মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় : বারিমন্ডল MCQ + SAQ

by - May 01, 2022

মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় : বারিমন্ডল MCQ + SAQ  

CLASS X Geography 3rd Chapter MCQ + SAQ 

CLASS X Geography 3rd Chapter Short Questions.




মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল থেকে MCQ , SAQ , শুন্যস্থান পূরণ , শুদ্ধ - অশুদ্ধ - ইত্যাদি প্রশ্নোত্তর আলোচনা করা হল। প্রতিটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ( WBBSE ) কর্তৃক প্রদত্ত টেস্ট পেপারস সহ বিভিন্ন টেস্ট পেপারস এর অধ্যায়ভিত্তিক সমস্ত প্রশ্ন এতে সংযোজিত হয়েছে। এই প্রশ্নগুলি অনুশীলন করলে মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।       

১. ভারত মহাসাগরে সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় - পশ্চিমা বায়ু / আয়ন বায়ু / মৌসুমী বায়ু / এল - নিনো - র দ্বারা। 
উত্তর : মৌসুমী বায়ু দ্বারা। 

২. কোনো স্থানে জোয়ার ও তার পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান - ২৪ ঘন্টা ৫২ মিনিট / ১২ ঘন্টা ২৬ মিনিট / ৬ ঘন্টা ১৩ মিনিট / ১২ ঘন্টা ৫২ মিনিট। 
উত্তর : ৬ ঘন্টা ১৩ মিনিট। 

৩. কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় ? আটলান্টিক মহাসাগরে / ভারত মহাসাগরে / সুমেরু মহাসাগরে / কুমেরু মহাসাগরে। 
উত্তর : আটলান্টিক মহাসাগরে। 

৪. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে বলা হয় - হিমশৈল / হিমরেখা / হিমপ্রাচীর / মগ্নচড়া। 
উত্তর : হিমশৈল। 

৫. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল - ২৪ ঘন্টা ৫২ মিনিট / ১২ ঘন্টা ২৬ মিনিট / ৬ ঘন্টা ১৩ মিনিট / ১২ ঘন্টা ৫২ মিনিট। 
উত্তর : ২৪ ঘন্টা ৫২ মিনিট। 

৬. এল - নিনো - র বছরগুলিতে ভারতে মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ - কমে যায় / বৃদ্ধি পায় / মাঝারি মানের হয় / ২ গুণ হারে বৃদ্ধি পায়। 
উত্তর : কমে যায়। 

৭. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় - প্রশান্ত মহাসাগরে / আটলান্টিক মহাসাগরে / ভারত মহাসাগরে / সুমেরু মহাসাগরে। 
উত্তর : ভারত মহাসাগরে। 

৮. বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় - দক্ষিণ আটলান্টিক মহাসাগরে / দক্ষিণ প্রশান্ত মহাসাগরে / উত্তর আটলান্টিক মহাসাগরে / উত্তর প্রশান্ত মহাসাগরে। 
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 

৯. বানডাকা লক্ষ্য করা যায় - দামোদর নদে / যমুনা নদীতে / তিস্তা নদীতে / সুবর্ণরেখা নদীতে। 
উত্তর : সুবর্ণরেখা নদীতে ( হুগলি , টেমস , আমাজন - ইত্যাদি নদীতে ) । 

১০. পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় - ৬১% /  ৭১% /  ৮১% /  ৯১%  ।
উত্তর : ৭১% 


১১. মরা কোটাল হয় যে তিথিতে - পূর্ণিমাতে / অষ্টমীতে / চতুর্থীতে / প্রতিপদে। 
উত্তর : কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। 

১২. প্রতিযোগ অবস্থানের সময় থাকে - অমাবস্যা / পূর্ণিমা / অষ্টমী / পঞ্চমী। 
উত্তর : পূর্ণিমা। ( সংযোগ অবস্থানের সময় থাকে অমাবস্যার দিন )। 

১৩. এল নিনো - র আবির্ভাব হয় - আটলান্টিক মহাসাগরে / ভারত মহাসাগরে / প্রশান্ত মহাসাগরে / কুমেরু মহাসাগরে। 
উত্তর : প্রশান্ত মহাসাগরে। 

১৪. সোমালি স্রোত দেখা যায় - আটলান্টিক মহাসাগরে / প্রশান্ত মহাসাগরে / ভারত মহাসাগরে / সুমেরু মহাসাগরে। 
উত্তর : ভারত মহাসাগরে। 

১৫. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া - ডগার্স ব্যাংক / রকফল ব্যাংক / গ্র্যান্ড ব্যাংক / সেবল ব্যাংক। 
উত্তর : গ্র্যান্ড ব্যাংক। 

১৬. উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মিলন দেখা যায় - পেরু উপকূলে / অস্ট্রেলিয়া উপকূলে / ব্রাজিল উপকূলে / নিউফাউন্ডল্যান্ড উপকূলে। 
উত্তর : নিউফাউন্ডল্যান্ড উপকূলে। 

১৭. প্রতিযোগ অবস্থানে সূর্য , চন্দ্র ও পৃথিবীর যে অবস্থান দেখা যায় - তা হল - পৃথিবী , সূর্য ও চন্দ্র / পৃথিবী ও সূর্যের সমকোণে চন্দ্র / চন্দ্র , পৃথিবী ও সূর্য / পৃথিবী , চন্দ্র ও সূর্য। 
উত্তর : চন্দ্র , পৃথিবী ও সূর্য। ( অর্থাৎ প্রতিযোগ অবস্থানে পৃথিবী সূর্য ও চন্দ্রের ঠিক মাঝখানে অবস্থান করে। ) 

১৮. নীচের যে সমুদ্র স্রোতটির প্রকৃতি শীতল তা হল - মাদাগাস্কার / কুরোশিও / ওয়াশিও / ইরমিঙ্গার। 
উত্তর : ওয়াশিও স্রোত। 

১৯. কোটালের প্রাবল্য সবচেয়ে বেশি হয় চাঁদ - সূর্য - পৃথিবীর যে অবস্থান তা হল - অ্যাপোজি / সংযোগ / প্রতিযোগ / পৃথিবীর সাপেক্ষে চাঁদ - সূর্যের সমকৌণিক অবস্থানে। 
উত্তর : সংযোগ ( অমাবস্যা তিথি ) 

২০. জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতটি হল - কুরোশিও স্রোত / ওয়াশিও স্রোত / কিউরাইল স্রোত / বেরিং স্রোত। 
উত্তর : কুরোশিও স্রোত। 

২১. এল - নিনো - র প্রভাব সর্বাধিক দেখা যায় - পেরু উপকূলে / গিনি উপকূলে / অস্ট্রেলিয়া উপকূলে / ব্রাজিল উপকূলে। 
উত্তর : পেরু উপকূলে। 

২২. উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলে সৃষ্টি হতে পারেনা - হিমপ্রাচীর / শৈবাল সাগর / মগ্নচড়া / ঘন কুয়াশা। 
উত্তর : শৈবাল সাগর। 

২৩. কোন নদীতে বানডাকা দেখা যায় ? দামোদর / তিস্তা / হুগলি / তোর্ষা। 
উত্তর : হুগলি। 

২৪. ওয়াশিয়ো স্রোত কোন মহাসাগরে দেখা যায় ? প্রশান্ত / আটলান্টিক / ভারত / কুমেরু মহাসাগর। 
উত্তর : প্রশান্ত মহাসাগর। 

২৫. পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ সরলরেখায় অবস্থান করলে তাকে বলে - প্রতিযোগ / সংযোগ / তেজ কোটাল / মরা কোটাল। 
উত্তর : সংযোগ। 

২৬. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় - প্রবল শৈত্য / প্রখর উষ্ণতা / দুর্যোগপূর্ণ আবহাওয়া / কোনটিই নয়। 
উত্তর : দুর্যোগপূর্ণ আবহাওয়া। 

২৭. কেন্দ্রাতিগ বলের প্রভাবে সৃষ্টি হয় - মুখ্য জোয়ার / গৌণজোয়ার / ভরাজোয়ার / মরাজোয়ার। 
উত্তর : গৌণ জোয়ার। 

২৮. কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে ? কুরেশিয়ো স্রোত / উত্তর আটলান্টিক স্রোত / উত্তর নিরক্ষীয় স্রোত / উষ্ণ উপসাগরীয় স্রোত।উত্তর : উত্তর আটলান্টিক স্রোত। 

২৯. একটি উষ্ণ স্রোতের নাম হল - ফকল্যান্ড স্রোত / বেরিং স্রোত / ব্রাজিল স্রোত / পেরু স্রোত। 
উত্তর : ব্রাজিল স্রোত। 

৩০. প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হল - ল্যাব্রাডর স্রোত / গ্রিনল্যান্ড স্রোত / ক্যানারি স্রোত / পেরু স্রোত। 
উত্তর : পেরু স্রোত বা হামবোল্ড স্রোত। 

৩১. আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোত হল - সোমালি স্রোত / ক্যালিফোর্নিয়া স্রোত / ক্যানারি স্রোত / উত্তর আটলান্টিক স্রোত। 
উত্তর : উত্তর আটলান্টিক স্রোত। 

৩২. পৃথিবীর সমুদ্রস্রোতের সৃষ্টি হয় - সমুদ্রজলের উষ্ণতার তারতম্যের কারণে / পৃথিবীর আবর্তন গতির জন্য / সমুদ্রজলের লবণতার তারতম্যের কারণে / সবকটি কারণে। 
উত্তর : সবকটি কারণে। 

৩৩. নীচের কোন বিকল্পটি সিজিগির সংযোগ অবস্থানকে চিহ্নিত করে ? পৃথিবী - চাঁদ - সূর্য / পৃথিবী - সূর্য - চাঁদ / সূর্য - পৃথিবী - চাঁদ / কোনটিই নয়। 
উত্তর : পৃথিবী - চাঁদ - সূর্য। [ প্রতিযোগ অবস্থানটি হল - চাঁদ - পৃথিবী - সূর্য। ] 

৩৪. নিম্নলিখিত কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় ? ওয়াশিয়ো স্রোত / ক্যালিফোর্নিয়া স্রোত / কুরশিও স্রোত / ক্যানারি স্রোত ।  
উত্তর : ক্যানারি স্রোত। ( এটি শীতল স্রোত। ) 

৩৫. পৃথিবীর কোনো স্থানে দিনে জোয়ার হয় - ১ বার / ২ বার / ৩ বার / ৪ বার। 
উত্তর : ২ বার। 

৩৬. সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ হল - পৃথিবীর আবর্তন / নিয়ত বায়ুপ্রবাহ / সমুদ্রজলের উষ্ণতা / সমুদ্রজলের লবণতা। 
উত্তর : নিয়ত বায়ুপ্রবাহ। 

৩৭. গ্র্যান্ডব্যাংক একটি - নদীচড়া / চড়া / সমুদ্রদ্বীপ / মগ্নচড়া। 
উত্তর : মগ্নচড়া ( পৃথিবীর বৃহত্তম ) 

৩৮. সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ হল - বায়ুপ্রবাহ / সমুদ্র জলের লবণতা / কোরিওলিস বল / পৃথিবীর পরিক্রমণ। 
উত্তর : কোরিওলিস বল। 

৩৯. কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ , সূর্য ও পৃথিবীর অবস্থান হয় - ৪৫ ডিগ্রি কোণে / ৯০ ডিগ্রি কোণে / সাড়ে ৬৬ ডিগ্রি কোণে / সরলরেখায়। 
উত্তর : ৯০ ডিগ্রি কোণে বা সমকোণে। 

৪০. মগ্নচড়া সৃষ্টি হয় - শীতল স্রোতের কারণে / উষ্ণ স্রোতের কারণে / উষ্ণ ও শীতল স্রোতের মিলনে / নিয়ত বায়ুপ্রবাহের কারণে। 
উত্তর : উষ্ণ ও শীতল স্রোতের মিলনে। 



শুন্যস্থান পূরণ :- 

১. হিমপ্রাচীর বরাবর ___________________ আবহাওয়া দেখা যায়।      
উত্তর : ঝড়ঝঞ্ঝা পূর্ণ / দুর্যোগপূর্ণ।  

২. পৃথিবীর ______________ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 
উত্তর : কেন্দ্র বহির্মুখী। 

৩. ______________ জোয়ারের সময় নদীতে বানডাকা দেখা যায়। 
উত্তর : ভরা জোয়ার। 

৪. ____________________ হল পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। 
উত্তর : গ্র্যান্ড ব্যাংক। 

৫. পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত হল _________________  । 
উত্তর : উপসাগরীয় স্রোত। 

৬. মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান __________________  । 
উত্তর : ৬ ঘন্টা ১৩ মিনিট। 

৭. পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে ___________________ বলে। 
উত্তর : পেরিজি। 

৮. নদীর মোহনা ______________ আকৃতির হলে বানডাকার তীব্রতা প্রকট হয়। 
উত্তর : ফানেল আকৃতির। 

৯. পৃথিবীর ওপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ _____________ গুণ বেশি। 
উত্তর : দ্বিগুণ। 

১০. সোমালি স্রোত __________________ মহাসাগরে দেখা যায়। 
উত্তর : ভারত মহাসাগরে। 

১১. এল নিনোর উৎপত্তি হয় _____________ মহাসাগরে। 
উত্তর : প্রশান্ত মহাসাগরে। 

১২. সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল __________________  । 
উত্তর : নিয়ত বায়ুপ্রবাহ। 


একটি বা দুটি শব্দে উত্তর দাও। 

১. আটলান্টিক মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোতের নাম লেখ। 
উত্তর : ল্যাব্রাডর স্রোত। 

২. প্রশান্ত মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখ। 
উত্তর : পেরু স্রোত। 

৩. দুটি মুখ্য জোয়ারের মধ্যে প্রকৃত সময়ের ব্যবধান কত ? 
উত্তর : ২৪ ঘন্টা ৫২ মিনিট। 

৪. সিজিগি কী ? 
উত্তর : চন্দ্র , সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থান। 

৫. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি ? 
উত্তর : গ্র্যান্ড ব্যাংক। 

৬. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে ? 
উত্তর : অ্যাপোজি বা চন্দ্রের অপসূর। ( দূরত্ব সর্বনিম্ন হলে তাকে বলে পেরিজি বা চন্দ্রের অনুসূর। অ্যাপোজি - তে দূরত্ব হয় ৪.০৭ লক্ষ কিমি এবং পেরিজি তে দূরত্ব হয় ৩.৫৬ লক্ষ কিমি। ) 

৭. চাঁদ ও পৃথিবীর ন্যূনতম দূরত্বকে কী বলে ? 
উত্তর : পেরিজি। 

৮. নিরক্ষীয় প্রতিস্রোতের অভিমুখ কোন দিকে ? 
উত্তর : পূর্ব। 

৯. ভারত মহাসাগরের সমুদ্রস্রোত কোন বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত ? 
উত্তর : মৌসুমী বায়ু। 

১০. পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতটির নাম কী ? 
উত্তর : উপসাগরীয় স্রোত। 

১১. মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলে ? 
উত্তর : সমুদ্র স্রোতকে। 


শুদ্ধ ও অশুদ্ধ :- 

১. মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয়। [ শুদ্ধ ]

২. অমাবস্যার তুলনায় পূর্ণিমার জোয়ার প্রবলতর হয়। [ অশুদ্ধ। অমাবস্যায় জোয়ার প্রবলতর হয়। কেননা অমাবস্যায় চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। এই অবস্থানকে বলে সংযোগ। আবার পূর্ণিমাতে পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে। এই অবস্থানকে বলে প্রতিযোগ। ] 

৩. সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ। [ শুদ্ধ ]

৪. অমাবস্যা তিথিতে প্রতিযোগ হয়। [ অশুদ্ধ। অমাবস্যা তিথিতে সংযোগ ও পূর্ণিমা তিথিতে প্রতিযোগ। ]

৫. অমাবস্যা তিথিতে জোয়ার অধিক তেজি হয়। [ শুদ্ধ ]

৬. বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত। [ অশুদ্ধ ]

৭. কেন্দ্রাতিগ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। [ শুদ্ধ ]

৮. মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে সমকোণে অবস্থান করে। [ শুদ্ধ। শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। ] 

৯. চাঁদ ২৭ দিন ৮ ঘন্টায় একবার পৃথিবী প্রদক্ষিণ করে। [ শুদ্ধ ]

১০. মগ্নচড়া অঞ্চলে প্ল্যাঙ্কটন জন্মানোর সম্ভাবনা বেশি। [ শুদ্ধ

১১. অমাবস্যা তিথিতে প্রতিযোগ অবস্থান লক্ষ্য করা যায়। [ অশুদ্ধ। অমাবস্যা তিথিতে সংযোগ ও পূর্ণিমা তিথিতে প্রতিযোগ। ] 

১২. অমাবস্যা ও পূর্ণিমা তিথির জোয়ারকে ভরা কোটাল বলে। [ শুদ্ধ ]


You May Also Like

0 comments