ব্যোমযাত্রীর ডায়রি MCQ + SAQ

by - May 19, 2022

ব্যোমযাত্রীর ডায়রি MCQ + SAQ  

নবম শ্রেণি : বাংলা সহায়ক পাঠ : প্রফেসর শঙ্কু : ব্যোমযাত্রীর ডায়রি। 




নবম শ্রেণীর বাংলা বিষয়ে সহায়ক পাঠ অংশ অর্থাৎ প্রফেসর শঙ্কু থেকে প্রতিটি ইউনিট টেস্ট বা বার্ষিক পরীক্ষায় ১০ নম্বরের প্রশ্ন থাকবে। এই ১০ নম্বরের মধ্যে ৫ নম্বর আসবে MCQ ও SAQ  । পাঠ্যবইটি ভালোকরে দুবার পড়ে নিয়ে নিম্নে আলোচিত প্রশ্নোত্তরগুলি অভ্যাস করলেই তোমাদের পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ হবে। 

১. প্রফেসর শঙ্কু - দশ / পনেরো / কুড়ি / পাঁচ - বছর ধরে নিরুদ্দেশ।  
উত্তর : পনেরো। 

২. গল্পটিতে গোল্ড মাইন কাকে বলা হয়েছে ? 
উত্তর : শঙ্কুর ডায়রিকে। 
 
৩. প্রফেসর শঙ্কুর পুরো নাম কী ? 
উত্তর : প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। 

৪. প্রফেসর শঙ্কু ছিলেন - গবেষক / পাগলাটে বুড়ো / গোয়েন্দা / বৈজ্ঞানিক। 
উত্তর : বৈজ্ঞানিক। 

৫. লেখক শঙ্কুর ডায়রিটি কার কাছ থেকে পেয়েছিলেন ? 
উত্তর : তারক চাটুজ্যের কাছ থেকে। 

৬. বছরখানেক আগে একটি উল্কাখন্ড সুন্দরবনের কোন অঞ্চলে এসে পড়েছিল ? 
উত্তর : মাথারিয়া অঞ্চলে। 

৭. '' সুন্দরবনের ব্যাপারটা মনে আছে তো ? '' ব্যাপারটি হল - বাঘের উপদ্রব / উল্কাপাত / তুষারপাত। 
উত্তর : উল্কাপাত। 

৮. লেখক শঙ্কুর ডায়রিটি কত টাকা দিয়ে কিনেছিলেন ? ১০ / ২০ / ২০০ / ২৫ টাকা। 
উত্তর : ২০ টাকা। 

৯. লেখক শঙ্কুর ডায়েরিকে ৫/৬/৭/৮ - ঘন্টা উনুনে ফেলে রেখেছিলেন। 
উত্তর : ৫ ঘন্টা। 

১০. দেয়ালের উপর / দরজার উপর / আয়নার উপর / জানালার উপর - শঙ্কু ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলেন। 
উত্তর : আয়নার উপর। 


১১. '' শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হল। '' এই বিদঘুটে চেহারার লোকটি কে ? লেখক / শঙ্কু / প্রহ্লাদ / বিধুশেখর। 
উত্তর : শঙ্কু। 

১২. নস্যাস্ত্র প্রয়োগ করলে - ৩২ / ৩৩ / ১৬ / ১৯ - ঘন্টার আগে হাঁচি থামবে না। 
উত্তর : ৩৩ ঘন্টা। 

১৩. প্রহ্লাদ কত বছর ধরে শঙ্কুর সাথে কাজ করছে ? ২০ / ২২ / ২৫ / ২৭ - বছর ধরে। 
উত্তর : ২৭ বছর। 

১৪. শঙ্কুর প্রথম রকেট অভিযানে কার মুলোর ক্ষেত নষ্ট হয়েছিল ? সেজন্য তিনি শঙ্কুর কাছে কত টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন ? 
উত্তর : অবিনাশবাবুর মুলোর ক্ষেত নষ্ট হয়েছিল। এজন্য তিনি পাঁচশো টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। 

১৫. প্রহ্লাদকে মঙ্গল অভিযানে নেওয়ার কারণ - প্রহ্লাদ রকেট চালাতে জানে / প্রহ্লাদ খুব বুদ্ধিমান / যাদের বুদ্ধি কম হয় - ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে / সবগুলি। 
উত্তর : যাদের বুদ্ধি কম হয় - ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। 

১৬. শঙ্কুর রোবট বা যন্ত্রমানবটির নাম কী ? 
উত্তর : বিধুশেখর। 
 
১৭. বিধুশেখরের ওজন - দু'মন সাত সের / এক মন এগারো সের / পাঁচ মন / কুড়ি মন। 
উত্তর : পাঁচ মন। 

১৮. শঙ্কুর রকেটে মোট কত ওজন নেওয়া যেতে পারে ? দু'মন সাত সের / এক মন এগারো সের / পাঁচ মন / কুড়ি মন। 
উত্তর : কুড়ি মন। 

১৯. অবিনাশবাবুকে শায়েস্তা করার জন্য আইডিয়াটা শঙ্কু পেয়েছিলেন মহাভারতের - ব্রহ্মাস্ত্র / জৃম্ভনাস্ত্র / দিব্যাস্ত্র / পশুপত অস্ত্র - থেকে।   
উত্তর : জৃম্ভনাস্ত্র থেকে। 
   
২০. অবিনাশবাবু শঙ্কুর রকেটকে কী বলে ঠাট্টা করতেন ? 
উত্তর : হাউই। 
 
২১. ডায়রির কালির রং যেভাবে পরিবর্তিত হয়েছিল তার সঠিক ক্রমটি হল - লাল - নীল - সবুজ - হলদে / সবুজ - লাল - নীল - হলদে  / নীল - সবুজ - হলদে - লাল। 
উত্তর : সবুজ - লাল - নীল - হলদে। 

২২. অবিনাশবাবু চায়ে চিনির বদলে ____________________________________ খান। 
উত্তর : স্যাকারিন। 

২৩. হেলমেট পরানোর সময় আপত্তি করছিল - প্রহ্লাদ / বিধুশেখর / নিউটন / শঙ্কু। 
উত্তর : নিউটন। 

২৪. একটি বটিক ইন্ডিকার বড়ি খেলে ৩৬ / ৪৮ / ৭২ / ২৪ - ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 
উত্তর : ২৪ ঘন্টা। 
 
২৫. একটি ফিশ পিল খেলে - ৭ দিন / ১২ দিন / ৭ বছর / ১ বছর - এর খাওয়া হয়ে যায়। 
উত্তর : ৭ দিনের। 

২৬. ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা - গানটি কার লেখা ? 
উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়। 

২৭. বটফলের রস থেকে তৈরী বাড়ির নাম কী ? 
উত্তর : বটিক ইন্ডিকা। 

২৮. উল্কাপাতের পর - গোলাপ / গোলঞ্চ / ঝাউ / বটগাছে - নতুন রকমের ফুল হচ্ছে। 
উত্তর : গোলঞ্চ গাছে। 
 
২৯. শঙ্কু উল্কাপাত দেখেছিলেন - আশ্বিন / কার্তিক / আশ্বিন - কার্তিক মাসে।  
উত্তর : আশ্বিন। 

৩০. মঙ্গল গ্রহে নদীর রং - লাল / নীল / সবুজ / হলুদ। 
উত্তর : লাল। 


৩১. মঙ্গল গ্রহে আকাশের রং - লাল / নীল / সবুজ / হলুদ। 
উত্তর : সবুজ। 

৩২. মঙ্গল গ্রহে গাছ - পালার রং কী ?  
উত্তর : নীল। 

৩৩. রকেট থেকে যেটাকে জল বলে মনে হয়েছিল সেটা আসলে - নদী / গাছপালা / আকাশ / বড় পাথর।
উত্তর : ঘাস আর গাছপালা। 
 
৩৪. মঙ্গলের নদীর জলকে শঙ্কু বলেছেন - মিষ্টি / টাটকা / সুস্বাদু / অমৃত। 
উত্তর : অমৃত। 

৩৫. '' বিভং '' কথাটি কে বলেছিল ? কথাটির অর্থ কী ? 
উত্তর : কথাটি বলেছিল বিধুশেখর ; এর অর্থ বিপদ। 

৩৬. বিধুশেখরকে অকেজো করে দেওয়ার বোতামটা ছিল তার - কাঁধের কাছে / কানের কাছে / মাথার কাছে / গলার কাছে। 
উত্তর : কাঁধের কাছে। 

৩৭. মঙ্গল গ্রহে প্রহ্লাদ নদীর ধারে - নুড়ি / মাছ / পাথর / জেলি - কুড়োচ্ছিল। 
উত্তর : পাথর। 

৩৮. শঙ্কু একবার - জয়ন্তী / গারো / অযোধ্যা - পাহাড়ের ঝরনার জল পান করেছিলেন।    
উত্তর : গারো পাহাড়। 

৩৯. মঙ্গলের প্রাণীকে কামড়ে দিয়েছিল কে ? বুধুশেখর / প্রহ্লাদ / শঙ্কু / নিউটন। 
উত্তর : নিউটন। 

৪০. '' ওর গোঁ সাংঘাতিক '' - কার ?  নিউটন / বিধুশেখর / প্রহ্লাদ / মঙ্গলবাসী।  
উত্তর : বিধুশেখর। 

৪১. অজানা গ্রহের পথে যাওয়ার সময় ইষ্টনাম জপ করছিল - বিধুশেখর / প্রহ্লাদ / শঙ্কু / নিউটন। 
উত্তর : প্রহ্লাদ। 

৪২. অজানা গ্রহের পথে যাওয়ার সময় টেবিলের তলে ঢুকে থরথর করে কাঁপছিল -  বিধুশেখর / প্রহ্লাদ / শঙ্কু / নিউটন।
উত্তর : নিউটন। 

৪৩. অজানা গ্রহটির নাম - মঙ্গল / তোফা / টাফা / বিভং। 
উত্তর : টাফা। 
 
৪৪. অজানা গ্রহটির প্রাণীরা - অতিকায় মাছের মত / মাছ ও পিঁপড়ের সংমিশ্রণ / অতিকায় পিঁপড়ের মত / অতিকায় ব্যাঙের মত। 
উত্তর : অতিকায় পিঁপড়ের মত। 

৪৫. নতুন অজানা গ্রহে - গাছপালা আছে কিন্তু ঘরবাড়ি নেই / ঘরবাড়ি আছে কিন্তু গাছপালা নেই / গাছপালা ও ঘরবাড়ি উভয়ই আছে / গাছপালা ও ঘরবাড়ি কোনোটিই নেই। 
উত্তর : গাছপালা ও ঘরবাড়ি কোনোটিই নেই। 

৪৬. শঙ্কুর ডায়রিটি কারা খেয়ে ফেলেছিল - ভেলো কুকুর / মঙ্গল গ্রহের প্রাণী / অজানা নতুন গ্রহের প্রাণী / লেখকের বাড়ির শ -খানেক বুভুক্ষু ডেঁয়োপিঁপড়ে। 
উত্তর : লেখকের বাড়ির শ -খানেক বুভুক্ষু ডেঁয়োপিঁপড়ে। 

৪৭. ব্যোমযাত্রীর ডায়রি গল্পটির লেখক কে ? 
উত্তর : সত্যজিৎ রায়। 

৪৮. গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? 
উত্তর : সন্দেশ পত্রিকায়। 

৪৯. গল্পটি প্রথম কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৩৬৮ বঙ্গাব্দে। 

৫০. গল্পটি কোন কোন সংখ্যায় প্রকাশিত হয় ?  
উত্তর : আশ্বিন , কার্তিক , অগ্রহায়ণ।  



You May Also Like

0 comments