Class VI History 1st Chapter .

by - January 15, 2023

Class VI History 1st Chapter .

ষষ্ঠ শ্রেণী : ইতিহাস প্রথম অধ্যায়। MCQ , SAQ ও অন্যান্য প্রশ্ন। 



ষষ্ঠ শ্রেণী : ইতিহাস প্রথম অধ্যায়। MCQ , SAQ ও অন্যান্য প্রশ্ন। 

১. কোনটি সঠিক ক্রম ? শিলনোড়া , গ্রাইন্ডার মেশিন , হামানদিস্তা /   গ্রাইন্ডার মেশিন , হামানদিস্তা , শিলনোড়া / শিলনোড়া , হামানদিস্তা , গ্রাইন্ডার মেশিন। 
২. পক্ষীরাজ ঘোড়া হল একটি - ঐতিহাসিক বিষয় / বৈজ্ঞানিক সত্য / মানুষের কল্পনা। 
৩. মরুভূমি অঞ্চলের লোকেদের কাছে নদীর গুরুত্ব খুব বেশি। সত্য / মিথ্যা। 
৪. নদীর তীরবর্তী লোকেদের কাছে নদীর কোনো গুরুত্ব নেই। সত্য / মিথ্যা। 
৫. মরুভূমি অঞ্চলের লোকেদের কাছে - নদী / উট / জাহাজ / নৌকা - র গুরুত্ব খুব বেশি। 
৬. নদীর তীরবর্তী অঞ্চলের লোকেদের কাছে - উট / জাহাজ / নৌকা - র গুরুত্ব খুব বেশি। 
৭. ভারতে কোন রাজ্যে উট দেখা যায় ? 
৮. পশ্চিবঙ্গের যানবাহনের ইতিহাস আলোচনা করলে জানা যায় - নৌকা / উট / জাহাজ - এর কথা। 
৯. ধান চাষ বেশি হয় - পার্বত্য অঞ্চলে / সমতলে / উপকূলবর্তী অঞ্চলে। 
১০. ভারতের মানচিত্র - সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে / সর্বদা একই আছে। 
১১. ভারত শব্দের একটি অর্থ হল - রাজা __________________________ বংশধর। 
১২. বিন্ধ্য পর্বতের উত্তর দিকের অংশ হল - আর্যাবর্ত / দাক্ষিণাত্য। 
১৩. বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের অংশ হল - আর্যাবর্ত / দাক্ষিণাত্য। 
১৪. ভারতের প্রথম যাত্রীবাহী রেল কবে চালু হয় ? 
১৫. যুগ হল একটি - লম্বা সময় / মাঝারি সময় / ছোট সময়। 
১৬. মানুষ যখন শুধু তামার ব্যবহার জানতো তখন সেই সময়কে বলা হত - ব্রোঞ্জ যুগ / তাম্র যুগ / প্রস্তর যুগ / লৌহ যুগ। 
১৭. দ্রাবিড় দেশ বলা হত - আর্যাবর্ত / দাক্ষিণাত্য - কে। 
১৮. শ্রেষ্ঠ কুষাণ সম্রাট কে ছিলেন ? 
১৯. কে শকাব্দ চালু করেন ? 
২০. কবে শকাব্দ চালু হয় ? 
২১. কে গুপ্তাব্দ চালু করেন ? 
২২. কে , কবে হর্ষাব্দ চালু করেন ? 
২৩. যীশুর জন্মের পূর্ববর্তী সময়কাল হল - খ্রিস্টাব্দ / খ্রিস্টপূর্বাব্দ। 
২৪. যীশুর জন্মের পরবর্তী সময়কাল হল - খ্রিস্টাব্দ / খ্রিস্টপূর্বাব্দ। 
২৫. দশ বছর = শতাব্দ / সহস্রাব্দ / দশক / দশাব্দ। 
২৬. প্রত্ন কথার অর্থ হল - পুরোনো / প্রেত / প্রত্নতাত্ত্বিক / নতুন। 
২৭. কোন প্রশস্তি থেকে সম্রাট সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় ? 
২৮. ভারতে কোন দুটি স্থানের গুহাচিত্র বিখ্যাত ? 
২৯. ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হল ____________________ সাহিত্য। 
৩০. হর্ষচরিত কার লেখা ? 


GRPUP : B 

১. নদীমাতৃক সভ্যতা কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
২. ভারতীয় উপমহাদেশ কাকে বলে ? [২] 
৩. আর্যাবর্ত ও দাক্ষিণাত্য কাকে বলে ? [২] 
৪. যুগ কাকে বলে ? [২] 
৫. প্রাক - ইতিহাস , প্রায় ইতিহাস ও ইতিহাস কাকে বলে ? [১+১+১] 
৬. জাদুঘর কাকে বলে ? উদাহরণ দাও। [২+১] 
৭. প্রত্নতাত্ত্বিক কাদের বলে ? [২] 

      

You May Also Like

0 comments