পঞ্চম শ্রেণী : বাংলা : এতোয়া মুন্ডার কাহিনী।

by - February 24, 2023

পঞ্চম শ্রেণী : বাংলা : এতোয়া মুন্ডার কাহিনী। 



পঞ্চম শ্রেণী : বাংলা : এতোয়া মুন্ডার কাহিনী। 

নাম :                                                                                     তারিখ :                            

পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের এতোয়া মুন্ডার কাহিনী পাঠ্যাংশ থেকে কিছু প্রশ্ন প্রকাশিত হল। তবে এটি একসেট প্রশ্নমাত্র। বিদ্যালয়ের পরীক্ষার জন্য পাঠ্যাংশ যথার্থভাবে পড়ার ও অনুশীলনীর প্রশ্নোত্তর যথার্থভাবে অভ্যাস করতে হবে। 

১. গল্পটি কার লেখা ? 
২. গ্রামটার নাম ______________________ ।
৩. মোতিবাবুর পূর্বপুরুষেরা জমিদার / নায়েব / পুলিশ / ডাকাত - ছিলেন। 
৪. আদিবাসী গ্রামটির নাম - 
৫. আদিবাসীরা হেরে গেল। তার দুটি কারণ হল - 
৬. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা - 
৭. গাঁয়ের বুড়ো সর্দারের নাম - 
৮. মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করতে চেয়েছিলেন কে ? 
৯. হুল কথাটি - সাঁওতাল / মুন্ডা - বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। 
১০. উলগুলান কথাটি - সাঁওতাল / মুন্ডা - বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। 
১১. ডুলং নদীকে আদিবাসীরা কী বলে ডাকতো ? 
১২. হাতিঘরের দেবীর নাম কী ? 
১৩. পূজা করে - সাঁওতাল / লোধা / মুন্ডা - পুরোহিত। 
১৪. এতোয়াদের গ্রামের নাম কী ? 
১৫. ডুলং নদী কোন নদীতে গিয়ে মিশেছে ? 
১৬. এতোয়া জন্মেছিল - সোমবার / বুধবার / রবিবার / শুক্রবার। 
১৭. সোমবার জন্মালে এতোয়ার নাম কী হত ? 
১৮. এতোয়ার ঠাকুর্দার নাম কী ? 
১৯. অন্ধ মানুষ - মঙ্গল মুন্ডা / ভজন ভুক্তা / লোধা পুরোহিত। 
২০. ইস্কুলের মাস্টার - সাঁওতাল / লোধা / মুন্ডা। 

 

You May Also Like

0 comments