নবম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায়। MCQ , SAQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Class IX History 4th Chapter MCQ & SAQ

by - February 25, 2023

নবম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায়। MCQ , SAQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

Class IX History 4th Chapter MCQ & SAQ 



নবম শ্রেণী : ইতিহাস : চতুর্থ অধ্যায়। MCQ , SAQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

Class IX History 4th Chapter MCQ & SAQ 

নবম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ , SAQ ও অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশিত হল। প্রায় সকল পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে যত প্রশ্ন হওয়া সম্ভব - সেগুলিকে সংযোজিত করা হয়েছে। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।   

১. আধুনিককালে ইউরোপে অন্যতম প্রধান তিনটি ঘটনা কী কী ? 
উত্তর : শিল্প বিপ্লব , উপনিবেশবাদ , সাম্রাজ্যবাদ। 

২. শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় দেখা যায় ? 
উত্তর : ইংল্যান্ড। 

৩. কে প্রথম শিল্প বিপ্লব শব্দটি প্রয়োগ করেন ? 
উত্তর : ফ্রেডারিক এঙ্গেলস। 

৪. কে , কোন গ্রন্থে প্রথম শিল্প বিপ্লবের সংজ্ঞা প্রদান করেন ? 
উত্তর : কার্ল মার্কস তাঁর ' দাস ক্যাপিটাল ' গ্রন্থে। 

৫. ঘেটো কী ? 
উত্তর : ঘেটো হল শিল্প বিপ্লব কালে শহরের ছোট অঞ্চল। এই অঞ্চলে সাধারণতঃ দরিদ্র শ্রমিক শ্রেণী বা নির্দিষ্ট সম্প্রদায় বাস করত। এটি মূলতঃ শহরের সবচেয়ে সবচেয়ে বেশি দরিদ্র ও দুর্দশাগ্রস্থ অঞ্চল। আগে এখানে ইহুদিদের বসবাস ছিল। 

৬. উড়ন্ত মাকু বা ফ্লায়িং শাটল - এর আবিষ্কর্তা কে ? 
উত্তর : জন কে। 

৭. ব্লাস্ট ফার্নেস এর আবিষ্কর্তা কে ? 
উত্তর : জন স্মিটন। 

৮. স্পিনিং জেনি - র আবিষ্কর্তা কে ? 
উত্তর : জেম্স হারগ্রিভস। 

৯.বাস্প চালিত ইঞ্জিনের আবিষ্কর্তা কে ? 
উত্তর : জেম্স ওয়াট। 

১০. ওয়াটার ফ্রেম - এর আবিষ্কর্তা কে ? 
উত্তর : রিচার্ড আর্করাইট। 

১১. পাওয়ার লুম - এর আবিষ্কর্তা কে ? 
উত্তর : অ্যাডমন্ড কার্টরাইট। 

১২. সেফটি ল্যাম্প - এর আবিষ্কর্তা কে ? 
উত্তর : হামফ্রি ডেভি। 

১৩. ওয়াটার ফ্রেম যন্ত্র দিয়ে কী করা হত ? 
উত্তর : সুতো কাটা হত। 

১৪. ওয়াটার ফ্রেম যন্ত্র কিসের দ্বারা চালিত হত ? 
উত্তর : জলশক্তির দ্বারা। 

১৫. ব্লাস্ট ফার্নেস কী কাজে লাগতো ? 
উত্তর : লোহা গলানোর কাজে। 

১৬. সেফটি ল্যাম্প কী কাজে ব্যবহৃত হত ? 
উত্তর : খনি গর্ভে নিরাপত্তার জন্য। 

১৭. শিল্প বিপ্লবের ফলে সমাজে তৈরী হওয়া নতুন শ্রেণী বিভাজনটি কীরূপ ছিল ? 
উত্তর : শ্রমিক ও মালিক শ্রেণী। 

১৮. ইংল্যান্ডবাসীর নাগরিক জীবনের পরিচয় কোন গ্রন্থে পাওয়া যায় ? 
উত্তর : চার্লস ডিকেন্স - এর ' ডেভিড কপারফিল্ড ' ও ' অলিভার টুইস্ট ' নামক উপন্যাসে। 

১৯. রাশিয়ার নাগরিক জীবনের পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে ? 
উত্তর : ম্যাক্সিম গোর্কির ' দ্য মাদার ' উপন্যাসে। 

২০. শিল্প বিপ্লবের পর ভূস্বামী ও অভিজাত শ্রেণীর স্থান দখল করে কারা ? 
উত্তর : পুঁজিবাদী শ্রেণী। 


২১. কোথায় , কবে প্রথম ফ্যাক্টরি প্রথা চালু হয়েছিল ? 
উত্তর : ১৭৫০ এর দশকে , ইংল্যান্ডে। 

২২. কবে , কোথায় কারখানা আইন চালু হয় ? 
উত্তর : ১৮৩৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য। 

২৩. ইউটোপীয় ( Utopian ) বলতে কী বোঝ ? 
উত্তর : কার্ল মার্কসের পূর্ববর্তী সমাজবাদী ভাবনা ইউটোপীয় অর্থাৎ অবাস্তব বা কাল্পনিক সমাজবাদ নামে পরিচিত। 

২৪. কারা সর্বহারাদের শাসন প্রতিষ্ঠার কথা বলেন ? 
উত্তর : কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস। 

২৫. সমাজবাদের বিপরীতধর্মী মতবাদটি কী ? 
উত্তর : নৈরাজ্যবাদ। 

২৬. কাকে নৈরাজ্যবাদের জনক বলা হয় ? 
উত্তর : জোসেফ প্রুডো। 

২৭. ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু নামে পরিচিত ছিলেন কে ? 
উত্তর : হেনরি সাঁ সিমোঁ। 

২৮. ফরাসি সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয় ? 
উত্তর : হেনরি সাঁ সিমোঁ।

২৯. '' The New Christianity '' - গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : হেনরি সাঁ সিমোঁ।

৩০. আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয় ? 
উত্তর : কার্ল হেইনরিক মার্কস। 

৩১. কারা , কবে কমিউনিস্ট ইস্তাহার ( Communist Manifesto ) প্রকাশ করেন ? 
উত্তর : ১৮৪৮ সালে কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস। 

৩২. কমিউনিস্ট ম্যানিফেস্টো পূর্ণাঙ্গ গ্রন্থরূপে কী নামে প্রকাশিত হয় ? 
উত্তর : দাস ক্যাপিটাল। 

৩৩. কোন গ্রন্থকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় ? 
উত্তর : দাস ক্যাপিটাল। 

৩৪. '' সিভিল ওয়ার ইন ফ্রান্স '' - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : কার্ল মার্কস। 

৩৫. শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত পণ্য সামগ্রির বিক্রয়ের জন্য কী প্রয়োজন হয়ে পড়ে ? 
উত্তর : আন্তর্জাতিক বাজার। 

৩৬. বাজার গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই জন্ম হয় ___________________ এর। 
উত্তর : উপনিবেশ। 

৩৭. প্যারি কমিউন বলতে কী বোঝ ? 
উত্তর : প্যারিসের শ্রমিজীবি মানুষ ফ্রান্সের ফরাসি বুর্জোয়া সরকার এবং জার্মানদের ফ্রান্স অধিকারের বিরুদ্ধে যে অভ্যুত্থান ঘটায় তা প্যারি কমিউন নামে পরিচিত। 

৩৮. প্যারি কমিউনের প্রেক্ষাপটে লেখা বিখ্যাত গ্রন্থ কোনটি ? 
উত্তর : কার্ল মার্কস লিখিত '' সিভিল ওয়ার ইন ফ্রান্স ''। 

৩৯. টার্নপাইক ট্রাস্ট কী ? 
উত্তর : সপ্তদশ শতকে ব্রিটেনের রাস্তার উন্নতির জন্য বিভিন্ন স্থানে টার্নপাইক ট্রাস্ট গঠিত হয়।    

৪০. কোন সময়কালকে ব্রিটেনে '' রেলপথ উন্মাদনা '' হিসাবে চিহ্নিত করা হয় ? 
উত্তর : ১৮৪৩ - ৪৪ খ্রিস্টাব্দ। 


৪১. কে , কবে রেল - ইঞ্জিন আবিষ্কার করেন ? 
উত্তর : স্টিফেনসন , ১৮২৫ খ্রিস্টাব্দে। 

৪২. ফ্রান্সে প্রথম রেলপথের সূচনা কবে ঘটে ? 
উত্তর : ১৮২৭ খ্রিস্টাব্দে। 

৪৩. ফ্রান্সের রেল - ব্যবস্থায় যাত্রী পরিবহন কবে শুরু হয় ? 
উত্তর : ১৮৩৭ খ্রিস্টাব্দে। 

৪৪. রাশিয়ায় কবে রেলপথ প্রবর্তিত হয় ? 
উত্তর : ১৮৫১ সালে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো পর্যন্ত। 

৪৫. ব্রিটেনে কোন আইন দ্বারা সরকারের হাতে রেলপথ কেনার ক্ষমতা দেওয়া হয় ? 
উত্তর : গ্ল্যাডস্টোন আইন ১৮৪৪ 

৪৬. ইংল্যান্ডে খনিতে নারী শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য কোন কমিশন গঠিত হয় ? 
উত্তর : ১৮৪২ সালে পার্লামেন্টারি কমিশন। 

৪৭. কে নীলনদের উপর আসোয়ান বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন ? 
উত্তর : মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের। 

৪৮. কে , কবে সুয়েজখাল জাতীয়করণ করেন ? 
উত্তর : ২৬শে জুলাই ১৯৫৬ , নাসের। 

৪৯. কে টেলিগ্রাফ আবিষ্কার করেন ? 
উত্তর : ১৮০৯ খ্রিস্টাব্দে স্যামুয়েল এফ বি মোর্স। 

৫০. Semaphore কী ? 
উত্তর : চাক্ষুষ সংবাদ পাঠানোর কৌশল।  

৫১. ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে কে পরিচিত ? 
উত্তর : রবার্ট আওয়েন। 

৫২. ১৭৫০ খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে ক'টি শহর ছিল ও কী কী ? 
উত্তর : ২টি - লন্ডন ও এডিনবরা। 

৫৩. শিল্প বিপ্লবের ফলে কোন দুটি সামাজিক শ্রেণীর জন্ম হয় ? 
উত্তর : মালিক ও শ্রমিক শ্রেণী। 

৫৪. সমাজতন্ত্রী কাদের বলা হয় ? 
উত্তর : যাঁরা শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা বৈষম্যমূলক শাসন ব্যবস্থার বিরোধিতা করেছেন - সাধারণভাবে তাঁদের সমাজতন্ত্রী বলা হয়। যেমন - হেনরি সাঁ সিমোঁ , শার্ল ফুরিয়র , কার্ল মার্কস , ফ্রেডারিক এঙ্গেলস - প্রমুখ। 

৫৫. কে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে '' শ্রেণী শোষণের যন্ত্র '' বলেছেন ? 
উত্তর : কার্ল মার্কস। 

৫৬. সর্বপ্রথম রেল চলাচল শুরু হয় কোন দেশে ? 
উত্তর : ইংল্যান্ডে। এইসময় রেল ছিল ঘোড়ায় টানা। এরপর ইঞ্জিনে টানা রেল চলাচল শুরু করে ১৮২৫ খ্রিস্টাব্দে। 

৫৭. কোন দুই জলভাগকে যুক্ত করেছে সুয়েজ খাল ? 
উত্তর : ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 

৫৮. উন্নত মানের টেলিগ্রাফ কে তৈরী করেন ? 
উত্তর : টমাস আলভা এডিসন। 

৫৯. কবে সুয়েজ খাল ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় ? 
উত্তর : ১৮৬৯ খ্রিস্টাব্দে। 

৬০. চীন - জাপান যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় ? 
উত্তর : ১৮৯৫ খ্রিস্টাব্দে। 


৬১. কোন সময়কালকে '' সাম্রাজ্যবাদের যুগ '' হিসাবে চিহ্নিত করা হয় ? 
উত্তর : ১৮৭০ - ১৯১৪ খ্রিস্টাব্দে। 

৬২. প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ কর। 
উত্তর : ১৯১৪ - ১৯১৮ খ্রিস্টাব্দ। 

৬৩. গ্রেভ - নট কী ? 
উত্তর : জার্মানি ও ব্রিটিশ নৌ - বাহিনী কর্তৃক নির্মিত একটি যুদ্ধজাহাজ। 

৬৪. কোন জার্মান শাসক সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন ? 
উত্তর : জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। 

৬৫. প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে গঠিত হওয়া প্রধান পরস্পরবিরোধী শক্তিজোট দুটি কী কী ? 
উত্তর : ত্রিশক্তি চুক্তি ( ট্রিপল অ্যালায়েন্স ) ও ত্রিশক্তি মৈত্রী ( ট্রিপল আঁতাঁত ) । 

৬৬. কোন কোন রাষ্ট্র ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গঠন করে ? 
উত্তর : ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি , অস্ট্রিয়া ও ইতালি। 

৬৭. কোন কোন রাষ্ট্র ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাঁত গঠন করে ? 
উত্তর : ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড , ফ্রান্স ও রাশিয়া। 

৬৮. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ? 
উত্তর : সেরাজোভো হত্যাকান্ড। 

৬৯. কোন দিন কোন ঘটনার মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে ? 
উত্তর : ২৮শে জুলাই ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলে। 

৭০. সেডানের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় ? 
উত্তর : ১৮৭০ খ্রিস্টাব্দে। 

৭১. প্রথম বলকান যুদ্ধের কবে সূচনা ঘটে ? 
উত্তর : ১৯১২ খ্রিস্টাব্দে। 

৭২. দ্বিতীয় বলকান যুদ্ধের সূচনা কবে হয় ? 
উত্তর : ১৯১৩ খ্রিস্টাব্দে। 

৭৩. সেরাজেভো হত্যাকান্ড কবে অনুষ্ঠিত হয় ? 
উত্তর : ২৮শে জুন ১৯১৪ খ্রিস্টাব্দে। 

৭৪. The Breakup of China গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : চার্লস বেরেসফোর্ড। 

৭৫. কারা , কোন বন্দর দিয়ে সর্বপ্রথম চীনে প্রবেশ করে ? 
উত্তর : ষোড়শ শতকে পোর্তুগীজ বণিকগণ ম্যাকাও বন্দর দিয়ে। 

৭৬. কবে , কাদের মধ্যে নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ইংরেজ ও চীনের মাঞ্চু রাজাদের মধ্যে ২৯ শে আগস্ট ১৮৪২ খ্রিস্টাব্দে। 

৭৭. নানকিং এর সন্ধির প্রধান শর্ত কী ছিল ? 
উত্তর : ইংরেজরা হংকং বন্দর লাভ করে ও ক্যান্টন বন্দর সহ চীনের পাঁচটি বন্দর ইউরোপীয়দের জন্য খুলে দেওয়া হয়। 

৭৮. কারা চীনে ' অতিরাষ্ট্রীক অধিকার ' লাভ করে ? 
উত্তর : ব্রিটিশরা। 

৭৯. দ্বিতীয় আফিম যুদ্ধ ( অফিহেন যুদ্ধ ) কবে , কাদের মধ্যে অনুষ্ঠিত হয় ? 
উত্তর : ১৮৫৬ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মিলিত বাহিনীর সঙ্গে চীনের। এই যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ - চীন যুদ্ধ নামেও পরিচিত। 

৮০. কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ - চীন যুদ্ধ বা দ্বিতীয় আফিম যুদ্ধের অবসান ঘটে ? 
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে টিয়েনসিন - এর সন্ধি দ্বারা। 


৮১. টিয়েনসিন এর সন্ধির প্রধান শর্ত কী ছিল ? বা টিয়েনসিন এর সন্ধির ফল কী হয়েছিল ?  
উত্তর : চীনের ১১ টি বন্দর বিদেশি বণিকদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। 

৮২. কবে , কাদের মধ্যে শিমোনোশেকির সন্ধি স্বাক্ষরিত হয় ? 
উত্তর : ১৭ই এপ্রিল ১৮৯৫ খ্রিস্টাব্দে ; চীন ও জাপানের মধ্যে। 

৮৩. চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা কে ? 
উত্তর : জন হে। 

৮৪. ' হে ডকট্রিন ' কী ? বা , মুক্তদ্বার নীতি কী ? 
উত্তর : মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে চীনের বাণিজ্য ক্ষেত্রে সকল বিদেশি রাষ্ট্রের সমান অধিকার দাবী করেন। একেই হে ডকট্রিন ও মুক্তদ্বার নীতি বলা হয় ?    

৮৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থে উগ্র জাতীয়তাবাদের স্বরূপ তুলে ধরেছেন ? 
উত্তর : নৈবেদ্য। 

৮৬. Wealth of Nations - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : অ্যাডাম স্মিথ। 

৮৭. ব্রিটিশ সাম্রাজ্যের '' সবচেয়ে মূল্যবান ও উজ্জ্বলতম রত্ন '' নামে পরিচিত দেশ কোনটি ? 
উত্তর : ভারত। 

৮৮. কোন কোন রাষ্ট্র মিলিত হয়ে বলকান লীগ গঠন করে ? 
উত্তর : সার্বিয়া , গ্রিস , বুলগেরিয়া , মন্টেনগ্রো।    

৮৯. মূলতঃ কোন পণ্যকে কেন্দ্র করে শিল্প বিপ্লব সংগঠিত হয় ? 
উত্তর : বস্ত্র। 

৯০. কোন দেশ বিশ্ব কারখানা নামে পরিচিত ছিল ? 
উত্তর : ইংল্যান্ড। 

৯১. আর্নল্ড টয়েনবি কোন সময়কালকে শিল্প বিপ্লবের সময়কাল হিসাবে উল্লেখ করেছেন ? 
উত্তর : ১৭৪০ - ১৭৬০ খ্রিস্টাব্দ। 

৯২. ইংল্যান্ডের পর আর কোন কোন দেশে শিল্প বিপ্লব সংগঠিত হয় ? 
উত্তর : ফ্রান্স , জার্মানি , রাশিয়া - ইত্যাদি। 

৯৩. কে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা / The Workshop of the World - বলে উল্লেখ করেছেন ? 
উত্তর : ঐতিহাসিক ফিসার। 

৯৪. ইউটোপিয়া - গ্রন্থের লেখক কে ? 
উত্তর : টমাস মুর। 

৯৫. কে " The Lady with the Lamp" নামে পরিচিত ? 
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 

৯৬. কোন দেশে চার্টিস্ট আন্দোলন সংগঠিত হয় ? 
উত্তর : ইংল্যান্ড। 

৯৭. চার্টিস্ট আন্দোলন ছিল মূলতঃ - শ্রমিক / কৃষক / যাজক / বুর্জোয়া - আন্দোলন। 
উত্তর : শ্রমিক আন্দোলন। 

৯৮. কোন দেশে প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গড়ে ওঠে ? 
উত্তর : ইংল্যান্ডের লন্ডন শহরে। 

৯৯. জাতীয় কর্মশালা ( National Workshop ) কোথায় গড়ে ওঠে ? 
উত্তর : ফ্রান্স। 

১০০. কে ইংল্যান্ডের লুডাইট দাঙ্গায় নেতৃত্ব প্রদান করেছিলেন ? 
উত্তর : নেড লুড। 


১০১. '' শ্রমিক বন্ধু '' কাকে বলা হত ? 
উত্তর : ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে। 

১০২. কবে আটলান্টিক কেবল পাতা হয় ? 
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে। 

১০৩. '' সমাজতন্ত্রবাদ '' কথাটি কে প্রথম ব্যবহার করেন ? 
উত্তর : রবার্ট ওয়েন। 

১০৪. দাস ক্যাপিটাল গ্রন্থটি কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৮৬৭ খ্রিস্টাব্দে। 

১০৫. শ্রেণিসংগ্রামের কথা কে বলেছেন ? 
উত্তর : কার্ল মার্কস। 

১০৬. A New View of Society - কার লেখা ? 
উত্তর : রবার্ট ওয়েন। 

১০৭. অগস্ত ব্লনকি কে ছিলেন ? 
উত্তর : ইউটোপীয় সমাজতন্ত্রবিদ। 

১০৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কে ? 
উত্তর : কার্ল মার্কস। 

১০৯. '' সাম্রাজ্যবাদ : পুঁজিবাদের সর্বোচ্চ স্তর " - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : কার্ল মার্কস। 

১১০. দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবিদের নাম লেখ। 
উত্তর : কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস। 

১১১. " সাম্রাজ্যবাদ : একটি সমীক্ষা " - কার লেখা ? 
উত্তর : হবসন। 

১১২. কোন দেশে ৪ঠা মে আন্দোলন সংগঠিত হয় ? 
উত্তর : চিন। 

১১৩. কোন বছর আফ্রিকা ব্যাবচ্ছেদ করা হয় ? 
উত্তর : ১৮৭০ খ্রিস্টাব্দে। 

১১৪. প্রথম আফিম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ? 
উত্তর : চীন ও ইংল্যান্ড। 

১১৫. দ্বিতীয় আফিম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ? 
উত্তর : ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চীনের। 

১১৬. ড্রেইকাইজার বুন্ড - এর সদস্যরা কে কে ? 
উত্তর : জার্মানি , অস্ট্রিয়া ও রাশিয়া। 

১১৭. সেরাজেভো হত্যাকান্ড কবে সংগঠিত হয় ? 
উত্তর : ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮শে জুন। 

১১৮. কারা কঙ্গো ফ্রি স্টেট গ্রহণ করে ? 
উত্তর : বেলজিয়াম। 

১১৯. শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা - এর প্রবক্তা কে ? 
উত্তর : রুডইয়ার্ড কিপলিং। 

১২০. আফ্রিকা ব্যবচ্ছেদের জনক কে ? 
উত্তর : ডেভিড লিভিংস্টোন। 

১২১. নীলনদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণ করেছিলেন কে ? 
উত্তর : মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের। 

১২২. কারা চীনের উপর ২১ দফা দাবী পেশ করে ? 
উত্তর : জাপান। 

১২৩. কোন সন্ধির দ্বারা আফ্রিকার ব্যাবচ্ছেদ ঘটে ? 
উত্তর : বার্লিন সন্ধি ১৮৮৫ 

১২৪. আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল ? 
উত্তর : ফ্রান্স        


SAQ Section :- 

১. শিল্প বিপ্লব কাকে বলে ?
উত্তর :- অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদন এবং এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। ফরাসি দার্শনিক অগাস্ত ব্লঙ্কি সর্বপ্রথম শিল্পবিপ্লব কথাটি ব্যবহার করেন। 

২. শিল্প প্রযুক্তির বিপ্লব কী ? 
উত্তর :- প্রযুক্তিগত উন্নতি ইংল্যান্ডের শিল্প অগ্রগতির অন্যতম সহায়ক ছিল। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে বেশ কিছু নতুন যন্ত্রের আবিষ্কার যেমন - জন কে-র উড়ন্ত মাকু , হারগ্রিভসের স্পিনিং জেনি , আর্করাইটের ওয়াটার ফ্রেম , জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন - ইত্যাদি শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। তাই বলা হয়ে থাকে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রযুক্তিগত ক্ষেত্রেও বিপ্লব ঘটেছিল।

৩. ফ্যাক্টরি প্রথা কী ? 
উত্তর :- শিল্পকারখানাগুলি ছিল মূলত মালিকশ্রেণির অধীন। ফ্যাক্টরি প্রথা প্রচলনের মাধ্যমে শ্রমিকরা মালিকদের ইচ্ছা অনুসারে কাজ করতে বাধ্য থাকত। তারা শিল্পাঞ্চলের বাইরে যেতে পারত না। ফ্যাক্টরি প্রথাটি গড়ে উঠেছিল মালিকশ্রেণির মুনাফার কথা ভেবে।

৪. ঘেটো কী ?
উত্তর :- ঘেটো হল শহরের কোনো নির্দিষ্ট অঞ্চল যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহৃত হয়। পরে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়। 

৫. শিল্প বিপ্লবের ফলে উদ্ভব হওয়া নতুন দুটি শ্রেণীর পরিচয় দাও। 
উত্তর :- (ক) মালিকশ্রেণি :- 
মালিকশ্রেণি ছিল শিল্প কারখানার মালিক। এই পুঁজিপতি শ্রেণি উৎপাদনের পশ্চাতে মূলধন বিনিয়োগ করে। উৎপাদনের যন্ত্রাংশ , মুনাফা - সবই ছিল এঁদের হাতে। 
(খ ) শ্রমিকশ্রেণি :- 
উৎপাদন ব্যবস্থায় শ্রমের বিনিময়ে শ্রমিকরা মজুরি লাভ করতো। অতি সামান্য মজুরির ফলে তাদের জীবনযাত্রার মান ছিল নিম্ন। মালিকশ্রেণির আভিজাত্যের বিপরীতে এঁদের জীবন ছিল শোচনীয়।

৬. হেনরি সাঁ সিমোঁ , শার্ল ফুরিয়র কে ছিলেন ? 
উত্তর : হেনরি সাঁ সিমোঁ কে সমাজতন্ত্রের আদি প্রবক্তা বলা হয়ে থাকে। তিনি সর্বপ্রথম শিল্প সমাজের সমস্যাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখান।
শার্ল ফুরিয়ার সমাজে সম্পদের বিকেন্দ্রীকরণের পক্ষে মতামত পোষণ করেছিলেন। তিনি মনে করতেন, কমিউন স্থাপন করে অর্থনৈতিক শোষণ বন্ধ করতে হবে।

৭. ফ্রেডারিখ এঙ্গেলস ও কার্ল মার্কস কে ছিলেন ? 
উত্তর :- ইউরোপীয় সমাজতান্ত্রিক আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মার্কস ও এঙ্গেলস। তাদের যুগ্ম রচনা কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক গ্রন্থে শিল্প সমাজের নানা সমস্যার কথা তাঁরা তুলে ধরেছেন। মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে উল্লেখ করেছেন, আধুনিক শিল্প রাষ্ট্র হল শ্রেণিশোষণের যন্ত্র। তাই তিনি সর্বহারা শ্রেণীর পক্ষে শ্রেণি সংগ্রামের ডাক দিয়েছিলেন। 

৮. প্যারি কমিউন কী ? 
উত্তর : ফ্রান্সের প্যারিস শহরের বিপ্লবী শ্রমিকরা ১৮৭১ সালে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলে ও  ১৮ই মার্চ প্যারিসের শাসনক্ষমতা দখল করে নেয়।  এই কমিউন প্রায় দুই মাস প্যারিসের শাসন ক্ষমতা পরিচালনা করে।

৯. অতিরাষ্ট্রিক অধিকার কী ? 
উত্তর :- কোনো শক্তিশালী রাষ্ট্র যখন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের কাছ থেকে অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাড়তি অধিকার ভোগ করে তখন তাকে অতিরাষ্ট্রিক অধিকার বলে। 

১০. শ্রম বিভাজন নীতি কাকে বলে ? 
উত্তর :- ইউরোপের শিল্পবিপ্লব ঘটার পর শিল্পকারখানাগুলিতে এক -এক জন শ্রমিক কোনো কাজের এক - একটি অংশ তৈরিতে নিযুক্ত থাকতো। এটি শ্রমবিভাজন নীতি নামে পরিচিত।

১১. রক্তাক্ত মে সপ্তাহ কী ? 
উত্তর : ফ্রান্সের শ্রমিকরা প্যারিসের শাসনকার্য পরিচালনার জন্য ১৮৭১ সালে প্যারি কমিউন গঠন করলে সরকারি সেনাবাহিনী ২২ থেকে ২৯ মে এক সপ্তাহ ধরে শ্রমিকদের উপর নির্মম হত্যালীলা চালায়। এই ঘটনা রক্তাক্ত মে সপ্তাহ নামে পরিচিত।

১২. শিল্প বিপ্লবের পর গ্রামীণ সমাজ কেন ভেঙে পড়েছিল ?
উত্তর : শিল্প বিপ্লবের পর গ্রামের বহু দরিদ্র কৃষক নগদ মজুরিতে কাজের জন্য শিল্পাঞ্চলগুলিতে চলে আসে। ফলে গ্রামীণ জনসংখ্যা হ্রাস পায় ও গ্রামীণ সমাজ ভেঙে পড়ে। 

১৩. ইংল্যান্ডের দুটি শিল্পনগরীর নাম লেখ ? 
উত্তর : ম্যানচেস্টার ও গ্লাসগো। 

১৪. ইউটোপিয়ান কাদের বলা হয় ? 
উত্তর :- রবার্ট ওয়েন , হেনরি সাঁ সিমোঁ , শার্ল ফুরিয়র , লুই ব্লাঁ , প্রুধোঁ - প্রমুখ আদিপর্বের সমাজতন্ত্রীদের কল্পনাবিলাসী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী বলা হয়।

১৫. কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝ ? 
উত্তর :- রবার্ট ওয়েন , হেনরি সাঁ সিমোঁ , শার্ল ফুরিয়র , লুই ব্লাঁ , প্রুধোঁ - প্রমুখ আদিপর্বের সমাজতন্ত্রীরা শোষণের সমালোচনা করলেও কোনো বাস্তব পথের সন্ধান তাঁরা দেননি। তাই মার্কস তাঁদের কল্পনাবিলাসী বা ইউটোপীয় আখ্যা দিয়েছেন।


১৬. নৈরাজ্যবাদ কী ?  নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয় ? 
উত্তর :- সমাজতন্ত্রের বিপরীতধর্মী মতবাদ হলো নৈরাজ্যবাদ। নৈরাজ্যবাদীরা রাষ্ট্র ও চার্চের ধ্বংস চেয়েছিলেন। তাঁরা মনে করতেন, রাষ্ট্র ও চার্চ মানুষকে দুর্নীতিগ্রস্ত ও নীতিহীন করে তুলে তুলছে। নৈরাজ্যবাদের জনক হলেন প্রুধোঁ বা প্রুডো। 

১৭. কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলে ? 
উত্তর :- পঞ্চদশ থেকে ঊনবিংশ শতকের মধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক সাম্রাজ্য প্রসারের সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। 

১৮. কোন সময়কালকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয় ?
উত্তর :- ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক ১৮৭০ থেকে ১৯১৪ পর্যন্ত চালানো সাম্রাজ্যবাদী আগ্রাসনকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে।

১৯. আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত ? 
উত্তর : প্রথমত :- আফ্রিকা বহুদিন ইউরোপীয়দের নিকট অজানা ছিল। 
দ্বিতীয়ত :- অর্থনীতি , সমাজ, সভ্যতা, শিক্ষা, জীবন, প্রণালী ইত্যাদি সকল ক্ষেত্রেই আফ্রিকা অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে ছিল। 

২০. উপনিবেশবাদ বলতে কী বোঝ ? 
উত্তর : অন্য দেশকে দখল করে সেই দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং তাদের সম্পদ নিজেদের কাজে লাগানো। 

২১. নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝ ? 
উত্তর :-  ১৮৭০ সালের পর থেকে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি পণ্য বিক্রি ও কাঁচামাল সংগ্রহের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদের প্রচার ঘটায় - একেই নয়া উপনিবেশবাদ বলে।

২২. সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল ? 
উত্তর :- পাশ্চাত্যের সাথে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরীয় ভূখন্ডে সুয়েজ খাল খনন করা হয়।

২৩. মুক্ত দ্বার নীতি ঘোষণায় কী বলা হয় ? 
উত্তর :- মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে কর্তৃক ১৮৯৯ সালে ঘোষিত মুক্তদ্বার নীতিতে বলা হয় - বিভিন্ন শক্তির দখলে থাকা চিনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে।

২৪. সম্পদের নির্গমন বলতে কি বোঝ ? 
উত্তর :- ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর থেকে ব্রিটিশ কোম্পানি বিপুল পরিমাণ সম্পদ বিলেতে নির্গমন করতে থাকে। এই ঘটনা সম্পদের নির্গমন বা সম্পদের বহিঃর্গমন নামে পরিচিত। এই তত্ত্বের  প্রবক্তা দাদাভাই নৌরজি। ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে ''পলাশির লুণ্ঠন'' বলে অভিহিত করেছেন। 

২৫. কবে , কাদের মধ্যে তিয়েনসিনের সঙ্গে স্বাক্ষরিত হয় ? এই সন্ধির শর্তগুলি কী ছিল ? 
উত্তর :- দ্বিতীয় আফিম যুদ্ধে পরাজিত চিন ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে ১৮৫৮ সালে তিয়েনসিনের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই সন্ধির শর্তগুলি ছিল - 
(ক ) চীন প্রচুর ক্ষতিপূরণ দিতে রাজি হয়। 
(খ ) চীন তার ১১টি বন্দর বিদেশি বণিকদের জন্য খুলে দিতে বাধ্য হয়।
(গ ) চীন রাজধানী পিকিং - এ বিদেশী দূতাবাস প্রতিষ্ঠায় রাজী হয়। 
(ঘ ) নির্দিষ্ট শুল্কের বিনিময়ে চীনে আফিম ব্যবসা বৈধতা পায়।   

২৬. চীনা তরমুজের খন্ডীকরণ বলতে কী বোঝ ? 
উত্তর : বিভিন্ন বিদেশী শক্তি চীনের বিভিন্ন অংশ দখল করে খন্ড খন্ড করে নিজেদের মধ্যে বন্টন করে নেয়। এই ঘটনাকে চীনা তরমুজের খন্ডীকরণ বলে। যেমন - 
(ক ) ফ্রান্স চীনের অন্তরভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়। 
(খ ) ইংল্যান্ড ওয়াইহ্যাওয়ে দখল করে। 
(গ ) রাশিয়া লিয়া ও টুং উপদ্বীপ ও পোর্ট আর্থার দখল করে। 
(ঘ ) জার্মানি কিয়াওচাও বন্দর ও শানটুং প্রদেশ দখল করে। 
ঐতিহাসিক ভিনাক চীনের বিভিন্ন অংশে বিভিন্ন শক্তির এই দখলকে '' চীনা তরমুজের খন্ডীকরণ '' বলে অভিহিত করেছেন। 

২৭. তিন সম্রাটের চুক্তি কী ? 
উত্তর : বিসমার্ক ফ্রান্সকে মিত্রহীন রাখা এবং জার্মানির নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে ১৮৭৩ খ্রিস্টাব্দে জার্মানি , অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে এক মিত্রজোট গড়ে তোলেন। এটি তিন সম্রাটের চুক্তি বা ' ড্রেইকাইজার বুন্ড ' নামে পরিচিত। 

২৮. ওয়েল্ট পলিটিক - বলতে কী বোঝ ? 
উত্তর : জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বরাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ ও হস্তক্ষেপের নীতি গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি নৌশক্তি বৃদ্ধি , উপনিবেশ দখল - ইত্যাদির মাধ্যমে জার্মানির শক্তিবৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন। কাইজারের এই নীতিই ওয়েল্ট পলিটিক নামে পরিচিত। 

২৯. প্রথম বলকান যুদ্ধ কবে , কাদের মধ্যে হয়েছিল ? কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ? 
উত্তর : ১৯১২ খ্রিস্টাব্দে তুরস্ক ও বলকান লীগের সদস্য রাষ্ট্রগুলির ( গ্রিস , সার্বিয়া , মন্টিনেগ্রো , বুলগেরিয়া ) মধ্যে প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয়। 
১৯১৩ খ্রিস্টাব্দে লন্ডনের চুক্তি দ্বারা প্রথম বলকান যুদ্ধের অবসান ঘটে। 

৩০. কারা , কী উদ্দেশ্যে বলকান লীগ গঠন করে ? 
উত্তর : গ্রিস , সার্বিয়া , মন্টিনেগ্রো ও বুলগেরিয়া ১৯১২ খ্রিস্টাব্দে বলকান লীগ গঠন করে। এর উদ্দেশ্য ছিল তুর্কি সুলতানের অত্যাচার থেকে জাতীয়তাবাদী বলকানদের রক্ষা করা। 

৩১. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ? 
অথবা , সেরাজেভো হত্যাকান্ড কী ? 
উত্তর : অস্ট্রিয়ার যুবরাজ ডিউক অব ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া ১৯১৪ সালে বসনিয়া পরিভ্রমনে গেলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই ঘটনার জন্য সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া কিছু প্রস্তাব মেনে নিলেও অন্যান্য প্রস্তাবগুলি অগ্রাহ্য করলে অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। শীঘ্রই ইউরোপ ও পৃথিবীর বিভিন্ন শক্তি এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লে তা বিশ্বযুদ্ধের পরিণতি লাভ করে।   


You May Also Like

0 comments