ষষ্ঠ শ্রেণি : পরিবেশ ও বিজ্ঞান : প্রথম অধ্যায় ; Class VI Science : 1st Chapter

by - February 21, 2023

ষষ্ঠ শ্রেণি : পরিবেশ ও বিজ্ঞান : প্রথম অধ্যায় ; 

Class VI Science : 1st Chapter 




ষষ্ঠ শ্রেণি : পরিবেশ ও বিজ্ঞান : প্রথম অধ্যায় ; 

Class VI Science : 1st Chapter 

ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন প্রকাশিত হল। শিক্ষার্থীরা প্রশ্নগুলি অনুশীলন করলে উপকৃত হবে। এছাড়াও শ্রদ্ধেয় শিক্ষক - শিক্ষিকা গণও ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্নপত্র তৈরির সময় প্রশ্নগুলিকে সংযোজিত করতে পারেন। 

নাম :                                                 তারিখ :                            পূর্ণমান : ৪৮           

১. খাদ্যের জন্য মানুষ - শুধু গাছের উপর নির্ভর করে / শুধু প্রাণীর উপর নির্ভর করে / গাছ ও প্রাণী উভয়ের উপর নির্ভর করে / কারো উপর নির্ভর করে না। [১]
২. পাহাড়ি অঞ্চলে কী দিয়ে বাড়িঘর তৈরি হয় ? [১]
৩. কাপড় > সুতো >  ? [১]
৪. দড়ি তৈরী হয় ________________________ থেকে। [১]
৫. কাগজ মূলত তৈরী হয় _______________________ থেকে। [১]
৬. পালিশ করার জন্য যে রজন ব্যবহৃত হয় তা পাওয়া যায় কোন গাছ থেকে। [১]
৭. ম্যালেরিয়ার ওষুধ তৈরী হয় কী থেকে ? তা পাওয়া যায় কোন গাছ থেকে ? [১+১]
৮. আমরা শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করি ও কোন গ্যাস ত্যাগ করি ? [১+১]
৯. পরিবেশে কিভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে ? [২]
১০. পরাগমিলন কাকে বলে ? [২]
১১. কোনো পাখি বা প্রাণী কীভাবে উদ্ভিদের বিস্তারে সাহায্য করে ? [২]
১২. চোরকাঁটা হল একধরণের - গাছ / কাঁটা / ফল / সবগুলিই। [১]
১৩. ধানক্ষেতে কী চাষ করলে জমিতে সারের প্রয়োজন হয়না ? [১]
১৪. মিথোজীবিতা কাকে বলে ? [১]
১৫. একটি মাংসাশী ও একটি তৃণভোজী প্রাণীর নাম লেখ। [১+১]


১৬. উকুন আসলে কী ? এদের খাদ্য কী ? [১+১]
১৭. পরজীবী কাকে বলে ? উদাহরণ দাও। [১+১]
১৮. একটি পরজীবী উদ্ভিদের নাম কর। [১]
১৯. যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে ? [১]
২০. ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে ? [১]
২১. ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে ? [১]
২২. আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে ? [১]
২৩. আমরা মধু সংগ্রহ করি কোথা থেকে ? [১]
২৪. সুতো কী থেকে তৈরী হয় ? [১]
২৫. রেশম গুটি চাষের জন্য বিখ্যাত কোন জেলা ? [১]
২৬. যকৃতের তেলে কোন কোন ভিটামিন থাকে ? [১]
২৭. কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ? [১]
২৮. কাকে ঝাড়ুদার পাখি বলে ? [১]
২৯. এমন দুটি পাখির নাম কর , যারা মৃত জীবদেহ খেয়ে পরিবেশ পরিছন্ন রাখে।  [১]
৩০. কোন দুটি প্রাণী পরিবহণে সাহায্য করে ? [১]
৩১. এখন চাষের কাজে পশুদের জায়গা নিয়েছে _________________________ । [১]
৩২. গরু কীভাবে চাষের কাজে সাহায্য করে ? [২]
৩৩. দইয়ের সাজায় যে জীবাণু থাকে তার পোশাকি নাম কী ? [১]
৩৪. দইয়ের সাজায় যে জীবাণু থাকে তা আসলে - ব্যাকটেরিয়া / ভাইরাস / ছোট ছোট প্রাণী। [১]
৩৫. বিভিন্ন ব্যাকটেরিয়া দুধে কোন অ্যাসিড তৈরী করে ? [১]
৩৬. কোন অ্যাসিডের সাহায্যে দুধ দইয়ে পরিণত হয় ? [১]
৩৭. পাউরুটি তৈরী করতে কোন এককোষী ছত্রাক প্রয়োজন হয় ? [১]
৩৮. ইস্ট কীভাবে পাউরুটি তৈরিতে সাহায্য করে ? [২] 

You May Also Like

0 comments