অষ্টম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়। Class VIII Geography 2nd Chapter MCQ & SAQ

by - February 20, 2023

অষ্টম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়। 

Class VIII Geography 2nd Chapter MCQ & SAQ 




অষ্টম শ্রেণী ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর প্রকাশিত হল। প্রশ্নগুলি পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে করা হয়েছে।  

অষ্টম শ্রেণী : ভূগোল : দ্বিতীয় অধ্যায়। 

Class VIII Geography 2nd Chapter MCQ & SAQ


১. পাত - সংস্থান তত্ত্বের তিনজন প্রবক্তার নাম লেখ। 
২. মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে ? 
৩. প্যানথালসা কাকে বলে ? 
৪. পাতগুলো - স্থির / সঞ্চরণশীল। 
৫. পাতগুলি - ধীরগতিতে / মন্থরগতিতে - সঞ্চরণশীল। 
৬. পরস্পর বিপরীতমুখী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা। 
৭. পরস্পরমুখী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা।   
৮. নিরপেক্ষ পাত সীমানাতে - ধ্বংস হয় / সৃষ্টি হয় / ধ্বংস বা সৃষ্টি কিছুই হয়না। 
৯. গঠনকারী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা। 
১০. ধ্বংসকারী পাতসীমানা হল - অপসারী / অভিসারী / নিরপেক্ষ - সীমানা। 
১১. রকি হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১২. আরাবল্লী হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৩. আন্দিজ হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৪. উরাল হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৫. হিমালয় হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৬. অ্যাপেলেশিয়ান হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।   
১৭. আল্পস হল - নবীন / প্রাচীন ভঙ্গিল পর্বত।  
১৮. পাতগুলো - উল্লম্ব / অনুভূমিকভাবে - সঞ্চরণশীল। 


১৯. স্তম্ভ মেলাও ( আগ্নেয় পর্বত / আগ্নেয়গিরি ) 

ফুজিয়ামা                         ভারত 
ভিসুভিয়াস                       জাপান 
ব্যারেন                             ইন্দোনেশিয়া 
ক্রাকাতোয়া                      ইতালি 

২০. দাক্ষিণাত্য মালভূমি হল - পলিগঠিত / লাভা / পর্বতবেষ্টিত - মালভূমি। 
২১. অগ্ন্যুদ্গম একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
২২. ভূমিকম্প একটি - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
২৩. নদী , বায়ু , হিমবাহ , সমুদ্রতরঙ্গ - ইত্যাদি হল - অন্তর্জাত / বহির্জাত - প্রক্রিয়া। 
২৪. কোনটি সক্রিয় , সুপ্ত বা মৃত আগ্নেয়গিরি - তা লেখ। 
(ক ) ব্যারেন   (খ ) ফুজিয়ামা    (গ ) পোপো (ঘ ) ক্রাকাতোয়া (ঙ ) পারকুটিন 
(চ ) ভিসুভিয়াস (ছ ) এটনা (জ ) মৌনালোয়া 
২৫. '' আ আ '' , '' পা হো হো '' কথাগুলি কোন স্থানের সঙ্গে সম্পর্কিত ? ভারতের আন্দামান / আমেরিকার টেক্সাস / ইন্দোনেশিয়ার হাওয়াই / পোল্ডারভূমি। 
২৬. কোন বছর প্রবল ভূমিকম্পে সানফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছিল ? ২০০৬ / ২০০৮ / ২০১০ / ২০১২ 
২৭. স্তম্ভ মেলাও ( ভূমিকম্প তরঙ্গ ) 

প্রাথমিক তরঙ্গ                    L wave 
দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ         P wave 
পৃষ্ঠ তরঙ্গ                            S wave 

২৮. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় ? 
২৯. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতি মাপা হয় ? 
৩০. রিখটার স্কেলের উদ্ভাবক কে ? 
৩১. রিখটার স্কেলের সূচক মাত্রা কত ? 
৩২. ভূমিকম্পপ্রবণ অঞ্চল হল - নবীন / প্রাচীন - ভঙ্গিল পর্বত অঞ্চল। 
৩৩. পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি - প্রশান্ত মহাসাগর / ভারত মহাসাগর / আটলান্টিক মহাসাগরকে বলয়ের মত ঘিরে রয়েছে। 
৩৪. ভূঅভ্যন্তরীন শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ হল - ভূমিকম্প / অগ্নুৎপাত / উভয়ই। 
৩৫. দক্ষিণ আমেরিকার কিম্বারলি কেন বিখ্যাত ? ভূমিকম্পের জন্য / অগ্নুৎপাতের জন্য / হীরের খনির জন্য / আগ্নেয়বলয়ের জন্য। 
৩৬. ভূমিকম্পের ফলে সমুদ্রের ঢেউএর উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়লে তাকে বলে ________________________ । 
৩৭. ভারতে কোন দিন সুনামি ঘটেছিল ?     


You May Also Like

0 comments