পঞ্চম শ্রেণী : আমাদের পরিবেশ : প্রথম অধ্যায় : মানবদেহ। প্রশ্নপত্র।

by - January 15, 2023

পঞ্চম শ্রেণী : আমাদের পরিবেশ : প্রথম অধ্যায় : মানবদেহ। প্রশ্নপত্র।  




পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় মানবদেহ থেকে সকলপ্রকার প্রশ্ন আলোচনা করা হল। প্রতিটি টপিক ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। প্রশ্নগুলি ছাত্রছাত্রীদের বিশেষভাবে কাজে লাগবে। শ্রদ্ধেয় শিক্ষক - শিক্ষিকাগণও প্রশ্নপত্র তৈরির সময় নিম্নলিখিত প্রশ্নগুলিকে সংযোজিত করতে পারেন।  

শরীরের বর্ম :- [ পৃষ্ঠা ১ ] 

১. গন্ডারের চামড়া - পাতলা / পুরু / মাঝারি। 
২. আমাদের শরীরের বর্ম - চোখ / কান / চামড়া / মাথা। 
৩. ত্বক - কে কেন শরীরের বর্ম বলা হয় ? 

ত্বক কোথায় পাতলা , কোথায় পুরু :- [ পৃষ্ঠা ২ ] 

৪. পায়ের তলার চামড়া - পাতলা / পুরু। 

ত্বকের উপর - নীচ :- [ পৃষ্ঠা ৩ ] 

৫. কীভাবে ফোসকা পড়ে ? 

কোঁকড়ানো আর কালো :- [ পৃষ্ঠা ৪ ] 

৬. কোন উপাদানের প্রভাবে চামড়ার রং কালো হয় ? 
৭. মেলানিন কীভাবে আমাদের রক্ষা করে ? 
৮. ত্বকে রোদ লাগলে ভিটামিন - এ / বি / সি / ডি - তৈরী হয়। 
৯. ঘামে কী কী উপাদান থাকে ? 
১০. খুব ঘাম হলে কী খাওয়া উচিত ? 

চুলের সাতকাহন :- [ পৃষ্ঠা ৫ ] 

১১. লোম , চুল , আঁশ , পালক - এগুলি কীভাবে আমাদের উপকার করে ? 
১২. বয়স বাড়লে মেলানিন তৈরী - বেড়ে যায় / কমে যায় / একই থাকে। 


শজারুর কাঁটা :- [ পৃষ্ঠা ৬ ] 

১৩. গন্ডারের খড়্গ আসলে কী ? 
১৪. শজারুর কাঁটা আসলে কী ?    

নখের নীচে রক্ত :- [ পৃষ্ঠা ৭ ] 

১৫. নখের একটি উপকারিতা লেখ। 
১৬. নখ ফেটে যাওয়ার কারণ কী ? 
১৭. নখ পরিষ্কার না রাখলে কী ক্ষতি হতে পারে ?  

নরম নরম থাবার নীচে লুকানো তার নখ :- [ পৃষ্ঠা ৮ ] 

১৮. নখ সূঁচালো হয় - তৃণভোজীদের / শিকারি পশু - পাখিদের / সকলের। 
১৯. নখের যত্ন না নিলে কী কী ক্ষতি হয় ? 
২০. চুলের যত্ন না নিলে কী কী ক্ষতি হয় ? 

ছোট বড় হাড়ের কথা :- [ পৃষ্ঠা ১০ ] 

২১. মানুষের হাড় সবগুলোই - এক মাপের / এক মাপের নয়। 

অস্থিসন্ধির হিসেবনিকেশ :- [ পৃষ্ঠা ১১ ] 

২২. হাড় হল - অস্থি / সন্ধি। 
২৩. জোড় হল - অস্থি / সন্ধি। 
২৪. হাড়ের জোড়কে বলে - অস্থি / সন্ধি / অস্থিসন্ধি। 
২৫. হাড়গুলির নাম লেখ। 
(ক ) কনুই থেকে কবজি = 
(খ ) কাঁধ থেকে কনুই = 
(গ ) মেরুদন্ড = 
(ঘ ) কোমর থেকে হাঁটু = 
(ঙ ) হাঁটুর নীচ থেকে গোড়ালি = 
২৬. হাড়গুলো অস্থিসন্ধিতে কী দিয়ে জোড়া লাগানো থাকে ? 
২৭. অস্থি মজবুত করার জন্য - ভিটামিন / ক্যালসিয়াম / প্রোটিন - দরকার। 
২৮. কোন কোন খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায় ? 


পেশি নিয়ে কিছু কথা :- [ পৃষ্ঠা ১২ ] 

২৯. কাজ করার সময় হাড়কে সাহায্য করে - রক্ত / পেশি / নখ / চুল। 
৩০. কেঁচোর দেহের বেশিরভাগটাই - হাড় / লোম / পেশি। 
৩১. পাখির - মুখের / ডানার / পায়ের - পেশির খুব জোর। 
৩২. জিভ একটি - হাড় / অস্থি / পেশি / সন্ধি। 

স্টেথোস্কোপে শোনা :- [ পৃষ্ঠা ১৩ ] 

৩৩. সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে - হৃদপিন্ড / লিভার / কিডনি / ফুসফুস। 
৩৪. সারা শরীরে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় - রক্ত / পেশি / অস্থি। 
৩৫. হৃদপিন্ডের স্পন্দন শোনার যন্ত্রের নাম কী ? 

বাতাসে ওড়ে জীবাণু :- [ পৃষ্ঠা ১৪ ] 

৩৬. যক্ষা বা টিবি রোগ শরীরের কোন অঙ্গে বেশি হয় ? 
৩৭. যক্ষা রোগের লক্ষণগুলো কী কী ? 
৩৮. যক্ষা রোগ কীভাবে ছড়ায় ? 
৩৯. যক্ষা রোগের চিকিৎসার নাম কী ? 
৪০. যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয় ১০০ / ১২০ / ১৩০ / ১৬০ - বছর আগে। 

জলের সঙ্গে জীবাণু :- [ পৃষ্ঠা ১৫ ] 

৪১. বিসিজি টিকা কেন দেওয়া হয় ? 
৪২. ORS কখন খেতে হয় ? 
৪৩. বাড়িতে কীভাবে ORS তৈরী করা যায় ? 
৪৪. কোনটি বায়ুবাহিত ও কোনটি জলবাহিত তা লেখ। 
(ক ) টাইফয়েড। [ বায়ুবাহিত / জলবাহিত ] 
(খ ) পোলিও [ বায়ুবাহিত / জলবাহিত ] 
(গ ) নিউমোনিয়া [ বায়ুবাহিত / জলবাহিত ] 
(ঘ ) অ্যালার্জি [ বায়ুবাহিত / জলবাহিত ] 
(ঙ ) কৃমিঘটিত রোগ [ বায়ুবাহিত / জলবাহিত ] 
(চ ) মাম্পস [ বায়ুবাহিত / জলবাহিত ] 
(ছ ) বাত [ বায়ুবাহিত / জলবাহিত ] 
(জ ) জল বসন্ত   [ বায়ুবাহিত / জলবাহিত ] 

কেমনভাবে স্টেথোস্কোপ এল ? [ পৃষ্ঠা ১৮ ] 

৪৫. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন ?               

 

You May Also Like

0 comments