Class VII History 1st Chapter MCQ & SAQ Question Paper.

by - January 22, 2023

Class VII History 1st Chapter MCQ & SAQ Question Paper.

সপ্তম শ্রেণী : ইতিহাস প্রথম অধ্যায় : প্রশ্নপত্র। 


Class VII History 1st Chapter MCQ & SAQ Question Paper.

সপ্তম শ্রেণী : ইতিহাস প্রথম অধ্যায় : প্রশ্নপত্র। 

পূর্ণমান ২০ সময় ৪০ মিনিট। 

GROUP : A [১০]
১. সকলোত্তরপথনাথ উপাধিটি কার ? 
২. বখতিয়ার খলজি কার সেনাপতি ছিলেন ? 
৩. কে প্রথম ' ইন্ডিয়া ' নামটি ব্যবহার করেছিলেন ? 
৪. কার গ্রন্থে ' হিন্দুস্তান ' শব্দটির দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে ? 
৫. আদি - মধ্যযুগ হল - প্রাচীন যুগের শেষের দিকটা / মধ্যযুগের শেষের দিকটা / প্রাচীন যুগের শেষ ও মধ্যযুগের শুরুর অন্তর্বর্তী সময় / কোনোটিই নয়। 
৬. তাজমহল কে বানিয়েছিলেন ? 
৭. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল _________________ দের কাছ থেকে। 
৮. বাবর একজন - মোগল সম্রাট / সুলতানি শাসক / রাজপুত শাসক। 
৯. মধ্যযুগে ধর্ম প্রচারের মাধ্যম ছিল - ইন্টারনেট / সংবাদপত্র / সাধারণ মানুষের মুখের ভাষা। 
১০. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম সম্রাট কে ? 

GROUP : B [১০]
১. আদি - মধ্যযুগ কাকে বলে ? [২] 
২. ইতিহাসের উপাদান কাকে বলে ? উদাহরণ দাও। [২] 
৩. যুগ কাকে বলে ? ভারতের ইতিহাসকে ক'টি ভাগে ভাগ করা যায় ও কী কী ? [২]
৪. ক্রম - অনুসারে মোগল সম্রাটদের নাম লেখ। [২]   
৫. সুলতানি ও মোগল যুগে 'বিদেশি ' কাদের বলা হত ? [২] 

You May Also Like

0 comments