Class VII History 8th Chapter MCQ & SAQ

by - October 11, 2022

Class VII History 8th Chapter MCQ & SAQ

সপ্তম শ্রেণি ইতিহাস অষ্টম অধ্যায়। MCQ & SAQ

মুঘল সাম্রাজ্যের সংকট MCQ & SAQ



সপ্তম শ্রেণি ইতিহাস অষ্টম অধ্যায়। MCQ & SAQ


সপ্তম শ্রেণি ইতিহাস অষ্টম অধ্যায়ের সমস্ত সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত ( MCQ & SAQ ) প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীরা এই প্রশ্নোত্তরগুলি থেকে উপকৃত হবে।        

PAGE : 159 

১. ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের আয়তন ছিল - বিরাট আকৃতি / ক্ষুদ্র আকৃতির / মাঝারি আকৃতির। 
উত্তর : বিরাট আকৃতির। 

২. ঔরঙ্গজেবের আমলে যেসকল আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিল তাদের মধ্যে প্রধান ছিল - বাংলার নবাবি সাম্রাজ্য / মারাঠা সাম্রাজ্য / মহীশূর সাম্রাজ্য / হায়দ্রাবাদ। 
উত্তর : মারাঠা সাম্রাজ্য। 

৩. মুঘল আমলের শেষের দিকে সংগঠিত দুটি কৃষক বিদ্রোহ হল ___________ ও _________ বিদ্রোহ। 
উত্তর : জাঠ ও সৎনামি বিদ্রোহ। 

৪. কার নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের উত্থান ঘটে ? 
উত্তর : ছত্রপতি শিবাজি। 

৫. মারাঠাদের বাস ছিল - কোঙ্কন / মালাবার / কাথিয়াবার / গুজরাট - উপকূলে। 
উত্তর : কোঙ্কন উপকূল অঞ্চলে। 

৬. শিবাজির পিতার নাম কী ? তিনি কে ছিলেন ? 
উত্তর : শাহজি ভোঁসলে ; তিনি বিজাপুরের সুলতানের জায়গিরদার ছিলেন। 

৭. শিবাজি কাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন ? 
উত্তর : মাতা জিজাবাঈ এবং শিক্ষক দাদাজি কোন্ডদেবের দ্বারা। 

৮. শিবাজি বাঘনখ দ্বারা কাকে হত্যা করেছিলেন ? 
উত্তর : আফজল খান। 

PAGE : 160 

৯. মুঘল আমলে শিবাজি কোন বন্দর নগরী আক্রমণ করেছিলেন ? 
সুরাট / ব্রোচ / তাম্রলিপ্ত / কোচি। 
উত্তর : সুরাট। 

১০. শিবাজি কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন ? বাবর / আকবর / জাহাঙ্গীর / ঔরঙ্গজেব। 
উত্তর : ঔরঙ্গজেব। 


১১. শিবাজিকে দমন করতে ঔরঙ্গজেব কাদের প্রেরণ করেছিলেন ? 
উত্তর : শায়েস্তা খাঁন , মুয়াজ্জম ও মির্জা , রাজা জয়সিংহ। 

১২. কবে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় ? ১৬৭৭ খ্রিস্টাব্দে / ১৬৮৮ খ্রিস্টাব্দে / ১৬৭২ খ্রিস্টাব্দে / ১৬৬৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৬৬৫ খ্রিস্টাব্দে। 

১৩. কবে , কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ১৬৬৫ খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংহের মধ্যে। 

১৪. পুরন্দরের সন্ধির শর্তগুলি কী ছিল ? অথবা , পুরন্দরের সন্ধির ফল কী হয়েছিল ? 
উত্তর : (ক ) শিবাজি মুঘলদের ২৩ টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। 
(খ ) শিবাজিকে আগ্রায় নিয়ে আসা হয়। 

১৫. শিবাজিকে কোথায় বন্দী করা হয় ? 
উত্তর : আগ্রা দুর্গে। 

১৬. আগ্রা দুর্গ থেকে শিবাজি কীভাবে পলায়ন করেন ? 
উত্তর : ফলের ঝুড়িতে লুকিয়ে শিবাজি আগ্রা দুর্গ থেকে পলায়ন করেন। 

১৭. কবে , কোথায় শিবাজির অভিষেক হয় ? 
উত্তর : ১৬৭৪ খ্রিস্টাব্দে রায়গড়ে। 

১৮. শিবাজির মন্ত্রিসভায় কতজন মন্ত্রী ছিলেন ? ৫ জন / ৬ জন / ৭ জন / ৮ জন। 
উত্তর : ৮ জন। 

১৯. অষ্টপ্রধান কাদের বলা হত ? 
উত্তর : শিবাজির মন্ত্রিসভার আটজন মন্ত্রীকে বলা হত অষ্টপ্রধান। 

২০. মারাঠা রাজ্যের প্রধান কে ছিলেন ? রাজা / সম্রাট / নবাব / পেশোয়া। 
উত্তর : পেশোয়া। 

২১. মারাঠারা নিজেদের রাজ্যকে বলত - মাবলে / পেশোয়া / স্বরাজ্য / স্বরাজ। 
উত্তর : স্বরাজ্য। 

২২. বর্গি কাদের বলা হত ? 
উত্তর : যেসকল মারাঠা সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত - তাদের বলা হত বর্গি। 

২৩. কার নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জেগে ওঠে ? 
শিবাজি / বালাজি বাজিরাও / বালাজি বিশ্বনাথ / রণজিৎ সিং। 
উত্তর : শিবাজি। 

২৪. মাবলে বা মাওয়ালি কাদের বলা হত ? 
উত্তর : শিবাজি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ করে সেনাবাহিনীতে নিয়োগ করেন। এদের বলা হত মাবলে বা মাওয়ালি। 

২৫. হিন্দুপাদপাদশাহি কাকে বলে ? 
উত্তর : শিবাজির মৃত্যুর পঞ্চাশ বছর পর পেশোয়া প্রথম বাজিরাও হিন্দু রাজাদের সঙ্গে যুক্ত হয়ে একটি হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করেন। তাঁর এই হিন্দু রাজ্যের আদর্শকে বলা হয় হিন্দুপাদপাদশাহি।   

PAGE : 161 

২৬. কার আমল থেকে শিখদের মধ্যে বংশানুক্রমিক গুরু নির্বাচনের নীতি প্রবর্তিত হয় ? 
উত্তর : রামদাসের ছেলে অর্জুনদেবের সময় থেকে। 

২৭. গুরু অর্জুনদেবের ছেলে হরগোবিন্দ একসঙ্গে দুটি তলোয়ার কেন ধারণ করতেন ? 
উত্তর : গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তলোয়ার ধারণের মাধ্যমে বোঝাতে চাইতেন যে শুধু ধর্মের ক্ষেত্রেই নয় , রাজনৈতিক ক্ষমতাও তাঁর আছে। 

PAGE : 162 

২৮. নবম শিখগুরু কে ছিলেন ? গুরু অর্জুন / গুরু হরগোবিন্দ / গুরু রামদাস / গুরু তেগবাহাদুর। 
উত্তর : গুরু তেগবাহাদুর। 

২৯. কোন শিখগুরু ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন ?  গুরু অর্জুন / গুরু হরগোবিন্দ / গুরু রামদাস / গুরু তেগবাহাদুর। 
উত্তর : গুরু তেগবাহাদুর। 

৩০. কোন শিখগুরুকে মুঘলরা বন্দী করে হত্যা করেছিল ?  গুরু অর্জুন / গুরু হরগোবিন্দ / গুরু গোবিন্দ সিংহ  / গুরু তেগবাহাদুর। 
উত্তর : গুরু তেগবাহাদুর। 


৩১. শিখগুরু তেগবাহাদুরের মৃত্যুর পর শিখরা কার নেতৃত্বে সংঘবদ্ধ হয় ? গুরু অর্জুন / গুরু গোবিন্দ সিংহ / গুরু রামদাস / গুরু হরগোবিন্দ। 
উত্তর : গুরু গোবিন্দ সিংহ। 

৩২. কে , কবে খালসা তৈরী করেন ? 
উত্তর : ১৬৯৯ খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ। 

৩৩. খালসা কী ? 
উত্তর : ১৬৯৯ খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামে একটি সংগঠন তৈরী করেন। খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। 

৩৪. কোন শিখগুরু শিখদের পন্থ বা পথ ঠিক করে দেন ? 
উত্তর : গুরু গোবিন্দ সিংহ। 

৩৫. গুরু গোবিন্দ সিংহ শিখদের পাঁচটি জিনিস সবসময় কাছে রাখতে বলতেন। সেগুলি কী ? 
উত্তর  : কেশ , কঙ্গা বা চিরুনি , কচ্ছা , কৃপাণ এবং কড়া। 

৩৬. খালসাপন্থী শিখরা কোন পদবি ব্যবহার করতে শুরু করে ? 
উত্তর : সিংহ। 

৩৭. গুরু গোবিন্দ সিংহের মৃত্যুর পর শিখরা কার নেতৃত্বে মোগল বিরোধিতা শুরু করে ? 
উত্তর : গুরু গোবিন্দ সিংহের শিষ্য বান্দা বাহাদুর। 

৩৮. দিল্লি - আগ্রা অঞ্চলের জাঠরা ছিল প্রধানত - সেনা / শিল্পী / কৃষক / পশুপালক যাযাবর। 
উত্তর : কৃষক। 

৩৯. দিল্লি - আগ্রা অঞ্চলের জাঠরা কোন মোগল সম্রাটের আমলে মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে ? আকবর / বাবর / জাহাঙ্গীর / ঔরঙ্গজেব। 
উত্তর : ঔরঙ্গজেব। 

PAGE : 163 

৪০. মুঘল আমলে সৎনামি নামে কারা পরিচিত ছিল ? 
উত্তর : মথুরার কাছে একদল কৃষক মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। এরা ছিল সৎনামি ধর্মীয় গোষ্ঠীর মানুষ। 


৪১. উত্তর - পশ্চিম সীমান্তে কারা মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ? 
উত্তর : পাঠানরা। 

৪২. কোন মুঘল সম্রাটের আমলে কৃষি সংকট তীব্র আকার ধারণ করে ? আকবর / শাহজাহান / জাহাঙ্গীর / ঔরঙ্গজেব। 
উত্তর : ঔরঙ্গজেব। 

৪৩. কার আমল থেকে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার সমস্যার সূত্রপাত হয় ?  আকবর / শাহজাহান / জাহাঙ্গীর / ঔরঙ্গজেব। 
উত্তর : শাহজাহান। 

৪৪. কার আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার সমস্যা তীব্র আকার ধারণ করে ?  আকবর / শাহজাহান / জাহাঙ্গীর / ঔরঙ্গজেব।      
উত্তর : ঔরঙ্গজেব। 

৪৫. মোগল আমলের শেষের দিকে মোগল সাম্রাজ্যের প্রধান তিনটি সমস্যা কী ছিল ? 
উত্তর : (ক ) মনসবদারি সমস্যা , (খ ) জায়গিরদারি সমস্যা ও (গ ) কৃষি সংকট। 

৪৬. কোন মোগল সম্রাট দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকোন্ডা জয় করেছিলেন ? আকবর / শাহজাহান / জাহাঙ্গীর / ঔরঙ্গজেব।      
উত্তর : ঔরঙ্গজেব। 

PAGE : 164 

৪৭. খালিশা জমি কাকে বলা হত ? 
উত্তর : মুঘল আমলে যেসকল জমি জায়গির হিসাবে দেওয়া হত না ; এইসকল জমির রাজস্ব সরাসরি রাজকোষে জমা হত। এই ধরণের জমিগুলিকে বলা হত খালিশা বা খাস জমি। 

৪৮. বিজাপুর ও গোলকোন্ডা জয়ের পর ঔরঙ্গজেব সেই অঞ্চলের জমিগুলির কী ব্যবস্থা করেছিলেন ? 
উত্তর : তিনি গোলকোন্ডা ও বিজাপুরের জমিগুলিকে খালিশা বা খাস জমিতে পরিণত করেন। 


You May Also Like

0 comments