ভারতের জলবায়ু MCQ & SAQ

by - June 12, 2022

ভারতের প্রাকৃতিক ভূগোল : ( D ) ভারতের জলবায়ু MCQ & SAQ 

মাধ্যমিক ভূগোল : ভারতের জলবায়ু MCQ & SAQ 




ভারতের জলবায়ু ভারতের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত একটি অংশ। নীচে ভারতের জলবায়ু থেকে প্রতিটি পাঠ্যবই ধরে ধরে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্নগুলিও সংযোজন করা হয়েছে। নীচে দেওয়া প্রশ্নগুলি ছাড়াও অন্য যেকোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান পেলে আপডেট করে দেওয়া হবে।   

১. ভারতের জলবায়ু কী প্রকৃতির ? নিরক্ষীয় / উষ্ণ প্রকৃতির / ক্রান্তীয় মৌসুমী / কোনটিই নয়।উত্তর : ক্রান্তীয় মৌসুমী। 

২. ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক - নিয়ত বায়ুপ্রবাহ / কোরিওলিস বল / হিমালয় পর্বতমালা / মৌসুমী বায়ু। 
উত্তর : মৌসুমী বায়ু। 

৩. দক্ষিণ ভারতের বৃষ্টিপাতকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে - বিন্ধ্য পর্বতমালা / পূর্বঘাট পর্বতমালা / পশ্চিমঘাট পর্বতমালা / হিমালয় পর্বতমালা। 
উত্তর : পশ্চিমঘাট পর্বতমালা। 

৪. পশ্চিমি ঝঞ্ঝা কোন সময়ে দেখা যায় ? গ্রীষ্মকালে / বর্ষাকালে / শরৎকালে / শীতকালে। 
উত্তর : শীতকালে। 

৫. এল - নিনো বছরগুলিতে এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত - কমে / বাড়ে। 
উত্তর : কমে। 

৬. লা - নিনা বছরে বৃষ্টিপাত কমে / বাড়ে। 
উত্তর : বাড়ে। 

৭. এল নিনো ও লা নিনার মধ্যবর্তী পর্যায় হল - লা নাদা / লা ভোদা / লা মিডল / লা রিও। 
উত্তর : লা নাদা। 

৮. ভারতের আবহাওয়া বিভাগ ভারতের জলবায়ুকে ক'টি ভাগে ভাগ করেছেন ? এক / দুই / তিন / চার। 
উত্তর : চারটি ভাগে। 

৯. মৌসুমী বায়ুর আগমন কাল হল - গ্রীষ্মকাল / বর্ষাকাল / শরৎকাল / শীতকাল। 
উত্তর : বর্ষাকাল। 

১০. মৌসুমী বায়ুর আগমনকাল হল - জুন মাসের প্রথম সপ্তাহ / জুন মাসের দ্বিতীয় সপ্তাহ / জুলাই মাসের প্রথম সপ্তাহ / জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ। 
উত্তর : জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। 


১১. মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল হল - শরৎকাল / শীতকাল / বর্ষাকাল / হেমন্তকাল। 
উত্তর : শরৎকাল। 

১২. গ্রীষ্মকালে পূর্বভারতে যে ঝড় বৃষ্টি হয় তা কী নামে পরিচিত ? আঁধি / কালবৈশাখী / লু / টর্নেডো। 
উত্তর : কালবৈশাখী। 

১৩. কালবৈশাখী ঝড় প্রবাহিত হয় - উত্তর - দক্ষিণ / পূর্ব - পশ্চিম  / উত্তর - পশ্চিম / দক্ষিণ - পশ্চিম দিক থেকে । 
উত্তর : উত্তর - পশ্চিম দিক থেকে।        

১৪. Norwestar নামে পরিচিত - কালবৈশাখী / লু / আঁধি / বরদৈছিলা। 
উত্তর : কালবৈশাখী। 

১৫. আসামে কালবৈশাখী কী নামে পরিচিত ? 
উত্তর : বরদৈছিলা। 

১৬. লু প্রবাহিত হয় - উত্তর ভারতে / পশ্চিম ভারতে / উত্তর - পূর্ব ভারতে / উত্তর - পশ্চিম ভারতে। 
উত্তর : উত্তর - পশ্চিম ভারতে। 

১৭. লু প্রবাহিত হয় ভূপৃষ্ঠের - সমান্তরালে / অনুভুমিকভাবে / উল্লম্বভাবে / সবগুলি। 
উত্তর : সমান্তরালে। 

১৮. কেরলে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি - কালবৈশাখী / আম্রবৃষ্টি / বরদৈছিলা / দক্ষিণী ঝঞ্ঝা। 
উত্তর : আম্রবৃষ্টি। 

১৯. কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত ? 
উত্তর : Cherry Blossoms.

২০. মৌসুমী বিস্ফোরণ ঘটায় - আরব সাগরীয় শাখা / বঙ্গোপসাগরীয় শাখা / ভারত মহাসাগরীয় শাখা / প্রশান্ত মহাসাগরীয় শাখা। 
উত্তর : আরব সাগরীয় শাখা। 


২১. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর - আরব সাগরীয় শাখা / বঙ্গোপসাগরীয় শাখা / ভারত মহাসাগরীয় শাখা / প্রশান্ত মহাসাগরীয় শাখা - র প্রভাবে।  
উত্তর : বঙ্গোপসাগরীয় শাখা। 

২২. অশ্বিনের ঝড় হয় - মৌসুমী বায়ুর আগমনের ফলে / মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে / মৌসুমী বায়ুর পরিবর্তনের ফলে। 
উত্তর : মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে। 

২৩. বছরে দুবার বৃষ্টিপাত হয় - কেরল উপকূলে / তামিলনাড়ু উপকূলে / অন্ধ্রপ্রদেশ উপকূলে / কর্ণাটক উপকূলে। 
উত্তর : তামিলনাড়ু উপকূলে। 

২৪. কোন উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ? 
উত্তর : তামিলনাড়ু উপকূল। 

২৫. ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল - গাঙ্গেয় উপত্যকা / ব্রহ্মপুত্র উপত্যকা / তিস্তা - তোর্সা উপত্যকা / বঙ্গোপসাগরীয় উপকূল। 
উত্তর : ব্রহ্মপুত্র উপত্যকা। 

২৬. ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি ? 
উত্তর : মেঘালয়ের মৌসিনরাম। 

২৭. ভারতের শুষ্কতম স্থান কোনটি ? 
উত্তর : থর মরুভূমি ও লাদাখ অঞ্চল। 

২৮. পশ্চিমঘাট পর্বতের - অনুবাত / প্রতিবাত - ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল। 
উত্তর : অনুবাত ঢাল। 

২৯. পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে অধিক বৃষ্টিপাত হয় ? অনুবাত / প্রতিবাত। 
উত্তর : প্রতিবাত ঢালে। 

৩০. পশ্চিমঘাট পর্বতের - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। 
উত্তর : পশ্চিমঢালে। 


৩১. পশ্চিমঘাট পর্বতের - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - ঢাল হল বৃষ্টিচ্ছায় অঞ্চল। 
উত্তর : পূর্বঢাল। 

৩২. ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখ। 
উত্তর : পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল ও শিলং পাহাড়ের উত্তরঢাল। 

৩৩. ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কী নামে পরিচিত ? হাওয়া অফিস / আবহাওয়া দপ্তর / হাওয়া ভবন / মৌসম ভবন। 
উত্তর : মৌসম ভবন। 

৩৪. ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত ? দেরাদুন / নিউ দিল্লি / যোধপুর / কটক। 
উত্তর : নয়াদিল্লি। 

৩৫. পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস কী নামে পরিচিত ? আবহাওয়া দফতর / হাওয়া অফিস / মৌসম ভবন / পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর। 
উত্তর : হাওয়া অফিস। 

৩৬. মৌসুমী শব্দটির উৎস মৌসম শব্দটি একটি  - উর্দু / আরবি / ফারসি / হিন্দি - শব্দ। 
উত্তর : আরবি শব্দ। 

৩৭. মৌসম শব্দের অর্থ - আবহাওয়া / জলবায়ু / ঋতু / সবগুলি। 
উত্তর : ঋতু। 

৩৮. এল নিনো শব্দের অর্থ - দুরন্ত বালক / শিশু খ্রিষ্ট / ছোট্ট ছেলে / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৩৯. লা নিনা শব্দের অর্থ - দুরন্ত বালিকা / ছোট্ট মেয়ে / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৪০. কে সর্বপ্রথম '' মৌসুমী '' শব্দটি ব্যবহার করেন ? 
উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালি। 

৪১. মৌসুমী বায়ু হল ___________ বায়ু ও ________ বায়ুর বৃহত্তর ও ঋতুগত সংস্করণ। 
উত্তর : সমুদ্রবায়ু ও স্থলবায়ু। 


You May Also Like

0 comments