Class IX Geography 2nd chapter MCQ & SAQ : নবম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়।

by - February 19, 2023

নবম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়। 

Class IX Geography 2nd chapter MCQ & SAQ



নবম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়। 

Class IX Geography 2nd chapter MCQ & SAQ

নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায়ের ( Class IX Geography 2nd chapter MCQ & SAQ ) ছোট প্রশ্নগুলি প্রকাশ করা হল। প্রায় প্রতিটি পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে।      

১. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত ? 
Ans. ১৬৭৫ কিমি / ঘন্টা। 

২. পৃথিবীর আবর্তন গতির ফলে - জোয়ারভাটা সৃষ্টি হয়। ঠিক / ভুল।
Ans. ঠিক 

৩. পৃথিবীর আবর্তন গতির ফলে - ঋতু পরিবর্তন হয়। ঠিক / ভুল। 
Ans. ভুল 

৪. পৃথিবীর আবর্তন গতির ফলে - দিন ও রাত হয়। 
Ans. ঠিক 

৫. পৃথিবীর আবর্তন গতির ফলে - দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস - বৃদ্ধি হয়। ঠিক / ভুল। 
Ans. ভুল 

৬. নিরক্ষরেখায় দিনের দৈর্ঘ্য সর্বদা - ২৪ঘন্টা / ১২ঘণ্টা / ১৬ঘন্টা / ২২ ঘন্টা। 
Ans. ১২ ঘন্টা 

৭. কোন ফরাসি বিজ্ঞানী প্রথম প্যান্থিয়ান গির্জায় পৃথিবীর আবর্তন গতির অস্তিত্ব প্রমানের পরীক্ষা করেন ? 
Ans. ফুকো 

৮. কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ - ১৫৬৬ / ১৫৪৪ / ১৬৪৪ / ১৬৫ - কিমি / ঘন্টা। Ans. ১৫৪৪  - কিমি / ঘন্টা।

৯. দিন ও রাত্রি সংগঠিত হয় - আবর্তন / পরিক্রমণ - গতির জন্য। 
Ans. আবর্তন 

১০. ঋতু পরিবর্তন হয় - আবর্তন / পরিক্রমণ - গতির জন্য। 
Ans. পরিক্রমণ 

১১. দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস - বৃদ্ধি হয় - আবর্তন / পরিক্রমণ - গতির জন্য। 
Ans. পরিক্রমণ 

১২. পৃথিবীর মোট গতি ক'টি ও কী কী ? 
Ans. ২টি - আবর্তন ও পরিক্রমণ 

১৩. কোথায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি ? মেরু অঞ্চলে / নিরক্ষীয় অঞ্চলে / কর্কটক্রান্তি রেখায় / উত্তর মেরুতে।
Ans. নিরক্ষীয় অঞ্চলে 

১৪. পৃথিবীর আবর্তন গতি হঠাৎ থেমে গেলে আমরা - পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ - দিকে ছিটকে যাবো। 
Ans. পূর্ব 

১৫. সৌরদিনের তুলনায় নক্ষত্রদিন - ছোট হয় / বড় হয় / একই থাকে। 
Ans. ছোট হয়  

১৬. সৌরদিন ও নক্ষত্রদিনের পার্থক্য কত ?
Ans. ৩মিনিট ৫৬ সেকেন্ড 

১৭. পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হয়েছে - আবর্তন / পরিক্রমণ গতির জন্য।Ans. আবর্তন 

১৮. সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে - আবর্তন / পরিক্রমণ গতির জন্য। 
Ans. আবর্তন 

১৯. কোরিওলিস বলের কারণে বায়ুর গতিবিক্ষেপ ঘটে। ঠিক / ভুল। 
Ans. ঠিক 

২০. জোয়ার - ভাটা সংগঠিত হয় - আবর্তন / পরিক্রমণ গতির জন্য। 
Ans. আবর্তন 


২১. আবর্তন গতির অপর নাম কী ? 
Ans. আহ্নিক গতি। 

২২. ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে - ডানদিকে / বামদিকে / উভয়দিকে - বেঁকে যায়। 
Ans. ডানদিকে। 

২৩. কোন অঞ্চলে একটানা ৬ মাস দিন ও ৬ মাস রাত্রি থাকে ? 
Ans. মেরু অঞ্চলে। 

২৪. পৃথিবীর দুই মেরুতে আবর্তনের বেগ - প্রচন্ড বেশি / প্রায় শুন্য। 
Ans. প্রায় শুন্য। 

২৫. অহ্ন কথার অর্থ ____________________ । 
Ans. দিন 

২৬. কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম সূর্যকেন্দ্রিক মতবাদ প্রচার করেন ? 
Ans. আর্যভট্ট

২৭. মুখ্য জোয়ারের বিপরীত অবস্থানে তৈরী হয় - ভাটা / গৌণ জোয়ার। 
Ans. গৌণ জোয়ার। 

২৮. কোনো স্থানের বিপরীত অবস্থানকে বলে ____________________________ । 
Ans. প্রতিপাদ স্থান। 

২৯. সূর্যোদয় ও সূর্যাস্ত হয় - আবর্তন / পরিক্রমণ - গতির জন্য। 
Ans. আবর্তন। 

৩০. বিষুব কথার অর্থ কী ? 
Ans. সমান বা সমান দিন ও রাত্রি।   
 
৩১. অপসূর অবস্থান হল - ৩রা জানুয়ারী / ৪ঠা জুলাই / ২১শে জুন / ২৩শে সেপ্টেম্বর। 
Ans. ৪ঠা জুলাই।  

৩২. অনুসূর অবস্থান হল - ৩রা জানুয়ারী / ৪ঠা জুলাই / ২১শে জুন / ২৩শে সেপ্টেম্বর। 
Ans. ৩রা জানুয়ারী।  

৩৩. অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের দূরত্ব কত থাকে ? 
Ans. ১৫কোটি ২০লক্ষ কিমি।  

৩৪. অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের দূরত্ব কত থাকে ? 
Ans. ১৪কোটি ৭০লক্ষ কিমি। 

৩৫. পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ বেগ কমে যায় - অপসূর / অনুসূর - অবস্থানে। 
Ans. অপসূর। 

৩৬. পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ বেগ বেড়ে যায় - অপসূর / অনুসূর - অবস্থানে। 
Ans. অনুসূর। 

৩৭. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় - অপসূর / অনুসূর - অবস্থানে। 
Ans. অপসূর। 

৩৮. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হয় - অপসূর / অনুসূর - অবস্থানে। 
Ans. অনুসূর। 

৩৯. মকর সংক্রান্তি কোন দিন - ২১শে মার্চ / ২১শে জুলাই / ২২শে ডিসেম্বর / ২১শে জুন। Ans. ২২শে ডিসেম্বর। 

৪০. কর্কটসংক্রান্তি কোন দিন - ২১শে মার্চ / ২১শে জুলাই / ২২শে ডিসেম্বর / ২১শে জুন। Ans. ২১শে জুন।  


৪১. পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় কোন তারিখে ? ২১শে মার্চ ও ২১শে জুন / ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর / ২১শে মার্চ ও ২১শে জুলাই / ২২শে ডিসেম্বর ও ২১শে জুন। 
Ans. ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর 

৪২. জল বিষুব বা শরৎ বিষুব কবে ?  ২১শে মার্চ / ২১শে জুলাই / ২৩শে সেপ্টেম্বর / ২১শে জুন। 
Ans. ২৩শে সেপ্টেম্বর। 

৪৩. সারা বছর দিন ও রাত সমান হয় - নিরক্ষীয় অঞ্চলে / কর্কটক্রান্তি রেখায় / মকরক্রান্তি রেখায় / পৃথিবীর সর্বত্র। 
Ans. নিরক্ষীয় অঞ্চলে। 

৪৪. পৃথিবীর পরিক্রমণের গতিবেগ - ১০কিমি / ২০ কিমি / ৩০কিমি / ৯০কিমি - প্রতি সেকেন্ড। 
Ans. ৩০কিমি - প্রতি সেকেন্ড। 

৪৫. মহাবিষুব বা বসন্ত বিষুব কোন দিন - ২১শে মার্চ / ২১শে জুলাই / ২২শে ডিসেম্বর / ২১শে জুন। 
Ans. ২১শে মার্চ। 

৪৬. কোপারনিকাস - সূর্যকেন্দ্রিক / পৃথীবিকেন্দ্রিক - মতবাদের প্রবক্তা। 
Ans. সূর্যকেন্দ্রিক। 

৪৭. গতিসূত্রের আবিষ্কর্তা - কোপারনিকাস / গ্যালিলিও / নিউটন / টলেমি। 
Ans. নিউটন। 

৪৮. পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখা হল - ছায়াপথ / ছায়াবৃত্ত / গোধূলি / অপরাহ্ন। Ans. ছায়াবৃত্ত। 

৪৯. পৃথিবীর কক্ষপথের পরিধি __________________________ । 
Ans. ৯৬কোটি কিমি। 

৫০. পৃথিবীর পরিক্রমণ হল - ঘড়ির কাঁটার বিপরীতে / অভিমুখে। 
Ans. বিপরীতে। 

৫১. সূর্যের উত্তরায়ণ শুরু হয় - ২২শে ডিসেম্বর / ২১শে মার্চ / ২১শে জুন / ২৩শে সেপ্টেম্বর - এর পর। 
Ans. ২২শে ডিসেম্বর - এর পর। 

৫২. সূর্যের দক্ষিণায়ন শুরু হয় - ২২শে ডিসেম্বর / ২১শে মার্চ / ২১শে জুন / ২৩শে সেপ্টেম্বর - এর পর। 
Ans. ২১শে জুন - এর পর। 

৫৩. নিশীথ সূর্যের দেশ কোনটি ?
Ans. নরওয়ে। ( হ্যামারফেস্ট বন্দর ) 

৫৪. উত্তর অয়নান্ত বা - মকর সংক্রান্তি / কর্কটসংক্রান্তি। 
Ans. কর্কটসংক্রান্তি। 

৫৫. দক্ষিণ অয়নান্ত বা - মকর সংক্রান্তি / কর্কটসংক্রান্তি।
Ans. মকর সংক্রান্তি। 

৫৬. উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয় -  ২২শে ডিসেম্বর / ২১শে মার্চ / ২১শে জুন / ২৩শে সেপ্টেম্বর।
Ans. ২২শে ডিসেম্বর। 

৫৭. দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি হয় -  ২২শে ডিসেম্বর / ২১শে মার্চ / ২১শে জুন / ২৩শে সেপ্টেম্বর। 
Ans. ২২শে ডিসেম্বর। 

৫৮. পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয়না ? নিরক্ষীয় অঞ্চলে / ভূমধ্যসাগরীয় অঞ্চলে / মৌসুমী জলবায়ু অঞ্চলে / তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 
Ans. নিরক্ষীয় অঞ্চলে। 

৫৯. একটি অধিবর্ষ বছরে মোট দিন সংখ্যা - ৩৬৫ / ৩৬৬ / ৩৬৪ / ৩৯৫ - দিন। 
Ans. ৩৬৬  - দিন।

৬০. শতাব্দী বছর ( যেমন ২০০০ , ২১০০ ইত্যাদি ) গুলি অধিবর্ষ কি'না তা জানতে বছরগুলিকে কত দিয়ে ভাগ করতে হয় ? ৪ / ৪০ / ৪০০ / ৪০০০  
Ans. ৪০০ দিয়ে  


৬১. সূর্যের আপাত বার্ষিক গতিপথকে বলে - কক্ষপথ / ছায়াবৃত্ত / ছায়াপথ / রবিমার্গ। 
উত্তর : রবিমার্গ। 

৬২. Treatise On The Earth's Magnetism - গ্রন্থের লেখক - গ্যালিলিও / কোপারনিকাস / গিলবার্ট / নিউটন। 
উত্তর : গিলবার্ট। 

৬৩. কত বছর পর পর অধিবর্ষ হয় ? ২ / ৩ / ৪ / ৫ - বছর। 
উত্তর : ৪ বছর। 

৬৪. কোন দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক ? ৪ঠা জুলাই / ২২ ডিসেম্বর / ২৩শে সেপ্টেম্বর / ২১শে জুন। 
উত্তর : ৪ঠা জুলাই ( অপসূর অবস্থান ) । 

৬৫. কোন দিন সূর্য মকরক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয় ? ৪ঠা জুলাই / ২২ ডিসেম্বর / ২৩শে সেপ্টেম্বর / ২১শে জুন। 
উত্তর : ২২শে ডিসেম্বর। 

৬৬. উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল , দক্ষিণ গোলার্ধে তখন - শীতকাল / বর্ষাকাল / বসন্তকাল / শরৎকাল। 
উত্তর : শীতকাল। 

৬৭. সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে ক্ষীণ মৃদু আলো দেখা যায় , তাকে বলে - উষা / গোধূলি / অরোরা / জ্যোতিঃপুঞ্জ। 
উত্তর : গোধূলি। 

৬৮. সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে যে ক্ষীণ মৃদু আলো দেখা যায় , তাকে বলে - উষা / গোধূলি / অরোরা / জ্যোতিঃপুঞ্জ। 
উত্তর : উষা। 

৬৯. ২২শে ডিসেম্বর তারিখটি হল - কর্কটসংক্রান্তি / মকরসংক্রান্তি / অপসূর / অনুসূর। 
উত্তর : মকরসংক্রান্তি। 

৭০. সংক্রান্তি কথার অর্থ - মাসের প্রথম দিন / মাসের শেষ দিন / মাসের ঠিক মাঝের দিন / দিনের মিলন। 
উত্তর : মাসের শেষ দিন। 

৭১. নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ? সাড়ে ২৩ / সাড়ে ৬৬ / ৯০ / ১৮০ - ডিগ্রি। 
উত্তর : সাড়ে ২৩ ডিগ্রি। 

৭২. যে বছর ৩৬৬ দিনে হয় , সেই বছরকে বলে _____________________ । 
উত্তর : অধিবর্ষ বা লিপ ইয়ার। 

৭৩. সূর্যের আপাত দক্ষিণমুখী চলনকে বলে - উত্তরায়ণ / দক্ষিণায়ণ। 
উত্তর : দক্ষিণায়ন।   

৭৪. সূর্যের আপাত উত্তরমুখী চলনকে বলে - উত্তরায়ণ / দক্ষিণায়ণ।    
উত্তর : উত্তরায়ণ। 

৭৫. সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত কাল্পনিক রেখাকে বলে - নিরক্ষরেখা / আন্তর্জাতিক তারিখ রেখা / মেরুরেখা / মকরক্রান্তিরেখা। 
উত্তর : মেরুরেখা। 

৭৬. ছায়াবৃত্ত পৃথিবীকে সমান - ২ / ৩ / ৪ / ৫ - টি ভাগে ভাগ করে। 
উত্তর : ২ টি ভাগে। 

৭৭. De Revolutionibus - গ্রন্থটির লেখক কে ? গ্যালিলিও / কোপারনিকাস / গিলবার্ট / নিউটন। 
উত্তর : কোপারনিকাস। 

৭৮. নিজ অক্ষের চারদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে ? 
উত্তর : ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪৪ সেকেন্ড। 

৭৯. কোন দিন উত্তর অয়নান্ত দিবস ? 
উত্তর : ২১শে জুন। 

৮০. কোন দিন দক্ষিণ অয়নান্ত দিবস ? 
উত্তর : ২২শে ডিসেম্বর। 


৮১. কোন দেশে গভীর রাত্রেও সূর্য দেখা যায় ? আয়ারল্যান্ড / গ্রিনল্যান্ড / কানাডা / নরওয়ে। 
উত্তর : নরওয়ে। 

৮২. কাকে আধুনিক জ্যোতির্বিদ্যার জনক বলা হয় ?  গ্যালিলিও / কোপারনিকাস / গিলবার্ট / নিউটন। 
উত্তর : গ্যালিলিও। 

৮৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ? 
উত্তর : প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার কিমি। 

৮৪. কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে বা অভিমুখে সূর্যকে প্রদক্ষিণ করে ? 
উত্তর : শুক্র। 

৮৫. পৃথিবীর সর্বত্র আবর্তনের বেগ সমান নয় কেন ? 
উত্তর : পৃথিবীর অভিগত গোলক আকৃতির জন্য। 

৮৬. কোন সূত্র অনুসারে পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ুর গতিবিক্ষেপ ঘটে ? 
উত্তর : ফেরেলের সূত্র। 

৮৭. প্রতিদিন পূর্ব আকাশে সূর্যোদয় হয় ও পশ্চিম আকাশে সূর্যাস্ত হয়। এই ঘটনাকে কী বলে ? 
উত্তর : সূর্যের দৈনিক আপাত গতি। 

৮৮. পৃথিবীর কক্ষপথ যে কাল্পনিক নির্দিষ্ট তলে অবস্থান করে তাকে কী বলে ? 
উত্তর : কক্ষতল। 

৮৯. কোন সময়ে ছায়া সবচেয়ে ছোট হয় ? 
উত্তর : মধ্যাহ্ন বা দুপুর ১২ টা। 

৯০. ২৫শে ডিসেম্বর আমরা বড়দিন হিসাবে পালন করলেও প্রকৃত অর্থে বড়দিন কোনটি ? 
উত্তর : ২২ শে ডিসেম্বর। ওই দিন দক্ষিণ গোলার্ধে মকরসংক্রান্তি। অর্থাৎ সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে ২২শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। 


To be continued ..................

You May Also Like

0 comments