( F ) ভারতের স্বাভাবিক উদ্ভিদ। MCQ & SAQ

by - June 13, 2022

ভারতের প্রাকৃতিক ভূগোল : ( F ) ভারতের স্বাভাবিক উদ্ভিদ। MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের স্বাভাবিক উদ্ভিদ। MCQ & SAQ 




ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের প্রাকৃতিক ভূগোলের অংশ। নীচে ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে MCQ , SAQ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। সমস্ত পাঠ্যবই ও বিভিন্ন টেস্ট পেপার গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন সংযোজিত হয়েছে। এছাড়া , নীচে দেওয়া প্রশ্নগুলি ছাড়াও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান পেলেই আপডেট করা হবে।  

১. ভারতের মোট ভূমির - ১৯% /  ৩৩%  /  ২৩%  / ১১% অরণ্য দ্বারা আবৃত। 
উত্তর : ১৯%  । 

২. পরিবেশ রক্ষায় কোনো অঞ্চলের - এক - তৃতীয়াংশ / এক - চতুর্থাংশ / এক - পঞ্চমাংশ / অর্ধেক অংশ - বনভূমি থাকা প্রয়োজন। 
উত্তর : এক তৃতীয়াংশ বা ৩৩%  । 

৩. ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র Forest Survey of India কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / ওড়িশার কটক / রাজস্থানের যোধপুর / হিমাচলপ্রদেশের সিমলা । 
উত্তর : উত্তরাখন্ডের দেরাদুন। 

৪. হিমালয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / ওড়িশার কটক / রাজস্থানের যোধপুর / হিমাচলপ্রদেশের সিমলা । 
উত্তর : হিমাচলপ্রদেশের সিমলা। 

৫. মোট বনভূমির পরিমাণ হিসাবে কোন রাজ্য ভারতে প্রথম ? উত্তরপ্রদেশ / উত্তরাখন্ড / কাশ্মীর / মধ্যপ্রদেশ। 
উত্তর : মধ্যপ্রদেশ। 

৬. শতকরা হিসাবে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক ? সিকিম / কাশ্মীর / মধ্যপ্রদেশ / মহারাষ্ট্র। 
উত্তর : সিকিম। 

৭. শতকরা হিসাবে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বনভূমির পরিমাণ সর্বাধিক ? আন্দামান ও নিকোবর / লাক্ষাদ্বীপ / পন্ডিচেরী / কোনোটিই নয়। 
উত্তর : আন্দামান ও নিকোবর। 

৮. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোনটি ? পশ্চিমঘাট পর্বতমালা / পূর্বঘাট পর্বতমালা / সুন্দরবন / ওড়িশা উপকূল। 
উত্তর : সুন্দরবন। 

৯. ক্রান্তীয় মরু অঞ্চলে দেখা যায় - ম্যানগ্রোভ অরণ্য / আল্পীয় অরণ্য /  জেরোফাইট অরণ্য / সরলবর্গীয় অরণ্য। 
উত্তর : জেরোফাইট অরণ্য। 

১০. পার্বত্য অঞ্চলে দেখা যায় -  ম্যানগ্রোভ অরণ্য / আল্পীয় অরণ্য /  জেরোফাইট অরণ্য / সরলবর্গীয় অরণ্য।  
উত্তর : সরলবর্গীয় অরণ্য।  


১১. আল্পীয় অরণ্য দেখা যায় - সমভূমি অঞ্চলে / উপকূলবর্তী অঞ্চলে / পার্বত্য অঞ্চলে / মালভূমি অঞ্চলে। 
উত্তর : পার্বত্য অঞ্চলে। 

১২. ভারতের কয়েকটি ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের নাম কর। 
উত্তর : এবনি , রোজউড , আয়রন উড - ইত্যাদি। 

১৩. ভারতের কয়েকটি সরলবর্গীয় বৃক্ষের নাম লেখ। 
উত্তর : ফার , উইলো - ইত্যাদি। 

১৪. ভারতের কয়েকটি আল্পীয় উদ্ভিদের নাম কর। 
উত্তর : জুনিপার , রডোডেনড্রন - ইত্যাদি। 

১৫. কয়েকটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম কর। 
উত্তর : সুন্দরী , গরাণ , গেঁওয়া , কেয়া , গোলপাতা - ইত্যাদি। 

১৬. একটি চিরহরিৎ উদ্ভিদের উদাহরণ হল - শাল / সেগুন / আয়রন উড / সুন্দরী। 
উত্তর : আয়রন উড। 

১৭. ভারতে কোন ধরণের উদ্ভিদের পরিমাণ সবচেয়ে বেশি ? চিরহরিৎ উদ্ভিদ / ম্যানগ্রোভ উদ্ভিদ / পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদ / সরলবর্গীয় উদ্ভিদ। 
উত্তর : পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদ। 

১৮. একটি মরু উদ্ভিদের উদাহরণ হল -  রডোডেনড্রন / ফণীমনসা / শিশু / আম। 
উত্তর : ফণীমনসা। 

১৯. পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কোন ধরণের উদ্ভিদ বেশি জন্মায় ? গুল্ম ও তৃণ জাতীয় উদ্ভিদ /  সরলবর্গীয় উদ্ভিদ / ম্যানগ্রোভ উদ্ভিদ / চিরহরিৎ উদ্ভিদ। 
উত্তর : গুল্ম ও তৃণজাতীয় উদ্ভিদ। 

২০. ভারতের মরু অঞ্চলে কোন ধরণের উদ্ভিদ দেখা যায় ? রডোডেনড্রন  / ক্যাকটাস / আবলুস / মেহগনি। 
উত্তর : ক্যাকটাস। 


২১. এগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভ অরণ্য ? গরুমারা / জলদাপাড়া / ভিতরকণিকা / গির। 
উত্তর : ভিতরকণিকা। 

২২. কোন ধরণের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ?  সরলবর্গীয় অরণ্য / মরু উদ্ভিদ / ম্যানগ্রোভ উদ্ভিদ / পর্ণমোচী অরণ্য। 
উত্তর : ম্যানগ্রোভ উদ্ভিদ। 

২৩. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে দেখা যায় - চিরহরিৎ উদ্ভিদ / পর্ণমোচী উদ্ভিদ / মরু উদ্ভিদ / আল্পীয় উদ্ভিদ। 
উত্তর : চিরহরিৎ উদ্ভিদ। 

২৪. ভারতে সামাজিক বনসৃজন প্রকল্প কবে চালু হয়েছে ? ১৯৭২ / ১৯৭৬ / ১৯৭৫ / ২০০২ সালে। 
উত্তর : ১৯৭৬ সালে। 

২৫. চন্দন গাছ হল - চিরহরিৎ বৃক্ষ / সরলবর্গিয় বৃক্ষ / পর্ণমোচী বৃক্ষ / ম্যানগ্রোভ উদ্ভিদ। 
উত্তর : পর্ণমোচী বৃক্ষ। 

২৬. হেক্টর প্রতি কত শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা যায় ? ১৫%  /  ৫%  /  ২৫%  / ৩৩%  । 
উত্তর : ৫%  । 

২৭. কত সালে বনভূমি সংরক্ষণ আইন চালু হয় ? ১৯৭২ / ১৯৭৬ / ১৯৮০ / ১৯৮৬ সালে। 
উত্তর : ১৯৮০ সালে। 

২৮. শ্বাসমূল ও ঠেসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায় ?  চিরহরিৎ বৃক্ষ / সরলবর্গিয় বৃক্ষ / পর্ণমোচী বৃক্ষ / ম্যানগ্রোভ উদ্ভিদ। 
উত্তর : ম্যানগ্রোভ উদ্ভিদ। 



You May Also Like

0 comments