবীর বৃহত্তম সমভূমি হল - গঙ্গা - ব্রহ্মপুত্র সমভূমি / নীল নদের সমভূমি / ফ্লোরিডা উপকূল। 
উত্তর : গঙ্গা - ব্রহ্মপুত্র সমভূমি। 

৬. সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি ? এশিয়া / আফ্রিকা / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : এশিয়া। 
 
৭. পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা - ৭০% /    ৫০% /    ৪০%   /    ৬০% - মানুষ এশিয়াতে বসবাস করেন। 
উত্তর : ৬০% 

৮. কোন মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় ? এশিয়া / আফ্রিকা / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : এশিয়া। 

৯. এশিয়ার পূর্বদিকে রয়েছে - প্রশান্ত মহাসাগর / ভারত মহাসাগর / আটলান্টিক মহাসাগর। 
উত্তর : প্রশান্ত মহাসাগর। 

১০. এশিয়ার পশ্চিমে রয়েছে - ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর / কাস্পিয়ান সাগর ও ভারত মহাসাগর / ভারত মহাসাগর ও ভূমধ্যসাগর / ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। 
উত্তর : ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর। 


১১. এশিয়ার দক্ষিণে রয়েছে - ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / কাস্পিয়ান সাগর। 
উত্তর : ভারত মহাসাগর। 

১২. এশিয়ায় মোট দেশের সংখ্যা - ৫২ টি / ৪৬ টি / ৪৮ টি / ২৩ টি। 
উত্তর : ৪৮ টি। 

১৩. হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল - সিন্ধু / গঙ্গা / নীল / গোদাবরী - নদীর ধারে। 
উত্তর : সিন্ধু নদ। 

১৪. মেসোপটেমিয়া ও সুমের সভ্যতার জন্ম হয় - নীল / টাইগ্রিস ও ইউফ্রেটিস / হোয়াং হো / ইয়াং সিকিয়াং - নদীর ধারে। 
উত্তর : টাইগ্রিস ও ইউফ্রেটিস। 

১৫.  চীন সভ্যতার জন্ম হয় -  নীল / টাইগ্রিস ও ইউফ্রেটিস / হোয়াং হো / ইয়াং সিকিয়াং - নদীর ধারে। 
উত্তর : হোয়াং হো। 

১৬. হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে আছে - হিমালয় পর্বতমালা / কারাকোরাম পর্বতশ্রেণী / তিব্বত মালভূমি / পামীর মালভূমি। 
উত্তর : তিব্বত মালভূমি। 

১৭. পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে আছে - টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী / আনাতোলিয়া মালভূমি / তিব্বত মালভুমি / এশিয়া মহাদেশ। 
উত্তর : আনাতোলিয়া মালভূমি। 

১৮. ওব নদীর উৎস - আলতাই পর্বত / সায়ান পর্বত / বৈকাল পর্বত / কুয়েনলুন পর্বত। 
উত্তর : আলতাই পর্বত। 

১৯. ইনিসি নদীর উৎস - আলতাই পর্বত / সায়ান পর্বত / বৈকাল পর্বত / কুয়েনলুন পর্বত।  
উত্তর : সায়ান পর্বত। 

২০. লেনা নদীর উৎস - আলতাই পর্বত / সায়ান পর্বত / বৈকাল পর্বত / কুয়েনলুন পর্বত। 
উত্তর : বৈকাল পর্বত। 

২১. গঙ্গা নদীর উৎস - সিয়াচেন হিমবাহ / মহাকাল পর্বত / গঙ্গোত্রী হিমবাহ / কেদারনাথ। 
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ। 

২২. কোন নদীর মোহনা ইনিসি উপসাগর ? ওব নদী / ইনিসি নদী / লেনা নদী / মেকং নদী। 
উত্তর : ইনিসি নদী। 

২৩. গঙ্গা নদীর মোহনা হল - বঙ্গোপসাগর / আরব সাগর / ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর। 
উত্তর : বঙ্গোপসাগর। 

২৪. সিন্ধু নদের উৎস - গঙ্গোত্রী হিমবাহ / মানস সরোবর / কুয়েনলুন পর্বত / বৈকাল পর্বত। 
উত্তর : তিব্বতের মানস সরোবর। 

২৫. কুয়েনলুন পর্বত কোন নদীর উৎস ? ওব নদী / ইনিসি নদী / লেনা নদী / মেকং নদী। 
উত্তর : মেকং নদী। 

২৬. ইউনান মালভূমি কোন নদীর উৎস ? বিতস্তা / ঝিলম / ইরাবতী / চন্দ্রভাগা। 
উত্তর : ইরাবতী নদী। 

২৭. কোন নদীর মোহনা মার্তাবান উপসাগর ? বিতস্তা / ঝিলম / ইরাবতী / চন্দ্রভাগা। 
উত্তর : ইরাবতী নদী। 

২৮. এশিয়ার - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ।  
উত্তর : উত্তরবাহিনী নদীগুলি। 

২৯. এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম - ওব / ইনিসি / লেনা। 
উত্তর : ইনিসি নদী। 

৩০. এশিয়ার দক্ষিণবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম - গঙ্গা / মেকং / সিন্ধু / ব্রহ্মপুত্র। 
উত্তর : মেকং নদী। 


৩১. নিরক্ষীয় জলবায়ুতে কোন ধরণের উদ্ভিদ জন্মায় ? পর্ণমোচী / চিরহরিৎ / ম্যানগ্রোভ / সবগুলি। 
উত্তর : চিরহরিৎ উদ্ভিদ। 

৩২. মরু অঞ্চলে কোন ধরণের উদ্ভিদ জন্মায় ? কাঁটাজাতীয় / চিরহরিৎ / ম্যানগ্রোভ / পর্ণমোচী। 
উত্তর : কাঁটাজাতীয়। 
 
৩৩. প্রতি ১০০০ কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে যায় - ৬  /  ৬.০৪   /  ৬.৪  / ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। 
উত্তর : ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। 

৩৪. নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তাপমাত্রা তত - কমতে থাকে / বাড়তে থাকে / একই থাকে। 
উত্তর : কমতে থাকে। 

৩৫. সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যায় - নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / উষ্ণমরু জলবায়ু অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে। 
উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 

৩৬. নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় প্রতিদিন - সকালে / দুপুরে / বিকালে / রাতে। 
উত্তর : বিকালে। 

৩৭. ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলিতে ( সিরিয়া , লেবানন , তুরস্ক , ইজরায়েল , জর্ডন - ইত্যাদি ) কোন ধরণের জলবায়ু লক্ষ্য করা যায় ? মৌসুমী জলবায়ু / ভূমধ্যসাগরীয় জলবায়ু / মরু জলবায়ু / নিরক্ষীয় জলবায়ু। 
উত্তর : ভূমধ্যসাগরীয় জলবায়ু। 

৩৮. শীতকালে বৃষ্টিপাত হয় -  মৌসুমী জলবায়ু / ভূমধ্যসাগরীয় জলবায়ু / উষ্ণমরু জলবায়ু / নিরক্ষীয় জলবায়ু  - অঞ্চলে। 
উত্তর : ভূমধ্যসাগরীয় জলবায়ু। 

৩৯. থর মরুভূমির জলবায়ু কেমন প্রকৃতির ?   মৌসুমী জলবায়ু / ভূমধ্যসাগরীয় জলবায়ু / উষ্ণমরু জলবায়ু / নিরক্ষীয় জলবায়ু। 
উত্তর : উষ্ণমরু জলবায়ু। 
 
৪০. প্রস্বেদন প্রক্রিয়া লক্ষ্য করা যায় -   মৌসুমী জলবায়ু / ভূমধ্যসাগরীয় জলবায়ু / উষ্ণমরু জলবায়ু / নিরক্ষীয় জলবায়ু  - অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদে।   
উত্তর : উষ্ণমরু জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদে। 

৪১. সারাবছর তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে কোন জলবায়ু অঞ্চলে ? সাইবেরীয় জলবায়ু / তুন্দ্রা জলবায়ু / নিরক্ষীয় জলবায়ু / চীন দেশীয় জলবায়ু। 
উত্তর : তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 

৪২. সরলবর্গীয় বৃক্ষের অরণ্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?   সাইবেরীয় জলবায়ু / তুন্দ্রা জলবায়ু / নিরক্ষীয় জলবায়ু / মৌসুমী জলবায়ু। 
উত্তর : সাইবেরীয় জলবায়ু অঞ্চলে। 
    
৪৩. এশিয়ার দীর্ঘতম নদী হল - গঙ্গা / ইয়াং সিকিয়াং / সিন্ধু / সিকিয়াং। 
উত্তর : ইয়াং সিকিয়াং। 

৪৪. রেড বেসিন বলা হয় - বেসিন অঞ্চলকে / সেজুয়ান অববাহিকাকে / হুনান অঞ্চলকে। 
উত্তর : সেজুয়ান অববাহিকাকে। 

৪৫. জাপানের প্রধান দ্বীপের সংখ্যা হল - ২ টি / ৩ টি / ৪ টি / ৫ টি। 
উত্তর : ৪ টি। 

৪৬. জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি - হনসু / হোক্কাইডো / টোকিও / ইয়োকোহামা। 
উত্তর : হনসু। 
 
৪৭. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপটি হল - জাপান / লাতিন আমেরিকা / সিরিয়া / সৌদি আরব। 
উত্তর : সৌদি আরব। 

৪৮.  দক্ষিণ - পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তৈল সঞ্চিত আছে ? সৌদি আরব / ইরাক / ইরান / কুয়েত। 
উত্তর : সৌদি আরব। 


শুন্যস্থান পূরণ কর। 

১. এশিয়া ও ইউরোপ দুটো মহাদেশ ______________________ নামক অখন্ড স্থলভাগের অংশ। 
উত্তর : ইউরেশিয়া। 

২. এশিয়া ও ইউরোপকে আলাদা করেছে  _______________ পর্বত ও ____________ নদী। 
উত্তর : ইউরাল পর্বত ও ইউরাল নদী। 

৩. এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে _____________ সাগর ও ______________ খাল। 
উত্তর : লোহিত সাগর ও সুয়েজ খাল। 

৪. মেসোপটেমিয়ার বর্তমান নাম ____________________ । 
উত্তর : তুরস্ক। 

৫. সুমের - এর বর্তমান নাম ______________________ । 
উত্তর : ইরাক। 

৬. এশিয়া মহাদেশের দুটি পর্বত গ্রন্থির নাম হল _____________ ও _______________ । 
উত্তর : পামীর ও আর্মেনীয় গ্রন্থি। 

৭. তিব্বত মালভূমির উত্তর - পূর্ব দিকে রয়েছে _________________________ মালভূমি। 
উত্তর : মঙ্গোলিয়া মালভুমি। 

৮. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম __________________________ ।  
উত্তর : সাত - এল - আরব। 

৯. নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি _____________________ ভাবে পড়ে।  
উত্তর : লম্বভাবে পড়ে। 

১০. ভারত হল _______________________ জলবায়ুর অন্তর্গত একটি দেশ। 
উত্তর : মৌসুমী জলবায়ু। 

১১. দক্ষিণ - পশ্চিম এশিয়ার খনিজ তেলের নিয়ন্ত্রক সংস্থাটি হল _____________________ ।উত্তর : OPEC 


এককথায় উত্তর দাও।  

১. এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে ? 
উত্তর : ইয়াং সিকিয়াং। 

২. এশিয়ার পূর্বদিকে প্রবাহিত দুটি নদীর নাম কর যারা চিনসাগরে পড়েছে। 
উত্তর : ইয়াং সি কিয়াং। 
 
৩. এশিয়ার কোন নদীকে পীত নদী বলে ? 
উত্তর : হোয়াং হো। 

৪. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ? 
উত্তর : ইয়াং সি কিয়াং। 

৫. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মোহনা কোনটি ?  
উত্তর : পারস্য উপসাগর। 

৬. কোন প্রদেশকে চিনের ধানের গোলা বলা হয় ? 
উত্তর : হুনান প্রদেশকে চিনের ধানের গোলা বলা হয়। 

৭. কোন অঞ্চলকে চিনের শস্যভান্ডার বলা হয় ? 
উত্তর : ইয়াং সি কিয়াং অববাহিকাকে। 

৮. কোন অঞ্চলকে চিনের হল্যান্ড বলা হয় ? 
উত্তর : ইয়াং সি কিয়াং অববাহিকাকে।

৯. কোন অঞ্চলকে এশিয়ার হল্যান্ড বলা হয় ? 
উত্তর : ইয়াং সি কিয়াং অববাহিকাকে।

১০. চিনের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তর : চিনের বৃহত্তম বন্দর হল সাংহাই। 
 
১১. কাকে চিনের ম্যানচেস্টার বলা হয় ? 
উত্তর : সাংহাইকে চিনের ম্যানচেস্টার বলা হয়। 
 
১২. জাপানের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি ? 
উত্তর : জাপানের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হল - টোকিয়ো ইয়োকোহামা শিল্পাঞ্চল। 

১৩. জাপানের রাজধানীর নাম কী ? 
উত্তর : জাপানের রাজধানীর নাম টোকিয়ো। 

১৪. জাপানের সর্ববৃহৎ বন্দরের নাম কী ? 
উত্তর : জাপানের সর্ববৃহৎ বন্দর হল ইয়োকোহামা বন্দর। 

১৫. জাপানের বৃহত্তম বহির্বন্দর কোনটি ? 
উত্তর : জাপানের বৃহত্তম বহির্বন্দর হল ইয়োকোহামা বন্দর। 

১৬. জাপানের কোন শিল্প শহর আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে ? 
উত্তর : ইয়োকোহামা ২০০৮ সালে আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে। 
  
১৭. OPEC এর পুরো নাম লেখ। 
উত্তর : Organisation of Petroleum Exporting Countries .

১৮. বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি ? 
উত্তর : সৌদি আরবের ঘাওয়ার। 

১৯. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি ? 
উত্তর : বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল সাফানিয়া। 

২০. সৌদি আরবের খনিজ তৈল উত্তোলনকারী প্রধান কেন্দ্রটির নাম কী ?  
উত্তর : ঘাওয়ার। 


You May Also Like

0 comments