Class VII পাগলা গণেশ। MCQ

by - January 22, 2023

Class VII পাগলা গণেশ। MCQ 




পাগলা গণেশ। নাম  ...................................................................... তারিখ  ...........................

১.  পৃথিবীতে উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়েছে - চাঁদ , মঙ্গল ও শুক্রগ্রহে ল্যাবরেটরি স্থাপনের পর / মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর / নক্ষত্রপুঞ্জ আবিষ্কৃত হওয়ার পর। 

২. ৩৫৮৯ / ৩৫৯৮ / ৫৯৮৭ / ৯৮৫৩ - সালের মধ্যেই চাঁদ , মঙ্গল ও শুক্রগ্রহে ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। 

৩. সূর্যের আরও - দুটি / তিনটি / একটি / অনেকগুলো - গ্রহ আবিষ্কৃত হয়েছে। 

৪. এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল - তারা সকলেই মৃত / সকলকেই ল্যাবরেটরিতে রাখা আছে / সকলেই সশরীরে বর্তমান। 

৫. এক দেড়শো বছর ধরে - শিশুরা সকলেই কাঁদছে / শিশুদের কান্না কেউ শোনেনি / শিশুরা সকলেই হাসছে। 

৬. এখন - সাহিত্যচর্চা নিয়ে কেউ মাথা ঘামায় না / নাটক , সিনেমা বন্ধ / অলিম্পিক ও বিশ্বকাপ উঠে গেছে / সবগুলিই সঠিক। 

৭. পাগলা গণেশের বয়স - ২০ / ২০০ / ২০০০ / ২৫০ বছর। 

৮. সকলের মৃত্যু বন্ধ হয়ে গেল - মৃত-সঞ্জীবনী / জীবন সুধা / মৃত্যুঞ্জয় / সর্বরোগনাশক - টনিক আবিষ্কার হওয়ার পর। 

৯. পাগলা গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল ? সমুদ্রের অতলে / মঙ্গল গ্রহে / আন্তর্জাতিক স্পেস স্টেশনে / হিমালয়ের গিরি গুহায়। 

১০. কোনটি পাগলা গণেশ করেনি ? কবিতা লেখা / খেলাধূলা করা / গান গাওয়া / ছবি আঁকা। 

১১. গণেশের - তিন ছেলে এক মেয়ে / তিন মেয়ে এক ছেলে / তিন মেয়ে তিন ছেলে। 

১২. গণেশের বড় ছেলের বয়স - ২৫০ / ১৭৪ / ২৭৪ / ৩৭৭ বছর। 

১৩. গণেশের ছেলেমেয়েরা গণেশের কাছে আসেনি গত - একশো / দেড়শো / দুশো - বছর ধরে। 

১৪. গণেশের স্ত্রী কাজ করেন - ক্যালিফোর্নিয়া / ওয়াসিংটন / নিউইয়র্ক - মহাকাশ গবেষণাকেন্দ্রে। 

১৫. গণেশের স্ত্রী কোন নক্ষত্রপুঞ্জে চলে গেছেন - মিল্কিওয়ে / অ্যান্ড্রোমিডা / লোকাল ষ্টার গ্রূপ। 

১৬. আজ সকালে গণেশকে - গানে / খেলায় / কবিতায় / বিজ্ঞানে - পেয়েছে। 

১৭. ভাসমান পিপে থেকে নেমে এসেছিল - একদল বৈজ্ঞানিক / পুলিশম্যান / সমাজসেবী। 

১৮. গণেশ এককালে কলকাতায় কোন কলেজে পড়াতেন ? সিটি কলেজ / সায়েন্স কলেজ / প্রেসিডেন্সি কলেজ। 

১৯. গণেশ কোন বিষয় পড়াতেন ? মাইক্রো বায়োলোজি / মাইক্রো ইলেট্রনিক্স / মাইক্রো ফিজিক্স। 

২০. কোনটি পৃথিবীকে বাঁচানোর ওষুধ বা প্রেসক্রিপশন ? গণেশের - কবিতা / গান / বিজ্ঞানচর্চা। 

২১. একদিন গণেশের কাছে এল - মার্কিন প্রেসিডেন্ট / রাষ্ট্রপুঞ্জের মহাসচিব / ভারতের রাষ্ট্রপতি। 

২২. '' পৃথিবী যে উচ্ছন্নে গেল ! '' বক্তা - গণেশ / রাষ্ট্রপুঞ্জের মহাসচিব / পুলিশম্যান। 

২৩. '' দুনিয়াটা বেঁচে যাবে  ........ '' বক্তা -  গণেশ / রাষ্ট্রপুঞ্জের মহাসচিব / পুলিশম্যান।  

২৪. গল্পটি একটি - রূপকথা / বিজ্ঞানধর্মী / কল্পনাধর্মী / কল্পবিজ্ঞান - ধর্মী। 

২৫. গণেশের ছেলে মেয়েরা সকলেই - সাহিত্যিক / বিজ্ঞানী / সমাজসেবী / মহাবিশ্ব গবেষক।      

You May Also Like

0 comments