ভারতের মৃত্তিকা। MCQ & SAQ

by - June 12, 2022

ভারতের প্রাকৃতিক ভূগোল : ( E ) ভারতের মৃত্তিকা। MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের মৃত্তিকা। MCQ & SAQ 




ভারতের মৃত্তিকা ভারতের প্রাকৃতিক ভূগোলের একটি অংশ। নীচে ভারতের মৃত্তিকা অংশ থেকে MCQ , SAQ আলোচনা করা হয়েছে। সমস্ত পাঠ্যবই থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সংযোজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপার এর প্রশ্নগুলিও সংযোজন করা হয়েছে। এছাড়া , নীচে দেওয়া প্রশ্নোত্তরগুলি ছাড়াও অন্য যেকোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান পেলেই আপডেট করে দেওয়া হবে। 

১. ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা ? কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : পলিমৃত্তিকা। 

২. কোন মৃত্তিকাকে রেগুর বলা হয় ? কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৩. কোন মৃত্তিকাকে Black Cotton Soil বলা হয় ?  কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৪. তুলা বা কার্পাস উৎপাদনের ক্ষেত্রে শ্রেষ্ঠ কোন মৃত্তিকা ?  কৃষ্ণমৃত্তিকা / পলিমৃত্তিকা / পডজল মৃত্তিকা / লোহিত মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৫. ছোটনাগপুর , মেঘালয় ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায় ? ল্যাটেরাইট মৃত্তিকা / কৃষ্ণমৃত্তিকা / পডজল মৃত্তিকা / মরু মৃত্তিকা। 
উত্তর : ল্যাটেরাইট মৃত্তিকা। 

৬. পশ্চিম হিমালয় অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায় ?  ল্যাটেরাইট মৃত্তিকা / কৃষ্ণমৃত্তিকা / পডজল মৃত্তিকা / মরু মৃত্তিকা।  
উত্তর : পডজল মৃত্তিকা। 

৭. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / রাজস্থানের যোধপুর / ওড়িশার কটক / নিউ দিল্লি। 
উত্তর : রাজস্থানের যোধপুর। 

৮. মাটিতে কীসের পরিমাণ বেশি থাকায় লোহিত মৃত্তিকার রং লাল ? লোহা / ফসফরাস / অম্লিক পদার্থ / পটাসিয়াম সালফেট। 
উত্তর : লোহা। 

৯. শিট ক্ষয় কাকে বলে ? 
উত্তর : ঢালু জমির উপর দিয়ে প্রবাহিত জলধারার মাধ্যমে মাটির উপরিস্তরের অপসারণ হল শিট ক্ষয়। 

১০. জলনালিকা ক্ষয় কাকে বলে ? 
উত্তর : জলপ্রবাহে ছোট ছোট নালি তৈরির মাধ্যমে মাটির অপসারণ হল জলনালিকা ক্ষয়। 


১১. খোয়াই ক্ষয় কাকে বলে ? 
উত্তর : ছোট নালা বড় নালায় পরিণত হলে তা হল খোয়াই ক্ষয়। 

১২. র‍্যাভাইন ক্ষয় কাকে বলে ? 
উত্তর : জলনালিকা ও খোয়াই আরও গভীর , খাড়া ও পাড়যুক্ত গভীর খাত তৈরী করে। এটি হল র‍্যাভাইন ক্ষয়। 

১৩. রেগুর শব্দটি এসেছে রেগুড়া শব্দ থেকে। রেগুড়া শব্দটি হল - তামিল / তেলেগু / কন্নড় / মালায়ালম। 
উত্তর : তেলেগু। 

১৪. কোন দেশের লোকেরা প্রথম ধাপ চাষ শুরু করে ? মিশর / সুমের / ফিলিপাইনস / ইন্দোনেশিয়া। 
উত্তর : ফিলিপাইনস। 

১৫. মালচিং পদ্ধতি কাকে বলে ? 
উত্তর : মাটির ওপর খড়কুটো , লতাপাতা , পুরোনো কাগজ বিছিয়ে রাখলে মৃত্তিকাক্ষয় কম হয়। একে মালচিং পদ্ধতি বলে। 

১৬. পূর্বঘাটের পার্বত্য অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ? রেগুর মৃত্তিকা / বালু মৃত্তিকা / পলি মৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা। 
উত্তর : ল্যাটেরাইট মৃত্তিকা। 

১৭. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত ? উত্তরাখন্ডের দেরাদুন / রাজস্থানের যোধপুর / ওড়িশার কটক / নিউ দিল্লি।   
উত্তর : উত্তরাখন্ডের দেরাদুন। 

১৮. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলিমাটিকে বলে - ভাঙ্গর / খাদার / পেডোক্যাল / ভুর। 
উত্তর : ভাঙ্গর। 

১৯. ভারতীয় কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি হল - পলিমাটি / লালমাটি / কৃষ্ণমৃত্তিকা / বেলে মাটি। 
উত্তর : পলিমাটি। 

২০. ভুর মাটি দেখতে পাওয়া যায় - মরুভূমিতে / মালভূমিতে / গঙ্গা সমভূমিতে / দাক্ষিণাত্যে।উত্তর : গঙ্গা সমভূমিতে। 


২১. কোন অঞ্চলে পডজল মৃত্তিকা দেখা যায় ? সরলবর্গীয় অরণ্য অঞ্চলে / মালভূমিতে / সমভূমিতে / মরু অঞ্চলে। 
উত্তর : সরলবর্গীয় অরণ্য অঞ্চলে। 

২২. গ্রানাইট ও নিস্ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় - ল্যাটেরাইট / রেগুর / লালমাটি / পলিমাটি।উত্তর : লালমাটি। 

২৩. বিভিন্ন নদীমোহনা অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ? পলিমাটি / হিউমাস মাটি / লবনাক্ত মাটি / লালমাটি। 
উত্তর : লবনাক্ত পলিমাটি। 

২৪. মেঘালয় মালভূমিতে কোন মৃত্তিকা বেশি দেখা যায় ? ল্যাটেরাইট মৃত্তিকা / পলি মাটি / মরুমটি / কালোমাটি। 
উত্তর : ল্যাটেরাইট মৃত্তিকা। 

২৫. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটির নাম - ভাবর / খাদার / ভুর / ভাঙ্গর। 
উত্তর : খাদার। 

২৬. যে মাটিতে কাদা , পলি ও বালির পরিমাণ প্রায় সমান তা হল - দোআঁশ মাটি / কালোমাটি / পডজল মাটি / ল্যাটেরাইট মাটি। 
উত্তর : দোআঁশ মাটি। 

২৭. সবচেয়ে বেশি উর্বর মৃত্তিকা হল - সিরোজেম মৃত্তিকা / কৃষ্ণ মৃত্তিকা / লোহিত মৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

২৮. কৃষ্ণমৃত্তিকা দেখা যায় - দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে / বদ্বীপ অঞ্চলে / সমভূমি অঞ্চলে / উত্তরের পার্বত্য অঞ্চলে। 
উত্তর : দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। 

২৯. ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদক্ষেপ হল - জলসেচ / ঝুমচাষ / ফালিচাষ / পশুচারণ। 
উত্তর : ফালিচাষ।     

৩০. কোন প্রকার কৃষি পদ্ধতি মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে ? স্থানান্তর চাষ / ধাপচাষ / সমোন্নতিরেখা বরাবর কৃষি / ফালিচাষ।  
উত্তর : স্থানান্তর চাষ।    


৩১. পার্বত্য অঞ্চলে মৃত্তিকা সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল - বৃক্ষ রোপন / ধাপচাষ / রাস্তা নির্মাণ / নদীতে বাঁধ দেওয়া। 
উত্তর : ধাপচাষ। 

৩২. বৃষ্টির জলের সঙ্গে মাটি স্তরে স্তরে অপসারিত হওয়ার পদ্ধতিকে বলে - নালী ক্ষয় / খাত ক্ষয় / খোয়াই ক্ষয় / স্তর বা চাদর ক্ষয়। 
উত্তর : স্তর বা চাদর ক্ষয়। 

৩৩. ভূমির ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরী করে চাষ করার পদ্ধতিকে বলে - গালিচাষ / ফালিচাষ / বৃক্ষরোপন / ধাপচাষ। 
উত্তর : ফালিচাষ। 

৩৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ? দার্জিলিং / নদীয়া / পুরুলিয়া / হাওড়া। 
উত্তর : পুরুলিয়া। 

৩৫. ঝুমচাষ ভারতের কোন অঞ্চলে দেখা যায় ? উত্তর - পূর্ব / দক্ষিণ - পশ্চিম / উত্তর - পশ্চিম / দক্ষিণ - পূর্ব - ভারত। 
উত্তর : উত্তর - পূর্ব ভারতে। 

৩৬. রাজস্থানের মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ কী ? লু / বায়ুপ্রবাহ / বালির অপসারণ / সবগুলি। 
উত্তর : বায়ুপ্রবাহ। 

৩৭. কাশ্মীর উপত্যকার পলিমাটিকে কী বলে ? 
উত্তর : কারেওয়া। 

৩৮. ডেকানট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায় ? লোহিত মৃত্তিকা / দোআঁশ মৃত্তিকা / কৃষ্ণমৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা। 
উত্তর : কৃষ্ণমৃত্তিকা। 

৩৯. মরু অঞ্চলের বালি প্রধান মৃত্তিকাকে কী বলে ?  
উত্তর : সিরোজেম। 

৪০. কোন মাটিতে কাদা এবং বালির ভাগ প্রায় সমান ? বেলে / এঁটেল / দোআঁশ / লোহিত - মৃত্তিকা। 
উত্তর : দোআঁশ। 

৪১. কোন মাটি ধান চাষের পক্ষে আদর্শ ? পলি মাটি / বেলে মাটি / দোআঁশ মাটি / কৃষ্ণমৃত্তিকা। 
উত্তর : পলি মাটি। 


You May Also Like

0 comments