নবম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়।

by - January 24, 2023

নবম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়। 

Class IX History 1st Chapter short questions with answer. 




নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের সকল ছোট প্রশ্ন প্রকাশিত হল। প্রায় প্রতিটি পাঠ্যবই ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। প্রশ্নগুলি MCQ , SAQ , শুন্যস্থান পূরণ , স্তম্ভের মিল ইত্যাদি সব ক্ষেত্রেই কার্যকরী। 
  

নবম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়। 

Class IX History 1st Chapter short questions with answer.

১. কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ? 
উত্তর : ১৭৮৯ সালে। 

২. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন ? 
উত্তর : ষোড়শ লুই। 

৩. কে বলেছিলেন - '' আমিই রাষ্ট্র। '' ( I am the state. ) 
উত্তর : চতুর্দশ লুই। 

৪. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সাম্রাজ্যের কাঠামোটি কীরূপ ছিল ? 
সমাজতান্ত্রিক / গণতান্ত্রিক / সামন্ততান্ত্রিক / পরিবারতান্ত্রিক। 
উত্তর : সামন্ততান্ত্রিক। 

৫. কাদের হাত ধরে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের উত্থান ঘটে ? 
উত্তর : ফরাসি সম্রাট ত্রয়োদশ লুই ও তাঁর মন্ত্রী কার্ডিনাল রিশল্যু-র হাত ধরে। 

৬. ফরাসি রাজতন্ত্রে অত্যাচারী রাজকর্মচারীরা কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : ইনটেনডেন্ট। 

৭. গ্রেপ্তারি পরোয়ানা বা আইন কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : লেত্র - দ্য - ক্যাশে। 

৮. মুক্তির আইন কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : লেত্র - দ্য - গ্র্রেস। 

৯. ' Wealth of Nations ' - গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 

১০. বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে কে '' ভ্রান্ত অর্থনীতির জাদুঘর '' বলেছেন ? 
উত্তর : ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।   


১১. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ক'টি ভাগে বিভক্ত ছিল ? 
উত্তর : তিনভাগে - প্রথম স্টেট্ বা যাজক শ্রেণী , দ্বিতীয় স্টেট্ বা অভিজাত শ্রেণী , তৃতীয় স্টেট্ বা অন্যান্য সকল সাধারণ মানুষ। 

১২. বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে কারা সবচেয়ে বেশি কর প্রদান করতো ? 
উত্তর : থার্ড এস্টেট বা তৃতীয় শ্রেণী - ৯৫% কর। 

১৩. অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ কবে হয় ? 
উত্তর : ১৭৪০ - ১৭৪৮ খ্রিস্টাব্দে। 

১৪. সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে হয় ? 
উত্তর : ১৭৫৬ - ১৭৬৩ খ্রিস্টাব্দে। 

১৫. আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে হয় ? 
উত্তর : ১৭৭৮ খ্রিস্টাব্দে। 

১৬. ষোড়শ লুইয়ের স্ত্রীর নাম কী ছিল ? 
উত্তর : মারি আঁতোয়ানেত ( অস্ট্রিয়ার রাজকন্যা ) । 

১৭. মারি আঁতোয়ানেত - এর ব্যক্তিগত সহচরীর সংখ্যা কত ছিল ? 
উত্তর : ৫০০ 

১৮. ফরাসি সমাজে কারা সুবিধাভোগী শ্রেণী হিসাবে পরিচিত ছিল ? 
উত্তর : যাজক ও অভিজাতরা বা প্রথম ও দ্বিতীয় স্টেট্। 

১৯. ফরাসি সমাজে উৎপাদন ভিত্তিক করের নাম কী ছিল ? 
উত্তর : ক্যাপিটেশন। 

২০. ফরাসি সমাজে সম্পত্তির উপর আয়কর কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : ভ্যাঁন্তিয়াম। 

২১. ফরাসি সমাজে লবণ কর কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : গ্যাবেল। 

২২. ফরাসি সমাজে বেগার শ্রম কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : করভি। 

২৩. ফরাসি সমাজে মদ ও তামাকজাত পণ্যের উপর কর কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : এইদ্স। 

২৪. ফরাসি সমাজে চার্চকে প্রদেয় কর কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : দিম ও টাইদ। 

২৫. ফরাসি সমাজে কৃষকেরা সামন্তপ্রভুকে কোন কর প্রদান করতো ? 
উত্তর : লদ্-এ-ভঁত। 

২৬. অঁসিয়া - রেজিম কথাটির অর্থ কী ? 
উত্তর : পূর্বতন সমাজ। 

২৭. ফরাসি সমাজে অভিজাত - রা ক'টি শ্রেণীতে বিভক্ত ছিল ? 
উত্তর : দুটি শ্রেণীতে - জন্মসূত্রে অভিজাত ও পোশাকি অভিজাত। 

২৮. পোশাকি অভিজাত কাদের বলা হত ? 
উত্তর : অর্থ সংগ্রহের লক্ষ্যে বুরবোঁ রাজবংশের রাজারা প্রশাসনিক পদ বিক্রি করতে শুরু করেন। এই পদগুলি ক্রয়কারী ব্যক্তিরাই ছিলেন পোশাকি অভিজাত। 

২৯. বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনীতির ভিত্তি কী ছিল ? 
উত্তর : কৃষি। 

৩০. সাঁ - কুলোৎ নামে কারা পরিচিত ছিল ? 
উত্তর : শহরের খেটে খাওয়া মানুষেরা। 


৩১. বুর্জোয়া কাদের বলা হত ? 
উত্তর : তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত মধ্যবিত্ত সম্প্রদায়কে। 

৩২. কোন শব্দ থেকে বুর্জোয়া কথাটি এসেছে ? 
উত্তর : বার্গার। 

৩৩. বার্গার কথাটির অর্থ কী ? 
উত্তর : নাগরিক শ্রেণী। 

৩৪. ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছেন - এমন কয়েকজন দার্শনিকের নাম লেখ। 
উত্তর : মন্টেস্কু , রুশো , ভলতেয়ার। 

৩৫. Persian Letters - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : মন্টেস্কু। 

৩৬. The Spirit of the Laws - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : মন্টেস্কু। 

৩৭. কাঁদিদ - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : ভলতেয়ার। 

৩৮. Philosophical Letters - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : ভলতেয়ার। 

৩৯. The Social Contract - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : রুশো। 

৪০. কে , কোন গ্রন্থে জনগণ ও রাজার চুক্তির কথা উল্লেখ করেছেন ? 
উত্তর : রুশো ,  The Social Contract গ্রন্থে। 

৪১. বিপ্লবের সমকালীন সময়ে ফরাসি অর্থনীতিবিদরা কী নামে পরিচিত ছিলেন ? 
উত্তর : ফিজিওক্র্যাটস। 

৪২. বিপ্লবের সমকালীন সময়ে ফ্রান্সের কয়েকজন প্রগতিশীল অর্থনীতিবিদের নাম লেখ। 
উত্তর : কুয়েসনে , তুর্গো , মিরাবো , নেমুর , গুর্নে। 

৪৩. ফরাসি অর্থনীতিবিদরা কার দর্শনে বা আদর্শে প্রভাবিত ছিলেন ? 
উত্তর : অ্যাডাম স্মিথ। 

৪৪. ডিয়াবলো ইকোনোমিক - গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : কুয়েসনে। 

৪৫. কারা অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করেন ? 
উত্তর : ফিজিওক্র্যাটসরা। 

৪৬. Discourses on the Origins of Inequality - গ্রন্থটি কার রচনা ? 
উত্তর : রুশো। 

৪৭. কে বলেছেন - '' মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় ; কিন্তু মানুষ সর্বত্র পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ '' ? 
উত্তর : রুশো। 

৪৮. কোন ফরাসি সম্রাট এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন ? 
উত্তর : ষোড়শ লুই। 

৪৯. কত বছর পর এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল ? 
উত্তর : ১৭৫ বছর পর। 

৫০. কোন দিন এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল ? 
উত্তর : ১৭৮৯ সালের ৫ই মে। 


৫১. কোন দিন টেনিস কোর্টের শপথ গৃহীত হয় ? 
উত্তর : ১৭৮৯ সালের ২০শে জুন। 

৫২. বুরবোঁ রাজবংশের স্বৈরতন্ত্রের প্রতীক ছিল কোনটি ? 
উত্তর : বাস্তিল দুর্গ। 

৫৩. কবে বাস্তিল দুর্গের পতন ঘটে ? 
উত্তর : ১৭৮৯ সালের ১৪ই জুলাই। 

৫৪. বাস্তিল কারাগারের অধিকর্তা কে ছিলেন ? 
উত্তর : দ্যলুনে। 

৫৫. French Revolution গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : ঐতিহাসিক গুডউইন। 

৫৬. সংবিধান সভার বেশিরভাগই ছিলেন - তৃতীয় সম্প্রদায় / কৃষক / মজুর / বুর্জোয়া - প্রতিনিধি। 
উত্তর : বুর্জোয়া। 

৫৭. সংবিধান সভার কার্যকাল উল্লেখ কর। 
উত্তর : ১৭৮৯ - ১৭৯১ খ্রিস্টাব্দ। 

৫৮. সংবিধান সভার প্রধান দুটি কাজ বা সংস্কার কী ছিল ? 
উত্তর : সামন্তপ্রথার বিলুপ্তি ; মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। 

৫৯. সংবিধান সভার কোন আইন দ্বারা গির্জার উপর পোপের অধিকার বিলুপ্ত করা হয় ? 
উত্তর : সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্ল্যার্জি। 

৬০. কোন দিনটিতে ষোড়শ লুইয়ের শিরচ্ছেদ করা হয় ? 
উত্তর : ১৭৯৩ সালের ২১শে জানুয়ারি। 

৬১. কোন যন্ত্রের দ্বারা ষোড়শ লুইয়ের শিরচ্ছেদ করা হয় ? 
উত্তর : গিলোটিন। 

৬২. ষোড়শ লুইয়ের প্রাণদন্ডের পর কোন রাজনৈতিক দল ফরাসি শাসন ক্ষমতা দখল করে ? 
উত্তর : জ্যাকোবিন। 

৬৩. জ্যাকোবিন দলের প্রধান নেতৃত্বের নাম কী ছিল ? 
উত্তর : রোবসপিয়ের ও দাঁতো। 

৬৪. সন্ত্রাসের রাজত্ব কত মাস স্থায়ী হয়েছিল ? 
উত্তর : ১৩ মাস। 

৬৫. কে , কবে পাদুয়ার ঘোষণা জারি করেন ? 
উত্তর : অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড , ৬ই জুলাই ১৭৯১ খ্রিস্টাব্দে। 

৬৬. কোন ঘোষণাপত্রের প্রতিক্রিয়া হিসাবে সেপ্টেম্বর হত্যাকান্ড ঘটে ? 
উত্তর : ব্রান্সউইক ঘোষণাপত্র। 

৬৭. কোন দিনটিতে সেপ্টেম্বর হত্যাকান্ড ঘটেছিল ? 
উত্তর : ২রা সেপ্টেম্বর ১৭৯২ খ্রিস্টাব্দে। 

৬৮. ভারতের কোন সুলতান বা শাসক জ্যাকোবিন দলের সদস্য ছিলেন ? 
উত্তর : মহীশুরের শাসক টিপু সুলতান। 

৬৯. কে , কোথায় ' স্বাধীনতার বৃক্ষ ' রোপন করেন ? 
উত্তর : টিপু সুলতান , শ্রীরঙ্গপত্তমে। 

৭০. ফরাসি বিপ্লব হতে উদ্ভব হওয়া তিনটি প্রধান আদর্শ কী কী ? 
উত্তর : সাম্য , মৈত্রী ও স্বাধীনতা। 

৭১. সন্ত্রাসের রাজত্বের প্রধান রূপকার কে ? 
উত্তর : রোবসপিয়ের। 


৭২. কার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে ? 
উত্তর : রোবসপিয়ের। 

৭৩. কবে রোবসপিয়ের - এর প্রান্দন্ড হয় ? 
উত্তর : ২৭শে জুলাই ১৭৯৪ খ্রিস্টাব্দে। 

৭৪. থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী ? 
উত্তর : ফরাসি ক্যালেন্ডার অনুযায়ী থার্মিডর মাসে রোবসপিয়ের - এর প্রাণদন্ড হয়েছিল। এই ঘটনাকেই  থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলে। 

৭৫. সন্ত্রাসের রাজত্ব অপর কী নামে পরিচিত ? 
উত্তর : লাল সন্ত্রাস। 

৭৬. সন্ত্রাসের রাজত্বের অবসানকল্পে বুর্জোয়াদের নেতৃত্বে জ্যাকোবিনদের ধ্বংস করার লক্ষ্যে যে পাল্টা সন্ত্রাস শুরু হয় -তা কী নামে পরিচিত ? 
উত্তর : শ্বেত সন্ত্রাস। 

৭৭. ফরাসি বিপ্লবে যোগদানকারী কয়েকজন নারীর নাম লেখ। 
উত্তর : মেরি আলম্প দ্য গুজ , এত্তাপালম , ম্যাডাম রোল্যান্ড - প্রমুখ। 

৭৮. অষ্টম বছরের সংবিধান কী ? 
উত্তর : ১৭৯৫ খ্রিস্টাব্দে আবে সিয়াসের নেতৃত্বে গঠিত নতুন সংবিধানটি - ' অষ্টম বছরের সংবিধান ' নামে পরিচিত।  

৭৯. জাতীয় কনভেনশনের কার্যকাল শেষ হওয়ার পর প্রচলিত শাসন - ব্যবস্থা কী নামে পরিচিত ? 
উত্তর : ডাইরেক্টরী। 

৮০. কোন দিন ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করেন ? 
উত্তর : ২৬শে আগস্ট ১৭৮৯ খ্রিস্টাব্দে। 

৮১. কে ফরাসি রাজনীতিকে বা রাজনৈতিক ব্যবস্থাকে '' রাজনৈতিক কারাগার '' বলে অভিহিত করেছেন ? 
উত্তর : ভলতেয়ার। 

৮২. বেগার শ্রমদান বা করভি ছিল - বাধ্যতামূলক / ইচ্ছামূলক। 
উত্তর : বাধ্যতামূলক। 

৮৩. কার নেতৃত্বে টেনিস কোর্টের শপথ গৃহীত হয় ? 
উত্তর : জিয়াত্যঁর। 

৮৪. অ্যাসাইনেট কী ? 
উত্তর : চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা আমানত রেখে অ্যাসাইনেট চালু করা হয় - যা ছিল একপ্রকার কাগজি মুদ্রা। 

৮৫. কোন দিনটিতে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা করা হয় ? 
উত্তর : ১৭৯৩ এর ১৭ই জুলাই। 

৮৬. বিশ্বকোষ রচনার সঙ্গে যুক্ত দুজনের নাম লেখ। 
উত্তর : ডেনিস ডিডেরো , ডি - অ্যালেমবার্ট। 

৮৭. আমার ইচ্ছাই আইন ( What I desire , is decree ) - কথাটি কে বলেছিলেন ? 
উত্তর : ষোড়শ লুই। 

৮৮. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন ? 
উত্তর : মন্টেস্কু। 

৮৯. কাকে ফরাসি বিপ্লবের জনক বলে মনে করা হয় ? 
উত্তর : রুশো। 

৯০. ষোড়শ লুই কত খ্রিস্টাব্দে সিংহাসনারোহন করেন ? 
উত্তর : ১৭৭৪ খ্রিস্টাব্দে। 

৯১. ষোড়শ লুই অর্থনৈতিক সংকট মোচনের জন্য কাকে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন ? 
উত্তর : তুর্গো। 

৯২. ব্যক্তি ও নাগরিকের অধিকারগুলির ঘোষণাপত্রকে ঐতিহাসিক ওলার কী বলে আখ্যা দিয়েছেন ? 
উত্তর : পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা। 

৯৩. নতুন সংবিধান অনুযায়ী সমগ্র ফ্রান্সকে ক'টি প্রদেশ বা ডিপার্টমেন্টে ভাগ করা হয় ? 
উত্তর : ৮৩ টি। 

৯৪. জননিরাপত্তা কমিটির অন্যতম সদস্য কে ছিলেন ? 
উত্তর : রোবসপিয়ের। 

৯৫. কোন যুদ্ধে ফ্রান্স প্রাশিয়া বাহিনীকে পর্যুদস্ত করে ? 
উত্তর : ১৭৯২ সালে ভামির যুদ্ধে। 

৯৬. সেন্স কী ? 
উত্তর : বাৎসরিক খাজনা।  


You May Also Like

0 comments