সপ্তম শ্রেণি ; ভূগোল ; চতুর্থ অধ্যায় : ভূমিরূপ। MCQ & SAQ

by - June 19, 2022

Class VII Geography 4th chapter MCQ & SAQ 

সপ্তম শ্রেণি ; ভূগোল ; চতুর্থ অধ্যায় : ভূমিরূপ। MCQ & SAQ 




সপ্তম শ্রেণির ভূগোল চতুর্থ অধ্যায়ের সমস্ত MCQ ও SAQ আলোচনা করা হল। প্রতিটি পৃষ্ঠা ও প্রতিটি অংশ ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। এছাড়াও নতুন কোনো প্রশ্নের সন্ধান পেলে আপডেট করে দেওয়া হবে।   

সপ্তম শ্রেণি ; ভূগোল ; চতুর্থ অধ্যায় : ভূমিরূপ। MCQ & SAQ 

১. ভূমিকম্প হল - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : অন্তর্জাত শক্তি। 

২. ঘূর্ণবাত , ঝড় ইত্যাদি হল - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : বহির্জাত শক্তি। 

৩. সমস্ত মহাদেশ এবং মহাসাগরগুলো অবস্থিত - পাহাড় / পর্বত / পাত / লাভা - ম্যাগমা - ইত্যাদির উপর। 
উত্তর : পাত। 

৪. সকল পাতগুলো যে থকথকে সান্দ্র স্তরের ওপর ভাসছে - তা হল - আয়োনোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / অ্যাস্থেনোস্ফিয়ার। 
উত্তর : অ্যাস্থেনোস্ফিয়ার। 

৫. ভূমিরূপ তৈরী করে - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : অন্তর্জাত শক্তি। 

৬. ভূমিরূপের বৈচিত্র তৈরী করে - অন্তর্জাত / বহির্জাত - শক্তি। 
উত্তর : বহির্জাত শক্তি। 

৭. হিমালয় , আল্পস - ইত্যাদি হল - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বতমালা। 
উত্তর : নবীন ভঙ্গিল পর্বতমালা। 

৮. আরাবল্লী হল - নবীন / প্রাচীন - পর্বতমালা। 
উত্তর : প্রাচীন। 

৯. হিমালয় পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত ?এশিয়া / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / আফ্রিকা। 
উত্তর : এশিয়া। 

১০. আল্পস পর্বতমালা অবস্থিত - এশিয়া / ইউরোপ / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : ইউরোপ। 


১১. রকি পর্বতমালা অবস্থিত - এশিয়া / ইউরোপ / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : উত্তর আমেরিকা। 

১২. আন্দিজ পর্বতমালা অবস্থিত - এশিয়া / ইউরোপ / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা। 
উত্তর : দক্ষিণ আমেরিকা। 

১৩. রকি , আন্দিজ - ইত্যাদি হল - ভঙ্গিল পর্বত / স্তুপ পর্বত / ক্ষয়জাত পর্বত / সঞ্চয়জাত পর্বত। 
উত্তর : ভঙ্গিল পর্বত। 

১৪. কোনটি স্তুপ পর্বত নয় ? ভারতের সাতপুরা / জার্মানির ব্ল্যাক ফরেস্ট / ফ্রান্সের ভোজ / জাপানের ফুজিয়ামা। 
উত্তর : জাপানের ফুজিয়ামা। 

১৫. কোনটি আগ্নেয় পর্বত নয় ? জাপানের ফুজিয়ামা / ইতালির ভিসুভিয়াস / আফ্রিকার কিলিমাঞ্জারো / জার্মানির ব্ল্যাক ফরেস্ট। 
উত্তর : জার্মানির ব্ল্যাক ফরেস্ট। 

১৬. কোন ধরণের পর্বত থেকে অগ্নুৎপাত হয় ? ভঙ্গিল পর্বত / স্তুপ পর্বত / আগ্নেয় পর্বত / ক্ষয়জাত পর্বত।    
উত্তর : আগ্নেয় পর্বত। 

১৭. কোন ধরণের ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলে ? পর্বত / মালভূমি / সমভূমি। 
উত্তর : মালভূমি। 

১৮. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি ? লাদাখ মালভূমি / পামীর মালভূমি / গোবি মালভূমি / ইন্দোনেশিয়া মালভূমি। 
উত্তর : পামীর মালভূমি। 

১৯. হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে আছে - পামীর মালভূমি / তিব্বত মালভূমি / লাদাখ মালভূমি / কাশ্মীর উপত্যকা। 
উত্তর : তিব্বত মালভূমি। 

২০. পৃথিবীর বৃহত্তম মালভূমি - পামীর মালভূমি / তিব্বত মালভূমি / লাদাখ মালভূমি / কাশ্মীর উপত্যকা।
উত্তর : তিব্বত মালভূমি। 

২১. পামীর মালভূমি হল - পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি। 
উত্তর : ব্যবচ্ছিন্ন মালভূমি। 

২২. দাক্ষিণাত্য মালভূমি হল -  পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি। 
উত্তর : লাভাগঠিত মালভূমি। 

২৩. মালব মালভূমি হল - পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি। 
উত্তর : লাভাগঠিত মালভূমি। 

২৪. তিব্বত মালভূমি হল - পর্বতবেষ্টিত মালভূমি / মহাদেশীয় মালভূমি / লাভাগঠিত মালভূমি / ব্যবচ্ছিন্ন মালভূমি।  
উত্তর : পর্বতবেষ্টিত মালভূমি। 

২৫. ভারতের সর্বোচ্চ মালভূমি হল - পামীর মালভূমি / তিব্বত মালভূমি / লাদাখ মালভূমি / কাশ্মীর উপত্যকা। 
উত্তর : লাদাখ মালভূমি । 


২৬. সিন্ধু - গঙ্গা - ব্রহ্মপুত্রের সমভূমি হল - পলিগঠিত সমভূমি / লাভা সমভূমি / লোয়েস সমভূমি। 
উত্তর : পলিগঠিত সমভূমি। 

২৭. আগ্নেয়গিরির লাভা , ম্যাগমা ইত্যাদি জমে তৈরী হয় - পলিগঠিত সমভূমি / লাভা সমভূমি / লোয়েস সমভূমি। 
উত্তর : লাভা সমভূমি। 

২৮. উত্তর আমেরিকার প্রেইরি হল - পার্বত্য অঞ্চল / সমভূমি অঞ্চল / মালভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চল। 

২৯. দক্ষিণ আমেরিকার পম্পাস হল - পার্বত্য অঞ্চল / সমভূমি অঞ্চল / মালভূমি অঞ্চল। 
উত্তর :  সমভূমি অঞ্চল। 

৩০. পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন - সমভূমি / মালভূমি / পার্বত্য - অঞ্চলে। 
উত্তর : সমভূমি অঞ্চলে। 

৩১. ভারতে বৃষ্টিপাত ঘটায় - উত্তর - পশ্চিম মৌসুমী বায়ু  /  উত্তর - পূর্ব মৌসুমী বায়ু / দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ু / পূর্ব - পশ্চিম মৌসুমী বায়ু। 
উত্তর : দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ু। 

৩২. জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : পার্বত্য অঞ্চল। 

৩৩. বৃষ্টিপাত কম হয় -  পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : মালভূমি অঞ্চলে।  

৩৪. খণিজ সম্পদে সমৃদ্ধ - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : মালভূমি অঞ্চল।  

৩৫. পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলগুলি কোথায় অবস্থিত ? পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চলে। 

৩৬. নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চলে। 

৩৭. ছোটনাগপুর হল - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : মালভূমি অঞ্চল। 

৩৮. কাকে ভারতের খণিজ ভান্ডার বলে ? হিমালয় / ছোটনাগপুর / দাক্ষিণাত্য / মেঘালয়। 
উত্তর : ছোটনাগপুর। 

৩৯. কোন অঞ্চলে জীবনযাত্রা অধিক সহজ - পার্বত্য অঞ্চল / মালভূমি অঞ্চল / সমভূমি অঞ্চল। 
উত্তর : সমভূমি অঞ্চল। 

৪০. ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক - মৌসুমী বায়ু / গঙ্গা নদী / সুন্দরবন অঞ্চল / ছোটনাগপুর মালভূমি।   
উত্তর : মৌসুমী বায়ু। 

   

You May Also Like

0 comments